01/01/2020
আসসালামু আলাইকুম...
গত পরশুদিন আমার ভাগনির জন্য রক্তের প্রয়োজন ছিলো। অনেক ঝামেলার পরে ব্লাড ম্যানেজ হইছে আলহামদুলিল্লাহ।
আমার স্কুল ফ্রেন্ডদের কাছে ব্লাড খুজতে গিয়ে দেখলাম যে আমরা কেউ কারো ব্লাড গ্রুপ জানিনা। একজন একজন করে জিজ্ঞেস করে খোজ নেয়া বেশ সময়সাপেক্ষ ব্যাপার। যদি কখনো কারো জরুরি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা খুব বড় সমস্যা হয়ে দাড়াতে পারে।
তাই আমি একটা excel sheet তৈরি করেছি। এটাতে সবার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ আর বর্তমান ঠিকানা থাকবে। যেটা দেখে যে কেউ খুব সহজেই তার প্রয়োজনীয় ব্লাড গ্রুপ অনুযায়ী ডোনার পেতে পারেন। ফাইলটির লিংক নিচে দিয়ে দিচ্ছি। যারা ব্লাড দিতে চান তারা দয়া করে এখানে সবাই যার যার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ আর কোথায় থাকেন এ তথ্যগুলা লিখে দিবেন।
মোবাইলে edit করতে গেলে google sheet এপটা থাকতে হবে। সাধারনত সব ফোনে এটা দেয়াই থাকে। চাইলে প্লেস্টোর থেকে ডাউনলোডও করা যাবে।
যদি কারো এপ না থাকে বা কেউ ফাইলে লিখতে না পারেন তাহলে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর আর ব্লাড গ্রুপ লিখে কমেন্ট করতে পারেন। আমরা যারা edit করতে পারি তারা আপনার তথ্যগুলা ফাইলে অাপডেট করে দিবো। আমি ২/৩ টা করে দিছি... বাকিগুলা আপনারা সবাই নিজ দ্বায়িত্বে ফিলআপ করবেন প্লিজ।
আশা করি এটা থাকলে কারো ইমার্জেন্সি রক্ত লাগলে ডোনার খুজতে সুবিধা হবে।
সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে....
লিংক: https://docs.google.com/spreadsheets/d/1XtL_YWgxoj5_QbaBXwt8t3ggczWjwWF0UBtu3NgIfqI/edit?usp=sharing
(collected by Mazharul Islam)
Blood Bank Serial No.,Name,Blood Group,Phone Number,Present Address,Permanent Address,SSC Batch 1,Mazharul Islam,AB+,01776300172,Dhaka,Luter char,2012 2,Atikul Islam,O+,01835242773,Dhaka,Luter char,2012 3,Rezaul Karim Roni,A+,01878432669,Dhaka,Luter char,2012 4,Parvez Nayan ,B+,01518437817,SAU,D...