25/06/2023
★ অর্গানন অফ মেডিসিন গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকাঃ-
অন্য কোন বিদ্যাই চিকিৎসা শাস্ত্রের মত এতো অনুমান মূলক নয় ___ এ কথা সকল যুগেই সর্বজন স্বীকৃত সত্য।অতএব যার উপর মানব জাতির সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ এই স্বাস্থ্য নির্ভরশীল তার ভিত্তি সুপ্রতিষ্ঠিত কি না সে সম্পর্কে যথার্থ ভাবে অনুসন্ধান করার অধিকার সকলেরই আছে।
আমি মনে করি, এই সম্মানিত গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে যে,বর্তমান যুগে আমিই একমাত্র ব্যক্তি যে সুগবীর ভাবে এর সত্যানুসন্ধানে সচেষ্ট হয়েছি এবং আমার এই গবেষণা গত বিশ্বাসের ফলাফল গুলো লিখিতভাবে কিছু কিছু আমার নামে কিছু কিছু বেনামে বিশ্ববাসীর কাছে প্রকাশ করছি।এই পরীক্ষা-নিরীক্ষার ফলে আমি যে সত্যপথের সন্ধান লাভ করেছি সেই সত্য পথে আমাকে একাই চলতে হয়েছে। সেই পথ বাঁধাধরা চিকিৎসা পদ্ধতির সাধারন রাজ পথ হতে বহু দূরে।আমি সত্য হতে সত্যের দিকে ক্রমাগত অগ্রসর হয়েছি এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা দ্বারা নির্ভুল সিদ্ধান্ত গুলোই গ্রহন করেছি।আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহন করি নাই যা পরীক্ষা - নিরীক্ষার মাধ্যমে সত্য বলে প্রমানিত হয় নাই।আমার এই পরীক্ষা লদ্ধ সিদ্ধান্ত গুলো মানুষের মনগড়া কল্পনা এবং অনুমান ভিত্তিক সিদ্ধান্ত হতে পৃথক। এই জন্যই তৎকালীন প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ( এ্যালোপ্যাথি)পরিমণ্ডপ হতে আমি দূরে সরে আছি।
★★ আমি আমার পরীক্ষা লদ্ধ সিদ্ধান্ত গুলো এই গ্রন্থে লিখে গেলাম(অর্গানন অফ মেডিসিন) যারা আন্তরিকতা এবং সততার সংগে মানব জাতির সেবা করতে চান সেই চিকিৎসক সমাজ এখন কোন পথ অবলম্বন করবেন অনুমান ভিত্তিক,খামখেয়ালীপনা ক্ষতিকর পদ্ধতির পথ অথবা কল্যান কর সত্যের পথ____ এটা দেখার অপেক্ষায় আছি।
>> যা তুলে ধরলাম সবটাই স্যামুয়েল হ্যানিম্যানের কথা,আরো বাকি ছিল তবে বাকি টা বাকি এ থাক, কারন আমরা হোমিওপ্যাথিক ডাক্তার আর স্টুডেন্টরা বাকি রাখতে পছন্দ করি।
উপরের এই টুকু কথা যদি আমরা মন প্রান দিয়ে উপলদ্ধি করতে পারতাম তাহলে হোমিওপ্যাথি চিকিৎসকদের ব্যর্থতা আসতো না।
কিসের এত ভয় আমাদের?? সত্যটা তো আমাদের দিয়েই গেল,এখনো কেন আমরা পথভ্রষ্ট হচ্ছি??
★★★কারণ, আমরা অলস্য প্রিয়,আরাম প্রিয়,আর একগুঁইমি মনোভাবে পরিপূর্ন।
তাই সত্যকে এখনো উপলদ্ধি করতে পারছি না।