29/11/2025
আপনি কি জানেন নাক বা কান থেকে রক্তপাত কখন বিপদজনক হতে পারে?
নাক বা কান থেকে রক্তপড়া সাধারণত সাময়িক কারণে হলেও অনেক সময় এটি লুকিয়ে থাকা জটিল রোগের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে।
📌 যে ধরনের সমস্যা দেখা যেতে পারেঃ
• নাকে হঠাৎ রক্ত পড়া
• কান দিয়ে রক্ত বা পুঁজ বের হওয়া
• মাথা ব্যথা বা চাপ লাগা
• বার বার নাক বন্ধ থাকা বা সাইনাস সমস্যা
• কান ব্যথা শুনতে কম শোনা বা শব্দ হওয়া
👉 সমস্যা বৃদ্ধি পেলে কি হতে পারেঃ
• ফ্রিকোয়েন্ট রক্তপাত অ্যানিমিয়া তৈরি করতে পারে
• কানের ইনফেকশন জটিল হয়ে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে
• সাইনাস ইনফ্লেমেশন দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট বাড়ায়
• সঠিক চিকিৎসা না নিলে কানের ক্ষতি স্থায়ী হতে পারে
যে কোন রক্তপাতকে অবহেলা করা উচিত নয় কারণ ক্ষুদ্র সমস্যা থেকেও বড় জটিলতা তৈরি হতে পারে। সঠিক সময়ে পরামর্শই নিরাপদ সমাধান।
নাক-কান-গলা ও হেড-নেক সার্জন
-------------------------------------
ডাঃ সা-আদ জামান
এমবিবিএস (ডি.ইউ), বিসিএস (স্বাস্থ্য),
এমএস (ইএনটি) এফআইসিএস (আমেরিকা),
ডিএলও (ইংল্যান্ড), এমআরসিপিএস (গ্লাসগো)
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
এফসিপিএস (নাক-কান-গলা), এফপি
ফেলোশিপ ইন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি
(কলকাতা, মুম্বাই-ভারত)
স্লিপ সার্জারি (কলকাতা, ভারত)
কনসালটেন্ট
(নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগ)
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা ।
বিএমডিসি রেজিঃ নং- এ-৬২৫৬৫
-------------------------------------
🏥চেম্বার-১: কুমিল্লা ট্রমা সেন্টার
রুম নংঃ ৫০২, স্পেশালাইজড অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল, রানীরবাজার রোড, নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা
🕘রোগী দেখছেনঃ
শনি থেকে বৃহস্পতিবার (দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা) পর্যন্ত
📞সিরিয়ালের জন্যঃ
👉০১৭৪৬-৬৮৭০১০
-----------------------------------------
🏥চেম্বার-২:মদিনা জেনারেল ও চক্ষু হাসপাতাল উপজেলা পরিষদ সংলগ্ন, হোমনা, কুমিল্লা
🕘রোগী দেখছেনঃ
প্রতি শুক্রবার (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা) পর্যন্ত
📞সিরিয়ালের জন্যঃ
👉০১৭৪৬-৬৮৭০১০
-----------------------------------------