25/07/2018
স্ট্রোক পরবর্তী চিকিৎসায় ফিজিওথেরাপির কোন বিকল্প নেই
মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত প্রবাহের পরিবর্তনে যে অবস্থার তৈরি হয় তাকে স্ট্রোক বলে । সাধারনত রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটলে ( অক্সিজেন ও শর্করা এর পরিমান হ্রাস পায় ) অথবা উচ্চ রক্ত চাপে রক্ত নালী ছিড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বাধার ফলে মস্তিষ্ক চাপে থাকে এবং তার স্বাভাবিক সক্ষমতা হারায়। এর ফলে মুখ বেকে যাওয়া ,হাত-পা নড়াচড়া করতে না পাড়া, কথা বলতে না পাড়া বা কষ্ট হওয়া ,অজ্ঞান হয়ে যাওয়া সহ বিভিন্ন লক্ষন ও উপস্বর্গ দেখা যায় । এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্ট্রোক বলে ।
স্ট্রোকের কারনসমূহ ১) উচ্চ রক্তচাপ ২) রক্তে অতাধিক চর্বি বা কোলেস্টেরোল ৩) ডায়াবেটিস ৪)ধুমপান ৫) স্থুলতা বা শরীরের অতিরিক্ত উজন ৬) মদ্যপান ৭) পরিবারের অন্য কারো স্ট্রোক করার ইতিহাস থাকলে ৮ ) অতিরিক্ত দুঃশ্চিন্তা করা ৯) ঘুম কম হওয়া ১০) শারীরিক পরিশ্রম কম করা বা ব্যায়াম না করা
স্ট্রোককে সাধারনত দুই ধরনের হয়ঃ ১) মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা (Ischemic stroke) ২) মস্তিস্কের রক্ত নালী ছিড়ে যাওয়া বা (Hemorrhagic stroke) এ ছাড়াও আরো এক প্রকার স্ট্রোক আছে যা ছোট স্ট্রোক বা TIA নামে পরিচিত।
স্ট্রোকের লক্ষন ও উপস্বর্গ: ১) মুখ বাকা হয়ে যাওয়া ২) হাত অথবা/এবং পা এর দূর্বলতা বা অবশতা ৩) কথা বলতে অসুবিধা হওয়া বা অস্পস্ট কথা ৪) মাথা ব্যাথ্যা করা ৫) চোখে কম দেখা বা ঝাপসা ঝাপসা দেখা ৬) শরীরে ভারসাম্য ধরে রাখতে না পারা।
উপরের লক্ষনগুলি দেখামাত্রই বুঝবেন রোগী স্ট্রোক করেছে,তাই সাথে সাথে নিউরোলোজী বিভাগ আছে এমন হাসপাতালে নেওয়া উত্তম । বিশেষ করে HDU ইউনিট বা সাপোর্ট আছে এমন কোথাও নেওয়া ভালো । তবে দ্রুত সময়ে এমন ব্যাবস্থা করতে না পাড়লে নিকটস্থ হাসপাতালে নিবেন । স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের জন্য সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোক পরবর্তী শারীরিক সমস্যা যেমন শরীরের একপাশ বা নিছের অংশ অবশ হয়ে যাওয়া, মুখ বেকে যাওয়া, চলা ফেরা করতে না পারা ইত্যাদি সমস্যার সমাধানের জন্য ফিজিওথেরাপি চিকিৎসার কোন বিকল্প নেই।
(মাজাহারুল ইসলাম, এলএমআরএফ হেলথকেয়ার, কুমিল্লা)