22/02/2024
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
(,শুভ হোমিওপ্যাথি মেডিকেল হল থেকে সবাইকে সুস্বাগতম)
আমি ডাঃমোঃমেহেদী হাসান শুভ।
★আজ আমরা আলোচনা করব পালসেটিলা মেডিসিন প্রস্তুত করা হয় কিভাবে তা সম্বন্ধে।
★প্রস্তুত প্রণালী =মধ্য ও উত্তর আমেরিকার অনাবৃত উচ্চ শুষ্ক বালুকাময় প্রদেশে উইন্ড ফ্লাওয়ার নামের একপ্রকার গাছ জন্মিয়ে থাকে। এই গাছে ফুল ফুটিলে সমগ্র বৃক্ষ হইতে মূল আরিষ্ট প্রস্তুত হয়।
★পালসেটিলার ধাতু ও স্বভাবগত লক্ষণ =যে সকল স্ত্রীলোক অত্যন্ত অভিমানী অর্থাৎ যাহারা সাধারণত বড় শান্ত ও মৃদু স্বভাব কিন্তু সামান্য কারণে কাঁদিয়া ফেলে এবং শ্লেস্মার ধাতু, তাহাদের পীড়ায় পালসেটিলা উপযোগী। পরিবর্তনশীল ইহার অন্যতম লক্ষণ।
★ইহার কিছু চরিত্রগত লক্ষণ ::
১|রোগী সর্বদায় খোলা বাতাসে থাকিতে ইচ্ছা ও তাহাতে সুস্থবোধ।
২|কর্ণে বেদনা তৎসহ বধিরতা যেন কান বন্ধ হয়ে গিয়েছে।
৩|দন্ত বেদনায় মুখে ঠান্ডা পানি রাখিলে উপশম হয়। ৪|শীতল দ্রব্য খাইলে পিড়া লক্ষণের উপশম ও গরম ভক্ষণে বৃদ্ধি।
৫|শিশু স্তন্যপান করিলে মাতার বুকের বেদনা বোধ ঘারে পিঠে টানাটানি এই বেদনা এক স্থান হইতে অন্য স্থানে পরিচালিত হয়.।
(আজকের জন্য এতোটুকুই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ)।