Pharmacy House

Pharmacy House Pharmacy House - An Online Medicine Shop. Pharmacy at your door now.

বাসায় বসে অর্ডার করুন আপনার সকল ঔষধ।ফ্রি হোম ডেলিভারি।আজই অর্ডার করুন Pharmacy House
10/03/2022

বাসায় বসে অর্ডার করুন আপনার সকল ঔষধ।
ফ্রি হোম ডেলিভারি।

আজই অর্ডার করুন Pharmacy House

19/03/2020

Covid19

19/02/2020

করোনার ওষুধ আবিষ্কার, বাজারে ছাড়ার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মেডিসিন প্রশাসন।

27/01/2020
19/12/2019

জানেন কি বারবার ফোটানো চা খেলে দেখা দিতে মারাত্মক সব শারীরিক জটিলতা?

14/10/2019

চিনি বর্জন করতে হবে, এর ক্ষতিকর দিকগুলো ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

01/08/2019

Orange County, Florida, just released a public advisory warning that the Department of Health had found signs of the rare brain-infecting virus, Eastern equine encephalitis virus (EEEV) in the area.

27/07/2019

একটা তথ্য শেয়ার করি। একটি এডিস মশা তার জন্মস্থলের চার পাশে মাত্র ৪০০ মিটার পর্যন্ত ভ্রমন করতে পারে ( source : WHO Dengue control protocol)।
এর থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি

প্রথমত - আপনি আপনার বাসার ও কর্মস্থলের চারপাশে নিজে ও অন্যদের সহায়তায় শুধু মাত্র যদি ৪০০ মিটার এলাকা নিরাপদ ও পরিস্কার রাখতে পারেন তবে আপনার ডেংগিতে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকটা কমে যাবে।

দ্বিতীয়ত- এডিস মশা ডেংগির বাহক । তাই কোনো এডিস মশা আপনাকে কামরালে তখনি আপনি আক্রান্ত হবেন যদি এই এডিস মশা আগে অন্য একজন ডেংগি আক্রান্ত পেশেন্টকে কামরিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার আশে পাশে ৪০০ মিটারের,মধ্যে কেও আক্রান্ত থাকলে অবশ্যই তাকে মশারির মধ্যে থাকতে উদ্ভুদ্ধ করুন ও সহায়তা করুন।

তৃতীয়ত - এতো কম রেঞ্জ নিয়ে একটি উত্তরের এডিস মশা দক্ষিনে বা দক্ষিনের এডিস মসা উত্তরে যেতে পারে না 😑।

ঔষধের মেয়াদ আছে কি না কিভাবে বুঝবেন।যারা বিষয়টি জানেন ভালো।আর যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।আপনি যখন ঔষধ কিনবেন তখন...
14/07/2019

ঔষধের মেয়াদ আছে কি না কিভাবে বুঝবেন।যারা বিষয়টি জানেন ভালো।আর যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।আপনি যখন ঔষধ কিনবেন তখন যদি ফুল পাতা কিনেন বা যতটুকুই কিনেন।আপনি ঔষধের পাতাটি দোকানির কাছ থেকে হাতে নিয়ে ছবিতে দেখানো জায়গাটা লক্ষ করবেন।যেখানে E (expire)দিয়ে লিখা E0221 মানে এই ঔষধের মেয়াদ ফেব্রুয়ারি 2021 অবদি।

02=February মাস.
21=2021 সাল

বিষাক্ত কাগজসন্ধ্যা রাতে তরুণী বসে, পড়ছে ক্লাসের পড়ামাথা চুলকায় মাথা যে তার ,খুশকি উকুনে ভরা।কাছে চিকন চিরুনি পেয়ে, ...
06/07/2019

বিষাক্ত কাগজ

সন্ধ্যা রাতে তরুণী বসে, পড়ছে ক্লাসের পড়া
মাথা চুলকায় মাথা যে তার ,খুশকি উকুনে ভরা।

কাছে চিকন চিরুনি পেয়ে, মারতে লাগল মাথায়
উকুন খুশকি পড়তে লাগল, খোলা বইয়ের পাতায়।

বইয়ের পাতায় জ্যান্ত উকুন পিলপিলিয়ে হাটে
পিষে তাদের মারছে খুকি, শক্ত নখের পিঠে।

ধুলাবালি উকুন খুশকি হাজার ময়লা মাখা
বইখানিরে বছর শেষে বাক্সে হলো রাখা।

বিকেল বেলা খবর কাগজ পড়তে বসে দাদু
কোলে নিয়ে নাদুস নুদুস নাতনি সোনা যাদু।

হঠাৎ সোনা দাদুর কুলেই করে দিল সিসু
কিছুই তো নেই পেপার হল মুত্র মোছার টিস্যু।

ছোট্ট শিশুর সর্দি নাকে মুছতে ডাকে মা কে
মায়ের হাতের পেপার ছিল মারলো ঘষা নাকে।

মল মূত্র সর্দি মাখা ময়লা পেপার যত
তুলে রাখলো সেই বাক্সে ময়লা বইয়ের মত।

কাগজ বাঁধলো বাসা টিকটিকি ও উই
তেলাপোকা ইঁদুর বাবু সঙ্গে ইতর দুই।

বাসা বেঁধে ইঁদুর বাচ্চা দিচ্ছে মাসে মাসে
কাগজ মাখে প্রসবকালীন ময়লা রক্ত রসে।

বাথরুম নেই তেলাপোকার নেই কো ধোয়ার জল
এই কাগজেই ত্যাগ করে তাই মূত্র এবং মল।

হঠাৎ করে কাগজ কেনার হকার ব্যাটা এসে
টিকটিকিদের সুখের বাসা ভেঙ্গে দিল শেষে।

কিনে নিল পুরনো কাগজ হাজার ময়লা যাতে
পৌঁছে গেল আচার মুড়ি ফুচকাওয়ালার হাতে।

এই কাগজে আমরা সবাই খাবার রেখে খাই
দোহাই লাগে এমন কাজটি আর করো না ভাই।

পথের ধারে আচার দেখে জ্বিবে এল জল
মুখে নেস নে কাগজে ভাই তেলাপোকার মল।

ময়লা জেনেও কাগজে খাই আমরা আজব বোকা
সভ্য সাজের অন্তরালে ময়লা খাওয়ার পোকা।
( সংগৃহীত )

Address

Kandirpar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacy House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram