নিউ ভিশন মডেল হসপিটাল

নিউ ভিশন মডেল হসপিটাল স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান

🩺 আপনি কি কিডনী ও মেডিসিন রোগে ভুগছেন??✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপিটাল  .....
05/11/2025

🩺 আপনি কি কিডনী ও মেডিসিন রোগে ভুগছেন??
✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??
🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপিটাল ..!

🩺 আপনি কি চর্ম  ও যৌন, এলার্জি সমস্যায় ভুগছেন?✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপি...
04/11/2025

🩺 আপনি কি চর্ম ও যৌন, এলার্জি সমস্যায় ভুগছেন?
✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??
🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপিটাল..!
ডা. ইসতিয়াক বিন হাফিজ
এমবিবিএস (সিইউ), এমসিজিপি (চর্ম ও যৌন)
সিসিডি (ডায়াবেটিস-বারডেম)
ডিওসি (চর্ম ও যৌন)
অরোরা স্কিন এন্ড এস্থেটিকস, পান্থপথ,ঢাকা।
সিরিয়াল: 01748-334414

কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য করণীয় ও পরামর্শ🔹 ১. নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণচিকিৎসকের নির্দেশ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস...
03/11/2025

কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য করণীয় ও পরামর্শ
🔹 ১. নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ
চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস করান।
ওষুধ, ইনজেকশন ও অন্যান্য চিকিৎসা পদ্ধতি নিজের ইচ্ছেমতো পরিবর্তন করবেন না।
রক্তচাপ ও ওজন নিয়মিত মাপুন এবং রেকর্ড রাখুন।
🔹 ২. খাদ্যাভ্যাসে সতর্কতা
লবণ ও পানি সীমিত করুন। অতিরিক্ত লবণ বা পানি শরীরে ফ্লুইড জমিয়ে ফেলে।
প্রোটিন পরিমাণ ঠিক রাখুন (ডিমের সাদা অংশ, মাছ, মুরগি)।
পটাশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণে রাখুন: কলা, আলু, টমেটো, বাদাম কম খান।
চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ফল ও সবজি বেছে নিন (যেমন আপেল, পেয়ারা, আঙুর)।
🔹 ৩. পানি ও তরল গ্রহণ
দৈনিক পানি গ্রহণের সীমা নির্ধারণ করবেন চিকিৎসক।
সাধারণভাবে মূত্রের পরিমাণ + ৫০০ মি.লি. পর্যন্ত পানীয় গ্রহণ করা যেতে পারে।
অতিরিক্ত চা, কফি বা কোমল পানীয় পরিহার করুন।
🔹 ৪. সংক্রমণ প্রতিরোধ
ফিস্টুলা বা ক্যাথেটার স্থান পরিষ্কার রাখুন। প্রতিদিন সাবান ও পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন।
ফিস্টুলা স্থানে লালচে ভাব, ব্যথা বা ফুলে গেলে দ্রুত চিকিৎসককে জানান।
পরিষ্কার পোশাক ও হালকা ব্যান্ডেজ ব্যবহার করুন।
🔹 ৫. মানসিক স্বাস্থ্য ও জীবনযাপন
প্রতিদিন হালকা হাঁটা বা ব্যায়াম করুন (চিকিৎসকের অনুমতি নিয়ে)।
পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিন।
মানসিকভাবে ইতিবাচক থাকুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান।
প্রয়োজনে কাউন্সেলিং বা সাপোর্ট গ্রুপে অংশ নিন।
🔹 ৬. জরুরি অবস্থায় যা করবেন
অতিরিক্ত শ্বাসকষ্ট, হঠাৎ ওজন বৃদ্ধি, তীব্র মাথাব্যথা বা বুক ধড়ফড় করলে অবিলম্বে হাসপাতালে যান।
নিউ ভিশন মডেল হসপিটাল ডায়ালাইসিস সেন্টারের জরুরি যোগাযোগ
01891-150951
01748-334414
সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন — ডায়ালাইসিসেও জীবন হতে পারে স্বাভাবিক ও সুন্দর।

🩺আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথেদীর্ঘদিন ধরে যুক্ত আছেন..!!👨‍⚕️ডাঃ মোঃ রাসেল আহমেদনাক, কান, গলা ও হেড-নেক সা...
01/11/2025

🩺আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে
দীর্ঘদিন ধরে যুক্ত আছেন..!!
👨‍⚕️ডাঃ মোঃ রাসেল আহমেদ
নাক, কান, গলা ও হেড-নেক সার্জন
কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল
✅ নাক, কান, গলা ও হেড-নেক সার্জন এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি নাক, কান, গলা এবং মাথা-ঘাড় সম্পর্কিত রোগ, সমস্যা ও টিউমার ইত্যাদির আধুনিক চিকিৎসা ও সার্জারি করে থাকেন।
🩺 যেসব ক্ষেত্রে নাক, কান, গলা ও হেড-নেক সার্জনের পরামর্শ প্রয়োজন হতে পারে:
👃 নাকের সমস্যা: সাইনোসাইটিস, নাক দিয়ে রক্ত পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকের ভেতরে পলিপ বা টিউমার।
🦻 কানের সমস্যা: কানে ব্যথা, কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টিনিটাস (গুঞ্জন শোনা) ও কানের টিউমার।
👤গলার সমস্যা: গলাব্যথা, টনসিল, স্বর ভেঙে যাওয়া, গলাতে টিউমার বা ফোলা।
💆‍♂️হেড-নেক সমস্যা: মাথা ও ঘাড়ে গুটি, থাইরয়েডের টিউমার, লালা গ্রন্থির সমস্যা, মুখ-গলার ক্যান্সার ইত্যাদি।
👨‍⚕️সার্জনের কাজ:
♦️ উন্নত এন্ডোস্কোপিক সার্জারি
♦️ টনসিল ও অ্যাডিনয়েড সার্জারি
♦️ থাইরয়েড সার্জারি
♦️ হেড ও নেক টিউমার অপারেশন
♦️ কানের মাইক্রো-সার্জারি
✅ তাই নাক, কান, গলা বা মাথা-ঘাড়ে দীর্ঘস্থায়ী সমস্যা বা জটিল রোগ হলে অভিজ্ঞ নাক, কান, গলা ও হেড-নেক সার্জনের পরামর্শ নেয়া জরুরি।

🩺 আপনি কি নরমাল ডেলিভারি নিয়ে চিন্তিত??✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপিটাল  .....
30/10/2025

🩺 আপনি কি নরমাল ডেলিভারি নিয়ে চিন্তিত??
✅ সঠিক পরামর্শ পাচ্ছেন না??
🏦 সময় ক্ষেপন না করে চলে আসুন নিউ ভিশন মডেল হসপিটাল ..!
নরমাল ডেলিভারির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে দেওয়া হলো 👇
🩺 গর্ভকালীন সময়ে
1. নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন — প্রতি মাসে চেকআপ করুন।
2. সঠিক খাবার খান — প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফল ও শাকসবজি বেশি নিন।
3. যথেষ্ট পানি পান করুন — দিনে অন্তত ৮–১০ গ্লাস।
4. হালকা ব্যায়াম করুন — চিকিৎসকের পরামর্শে হাঁটা বা প্রেনাটাল ইয়োগা উপকারী।
5. ওজন নিয়ন্ত্রণে রাখুন — অতিরিক্ত ওজন জটিলতা বাড়ায়।
6. মানসিক প্রশান্তি বজায় রাখুন — স্ট্রেস ও ভয় নরমাল ডেলিভারির সম্ভাবনা কমায়।
🤰 গর্ভাবস্থার শেষ দিকে
1. বসার ও ঘুমের সঠিক ভঙ্গি রাখুন — বাঁ পাশে কাত হয়ে ঘুমানো জরুরি।
2. শরীরের নমনীয়তা বজায় রাখুন — হালকা স্ট্রেচিং ও স্কোয়াট করলে পেলভিক মাংসপেশি শক্ত হয়।
3. প্রচুর বিশ্রাম নিন — ক্লান্তি কমলে প্রসবের সময় শক্তি পাওয়া যায়।
🏥 প্রসবের সময়
1. আতঙ্কিত হবেন না — রিল্যাক্স থাকলে প্রসবপথ সহজে প্রসারিত হয়।
2. গভীর শ্বাস নিন ও ছাড়ুন — ব্যথা সহ্য করতে সাহায্য করে।
3. চিকিৎসকের নির্দেশ মেনে চলুন — অযথা জোর না দিয়ে সময়মতো ধাক্কা দিন।
🚫 যেসব বিষয় এড়িয়ে চলবেন
অতিরিক্ত শারীরিক পরিশ্রম
ধূমপান, অ্যালকোহল বা ঝাল-তেলে ভাজা খাবার
ওষুধ বা হারবাল কিছু নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু নয়

✅ আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!👨‍⚕️ ডাঃ মালেকা পারভীনসহকারী অধ্যাপকগাইনী,প্রসূতি ও বন্ধ্যাত...
29/10/2025

✅ আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!
👨‍⚕️ ডাঃ মালেকা পারভীন
সহকারী অধ্যাপক
গাইনী,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন!
গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ নারীর স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দক্ষ গাইনী ও অবস্‌টেট্রিক্স বিশেষজ্ঞ শুধু মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করেন না, বরং নারীর নানা জটিল স্বাস্থ্য সমস্যার সমাধানেও কাজ করেন।
✅ গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞের কাজের ক্ষেত্র
🩺 নিরাপদ মাতৃত্ব ও প্রসবকালীন চিকিৎসা
🩺 গর্ভকালীন নিয়মিত চেকআপ ও জটিলতা প্রতিরোধ
🩺 সিজারিয়ান ও স্বাভাবিক প্রসব ব্যবস্থাপনা
🩺 পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা
✅ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের ভূমিকা
🩺 সন্তান ধারণে সমস্যার সঠিক কারণ নির্ণয়
🩺 আধুনিক বন্ধ্যাত্ব চিকিৎসা (IUI, IVF ইত্যাদি)
🩺 হরমোনজনিত সমস্যা সমাধান
🩺 পুরুষ ও নারীর প্রজননক্ষমতা উন্নয়ন
✅ স্ত্রী রোগ বিশেষজ্ঞের সেবা
🩺 অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ বা ব্যথার চিকিৎসা
🩺 জরায়ু, ডিম্বাশয় ও হরমোনজনিত রোগ নির্ণয়
🩺 মেনোপজ পরবর্তী জটিলতার সমাধান
🩺 সার্জিক্যাল চিকিৎসা (ফাইব্রয়েড, সিস্ট ইত্যাদি অপারেশন)
🩺 একজন গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ নারীর প্রতিটি ধাপে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে থাকেন—কিশোরী থেকে শুরু করে মাতৃত্ব ও বয়সকালীন পরিবর্তন পর্যন্ত

🌿 সেবার ব্রত নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন 👨‍⚕️🩺 ডা. তানজিমা ইয়াসমিন লিজা👁️‍🗨️ চোখ...
28/10/2025

🌿 সেবার ব্রত নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন
👨‍⚕️🩺 ডা. তানজিমা ইয়াসমিন লিজা
👁️‍🗨️ চোখ আমাদের দেহের সবচেয়ে সংবেদনশীল ও মূল্যবান অঙ্গ। সামান্য অসাবধানতা থেকেও চোখের সমস্যা বড় আকার ধারণ করতে পারে। তাই চক্ষুরোগের সঠিক নির্ণয় ও আধুনিক চিকিৎসার জন্য একজন দক্ষ চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জনের ভূমিকা অপরিসীম।
🩺👁️ চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন যেসব সেবা দিয়ে থাকেন:
✅ চশমা পাওয়ার জন্য চোখ পরীক্ষা
✅ ছানি, কালো ছানি (গ্লুকোমা) ইত্যাদির সঠিক চিকিৎসা ও সার্জারি
✅ চোখের এলার্জি, সংক্রমণ ও প্রদাহের চিকিৎসা
✅ রেটিনা, কর্নিয়া ও অপটিক নার্ভজনিত জটিল রোগের সেবা
✅ শিশুদের চোখের সমস্যা (চোখ কানা হওয়া বা স্কোয়িন্ট)
✅ লেজার ও মাইক্রোসার্জারির মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা
👁️‍🗨️ নিয়মিত চোখ পরীক্ষা করান, কারণ প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত হলে চিকিৎসা সহজ হয় এবং দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।
👁️‍🗨️ চোখের সুস্থতা মানেই জীবনের সৌন্দর্য অটুট রাখা 👁️‍🗨️

সংকটাপন্ন নবজাতক ও শিশুদের নিবিড় তত্ত্বাবধানে আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি তুলনামূলক কম খরচে সেরা নিউনেটলজিস্ট ও শি...
27/10/2025

সংকটাপন্ন নবজাতক ও শিশুদের নিবিড় তত্ত্বাবধানে আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি তুলনামূলক কম খরচে সেরা নিউনেটলজিস্ট ও শিশুরোগ বিশেষজ্ঞগনের আন্তরিক তত্ত্বাবধানে পরিচালিত NICU,PICU
আমাদের বৈশিষ্ট্য
#অভিজ্ঞ ও দক্ষ কনসালট্যান্ট
#২৪ ঘন্টা NICU ডক্টর ও দক্ষ নার্সিং সেবা
#অত্যাধুনিক ইনকিউবেটর এবং ওয়ার্মার
-tech vital sign মনিটর
বেবির জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম
-PAP, Ventilator
যে সকল শিশুদের সেবা দেওয়া হয়
নিউমোনিয়া আক্রান্ত বাচ্চা
তীব্র শ্বাসকষ্ট জনিত
মৃগী /খিচুনি আক্রান্ত বাচ্চা
Baby দূর্ঘটনা জনিত বাচ্চা
Baby পানিতে ডুবে যাওয়া বাচ্চা
জন্মের পর দেরিতে কান্না করা বাচ্চা
নিউ ভিশন মডেল হসপিটাল
01891-150951

🩺🔹  ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ 🔹🩺👨‍⚕🩺 সেবার ব্রত নিয়ে ডাঃ তাসলিমা ভূঁঞা (তমা) নিয়মিত চিকিসা প্রদান করছেন নিউ ভিশন মডেল হ...
25/10/2025

🩺🔹 ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ 🔹🩺
👨‍⚕🩺 সেবার ব্রত নিয়ে ডাঃ তাসলিমা ভূঁঞা (তমা) নিয়মিত চিকিসা প্রদান করছেন নিউ ভিশন মডেল হসপিটাল!!
🩺 ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা কিংবা জটিল রোগ নিয়ে অনেকেই দীর্ঘদিন ভোগেন। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিলে এসব রোগ জটিল আকার ধারণ করতে পারে।
✅ ডায়াবেটিস চিকিৎসা
♦ রক্তে শর্করা নিয়ন্ত্রণ
♦ ডায়েট ও লাইফস্টাইল ম্যানেজমেন্ট
♦ ইনসুলিন ওষুধের সঠিক ব্যবহার
♦ ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধ
✅ হরমোন সম্পর্কিত চিকিৎসা
♦ থাইরয়েড রোগ (হাইপো/হাইপার থাইরয়েডিজম)
♦ হরমোনের ভারসাম্যহীনতা
♦ স্থূলতা ও ওজন নিয়ন্ত্রণ
♦ নারীদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS)
♦ পুরুষ ও নারীর হরমোনজনিত সমস্যা
💡 নিয়মিত চেকআপ, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব।
📌 বিশেষজ্ঞের পরামর্শ নিন, সুস্থ থাকুন – জীবন হোক সুন্দর।

🩺 নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্যের আধুনিক চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন.!👨‍⚕️ ডা. মো জুয়েল...
23/10/2025

🩺 নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্যের আধুনিক চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন.!

👨‍⚕️ ডা. মো জুয়েল রানা
নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
প্রাক্তন সহকারী অধ্যাপক
সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল

🧑‍🤝‍🧑 শিশুরা আমাদের পরিবারের প্রাণ, আর তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে শিশু বিশেষজ্ঞের ভূমিকা অপরিসীম। জন্মের পর থেকে কিশোর বয়স পর্যন্ত শিশুদের সব ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেন একজন শিশু বিশেষজ্ঞ।

শিশুদের জন্য উপদেশ

⿡ শিশুদের পরিপূর্ণ ঘুম ও পুষ্টিকর খাবার দিন।
⿢ অল্প অসুস্থতাকেও অবহেলা করবেন না, প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
⿣ সময়মতো টিকা দিন — এটি অনেক রোগ থেকে বাঁচায়।
⿤ শিশুকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
⿥ মোবাইল বা টিভির বদলে খেলাধুলা ও পড়ার অভ্যাসে উৎসাহ দিন।

✅ আপনি কি  সার্জন খুঁজছেন??🩺 সার্জারি বিশেষজ্ঞের প্রয়োজনে নিউ ভিশন মডেল হসপিটাল নিশ্চিতে চলে আসুন ।🧑‍⚕ স্বস্বনামধন্য জে...
21/10/2025

✅ আপনি কি সার্জন খুঁজছেন??
🩺 সার্জারি বিশেষজ্ঞের প্রয়োজনে নিউ ভিশন মডেল হসপিটাল নিশ্চিতে চলে আসুন ।
🧑‍⚕ স্বস্বনামধন্য জেনারেল, ল্যাপারোস্কোপিক এন্ড সার্জন
ডাঃ এম এ ওসমান ফারুকী
সহকারী অধ্যাপক
সার্জারি বিভাগ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
♦ জেনারেল, ল্যাপারোস্কোপিক এবং সার্জারি
🏦নিউ ভিশন মডেল হসপিটাল নিয়মিত রোগী দেখছেন ও চিকিৎসা সেবা প্রদান করছেন..!!
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: 01748-334414

✅ আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!👨‍⚕️ ডাঃ মালেকা পারভীনসহকারী অধ্যাপকগাইনী,প্রসূতি ও বন্ধ্যাত...
20/10/2025

✅ আধুনিকি চিকিৎসা সেবার ব্রত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন...!
👨‍⚕️ ডাঃ মালেকা পারভীন
সহকারী অধ্যাপক
গাইনী,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন!
গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ নারীর স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দক্ষ গাইনী ও অবস্‌টেট্রিক্স বিশেষজ্ঞ শুধু মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করেন না, বরং নারীর নানা জটিল স্বাস্থ্য সমস্যার সমাধানেও কাজ করেন।
✅ গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞের কাজের ক্ষেত্র
🩺 নিরাপদ মাতৃত্ব ও প্রসবকালীন চিকিৎসা
🩺 গর্ভকালীন নিয়মিত চেকআপ ও জটিলতা প্রতিরোধ
🩺 সিজারিয়ান ও স্বাভাবিক প্রসব ব্যবস্থাপনা
🩺 পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা
✅ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের ভূমিকা
🩺 সন্তান ধারণে সমস্যার সঠিক কারণ নির্ণয়
🩺 আধুনিক বন্ধ্যাত্ব চিকিৎসা (IUI, IVF ইত্যাদি)
🩺 হরমোনজনিত সমস্যা সমাধান
🩺 পুরুষ ও নারীর প্রজননক্ষমতা উন্নয়ন
✅ স্ত্রী রোগ বিশেষজ্ঞের সেবা
🩺 অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ বা ব্যথার চিকিৎসা
🩺 জরায়ু, ডিম্বাশয় ও হরমোনজনিত রোগ নির্ণয়
🩺 মেনোপজ পরবর্তী জটিলতার সমাধান
🩺 সার্জিক্যাল চিকিৎসা (ফাইব্রয়েড, সিস্ট ইত্যাদি অপারেশন)
🩺 একজন গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ নারীর প্রতিটি ধাপে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে থাকেন—কিশোরী থেকে শুরু করে মাতৃত্ব ও বয়সকালীন পরিবর্তন পর্যন্ত।

Address

Medical College Road, 1st EPZ Gate
Cumilla

Telephone

+8801784334414

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউ ভিশন মডেল হসপিটাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram