Zero Pain Physiotherapy

Zero Pain Physiotherapy Health and Exercise

25/11/2025

Check out Dr.Md.Saddam Majumdar P.T’s video.

29/10/2025

🧠 আজ বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day) 🧠
"প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ"

প্রতি বছর লাখো মানুষ হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন —
কেউ হারান কথা বলার ক্ষমতা, কেউ চলাফেরার স্বাধীনতা। 😔
স্ট্রোক আসলে মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটায়,
যার প্রথম লক্ষণগুলোই হতে পারে জীবন বদলে দেওয়ার মতো গুরুতর —
👉 মুখ বেঁকে যাওয়া
👉 হাত-পা অবশ হয়ে যাওয়া
👉 কথা জড়ানো বা বোঝার অসুবিধা
⏰ এই লক্ষণ দেখা দিলে সময় নষ্ট করবেন না!
তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন।

আর যারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন —
👉 নিয়মিত ফিজিওথেরাপি
👉 ব্যালান্স ট্রেনিং
👉 স্পিচ ও হাত-পায়ের এক্সারসাইজ

এসবই পারে হারানো নড়াচড়া ও জীবনীশক্তি ফিরিয়ে দিতে। 💪
🩵 সচেতনতা, সময়মতো চিকিৎসা, আর সঠিক পুনর্বাসন—
এই তিনটাই হতে পারে স্ট্রোকের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় শক্তি।



রোগীর নাম :দিলীপ চন্দ্র  বয়স:৩৮  বাড়ি চাট খিল, নোয়াখালী ওনার সমস্যা হচ্ছে পি,এল,আই,ডি, ও কোমরে নার্ভে চাপ ছিলো, কোমর থেক...
07/10/2025

রোগীর নাম :দিলীপ চন্দ্র
বয়স:৩৮ বাড়ি চাট খিল, নোয়াখালী ওনার সমস্যা হচ্ছে পি,এল,আই,ডি, ও কোমরে নার্ভে চাপ ছিলো, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা নামতো অনেক কষ্ট পেয়েছে। চাট খিল ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছে তার ব্যথা আরও বেড়ে যায়।সে কারণে আমাদের এখানে আসে।আলহামদুলিল্লাহ আমাদের এখানে ১৫ সেশন থেরাপি নেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ। আমরা তাকে ম্যানুয়াল, ইলেকট্রো ও আকুপাংচার সমন্বয় চিকিৎসা দিয়েছি। একটা কথা বলি ফিজিওথেরাপি খালি দিলেই হবেনা। আপনার রোগ নির্ণয় করতে হবে, সে ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক এর শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার উচিত।
ব্যথা হলেই অতিরিক্ত ব্যথার ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন।
🌿 Zero Pain Physiotherapy 🌿
🩺 ব্যথা নয়, ফিরে পান স্বাভাবিক জীবনে!

👨‍⚕️ চিকিৎসক: Dr. Md. Saddam Hossain Majumder (P.T)

---

💪 আমরা দিচ্ছি ব্যথামুক্ত জীবনের নিশ্চয়তা 🔹
✅ আর্থ্রাইটিস (Arthritis)
✅ কোমর, ঘাড়, হাঁটু বা পিঠের ব্যথা
✅ প্যারালাইসিস ও ফিজিওথেরাপি
✅ PLID, স্পন্ডিলোসিস, স্নায়ুজনিত ব্যথা
✅ হাত-পা অবশ হওয়া, হাড় জোড়া লাগানো পরবর্তী থেরাপি
✅ আঘাতজনিত ব্যথা, স্পোর্টস ইনজুরি
✅ যৌন দুর্বলতা বা ED সমস্যায় সহায়তা
#মুখ _বাঁকা

---

💥 বিশেষত্ব:
🔹 অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট
🔹 উন্নত চিকিৎসা আকুপাংচার ও হিজামা থেরাপি
🔹 ব্যথামুক্ত ওষুধবিহীন চিকিৎসা

📍 ঠিকানা:
খিদমাহ জেনারেল এন্ড স্পেশালাইজড হাসপাতাল
জিরো পেইন ফিজিওথেরাপি।
বাদশাহ মিয়া বাজার, শাসন গাছা, কুমিল্লা।
⏰ সকাল ৯টা – সন্ধ্যা ৬ টা পর্যন্ত

📞 যোগাযোগ:
📱 01882-188120
☎️ 0817-1311

📺 YouTube: Health and Exercise AtoZ

---

💬 “আজই যোগাযোগ করুন — ব্যথামুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন।”

06/10/2025

💚 কুমিল্লায় বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার।
🌿 Zero pain physiotherapy.
“ব্যথামুক্ত জীবনই আমাদের অঙ্গীকার!”
আমরা দিচ্ছি আধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের থেরাপি এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর চিকিৎসা সেবা।

🩺 আমাদের চিকিৎসা সেবা সমূহ:

✅ প্যারালাইসিস (স্ট্রোক পরবর্তী পুনর্বাসন)
✅ কোমর ব্যথা, ঘাড় ব্যথা, PLID ও ডিস্ক প্রোল্যাপ্স
✅ হাঁটু ক্ষয়জনিত সমস্যা (Arthritis, Osteoarthritis)
✅ খেলাধুলাজনিত ইনজুরি ও মাংসপেশীর ব্যথা
✅ হাতে-পায়ে ঝিনঝিন, স্নায়বিক দুর্বলতা ও নার্ভ প্রেসার
✅ মুখ বাঁকা হয়ে যাওয়া (Bell’s Palsy)
✅ আঘাতজনিত ব্যথা ও দুর্ঘটনা পরবর্তী রিহ্যাব
✅ পায়ের গোড়ালি ব্যথা ও চলাচলে অসুবিধা
✅ ED বা লিঙ্গের শিথিলতা সম্পর্কিত রিহ্যাব থেরাপি

💫 আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট টিম প্রতিটি রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে ব্যক্তিগত থেরাপি প্ল্যান তৈরি করে, যাতে চিকিৎসা হয় দ্রুত, নিরাপদ এবং স্থায়ী ফলপ্রসূ।

🧠 আমরা প্রতিদিন রোগীদের পাশে থেকে কাজ করি —
• শরীরের প্রাকৃতিক গতিশক্তি পুনরুদ্ধারে
• সার্জারি ছাড়াই ব্যথা নিরাময়ে
• আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে


Mobile :01882188120. বাদশাহ মিয়া বাজার,🌿 Zero Pain Physiotherapy 🌿
🩺 ব্যথা নয়, ফিরে পান স্বাভাবিক জীবনে!

👨‍⚕️ চিকিৎসক: Md. Saddam Hossain Majumder (P.T) physiotherapist.
🎓 DPT, BPT (Course), CMU
📍 Chittagong Medical University
🏥 Acupuncture Course & Training – IRIM, India
📋 Reg. No: 23028051

---

💪 আমরা দিচ্ছি ব্যথামুক্ত জীবনের নিশ্চয়তা 🔹
✅ আর্থ্রাইটিস (Arthritis)
✅ কোমর, ঘাড়, হাঁটু বা পিঠের ব্যথা
✅ প্যারালাইসিস ও ফিজিওথেরাপি
✅ PLID, স্পন্ডিলোসিস, স্নায়ুজনিত ব্যথা
✅ হাত-পা অবশ হওয়া, হাড় জোড়া লাগানো পরবর্তী থেরাপি
✅ আঘাতজনিত ব্যথা, স্পোর্টস ইনজুরি
✅ যৌন দুর্বলতা বা ED সমস্যায় সহায়তা

---

💥 বিশেষত্ব:
🔹 অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট
🔹 উন্নত আকুপাংচারও হিজামা থেরাপি
🔹 ব্যথামুক্ত ওষুধবিহীন চিকিৎসা

📍 ঠিকানা:
খিদমাহ জেনারেল এন্ড স্পেশালাইজড হাসপাতাল
⏰ সকাল ৯টা – সন্ধ্যা ৬ টা পর্যন্ত

📞 যোগাযোগ:
📱 01882-188120 | 01629-316699
☎️ 0817-1311

📺 YouTube: Health and Exercise AtoZ

---

💬 “আজই যোগাযোগ করুন — ব্যথামুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন।”
শাসন গাছা, কুমিল্লা।
#

05/10/2025

মানব দেহের প্রতোকটা অঙ্গ আল্লাহ দেওয়া রহমত, আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ।

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমরা আইডিইব ভবন, কাকরাইল প্রোগ্রামে। সকলকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। সাথে এক ...
08/09/2025

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমরা আইডিইব ভবন, কাকরাইল প্রোগ্রামে। সকলকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। সাথে এক ফ্রেমে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা:এম শাহাদাৎ হোসেন।

02/09/2025

রোগীর নাম: মো:সিফাত উল্লাহ। চট্টগ্রাম থেকে থেকে আসছেন আমার এখানে।ওনার পি,এল,আই,ডি সমস্যা ছিলো।কোমরে নার্ভেচাপ ছিলো। কোমর থেকে পা পর্যন্ত পচন্ড ব্যথা ছিলো, স্বাভাবিক ভাবে চলতে এবং শুইতে পারতেন না।আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ তার কাছ থেকেই শুনুন।
আমাদের এখানে চিকিৎসা সমূহ
#কোমর ব্যথা
#ঘাড় ব্যথা
#পায়ের গোড়ালি ব্যথা।
# #হাটু ব্যথা ও ক্ষয় জনিত সমস্যা ও ব্যথা
#প্যারালাইসিস
#নিউরোলজিক্যাল ব্যথা
#মুখ বাঁকা সমস্যা।
#সায়াটিক #আঘাত জনিত ব্যথা
# অপারেশন পরবর্তী সমস্যা
#পি,এল,আই,ডি সমস্যা
অপারেশন ছাড়া চিকিৎসা, নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডা: মো: সাদ্দাম হোসেন মজুমদার পি. টি
ঠিকানা :খিদমাহ জেনারেল হাসপাতাল জিরো পেইন ফিজিওথেরাপি, বাদশা মিয়া বাজার, শাসন গাছা। কুমিল্লা।
০১৮৮২১৮৮১২০

আলহামদুলিল্লাহ মাত্র ১০ দিন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ, ব্রেইন স্ট্রোক করে হাঁটতে পারতেন না,এখন হাটা চলাফেরা এবং হাত...
26/05/2025

আলহামদুলিল্লাহ মাত্র ১০ দিন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ, ব্রেইন স্ট্রোক করে হাঁটতে পারতেন না,এখন হাটা চলাফেরা এবং হাত স্বাভাবিক নাড়াচাড়া করতে পারেন। রোগীর নাম :মো:রফিকুল ইসলাম
বয়স:৭০
আমি ডা:মো: সাদ্দাম মজুমদার পি.টি। নিয়মিত আছি আপনাদের সেবায়
যেসকল চিকিৎসা সেবা পাবেন # হাঁটু ব্যাথা #কোমর ব্যথা
#সায়াটিকা, #নিউরোপ্যাথী #ঘাড়ের ব্যথা #স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, #আঘাত জনিত ব্যথা।পি,এল,আই,ডি অপারেশন ছাড়া চিকিৎসা।উন্নত মানের ইলেক্ট্রো থেরাপি, মেনিপুলেশন,থেরাপি। তাই অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। ফিজিওথেরাপি চিকিৎসা নিন। খিদমাহ জেনারেল হাসপাতালে, জিরো পেইন ফিজিওথেরাপি, শাসন গাছা,কুমিল্লা। যোগাযোগ ০১৮৮২১৮৮১২০। ধন্যবাদ

05/05/2025
আমাদের ফিজিওথেরাপি সেন্টারে নতুন ভার্সন শর্ট ওয়েব থেরাপি মিশিন আলহামদুলিল্লাহ। যা আপনার ব্যথা নিরাময়ের জন্য বেস্ট ভূমিকা...
26/03/2025

আমাদের ফিজিওথেরাপি সেন্টারে নতুন ভার্সন শর্ট ওয়েব থেরাপি মিশিন আলহামদুলিল্লাহ। যা আপনার ব্যথা নিরাময়ের জন্য বেস্ট ভূমিকা পালন করে।অতিরিক্ত ব্যথার ঔষধ খাওয়া থেকে বিরত থাকি।
pain physiotherapy in Cumilla
physiotherapy
wave Diathermy

👍যে সকল চিকিৎসা সেবা আমরা দিয়ে থাকি।
#হাঁটু ব্যথা
#ঘাড় ব্যথা
#প্যারালাইসিস
#কোমরব্যথা
#কাধব্যথা
#সায়াটিকা
#পিএলআইডি
#মুখবাকা
#আঘাতজনিতব্যথা
#পায়েরগুড়ালিব্যথা
#ক্ষয়জনিতব্যথা
#হাটুক্ষয়
#কোমরেরনার্ভচাপ অপারেশন ছাড়া চিকিৎসা
#হাতপাঝিনঝিনওঅবশ এর চিকিৎসা
#লিগামেন্টইনজুরি
#স্ট্রোকপরবর্তীপ্যারালাইসিস
চিকিৎসা করতে আজই সরাসরি যোগাযোগ করুন । ধন্যবাদ

জিরো পেইন ফিজিওথেরাপি, খিদমাহ জেনারেল হাসপাতাল, শাসন গাছা, কুমিল্লা
ডা: মো:সাদ্দাম হোসেন মজুমদার ফিজিওথেরাপিস্ট
মোবাইল :০১৮৮২১৮৮১২০

Address

খিদমাহ জেনারেল হাসপাতাল, জিরো পেইন ফিজিওথেরাপি, বাদশাহ মিয়া বাজার, শাসন গাছা, কুমিল্লা।
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zero Pain Physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram