HolyCare Homeo Hall

HolyCare Homeo Hall 1ST BRANCH.KHARATIYA FAZIL ( DEGREE )MADRASHA.SOUTH SIDE OF MADRASHA.BURICHANG.01814386486
# 2ND BRA

হলি কেয়ার হোমিও হল এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
11/07/2022

হলি কেয়ার হোমিও হল এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।

05/01/2022
04/11/2021

"এখন একমিনিট লস মানে ১ মার্ক পেছনে পড়ে যাওয়া" সাক্ষাৎকারে ফার্স্ট হওয়া জাকারিয়া।

কথা গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া পটুয়াখালীর বদরপুর গ্রামের হাফেজ জাকারিয়ার বাড়ীর দেয়ালে লাগানো বিভিন্ন সংক্ষিপ্ত নোটের পাশাপাশি নিজ হাতে লেখা এটি সংক্ষিপ্ত নোটের। আজ সকালে পটুয়াখালী শহর থেকে ৬ কিলোমিটার দূরে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বদরপুরের মোল্লা বাড়িতে গিয়ে কথা হয় হাফেজ জাকারিয়ার গর্বিত মা কাজী তাহেরা পারভীনের সাথে। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন নিজ কর্মস্থল দুধাল মৌ ফয়েজ হোসেন ফাজিল মাদ্রাসার যাওয়ার জন্য, সেখানে তিনি সহকারী মৌলভী হিসেবে কর্মরত রয়েছেন। স্বামী মো: শহীদুল ইসলাম সেলিম মোল্লা উইলস মার্কেটিং কোম্পানীর সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে মাওনা শ্রীপুর,গাজীপুরে কর্মরত রয়েছেন।

জাকারিয়ার বাড়ীর প্রত্যেকটি দেয়ালে, বাথরুমের সামনে লাগানো বেসিনের উপর আয়না থেকে খাবার টেবিলে বসার স্থানের উপর দেয়ালে সর্বত্রই বিভিন্ন শর্ট-নোট সহ পড়ালেখার বিষয়গুলি নিজ হাতে লেখে স্কচটেপ দিয়ে লাগানো রয়েছে। ঘরে প্রবেশের মুখে দেয়ালেই লাগানো রয়েছে ঢাবিতে ফার্স্ট হওয়া লাগবে। এখন একমিনিট লস মানে ১ মার্ক পেছনে পড়ে যাওয়া। “Nature finds way to ensure the survival of the fittest.”

২০০২ সালে নিজ গ্রামের বাড়ী পটুয়াখালীর বদরপুরে জন্ম গ্রহণ করেন জাকারিয়া। জাকারিয়ার মা তাহেরা বেগম ছেলের সাফল্যে প্রথমে মহান আল্লাহর কাছ কৃতজ্ঞতা জানিয়ে বলেন ,“আল্লাহর রহমত না থাকলে সামনে আগানো সম্ভব নয়,আল্লাহর কাছে চেয়েছি মহান আল্লাহ শুনেছেন, আমার ছেলে মানুষের উপকার করতে পারে সমাজের উপকার করতে পারে, ইহকাল পরকালে সফলতা অর্জন করতে পরে এটাই আমার একমাত্র চাওয়া।” প্রাইমারীতেস্কুলে প্রধান শিক্ষক তার বিশেষ নজর দিতেন আমার ছেলের প্রতি, বাড়ীতে আমি তাকে পড়িয়েছি কোন প্রাইভেট পড়ায়নি।ছোট বেলা থেকে শান্ত শিষ্ট স্বভাবের তার ছেলে পটুয়াখালী জেলার বদরপুরের ১৫ নং দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিকের পড়ালেখা শুরু করে। সেখান থেকে ২০১১ সালে পঞ্চম শ্রেনীতে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত হয়ে জেলায় তৃতীয় স্থান লাভ করে। ধার্মিক পরিবারে সন্তান হিসেবে মা ও বাবা তাকে পরবর্তীতে ২০১২ সালে ভর্তি করিয়ে দেন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় সেখানে সে ৬মাস পড়ালেখা করেন। পরবর্তীতে বাবার চাকুরীর সূত্রে ঢাকার শ্রীপুরের মাওনা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় হেফজখানায় ভর্তি হয়ে ২০১৪ সালের মধ্যে হাফেজী পাস করেন। ২০১৫ সাল থেকে বাড়ীর মসজিদে খতম তারাবারি নামাজ পড়াতে শুরু করেন জাকারিয়া। পাশাপাশি সপ্তম শ্রেনীর পড়ালেখা জাকারিয়া বাড়ীতেই মায়ের তত্বাবধানে সম্পন্ন করেন। ২০১৫ সালে ৮ম শ্রেনীতে পাংগাশিয়া নেছারিয়া মাদ্রাসায় পুনরায় ভর্তি হন সেখান থেকে ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন, লাভ করেন উপজেলায় দ্বিতীয় স্থান। ৯ম শ্রেনীতে ঢাকার ডেমরার শারুলিয়া দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় সহ্রসাধিক পরীক্ষার্থীর মধ্যেপ্রথম স্থান লাভ করে ভর্তি হন। সেখান থেকে ২০১৮ সালে দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত হয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান লাভ করে। ২০২০ সালে আলিম পরীক্ষায় ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে।

বদরপুরের পাশ্ববর্তী গাবুয়া গ্রামের কাজী বাড়ীর কাজী আ: খালেকের কন্যা সন্তান তাহেরা বেগম তার চাচা আদাবাড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী আ: দাইয়ানের প্রেরণায় আদাবাড়িয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল,আলিম,ফাজিল কামিল মদীনাতুল উলুম মহিলা কামিল মাদ্রাসায় সম্পন্ন করেন। পরবর্তীতে হাফেজ জাকারিয়ার উচ্চশিক্ষিত মা ঢাকার ইডেন বিশ্ববদ্যালয় কলেজ থেকে ২০০২ সালে অনার্স এবং ২০০৪ সালে ইসলামী শিক্ষায় মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৯ সালে বিয়ের পরে ফাজিল সম্পন্ন করার পরপরই বিয়ে হয় । দুই পুত্র সন্তানের জননী তাহেরা বেগম বলেন, স্বামীর সর্বাত্মক সহযোগীতায় আমার পড়ালেখা সম্পন্ন করি।স্বামী কর্মের কারনে সবসময়বাড়ীতে নাথাকলেও সবসময় জাকারিয়ার পড়ালেখার সর্বাত্মক সহযোগীতা করেছেন পাশাপাশি বাড়ীর সকল আত্মীয় স্বজন সর্বাত্মক সহযোগীতা করেছেন -যার কারনেই জাকারিয়ার এসফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

ভাল রেজাল্ট করা সন্তানকে কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য প্রেরণা দিয়েছেন ,এ প্রশ্নের জবাবে তার মা জানান,বড় প্রতিষ্ঠানে পড়তে পাড়লে ভাল শিক্ষা পাবে ,পরবর্তী জীবনে সমাজের জন্য কিছু করার সুযোগ পাবে। ছেলে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছে ভবিষৎতে ,এ প্রশ্নের জবাবে বলেন মানুষের জন্য কিছু করার ক্ষেত্রে রাজনীতি একটি বড় ভূমিকা রাখতে পারে।
জাকারিয়ার বাড়ীতে বসে তার মোবাইল ফোনে কথা হলে জাকারিয়া তার অনুভ’তি প্রকাশ করতে গিয়ে জানান ,তার এই সফলতার পিছনে তার মায়ের অবদান শতকরা ৯৯.৯৯ ভাগ। ভবিষ্যৎ রাজনীতি করার ইচ্ছা পোষণের ক্ষেত্রে, ছাত্র অবস্থায় রাজনীতি কেন নয় এ প্রশ্নের জবাবে বলেন ছাত্র অবস্থায় রাজনীতির সাথে জড়ালে পড়ালেখা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আইন বিভাগে ভর্তি ইচ্ছুক জাকারিয়া জানান পড়ালেখা শেষ করে ভবিষ্যৎ বিচার বিভাগে নয়,আইন পেশার মাধ্যমে মানুষের পাশে দাড়িয়ে মানুষের সেবা করাই তার লক্ষ।
কথা হয় বদরপুর ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু জাফর তালুকদারের সাথে,তিনি জানান আমরা খুবই খুশী,জাকারিয়া খুবই ধার্মিক এবং নরম ভদ্র স্বভাবের ছেলে তার এ সাফল্যে আমরা গর্বিত।

জাকারিয়া যেই স্কুলে তার পড়ালেখা শুরু করেন সেই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান,জাকারিয়া একজন সহনশীল মনের মানুষ ছিল,সকলের সাথে মিলে মিশে চলতো । সবসময় ১ রোল ধারী জাকারিয়াকে দ্বিতীয় শ্রেনী থেকে তাকে পড়ান তিনি,স্কুলের সাহিত্য চর্চা ,সহ খেলাধূলা এবং জাতীয় দিবসগুলিতে সাস্কৃংতিক অনুষ্ঠানে ভাল রেজাল্ট করতো সে। নজরুল ইসলাম, কান্নাজড়িত কন্ঠে জাকারিয়ার এ সাফল্যে গর্ব অনুভব করছেন বলে জানান।

হাফেজ জাকারিয়ার বাবা মো: শহীদুল ইসলাম সেলিম মোল্লা জানান,ছেলেকে আলেম বানাতে চেয়েছিলেন,মাদ্রাসায় পড়িয়েছি, ছেলে কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছেলে আমাকে কথা দিয়েছে ভবিষ্যৎ কোরান হাদীস নিয়ে রিসার্স চালিয়ে যাবে।আমি নিরিবিলি পরিবেশের মানুষ রাজনীতি করিনা।ছেলে ভবিষ্যৎ রাজনীতি করতে চাইলে এটা তার বিষয়।
(সৌজন্যে দৈনিক ইনকিলাব সাক্ষাৎকার গ্রহণের পটুয়াখালী জেলা সংবাদদাতা)

29/10/2021

।।ফাযিল পরীক্ষা জানুয়ারির ৩ তারিখ থেকে।।
মাদরাসা শিক্ষা ডট কম রিপোর্ট
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর আওতাধীন ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২০ আগামী ০৩ জানুয়ারী, ২০২২ খ্রি. থেকে অনুষ্ঠিত হবে। গতকাল ২৮ সেপ্টেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে। এই পরীক্ষার রুটিন পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মাদরাসা শিক্ষা ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

নোটিশ
এতদ্বারা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর আওতাধীন সকল ফাজিল ও কামিল মাদরাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩ জানুয়ারী, ২০২২ খ্রি. থেকে ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

পরীক্ষার সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষার বিস্তারিত তথ্য পেতে এবং মাদ্রাসা শিক্ষার সুনাম বিশ্বময় ছড়িয়ে দিতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

15/10/2021

।। ফাযিল-কামিলের ক্লাস শুরু আগামী ২১ অক্টোবর থেকে।।
মাদরাসা শিক্ষা ডটকম রিপোর্ট
আগামী ২১/১০/২০২১ তারিখ থেকে মাদ্রাসার ফাজিল ও কামিল স্তরের পাঠদান কার্যক্রম সশরীরে চালুকরণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অনুমতি প্রদান করা হয়েছে।
১৪ অক্টোবরে প্রকাশিত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়-
ফাজিল পাস/অনার্স শ্রেণিতে সপ্তাহে শনি, রবি ও সোমবার শ্রেণি কার্যক্রম চলবে।
কামিল/স্নাতকোত্তর শ্রেণিতে সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চলবে।
নোটিশের বিস্তারিত দেখুন নিচে-

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে উন্নীত হওয়ায় সরকারের সিদ্ধান্তক্রমে সকল মাদ্রাসায় ১২/০৯/২০২১ তারিখ হতে সশরীরে ১ম শ্রেণি-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। নিম্নোক্ত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনের শর্তে আগামী ২১/১০/২০২১ তারিখ থেকে মাদ্রাসার ফাজিল ও কামিল স্তরের পাঠদান কার্যক্রম সশরীরে চালুকরণের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

(ক) ফাজিল পাস/অনার্স শ্রেণিতে সপ্তাহে শনি, রবি ও সোমবার শ্রেণি কার্যক্রম চলবে;

(খ) কামিল/স্নাতকোত্তর শ্রেণিতে সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চলবে;

(গ) রুটিনের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসসমূহ নির্ধারণ করা যেতে পারে;

(ঘ) সুত্রোক্ত ৫নং স্মারকে জারীকৃত ক্লাসরুটিন চলমান থাকবে;

(ঙ) শ্রেণীকক্ষে ও হোস্টেলে সকল শিক্ষার্থীদের মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে;

(চ) জেলা/উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় ও যোগাযোগ রাখতে হবে;

(ছ) শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে।

(জ) সূত্রোক্ত স্মারকে জারীকৃত স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও SOP সংক্রান্ত নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে হবে।

২। ফাজিল ও কামিল স্তরে পাঠদান কার্যক্রম সশরীরে চালুকরণের পর প্রতিদিন বিকাল ০৩:০০ ঘটিকার মধ্যে সুত্রোক্ত ৫ নং স্মারকে জারীকৃত

নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের উপস্থিতিসহ অন্যান্য তথ্যাদি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গুগল ড (https://forms. gle/trGZ3udBCnXP3kfh9) এর মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সংবাদ পেতে মাদরাসা শিক্ষা ডটকম এর পেইজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। দ্বীনি শিক্ষার সুনাম ছড়িয়ে দিন বিশ্বময়।

09/07/2021

।। কুরবাণির সেকাল ও একালঃ শ্রেষ্ঠ জাতির সেরা পদ্ধতি ।। মোঃ মোস্তফা কামাল পরীক্ষা যত কঠিন উত্তীর্ণের মর্যাদা তত ব.....

মাদরাসা শিক্ষা ডট কম মাদ্রাসার ছাত্র শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অনলাইন ঠিকানা।পাঠকই লেখক আপনার সুচিন্তিত মতামত ও লেখা আমাদ...
12/04/2021

মাদরাসা শিক্ষা ডট কম
মাদ্রাসার ছাত্র শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অনলাইন ঠিকানা।
পাঠকই লেখক আপনার সুচিন্তিত মতামত ও লেখা আমাদের পাঠান

করোনায় শনাক্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে, মৃত্যুও বাড়ছে।দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় গত ৯ ...
24/03/2021

করোনায় শনাক্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে, মৃত্যুও বাড়ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৫৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩ জনে।

বুধবার ( ২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৮০ হাজার ৮০৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন। এরআগে, গতকাল মঙ্গলবার দেশে ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

Address

Kharataiya. Burichang
Cumilla
ZIPCODE

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

+8801814386486

Website

Alerts

Be the first to know and let us send you an email when HolyCare Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HolyCare Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category