Dr Umme Halima

Dr Umme Halima doctor

01/12/2025

NICU-তে ভর্তি হওয়া অনেক বাচ্চা খুব দ্রুত গুরুতর অবস্থায় পৌঁছায় মূলত সময়মতো হাসপাতালে না আনার কারণেই।

শিশুর এমন শ্বাস-প্রশ্বাসের ধরণ হয় যখন শরীরে তীব্র অক্সিজেনের ঘাটতি এবং মারাত্মক শ্বাসকষ্ট তৈরি হয়। এটি অধিকাংশ ক্ষেত্রে জন্মগতভাবে ফুসফুসের অপরিপক্বতা,ফুসফুসে সংক্রমণের (ইনফেকশন) বা জন্মগত হার্টের ত্রুটির ফলেই ঘটে।এ সময় শিশুর দ্রুত অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়,এবং চিকিৎসা দেওয়ার জন্য সময় থাকে খুবই অল্প।

বাবা-মায়েরা প্রায়ই এই সূক্ষ্ম শ্বাসকষ্টের লক্ষণগুলো বুঝতে পারেন না,ফলে অমূল্য সময় নষ্ট হয়ে যায় এবং শিশুকে হাসপাতালে আনতে দেরি করে ফেলেন,যা অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
©
(বাচ্চাটি C-pap care এর মাধ্যমে ১০০% অক্সিজেন সাপোর্ট পাচ্ছে)

শিশুদের সঠিক ওজন (জন্ম থেকে ১ বছর বয়স পর্যন্ত)
01/12/2025

শিশুদের সঠিক ওজন (জন্ম থেকে ১ বছর বয়স পর্যন্ত)

নবজাতকের জন্মের পর প্রথম ১ মিনিট এবং ৫ মিনিটে দুইবার Apgar Score নেওয়া হয়। Apgar Score  শিশুর  প্রাথমিক মূল্যায়ন; এর ...
01/12/2025

নবজাতকের জন্মের পর প্রথম ১ মিনিট এবং ৫ মিনিটে দুইবার Apgar Score নেওয়া হয়।
Apgar Score শিশুর প্রাথমিক মূল্যায়ন;
এর মাধ্যমে বোঝা যায় শিশুটি জন্মের পর কেমন অবস্থায় আছে এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন আছে কিনা।

Apgar Score-এর ৫টি মূল্যায়ন ক্ষেত্র:
হৃদস্পন্দন (Heart Rate)
❤️ ≥ 100 beats/min: ২ পয়েন্ট
❤️ < 100 beats/min: ১ পয়েন্ট
❤️ নেই: ০ পয়েন্ট

শ্বাসপ্রশ্বাস (Respiration / Lung Maturity)
🌬️ নিয়মিত শ্বাস: ২ পয়েন্ট
🌬️ অনিয়মিত শ্বাস: ১ পয়েন্ট
🌬️ শ্বাস নেই: ০ পয়েন্ট

পেশির টান ও নড়াচড়া (Muscle Tone)
💪 সক্রিয় নড়াচড়া: ২ পয়েন্ট
💪 মাঝারি নড়াচড়া: ১ পয়েন্ট
💪 নিষ্ক্রিয়/ঢিলে: ০ পয়েন্ট

ত্বকের রঙ / অক্সিজেনেশন (Skin Color)
💗 সম্পূর্ণ গোলাপি: ২ পয়েন্ট
💗 শুধু হাত-পা নীলাভ: ১ পয়েন্ট
💗 পুরো শরীর নীলাভ: ০ পয়েন্ট

রিফ্লেক্স রেসপন্স (Reflex Irritability)
😭 জোরে কান্না: ২ পয়েন্ট
😭 দুর্বল কান্না / কুঁকড়ানো: ১ পয়েন্ট
😭 কোনো প্রতিক্রিয়া নেই: ০ পয়েন্ট

স্কোর ব্যাখ্যা:
7–10 পয়েন্ট: শিশুর অবস্থা স্বাভাবিক ✅
0–6 পয়েন্ট: শিশুর শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যা থাকতে পারে — জরুরি চিকিৎসা দরকার।

©

28/11/2025
সফরে বা বাড়িতে কিংবা অফিসের ড্রয়ারে এই অল্পদামী ওষুধগুলো সব সময় হাতের কাছেই রাখুন!শুধু নিজের জন্য বাঁচা নয় অন্যের জন্যও ...
28/11/2025

সফরে বা বাড়িতে কিংবা অফিসের ড্রয়ারে এই অল্পদামী ওষুধগুলো সব সময় হাতের কাছেই রাখুন!

শুধু নিজের জন্য বাঁচা নয় অন্যের জন্যও বাঁচতে শিখুন!

আকস্মিক বুকে ব্যথা-বিশেষ করে কার্ডিয়াক অ্যাটাকের সন্দেহ হলে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত কিছু প্রাথমিক ও সাধারণভাবে গৃহীত পদক্ষেপ নিতে হয়।

তবে মনে রাখবেন এগুলো চিকিৎসকের সিদ্ধান্তের বিকল্প নয়।

নিচে সাধারণভাবে ব্যবহৃত ওষুধগুলোর সঠিক ক্রম ও নিয়ম দিলাম;যা পৃথিবীর প্রি-হসপিটাল কার্ডিয়াক কেয়ার গাইডলাইনের ওপর ভিত্তি করে করা।

✅ ১) Nitroglycerin Spray/Sublingual Nitroglycerin
ব্যবহারঃ

বুকে চাপ,টান,বা কার্ডিয়াক ব্যথা উপশমের জন্য

ডোজঃ

রোগীকে বসিয়ে বা আধশোয়া অবস্থায় রাখতে হবে। নাইট্রোগ্লিসারিন
স্প্রে জিহ্বার নিচে ১ স্প্রে(০.৪ mg)।

ব্যথা না কমলে ৫ মিনিট পরে আরেকটি স্প্রে দেওয়া যায়।সর্বোচ্চ ৩ স্প্রে অর্থাৎ ১৫ মিনিটে ৩ বার।

সতর্কতাঃ
❌ সিস্টোলিক BP যদি ১০০ mmHg এর নিচে হয় তবে দেওয়া যাবে না।

❌ মাথা ঘোরা,অতিরিক্ত ঘাম, দুর্বলতা দেখা দিলে পরের ডোজ দেবেন না।

✅ ২) Aspirin Tablet(Chewable)
ব্যবহারঃ

হৃদপিণ্ডের ধমনীতে জমাট রক্ত ভাঙতে সাহায্য করে-জীবন বাঁচাতে পারে।

ডোজ ও নিয়মঃ

রোগীকে ৩০০ mg Aspirin চিবিয়ে খাওয়াতে হবে
(চিবানো বাধ্যতামূলক;শরীরে দ্রুত কাজ করে)।

✅ ৩) Clopidogrel Tablet
বেশিরভাগ দেশে প্রি-হসপিটাল অবস্থায় Aspirin-এর সঙ্গে Clopidogrel (Plavix) দেয়ার অনুমোদন থাকে;বিশেষ করে হার্ট অ্যাটাক সন্দেহ হলে।

ডোজঃ
সাধারণত 300 mg(একবারে 4 টি × 75 mg)চিবিয়ে বা গিলে খাওয়ানো হয়।

🔴 বুকের ব্যথায় জরুরি ওষুধ দেওয়ার সঠিক ক্রমঃ

১️⃣ Nitroglycerin ১ স্প্রে (BP স্বাভাবিক হলে)

২️⃣ Aspirin 300 mg চিবিয়ে

৩️⃣ Clopidogrel 300 mg

৪️⃣ সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া(যত দ্রুত সম্ভব,আদর্শভাবে ১ ঘণ্টার মধ্যে)

৫.🟦ঘন ঘন CPR(বুকে পাম্প)দেয়া

🚨অত্যন্ত জরুরি বিষয়ঃ

রোগীকে হাঁটাচলা করাবেন না।
যত কম নড়া-চড়া করানো যায় তত ভালো।

রোগীকে ঢিলা কাপড় দিন,শান্ত রাখুন।

অক্সিজেন থাকলে 2-4 L/min দেওয়া যেতে পারে(যদি শ্বাসকষ্ট থাকে)।

#সতর্কতাঃপ্রতি ছয়মাস পরপর ৮-১০ ঘন্টার খালি পেটে রক্তের লিপিড প্রোফাইল পরীক্ষা করান!

রক্তে খারাপ চর্বি(LDL ও TG)বেশি থাকলে নিয়মিত ওষুধ খাবেন, ধুমপান,তেলচর্বি,সুগার এড়িয়ে চলবেন যথাসম্ভব!
©

#জনস্বার্থে_জনস্বাস্থ্য

Pediatrics ward- এ indoor management এ সঠিকভাবে fluid calculation জানার কোনো বিকল্প নেই।নব্য ইন্টার্ন হিসেবে যারা ওয়ার্ড...
21/11/2025

Pediatrics ward- এ indoor management এ সঠিকভাবে fluid calculation জানার কোনো বিকল্প নেই।নব্য ইন্টার্ন হিসেবে যারা ওয়ার্ডে প্রথমবার কাজ শুরু করবেন, তাদের জন্য fluid calculation ভালোভাবে জানা একটি must-know skill।

⚪ প্রথমে আসি কোনদিন কোন fluid দিব?

✔️প্রথম ২৪ ঘন্টা - 10% DA

Brand - Dexaqua 10%, 10% DA, Libott 10%

[ বি:দ্র : বাচ্চার ওজন ১ কেজির কম হলে 5% DA দিতে হবে প্রথম ২৪ ঘন্টা ]

✔️বয়স ১ দিন - ১ মাস - 10% DA +0.025%NS
Brand - APN 10, Pedisol DS, Electrodex 10

✔️বয়স ১ মাস - ১ বছর - 5% DA +0.025% NS
Brand -. Babysol, Babysaline, Pedisol

✔️বয়স ১ বছর -১০ বছর - 5% DA +0.45% NS
Brand - Babysol Junior, Libott-s Junior

✔️বয়স >১০ বছর - 5% DNS

এখন দেখা যাক, কততম দিনে কতটুক fluid দিব?

Day 1 - 60ml/kg body weight

Day 2- 80ml/kg body weight

Day 3 - 100 ml/kg body weight

Day 4 - 120 ml/kg body weight

Day 5 - 140 ml/kg body weight

Day 6 to 1 year - 150 ml/kg body weight

অর্থাৎ, Day 1 থেকে Day 6 পর্যন্ত প্রতিদিন 20ml/kg করে ফ্লুইড বাড়াতে হয়।

1 year এর পর fluid এর calculation হবে -

প্রথম 10 kg এর জন্য -100ml/kg/day or 4 ml /kg/hr
পরবর্তী 10 kg এর জন্য - 50 ml/kg/day or 2 ml/kg/hr
After 20 kg - 20 ml/kg/day or 1ml/kg/hr

কিছু special condition আছে যেখানে fluid requirement বেশি,সেক্ষেত্রে আমরা total fluid থেকে ২০-৩০% increase করে দিব

✅ Phototherapy পাচ্ছে এমন
✅ preterm low birth weight
✅ patient shock এ থাকলে ( capillary refill time > 3 secs)

আবার কিছু condition এ fluid 20-30% decrease করতে হয়

✅Perinatal asphyxia
✅meningitis
✅septicemia
✅encephalitis
✅Heart failure

এখন আসি rate আর drop এর হিসেবে

Rate = ml ÷ (4 × hour) drops/min

or Rate ={ ml ÷ (4×hours) }× 4 microdrops/mins

shortcut = ml /24 microdrops/min

✨Neonate এর ক্ষেত্রে সবসময় microdrop এ fluid দেয়া হয়।

উদাহরণ :

২ দিনের একটা বাচ্চা, ওজন 3 kg, 24 hours এ কতটুকু fluid পাবে?

- বয়স - 2 days, তাহলে Choice of fluid হল (10% DA+0.025%NS) বা Electrodex 10

- Day 2 তে ফ্লুইড পাবে 80 ml/kg body weight

- amount of fluid = (3×80) ml = 240 ml

- ২৪ ঘন্টা fluid পেলে এর হিসাব করে আসে 2.5 drops/min অথবা 10 microdrops/min

order কিভাবে দিব -

Inf electrodex 10 ( 240 ml)
IV stat @ 10 microdrops/min over 24 hours

এখন যদি বাচ্চার Perinatal asphyxia থাকে তাহলে fluid 20% reduce করতে হবে, অর্থাৎ total fluid এর 80% পাবে

সেক্ষেত্রে ফ্লুইড পাবে = 240ml × 80 % = 192 ml

Drop = 192 ÷24 = 8 microdrops/min

Inf Electrodex 10 (192ml)
IV stat @ 8 microdrops/mins over 24 hours
©

18/11/2025

বাচ্চাদের শ্বাসকষ্টের লক্ষণসমূহ....

একটি NG টিউব… যা ভুলবশত মস্তিষ্কে গিয়ে লুপ পাকালো! সাধারণত, নাসোগ্যাসট্রিক (NG) টিউব নাক দিয়ে গলা পেরিয়ে পেটে যায়।কিন্তু...
27/10/2025

একটি NG টিউব… যা ভুলবশত মস্তিষ্কে গিয়ে লুপ পাকালো!

সাধারণত, নাসোগ্যাসট্রিক (NG) টিউব নাক দিয়ে গলা পেরিয়ে পেটে যায়।
কিন্তু এই বিরল ঘটনায় টিউব পেটের বদলে মস্তিষ্কের ভেতর চলে গেছে।

কেন হলো এমন:

রোগীর মাথায় বা নাকের হাড়ে আঘাত (basilar skull fracture) থাকলে নাক দিয়ে মস্তিষ্কের দিকে পথ খুলে যায়।

বলপূর্বক বা অন্ধভাবে টিউব ঢোকানো, কোনো ইমেজিং ছাড়াই।

CT-তে দেখা যায়, টিউব ক্রিব্রিফর্ম প্লেটের মধ্য দিয়ে মস্তিষ্কে লুপ পাকানো অবস্থায়।
এটা খুবই গুরুতর এবং প্রায়ই জীবন-হুমকিসহ।

NG টিউব কখনো অন্ধভাবে ঢোকাবেন না, বিশেষ করে মুখ বা মাথায় আঘাত থাকলে।

প্রথমে ইমেজিং নিশ্চিত করুন, ভুল হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে।

এই ছবিটা আমাদের মনে করিয়ে দেয় — সাধারণ কাজও কখনো বিপজ্জনক হতে পারে, যদি সতর্কতা না নেওয়া হয়।

এক নবজাতক — জন্মেছে অতিরিক্ত একটি পা নিয়ে। এটা এক বিরল জন্মগত অবস্থা — Polymelia নামের একটা congenital disorder।ভ্রূণের ...
17/10/2025

এক নবজাতক — জন্মেছে অতিরিক্ত একটি পা নিয়ে।
এটা এক বিরল জন্মগত অবস্থা —
Polymelia নামের একটা congenital disorder।

ভ্রূণের বিকাশের সময় কোষ বিভাজনে ভুল হলে এমনটা হয়।
কখনো যমজ ভ্রূণ পুরোপুরি আলাদা না হলে একটির কিছু অংশ অন্যটির সঙ্গে থেকে যায়।
ফলেই এমন “অতিরিক্ত” হাত বা পা তৈরি হয়ে যায়, যেটা অনেক সময় অচল থাকে কিন্তু হাড়, পেশি এমনকি রক্ত চলাচলও থাকতে পারে।

অদ্ভুত লাগলেও, ভালো খবর হলো —
আধুনিক চিকিৎসা ও সার্জারির মাধ্যমে এখন এমন শিশুরা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

শিশুটাকে দেখে মনে হচ্ছিল, ছোট্ট একটা জীবন কত আশ্চর্যভাবে সৃষ্টি হয়!

collected

দড়ি লাফ এর উপকারিতা মাত্র ১০ মিনিট দড়ি লাফালেই যত ক্যালরি খরচ হয়, ঠিক ততটাই ক্যালরি খরচ হয় আধা ঘণ্টা দৌড়ালে। 😮কারণ, দড়ি ...
14/10/2025

দড়ি লাফ এর উপকারিতা
মাত্র ১০ মিনিট দড়ি লাফালেই যত ক্যালরি খরচ হয়, ঠিক ততটাই ক্যালরি খরচ হয় আধা ঘণ্টা দৌড়ালে। 😮

কারণ, দড়ি লাফানো একসাথে শরীরের অনেকগুলো পেশি কাজে লাগায়, দ্রুত হার্টবিট বাড়ায় আর সেটাকে অনেকক্ষণ ধরে রাখে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষণা বলছে দড়ি লাফানো আসলে লম্বা সময় দৌড়ানোর মতোই কাজ দেয়।

শুধু তাই নয়, এটা শরীরের স্ট্যামিনা বাড়ায়, হার্টকে শক্তিশালী করে আর শরীরকে আরও ফিট রাখে।

তাই যাদের সময় কম, তাদের জন্য দড়ি লাফানো হলো সবচেয়ে কার্যকর ব্যায়ামগুলোর একটি।

05/09/2025

কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুরা স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হতে পারে, যার মধ্যে রয়েছে শিশুর বিকাশে বিলম্ব, শ্বাসকষ্টের সমস্যা এবং জীবাণু সংক্রমণের সম্ভাবনা,খাবার হজম জনিত সমস্যা, জন্ডিস এর ঝুঁকি, রক্তশূন্যতা । এই ঝুঁকিগুলি কমাতে, গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য গর্ভকালীন সেবা এবং পুষ্টি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি শিশু জন্ম পরবর্তী স্বাস্থ্যসেবা প্রয়োজনীয়..

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Umme Halima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram