19/11/2020
তুসের উপর পাখি রাখলে এবং নিয়মিত পরিষ্কার না করলে অ্যামোনিয়া গ্যাস তৈরী হয় ৷
এই গ্যাস চোখে লাগলে চোখফুলে যায় ৷
প্রাথমিক ভাবে গরম পানিতে নিম পাতা 13-15 মিনিট উত্তম ভাবে ফুটিয়ে ঠান্ডা করে পানি টা চোখের আশের পাশে লাগিয়ে দিবেন এবং চোখের পাতার উপর হালকা ছিটিয়ে দিবেন ৷ চোখের ভেতরে দেয়া যাবে না ৷
1 লিটার পানিতে 15-20 টা পাতা দিবেন ৷
আমার একটা পাখির এই সমস্যা হয়েছিল ৷
আপাতত ফোলা অনেক কমেছে ৷
আস্তে আস্তে ভাল হবে ৷ অ্যামোনিয়ার জন্য চোখ নষ্ট হয় না ৷
আর ভূলেও পাখির চোখ ফুটিয়ে দেয়ার মত বোকামি করবেন না ৷
আর একটা ড্রপ দিতে বলেছিল নিম পাতা দিয়াতে উন্নতি হচ্ছে দেখে ড্রপ আর কিনি নি ৷
From Net...