তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স Its a health and family planing service page. We r trying to provide best health service in the heal

শোক বার্তা
27/11/2025

শোক বার্তা

আজ বেশ কয়েকজনের কাছে একটা পোস্টের লিংক পেয়েছি যে icddr,b এর কোন গবেষণায় নাকি পেয়েছে যে বাংলাদেশে টাইফয়েড মাত্র ১%. ঘটনাট...
15/10/2025

আজ বেশ কয়েকজনের কাছে একটা পোস্টের লিংক পেয়েছি যে icddr,b এর কোন গবেষণায় নাকি পেয়েছে যে বাংলাদেশে টাইফয়েড মাত্র ১%. ঘটনাটি সত্য কিনা!

আজ প্রায় ১২ বছর ধরে icddr,b তে আছি, কিন্তু এমন কোনো গবেষণার ফলাফলের কথা শুনি নাই! বরং আমাদের ACORN-HAI স্টাডিতে (২০২৩-২০২৪) আমরা ২ বছরে ৮২৯ জন রোগীর মধ্যে ২৪৯ জনের রক্তে টাইফয়েডের জীবাণু (Salmonella typhi) পেয়েছি! এর কাছাকাছি প্যারাটাইফয়েডের জীবাণু তো হিসাবেই ধরি নাই। অথচ ব্লাড কালচারে যা পজিটিভ আসে, তারচেয়েও অনেক বেশি আক্রান্ত রোগী থাকে, যাদের ক্ষেত্রে রোগনির্ণয় করা সম্ভব হয় না।

অর্থাৎ মেইনলি ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগী, সাথে যাদের রক্তে অন্যান্য ইনফেকশনও ছিলো, তাদের মধ্যেই ৩০% এরও উপরে টাইফয়েডের জীবাণু ছিলো! টাইফয়েডের লক্ষণ নিয়ে অন্যান্য জেনারেল হাসপাতালে যারা ভর্তি হয়, তাদের মধ্যে এই হার আরও বেশি হতে পারে বলে আমার ধারণা।

অথচ কোত্থেকে, কোনো রেফারেন্স ছাড়া একজন বলে দিলো যে icddr,b এর গবেষণা, আর সবাই সেটাকে বিশ্বাসও করে নিলো!

সাথে এটাও জেনে রাখেন যে টাইফয়েডের এই ভ্যাক্সিন কোভিডের মতো নতুন বা ইমারজেন্সী সিচুয়েশনে ব্যবহার করার জন্য জরুরী ভিত্তিতেও তৈরি করা নয়। এটা অনেক আগে থেকেই বাংলাদেশ সহ অনেক দেশে আছে, এবং এতোদিন অনেকেই এটা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা চেম্বার বা ফার্মেসী থেকে ১২০০-১৪০০ টাকায় কিনে দিতো। মানুষের উপকারের জন্য এখন ফ্রি তে যে ভ্যাক্সিন দিচ্ছে, এটা বাজারে পাওয়া ভ্যাক্সিনের চেয়েও ভালো। অথচ শুধুমাত্র ফ্রি তে দিচ্ছে বলেই বাঙালীর সন্দেহ শুরু হয়েছে যে ফ্রি তে দিলো কেন!

Assistant Scientist,
icddr,b

টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন ২০২৫টাইফয়েড প্রতিরোধে নতুন উদ্যোগ আজ গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্র...
12/10/2025

টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন ২০২৫

টাইফয়েড প্রতিরোধে নতুন উদ্যোগ আজ গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেশব্যাপী টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সরফরাজ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, টিকাদান কর্মী, গণমাধ্যম কর্মী ও এমটিইপিআই জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

👉 এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
আসুন, সবাই মিলে টাইফয়েডমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

゚viralシ

আজ উলুকান্দি গ্রামে ঘটলো আরেকটি করুণ ঘটনা। বৃষ্টির আনন্দে খেলতে থাকা এক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ...
02/10/2025

আজ উলুকান্দি গ্রামে ঘটলো আরেকটি করুণ ঘটনা। বৃষ্টির আনন্দে খেলতে থাকা এক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে পাওয়া যায় নিথর দেহে পুকুরের জলে ভেসে আছে....

একটি নিষ্পাপ প্রাণ এভাবে ঝরে যাওয়া শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর বেদনার। ছোট্ট সোনামণির অপূর্ব হাসি আর খেলার শব্দ আজ চিরদিনের জন্য থেমে গেলো।

আসুন সবাই মিলে শিশুদের নিরাপত্তার প্রতি আরো বেশি সচেতন হই। একটি মুহূর্তের অসতর্কতা যেন আর কোনো পরিবারের বুক এভাবে শূন্য না করে।

আল্লাহ রাব্বুল আলামিন শিশুটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় দুঃখ সহ্য করার শক্তি দিন। আমিন।

📢 সচেতনতামূলক বার্তা✅টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫📅শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ ◾বয়স: ৯ মাস থেকে ১৫ বছর🟢এই আগস্ট মাসেই রে...
13/08/2025

📢 সচেতনতামূলক বার্তা

✅টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫
📅শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫
◾বয়স: ৯ মাস থেকে ১৫ বছর

🟢এই আগস্ট মাসেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!
🌐 রেজিস্ট্রেশন লিংক 👉 vaxepi.gov.bd

📲 মোবাইল, পি.সি কিংবা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

🔍 রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে:
✅ শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর।
✅ অভিভাবকের মোবাইল নম্বর।

📌 রেজিস্ট্রেশন ধাপসমূহ সংক্ষেপে:
1️⃣ ওয়েবসাইটে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করুন
2️⃣ শিশুর জন্মতারিখ ও বয়স লিখুন
3️⃣ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিন
4️⃣ টিকা নেওয়ার বর্তমান ঠিকানা দিন
5️⃣ ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন
6️⃣ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিন
7️⃣ পছন্দমতো টিকাকেন্দ্র সিলেক্ট করে সাবমিট করুন
8️⃣ PDF ডাউনলোড করুন ও টিকা দেওয়ার সময় সঙ্গে নিন

🗣️ আপনার সচেতনতাই আপনার শিশুর সুরক্ষা।
💉 টাইফয়েড ভ্যাকসিন দিন, স্বাস্থ্য নিশ্চিত করুন।
✅ রেজিস্ট্রেশন করতে দেরি না লগইন করুন– vaxepi.gov.bd

✍️স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

**** গত ০৯/০৭/২০২৫ খ্রি:  তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিতাস, কুমিল্লা  এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম...
12/07/2025

**** গত ০৯/০৭/২০২৫ খ্রি: তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিতাস, কুমিল্লা এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের রুমে ভুলবশত: কেউ একটি ছাতা ফেলে চলে গিয়েছেন। উক্ত ছাতাটি প্রমাণ সাপেক্ষে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল।

# #যোগাযোগ : খন্দকার সাইফুল ইসলাম
ভারপ্রাপ্ত ক্যাশিয়ার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিতাস কুমিল্লা।
মোবাইল ০১৭৩০ ৯৩১২৮০

আজ শনিবার (২১/০৬/২০২৫) একটি গৌরবময় দিন 🌟কুমিল্লা জেলার মান্যবর Civil Surgeon Dr. Alinur Mohammed Bashir Ahmed স্যার আজ ...
21/06/2025

আজ শনিবার (২১/০৬/২০২৫) একটি গৌরবময় দিন 🌟

কুমিল্লা জেলার মান্যবর Civil Surgeon Dr. Alinur Mohammed Bashir Ahmed স্যার আজ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। তিনি আন্তঃবিভাগ, বহিঃবিভাগ ও কিচেন ঘুরে দেখেন এবং পরিস্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান আরও উন্নত করার পরামর্শ দেন।

তিনি সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যা আমাদের সেবাদানের মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

🙏 শ্রদ্ধেয় স্যারের দিকনির্দেশনা আমাদের কাজের অনুপ্রেরণা এবং উন্নয়নের পথপ্রদর্শক।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার এই মূল্যবান সফরে কৃতজ্ঞতা প্রকাশ করছে। 🌿





“শিশু থেকে প্রবীণ, পুষ্টি সার্বজনীন” — এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখেতিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা২৮ মে ...
03/06/2025

“শিশু থেকে প্রবীণ, পুষ্টি সার্বজনীন” — এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা
২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সফলভাবে পালন করলো “ পুষ্টি সপ্তাহ - ২০২৫”।

একটি সপ্তাহজুড়ে শুধু কর্মসূচি নয় —
👉 ছিলো সচেতনতার বার্তা
👉 ছিলো শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা
👉 ছিলো শিশুদের হাতের তুলিতে পুষ্টির গল্প
👉 আর আজ ছিলো সেই অনন্য যাত্রার সমাপ্তি ও সম্মাননা প্রদান। 🎉

📍 তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রমাণ করলো, শুধু চিকিৎসা নয় —
সচেতনতা, শিক্ষার মেলবন্ধনে গড়ে উঠতে পারে একটি স্বাস্থ্যসম্মত, সচেতন সমাজ।

👏 এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, যাঁরা সহযোগিতা করেছেন, এবং যারা নিরলস পরিশ্রম করে আয়োজনকে সফল করেছেন — আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

🟡 সপ্তাহ শেষ, কিন্তু সচেতনতা চলবে সারাবছর।
তিতাস আবার প্রমাণ করলো — স্বাস্থ্যই শক্তি, পুষ্টিই প্রেরণা।

#অস্তি_সপ্তাহ২০২৫
#তিতাস_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#পুষ্টি_সার্বজনীন
#শিশু_থেকে_প্রবীণ
#স্বাস্থ্য_সচেতনতা

"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন" — এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিতাস উপজ...
31/05/2025

"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন" — এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা কর্তৃক আয়োজিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করেছে।

স্বাস্থ্য সচেতন, পুষ্টি সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাঝে পুষ্টিবিষয়ক জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে আজকের এই আয়োজন ছিল অত্যন্ত সফল ও উৎসাহব্যঞ্জক।

সব অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আয়োজকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

পুষ্টির আলো ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। 🌾🍎✍️🎨
#জাতীয়পুষ্টিসপ্তাহ২০২৫ #পুষ্টিকরখাবার #তিতাস_উপজেলা #স্বাস্থ্য_সচেতনতা #শিশু_ভবিষ্যত

"সাপের কামড় — চিকিৎসা নয়, বিশ্বাসে জীবন ঝরে না যাক!"আজও একটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল শুধুমাত্র ভুলচিকিৎসা আর কুসংস্...
18/05/2025

"সাপের কামড় — চিকিৎসা নয়, বিশ্বাসে জীবন ঝরে না যাক!"

আজও একটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল শুধুমাত্র ভুলচিকিৎসা আর কুসংস্কারের কারণে। ওঝার ঝাড়ফুঁক ও ভ্রান্ত পদ্ধতির উপর আস্থা রেখে রোগীকে হাসপাতালে আনার সময়টা নষ্ট করা হলো, আর সেই দেরিতেই হারিয়ে গেল একটি জীবন। অদ্য ১৮/০৫/২০২৫ খ্রিঃ সন্ধা ৭ঃ ২০ মিনিটে বিষধর সাপে কাটা একটা রোগী যার নাম মোঃ নাছির, পিতা, জারু মিয়া, গ্রাম - সাগরফেনাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোস্তফা জামান আশিক এর সহযোগীরা রোগীর জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু এন্টিভেনম ইনজেকশন দেওয়ার আগেই সব শেষ হয়ে যায়। রোগী না ফেরার দেশে চলে যান। রোগীকে সাপে কাটা হয় দুপুর দুই ঘটিকায় আর সে রোগীকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সময় কালক্ষেপণের জন্য ইতিমধ্যেই রোগী মৃত্যুবরণ করে।

সবার প্রতি বিনীত অনুরোধ:
সাপের কামড় হলে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।
দ্রুত নিকটস্থ হাসপাতালে যান
ওঝা বা ঝাড়ফুঁকে নয়, চিকিৎসা বিজ্ঞানের ওপর আস্থা রাখুন
সময়ই সবচেয়ে বড় অস্ত্র এই মুহূর্তে — দেরি করলে মৃত্যু অনিবার্য

আসুন, নিজের পরিবার-পরিজনের সুরক্ষার জন্য সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। জীবন অনেক মূল্যবান — কুসংস্কার নয়, বিজ্ঞানই বাঁচাতে পারে।

#সচেতনতা #সাপের_কামড় #বিজ্ঞানমনস্কতা #ভুলচিকিৎসা_বন্ধ_হোক

18/05/2025

"সাপের কামড় — চিকিৎসা নয়, বিশ্বাসে জীবন ঝরে না যাক!"

আজও একটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল শুধুমাত্র ভুলচিকিৎসা আর কুসংস্কারের কারণে। ওঝার ঝাড়ফুঁক ও ভ্রান্ত পদ্ধতির উপর আস্থা রেখে রোগীকে হাসপাতালে আনার সময়টা নষ্ট করা হলো, আর সেই দেরিতেই হারিয়ে গেল একটি জীবন। অদ্য ১৮/০৫/২০২৫ খ্রিঃ সন্ধা ৭ঃ ২০ মিনিটে বিষধর সাপে কাটা একটা রোগী যার নাম মোঃ নাছির, পিতা, জারু মিয়া, গ্রাম - সাগরফেনাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোস্তফা জামান আশিক এর সহযোগীরা রোগীর জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু এন্টিভেনম ইনজেকশন দেওয়ার আগেই সব শেষ হয়ে যায়। রোগী না ফেরার দেশে চলে যান। রোগীকে সাপে কাটা হয় দুপুর দুই ঘটিকায় আর সে রোগীকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সময় কালক্ষেপণের জন্য ইতিমধ্যেই রোগী মৃত্যুবরণ করে।

সবার প্রতি বিনীত অনুরোধ:
সাপের কামড় হলে একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।
দ্রুত নিকটস্থ হাসপাতালে যান
ওঝা বা ঝাড়ফুঁকে নয়, চিকিৎসা বিজ্ঞানের ওপর আস্থা রাখুন
সময়ই সবচেয়ে বড় অস্ত্র এই মুহূর্তে — দেরি করলে মৃত্যু অনিবার্য

আসুন, নিজের পরিবার-পরিজনের সুরক্ষার জন্য সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। জীবন অনেক মূল্যবান — কুসংস্কার নয়, বিজ্ঞানই বাঁচাতে পারে।

#সচেতনতা #সাপের_কামড় #বিজ্ঞানমনস্কতা #ভুলচিকিৎসা_বন্ধ_হোক

11/05/2025

তাপ-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার ব্যবস্থাপনা

- হিট ক্র্যাম্পস (Heat Cramps)
- লক্ষণ: বেদনাদায়ক পেশী সংকোচন, সাধারণত পা বা পেটে।
- চিকিৎসা:
- রিহাইড্রেশন (ORS বা লবণ-চিনির পানি)।
- আক্রান্ত পেশী হালকা ম্যাসাজ ও স্ট্রেচিং।
- শীতল পরিবেশে বিশ্রাম।

- হিট এক্সহসশন (Heat Exhaustion)
- লক্ষণ: অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি বমি ভাব, মাথাব্যথা, ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে ত্বক।
- চিকিৎসা:
- দ্রুত শীতল স্থানে নিয়ে যাওয়া।
- হাইড্রেশন (ORS বা IV নরমাল স্যালাইন প্রয়োজনে)।
- কাপড় ভিজিয়ে শরীর ঠাণ্ডা করা।
- Vital signs মনিটরিং (BP, Pulse, Temp)।

- হিট স্ট্রোক (Heat Stroke)
- লক্ষণ: Core temperature >40°C, CNS dysfunction (confusion, seizure, coma), Anhidrosis (ঘাম বন্ধ হওয়া)।
- জরুরি ব্যবস্থা:
- Rapid Cooling: Ice packs (গ্রিন, বগল, ঘাড়ে), Fan with water spray, Cold IV fluids।
- Airway, Breathing, Circulation (ABC) নিশ্চিত করুন।
- ICU ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে

- প্রিভেনশন (Prevention):
- Hydration জোরদার করুন (প্রতি দিন ৩ লিটার পানি)।
- Direct sunlight এড়ান, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
- High-risk patients (DM, HTN, CKD, Elderly) কে বিশেষ মনোযোগ দিন।
- Physical activity সময় বিরতি নিন ও শীতল পরিবেশ বজায় রাখুন।

- ফার্মাকোলজিক ম্যানেজমেন্ট:
- Avoid Paracetamol—ineffective in heat stroke
- Benzodiazepines (seizure control)
- Electrolyte correction (Na+, K+, Mg2+ imbalance check করুন)।

সতর্কতা: Delayed treatment may lead to multi-organ failure or death.

Dr. Raiiq Ridwan
Emergency Medicine Registrar and Global Emergency Medicine Fellow
Chelsea and Westminster Hospitals NHS Foundation Trust
MBChB, University of Bristol 2011-17

Address

Karikandi
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram