Professor Homeo Clinic

02/10/2024
25/07/2023

হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা ৬ষ্ঠ ব্যাখ্যান||Homoeopathy Anushilon,Cumilla || Dr.M.A Taher

Full Video : https://youtu.be/3EHiw0gSod4

18/07/2023

সদৃশ বিধান চিকিৎসায় তথা আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন রোগীর রোগ আরোগ্য লাভ করে।
ডাঃ এম এ তাহের।

13/07/2023

ডেঙ্গু জ্বরের মহা ঔষধ হোমিওপ্যাথি।যার প্রমান আমার রোগী আইরিন।গত১০/৭/২৩ইংতারিখে এই জ্বর দেখা দেয়।হোমিওপ্যাথিক একটি ঔষধ সেবনে আলহাদুলিল্লা সে সুস্হ হয়। হ্যানিম্যানের চেষ্টা বৃথা নয়।

09/07/2023

সিফিলিনাম || Syphilinum || DR.M.A. Taher || Cumilla Homeo Anushilon Class |

08/07/2023

প্রতিযোগীতায় জয়লাভ করতে হলে, দ্রুততার প্রয়োজনই সব কিছু নয়। একটু উদাসীনতা, শীতল প্রকৃতি এবং শান্তভাব অর্জনের চেষ্টা করো; তাহলেই কেবল আমি যা চাই তুমি তাই লাভ করবে।”
—ডাঃ হ্যানিম্যান

25/06/2023

“আমি যখন কোনও কিছু আমার জ্ঞাত বিষয় অপেক্ষা ভালো পাই, তখনই আমি তাহা গ্রহণ করি।”
-ডাঃ হ্যানিম্যান

25/06/2023

হোমিওপ্যাথিক চিকিৎসা আধ্যাত্মিক প্রকৃতির। চিকিৎসক অত্যন্ত নির্মল ও পবিত্র না হইলে তাহার মধ্য দিয়া ঈশ্বরের করুনা রোগীর দেহমধ্যে সঞ্চারিত হইতে পারেনা”
-ডাঃ হ্যানিম্যান

25/06/2023

আমাদের মূল্যবান সময় বাঁচাতে এবং আমাদের মর্য্যাদাকে উন্নত করতে, আমরা কখনও কোন চিররোগীর বাড়ীতে গিয়ে রোগী দেখিব না। এমন কি সে যদি রাজপরিবারেরও হয় এবং আমাদের কাছে আসতে সক্ষম হয় তবে তাকেই আমাদের নিকট আসতে হবে।
আমরা কেবল মাত্র অচির রোগীদের এবং যারা শয্যাশায়ী হয়ে আছে শুধু তাদের গিয়ে দেখে আসব।”
—ডাঃ হ্যানিম্যান

25/06/2023

★ অর্গানন অফ মেডিসিন গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকাঃ-

অন্য কোন বিদ্যাই চিকিৎসা শাস্ত্রের মত এতো অনুমান মূলক নয় ___ এ কথা সকল যুগেই সর্বজন স্বীকৃত সত্য।অতএব যার উপর মানব জাতির সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ এই স্বাস্থ্য নির্ভরশীল তার ভিত্তি সুপ্রতিষ্ঠিত কি না সে সম্পর্কে যথার্থ ভাবে অনুসন্ধান করার অধিকার সকলেরই আছে।

আমি মনে করি, এই সম্মানিত গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে যে,বর্তমান যুগে আমিই একমাত্র ব্যক্তি যে সুগবীর ভাবে এর সত্যানুসন্ধানে সচেষ্ট হয়েছি এবং আমার এই গবেষণা গত বিশ্বাসের ফলাফল গুলো লিখিতভাবে কিছু কিছু আমার নামে কিছু কিছু বেনামে বিশ্ববাসীর কাছে প্রকাশ করছি।এই পরীক্ষা-নিরীক্ষার ফলে আমি যে সত্যপথের সন্ধান লাভ করেছি সেই সত্য পথে আমাকে একাই চলতে হয়েছে। সেই পথ বাঁধাধরা চিকিৎসা পদ্ধতির সাধারন রাজ পথ হতে বহু দূরে।আমি সত্য হতে সত্যের দিকে ক্রমাগত অগ্রসর হয়েছি এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা দ্বারা নির্ভুল সিদ্ধান্ত গুলোই গ্রহন করেছি।আমি এমন কোন সিদ্ধান্ত গ্রহন করি নাই যা পরীক্ষা - নিরীক্ষার মাধ্যমে সত্য বলে প্রমানিত হয় নাই।আমার এই পরীক্ষা লদ্ধ সিদ্ধান্ত গুলো মানুষের মনগড়া কল্পনা এবং অনুমান ভিত্তিক সিদ্ধান্ত হতে পৃথক। এই জন্যই তৎকালীন প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ( এ্যালোপ্যাথি)পরিমণ্ডপ হতে আমি দূরে সরে আছি।

★★ আমি আমার পরীক্ষা লদ্ধ সিদ্ধান্ত গুলো এই গ্রন্থে লিখে গেলাম(অর্গানন অফ মেডিসিন) যারা আন্তরিকতা এবং সততার সংগে মানব জাতির সেবা করতে চান সেই চিকিৎসক সমাজ এখন কোন পথ অবলম্বন করবেন অনুমান ভিত্তিক,খামখেয়ালীপনা ক্ষতিকর পদ্ধতির পথ অথবা কল্যান কর সত্যের পথ____ এটা দেখার অপেক্ষায় আছি।

>> যা তুলে ধরলাম সবটাই স্যামুয়েল হ্যানিম্যানের কথা,আরো বাকি ছিল তবে বাকি টা বাকি এ থাক, কারন আমরা হোমিওপ্যাথিক ডাক্তার আর স্টুডেন্টরা বাকি রাখতে পছন্দ করি।
উপরের এই টুকু কথা যদি আমরা মন প্রান দিয়ে উপলদ্ধি করতে পারতাম তাহলে হোমিওপ্যাথি চিকিৎসকদের ব্যর্থতা আসতো না।
কিসের এত ভয় আমাদের?? সত্যটা তো আমাদের দিয়েই গেল,এখনো কেন আমরা পথভ্রষ্ট হচ্ছি??

★★★কারণ, আমরা অলস্য প্রিয়,আরাম প্রিয়,আর একগুঁইমি মনোভাবে পরিপূর্ন।
তাই সত্যকে এখনো উপলদ্ধি করতে পারছি না।

23/06/2023

হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা |
Full Video YoUTube Channel এ
Video Link: https://youtu.be/e-sT_UPStfI

19/06/2023

Welcome to my page

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Professor Homeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram