Luterchar-লুটেরচর

Luterchar-লুটেরচর beauty of nature অ আমার দেশের মাটি তোমার তরে ঠেক?

04/09/2023
17/06/2022

Zaras Gift started with our customers in mind. Our mission is to provide an unparalleled shopping experience by delivering exceptional customer service and great merchandise at affordable prices.

https://zarasgift.com/

https://www.facebook.com/zarasgiftBD/

ZarasGift started with our customers in mind. Our mission is to provide an unparalleled shopping exp

এবার আমাদের স্কুলের রেজাল্ট দেখে অনেকটাই আশাহত আর অবাক  হয়েছি । পাশের হার মাত্রঃ ৭০.৬৯ আর GPA 5 নেই একজন ও । স্কুলের অবক...
01/06/2020

এবার আমাদের স্কুলের রেজাল্ট দেখে অনেকটাই আশাহত আর অবাক হয়েছি । পাশের হার মাত্রঃ ৭০.৬৯ আর GPA 5 নেই একজন ও । স্কুলের অবকাঠামোগত উন্নতির পাশাপাশি শিক্ষার মানের দিকে ও নজর দেওয়ার সময় এসেছে। ভালো টিচার এর খুবী সংকট আমাদের এই প্রানের স্কুলে । এখনো নাই ভালো কোন সাইন্সের শিক্ষক। আমরা যখন পড়াশোনা করতাম তখন একজন টিচার ই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি , উচ্চতর গনিত ক্লাস নিতেন । একজন টিচার সব বিষয়ে সমান ভাবে দক্ষ হবেন এমনটা সম্ভব না। তাই আমাদের বেসিক এ অনেক দুর্বলতা থেকে যায়। যা কলেজ জীবনে এসে হাড়ে হাড়ে বুঝতে পারে সবাই। তাই সব বিষয়ের বিশেষায়িত টিচার থাক খুবী গুরুত্বপুর্ন আমার মনে হয়। সৃজনশীল পরিক্ষা পদ্ধতি চালো হলেও আমাদের শিখানো হয় না ম্যাথের বেসিক এর গুরুত্ব , এখনো এক লাফে অনুশীলনি-১ এর ২৪ নাম্বার অংক শুরু করে । মুলদ সংখ্যা কি সেটা না জানলেও আমি √3 একটি অমুলদ সংখ্যা সেটা প্রমান করতে পারতাম। আমাদের ও সেই মত বেসিক না জেনে বুঝে তিন চার বার অংক প্রেকটিস করে মনে রাখার অভ্যাস হয়ে যায় । তাই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন দেখে অজ্ঞ্যান হতে হয় অনেককে। তাই আমার মনে হয় নতুন স্কুল ভবনের করার দিকে মনোযোগ এর পাশাপাশি বিশেষায়িত তরুন শিক্ষক নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার দরকার আছে । আমরা কি কোন ভূমিকা রাখতে পারিনা আমাদের স্কুলের জন্য ?
( Gazi Amir Sohel )

03/03/2020
03/03/2020
আসসালামু আলাইকুম...গত পরশুদিন আমার ভাগনির জন্য রক্তের প্রয়োজন ছিলো। অনেক ঝামেলার পরে ব্লাড ম্যানেজ হইছে আলহামদুলিল্লাহ।আ...
01/01/2020

আসসালামু আলাইকুম...
গত পরশুদিন আমার ভাগনির জন্য রক্তের প্রয়োজন ছিলো। অনেক ঝামেলার পরে ব্লাড ম্যানেজ হইছে আলহামদুলিল্লাহ।
আমার স্কুল ফ্রেন্ডদের কাছে ব্লাড খুজতে গিয়ে দেখলাম যে আমরা কেউ কারো ব্লাড গ্রুপ জানিনা। একজন একজন করে জিজ্ঞেস করে খোজ নেয়া বেশ সময়সাপেক্ষ ব্যাপার। যদি কখনো কারো জরুরি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা খুব বড় সমস্যা হয়ে দাড়াতে পারে।
তাই আমি একটা excel sheet তৈরি করেছি। এটাতে সবার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ আর বর্তমান ঠিকানা থাকবে। যেটা দেখে যে কেউ খুব সহজেই তার প্রয়োজনীয় ব্লাড গ্রুপ অনুযায়ী ডোনার পেতে পারেন। ফাইলটির লিংক নিচে দিয়ে দিচ্ছি। যারা ব্লাড দিতে চান তারা দয়া করে এখানে সবাই যার যার নাম, ফোন নম্বর, ব্লাড গ্রুপ আর কোথায় থাকেন এ তথ্যগুলা লিখে দিবেন।
মোবাইলে edit করতে গেলে google sheet এপটা থাকতে হবে। সাধারনত সব ফোনে এটা দেয়াই থাকে। চাইলে প্লেস্টোর থেকে ডাউনলোডও করা যাবে।
যদি কারো এপ না থাকে বা কেউ ফাইলে লিখতে না পারেন তাহলে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর আর ব্লাড গ্রুপ লিখে কমেন্ট করতে পারেন। আমরা যারা edit করতে পারি তারা আপনার তথ্যগুলা ফাইলে অাপডেট করে দিবো। আমি ২/৩ টা করে দিছি... বাকিগুলা আপনারা সবাই নিজ দ্বায়িত্বে ফিলআপ করবেন প্লিজ।
আশা করি এটা থাকলে কারো ইমার্জেন্সি রক্ত লাগলে ডোনার খুজতে সুবিধা হবে।
সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে....

লিংক: https://docs.google.com/spreadsheets/d/1XtL_YWgxoj5_QbaBXwt8t3ggczWjwWF0UBtu3NgIfqI/edit?usp=sharing

(collected by Mazharul Islam)

Blood Bank Serial No.,Name,Blood Group,Phone Number,Present Address,Permanent Address,SSC Batch 1,Mazharul Islam,AB+,01776300172,Dhaka,Luter char,2012 2,Atikul Islam,O+,01835242773,Dhaka,Luter char,2012 3,Rezaul Karim Roni,A+,01878432669,Dhaka,Luter char,2012 4,Parvez Nayan ,B+,01518437817,SAU,D...

01/01/2020
01/01/2020
গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র গাছ লাগালেই জীবন বাঁচবে।
25/11/2019

গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র গাছ লাগালেই জীবন বাঁচবে।

নিউজ ডেস্ক: কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। আমাদের বায়ুমণ্ডল হয়ে উঠবে ১০০ বছর আগের মতো। সুইজারল্য....

19/11/2019

লবনের দাম বেশি চাইলে সরাসরি ফোন দেন।
জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র:
ফোনঃ ০২-৫৫০১৩২১৮ মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮.
ই-মেইল: nccc@dncrp.gov.bd
01624276012
ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর শাহরিয়ার

25/05/2018

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।

মাদককে না বলি, মাদকমুক্ত দেশ গঠনে র‍্যাবকে সহায়তা করি।

স্মার্টকার্ড কবে পাবেন, জানতে পারবেন এসএমএস করে
15/12/2017

স্মার্টকার্ড কবে পাবেন, জানতে পারবেন এসএমএস করে

নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এখন থেকে জালিয়াতির অবসান ঘটবে, কারণ এতে থাকছে...

Address

MEGHNA
Cumilla
3515

Telephone

0035796598414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luterchar-লুটেরচর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram