29/10/2025
নিরাপদ সড়কের দাবীতে গত ২৪ অক্টোবর শুক্রবার Comilla Foundation এর উদ্যোগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালীতে লালমাই উপজেলার চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবি, ব্যাংকার ,পুলিশ ,ব্যবসায়ীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাধারণ জনগন অংশগ্রহণ করেন।
র্যালী শেষে মানববন্ধনে কুমিল্লা ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার Muhammad Nazrul Islam ,নিরাপদ সড়ক নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক Dr Ashiqur Rahman , সড়ক দুর্ঘটনায় ও ফুট ওভার ব্রীজের প্রয়োজনীয়তা নিয়ে আলেচনা করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক Dr Md Faisal Bin Abdul Aziz ,সড়ক দুর্ঘটনা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম Mohammed Sulaiman ,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন
আদায়ের উপায় বিষয়ে আলোচনা করেন কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের ডায়াবেটোলজিস্ট Dr-Shameem Iqbal, সড়ক দুর্ঘটনা ও শিক্ষায় প্রভাব নিয়ে আলোচনা করেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: শরীফুল ইসলাম, দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা বিষয়ে আলোচনা করেন মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন Dr.Noor Mohammad Shahin ,
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের সভাপতি Dr-Shahjahan Mojumdar, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সেইভ লালমাই এর পরিচালক Emam Hossain , লালমাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জনাব Pradip Majumder , জাতীয় যুবশক্তির লালমাই উপজেলা শাখার সংগঠক কবির বিন রাফিক, ইসলামি ব্যাংক নাথেরপটুয়া শাখার ম্যানেজার Abdul Baten , Dr.Palash Das, Dr. Tanvir Ahmed, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Shah Jalal, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাজমুল হাসান , চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী Mehedi Hasan Obhi ,
♦মানববন্ধন শেষে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন অনটেক বিপিও লি: এর ব্যবস্হাপনা পরিচালক Md Imon Hasan ,
নিউ খাইয়াত ওয়া মাগাছ,কাতার এর ব্যবস্থাপনা পরিচালক-
Mohin Uddin, ব্যাংক কর্মকর্তা Abdul Jalil, পুলিশের উপ-পরিদর্শক Dewan Sohel
ইনকাম ট্যাক্স ল ইয়ার মো :Anwarul Azim ,কুমিল্লা জর্জ কোটের Adv Kamrul Hasan Sumon, বাংলাদেশ বেতার লালমাই এ কর্মরত জনাব Moneir BBc ,
ভেটেনারী ডা :সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট ডা:জয়নাল আবেদিন সহ আরো অনেকেই।