13/10/2025
জ্বীন, যাদু, বদ নজরের সাধারণ কিছু লক্ষণঃ
*স্বপ্নে সময় সাপ, কুকুর, বিড়াল, গরু বা হিংস্র প্রাণী কামড় দিতে চাইছে বা ধাওয়া করছে দেখা।
*ঘুমের মাঝে উপর থেকে পড়ে যেতে দেখা, বা শরীর ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যাওয়া।
*স্বপ্নে বারবার কোন খাবার খেতে দেখা, এবং সকালে উঠে পেট ভরা ভরা মনে হওয়া।
*স্বপ্নে প্রায় সময় মৃত ব্যক্তি, কবরস্থান বা শ্মশান দেখা।
*স্বপ্নে পাহাড়, নদী, সাগর বা জঙ্গল দেখা; অচেনা জায়গায় ঘুরতে থাকা বা নিজেকে উড়তে দেখা।
*নিজের বিয়ে হতে দেখা, বাচ্চা হতে দেখা, অথবা অন্যের বিয়েতে অংশগ্রহণ করতে দেখা।
*স্বপ্নে Sexual Harassment এর শিকার হওয়া বা এমন অনুভব হওয়া।
*শরীরে অচেনা দাগ, আঁচড় বা আঘাতের চিহ্ন দেখা।
*সবসময় হতাশা, দুশ্চিন্তায় ডুবে থাকা, অশ্লীল চিন্তা করা বা পর্নোগ্রাফিতে আসক্ত থাকা; বারবার স্বপ্নদোষ হওয়া।
*নির্দিষ্ট সময়ে (যেমন সূর্য ওঠার সময়, আসর বা মাগরিবের পর) মাথা ব্যথা বা অস্বস্তি অনুভব করা।
*সবসময় খিটখিটে মেজাজে থাকা, আত্মহত্যার চিন্তা আসা।
*শরীরে হঠাৎ মাংস কাপাকাপি করা, সুচের খোঁচা লাগা, অঙ্গ অবশ হয়ে যাওয়া বা কামড়ানোর অনুভূতি হওয়া, অথচ ডাক্তারি চিকিৎসায় কিছু না পাওয়া।
*পেটে অতিরিক্ত গ্যাস হওয়া বা সবসময় পেট ফাঁপা লাগা।
*দিন বা রাতে আশেপাশে ছায়া দেখা, পাশে কেউ শুয়ে আছে মনে হওয়া, বা বাসায় অস্বাভাবিক/paranormal কিছু ঘটতে দেখা।
*সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বিয়ে না হওয়া, প্রস্তাব এলেও আর অগ্রগতি না হওয়া।
*পাত্রপক্ষ বাসায় আসলে তাদের মাঝে তাড়াহুড়া করা, নিজের মধ্যে অস্বস্তি, মেজাজ খারাপ, চেহারা মলিন হয়ে যাওয়া, ব্রণ ওঠা; আর পাত্রপক্ষ চলে গেলে সব স্বাভাবিক হয়ে যাওয়া।
*অনিয়মিত পিরিয়ড হওয়া, প্রচণ্ড ব্যাথা হওয়া, সাদাস্রাব যাওয়া।
*যেকোনো কাজে বাধার সম্মুখীন হওয়া বা কাজে অনিহা আসা।
*ব্যবসা বাণিজ্যে কোন বরকত না পাওয়া, যা ইনকাম হয় সবই খরচ হয়ে যাওয়া।
*সবসময় হতাশায় ভুগতে থাকা বা মনমরা থাকা। কোন কিছুই ভালো না লাগা।
*স্বপ্নে যা দেখতে পায় বাস্তবে তাই ঘটতে দেখা।
*বারবার আয়না দেখতে মন চাওয়া বা আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগা।
*গোসল করতে গেলে বা বাথরুমে গেলে সময় অতিরিক্ত খরচ করা।
*বাসায় কোন সুঘ্রাণ বা কোন দুর্গন্ধ পাওয়া।
*শরীরে এমন কোন রোগ হওয়া যা মেডিকেলে ধরা না পড়া।
*স্বামী স্ত্রীর মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকা। স্বামী দূরে থাকলে স্বামীর প্রতি টান লাগা; কাছে আসলেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
*সব কিছু ঠিক থাকা স্বত্বেও বাচ্চা কনসিভ না হওয়া।
*কারো প্রতি হটাৎ মারাত্মক ভালো লাগা কাজ করা, আবার হঠাৎ তীব্র ঘৃণা কাজ করা।
---
*নামাজে অনিহা, কোরআন তেলাওয়াত করলেই শরীর খারাপ লাগা, আজানের সময় শরীর অস্বাভাবিক লাগা বা আজান ভালো না লাগা।
*প্রায় সময় আল্লাহ ও তাঁর রাসূল সম্পর্কে নেগেটিভ চিন্তা আসা।
*কারো সাথে কথা বললেই ঝগড়া লেগে যাওয়া বা বিপদ সৃষ্টি হওয়া।
এসবের মাঝে যদি একাধিক লক্ষণ প্রায়সময় ঘটতে দেখলে কোন অভিজ্ঞ রাকীর শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস রুকইয়াহ করান।