31/10/2025
☞কেমিক্যাল পিল-(𝑪𝒉𝒆𝒎𝒊𝒄𝒂𝒍 𝑷𝒆𝒆𝒍)
কেমিক্যাল পিল হলো ত্বকের এক্সফোলিয়েটিং সলিউশন।এটি মুখ,ঘাড় বা হাতে ব্যবহার করা হয়।এর ফলে ত্বক মসৃন,উজ্জ্বল,পরিষ্কার ও দাগমুক্ত হয়।এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যার জন্যও এই চিকিৎসা করা হয় ।ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও টেক্সচার ঠিক রাখতেও এই চিকিৎসা নেয়া হয়।
পিলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়,যা একধরনের মেডিসিন।
এই চিকিৎসায় ত্বকের উপর কেমিক্যাল সলিউশন প্রয়োগ করার পর সেটি খোসার মত উঠে গিয়ে নতুন মসৃন ও পরিষ্কার ত্বক প্রকাশ পায়।
➤কেমিক্যাল পিলের ব্যবহার(Indication) :-
✰ ত্বক উজ্জ্বলীকরন (Brightening)
✰ অমসৃন ত্বক ( Uneven Skin)
✰ ওপেন পরস (Dialeted pores)
✰ নিস্তেজ ত্বক (Dull Skin)
✰ বাদামী তিল (Freckle)
✰ ব্রন (Acne)
✰ ব্রন পরবর্তী দাগ (Post acne pigmentation )
✰ ব্রন পরবর্তী গর্ত (Post Acne )
✰ মেসতা (Melasma)
✰ ত্বকের যে কোন দাগ (Post Inflammatory Pigmentation)
✰ চোখের নীচে কালো দাগ ও বলিরেখা (Dark Circle,Wrinkle)
✰ সূর্য রশ্মির কারনে ক্ষতিগ্রস্ত ত্বক (Photodamage)
✰ বার্ধক্যজনিত দাগ ও বলিরেখা ( Aging)
➤পার্শ্ব প্রতিক্রিয়া(Side Effect):-
⇨Redness(লাল হয়ে যাওয়া).
⇨Itching(হালকা চুলকানি).
⇨Irritation (জ্বালা).
⇨Abnormal Pigmentation(ছোপ ছোপ হালকা দাগ).
⇨Dryness(ত্বক শুষ্ক হওয়া).
✪ এই পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ ক্ষনস্থায়ী। ৪ থেকে ৭ দিনের মধ্যে ত্বক আগের অবস্থায় ফিরে আসে।
ডা:দিলরুবা আক্তার
এমবিবিএস,এমসিপিএস,এফসিপিএস
চর্ম,এলার্জি,ও যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ
(কসমেটিক ডার্মাটোসার্জন)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল,কুমিল্লা
চেম্বার:-আরভিয়া স্কিন কেয়ার সেন্টার
ঝাউতলা,কুমিল্লা
(নিরাময় হাসপাতাল গলি)
যোগাযোগ:-০১৬১২১৪৭০৩৯