24/10/2025
টিউশনি জীবনের এক তিক্ত অভিজ্ঞতা ❤️🩹
আমরা যারা টিউশনির সাথে যুক্ত, তারা জানি যে এটা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়, একটা দায়িত্ব এবং ছাত্র-ছাত্রীদের সাথে একটা আস্থার সম্পর্ক।
একজন টিউটর কখনোই ইচ্ছে করে ক্লাস বন্ধ দেন না। অপ্রত্যাশিত অসুস্থতা, জরুরি পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো গুরুতর সমস্যার কারণেই একজন শিক্ষককে বাধ্য হয়ে ছুটি নিতে হয়। এটা জীবনেরই একটা অংশ, যা সকলের ক্ষেত্রেই ঘটতে পারে।
আমি বাধ্য হয়ে কয়েকদিনের জন্য টিউশনি বন্ধ রেখেছিলাম, এবং তা ছাত্রের অভিভাবকদের আগে থেকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু মাস শেষে যখন বেতনের হিসেব এলো তখন দেখলাম ফি থেকে টাকা কেটে রাখা হয়েছে!
প্রশ্নটা টাকার নয়, নীতি ও বিবেকের!
টিউশনি একটি সেবামূলক কাজ। আমরা শুধু জ্ঞান দিই না, সময় দিই, শ্রম দিই এবং সর্বোপরি একটা ভালো ফল লাভের জন্য চেষ্টা করি। যখন কোনো অনিবার্য কারণে ক্লাস বন্ধ হয়, তখন স্বাভাবিকভাবেই আমরা পরে অতিরিক্ত ক্লাস নিয়ে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি।
তারপরও যদি কেউ মনে করেন যে অনুপস্থিতির জন্য টাকা কেটে রাখবেন, তাহলে সেই অভিভাবক বা প্রতিষ্ঠানের প্রতি আমার বিনম্র অনুরোধ:
"একবার ভাবুন, একজন শিক্ষক হিসেবে আপনার প্রতি আমার যে দায়িত্ব, সেটা আমি কখনোই এড়িয়ে যাই না। আমারও জীবনে সমস্যা আসতে পারে। সেই সামান্য ক্ষতির জন্য বেতন কেটে রাখাটা কি মানবিকতার পরিচয় দেয়?"
আসুন, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং এই পেশার সম্মান বজায় রাখি। টিউটররা রক্ত-মাংসের মানুষ, রোবট নন। আমাদের সমস্যাগুলোকেও সম্মান দেওয়া প্রয়োজন।
আপনারা এই বিষয়ে কী ভাবছেন? আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে? কমেন্টে জানাতে ভুলবেন না !