LMRF Healthcare

LMRF Healthcare This is a service oriented, trust worthy and high quality secondary healthcare center for middle and low income group of people living in Comilla District.

Today 3rd June...is the World Clubfoot Day...The date was chosen to commemorate the birthdate  of  Dr. Ignacio Ponseti (...
03/06/2020

Today 3rd June...is the World Clubfoot Day...The date was chosen to commemorate the birthdate of Dr. Ignacio Ponseti (1914-2009) the developer of Ponseti Method to treat clubfoot.

zero clubfoot a clubfoot treatment project of LMRF Healthcare working since 2010 by Ponseti Method in Chattogram Division of Bangladesh.

We always very very much Thankful to great Dr. Ignacio Ponseti and we can always memorizing him by practicing correctly the Ponseti Method

24/04/2019
05/02/2019

ক্লাবফুট কোনো অভিশাপ নয়- যে কোনো বয়সে সঠিক চিকিৎসা নিলে ক্লাবফুট সম্পুর্ন ভালো হওয়া সম্ভব।
২০১০ সাল থেকে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলায় প্রায় ৫০০০ ক্লাবফুট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে এলএমআরএফ হেলথকেয়ার ক্লাবফুট চিকিৎসায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
আগামি ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ রাঙ্গামাটি ব্লাড ব্যাংক এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপি স্বাস্থ্য মেলায় এলএমআরএফ হেলথকেয়ার এর পক্ষ থেকে ক্লাবফুট/জন্মগত পা বাঁকা রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করা হবে।
প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পার্বত্য জেলা রাঙ্গমাটি ও আশপাশের ক্লাবফুট/পায়ের অন্যান্য সমস্যার রোগীরা রেজিস্ট্রেশনের এর জন্য যোগাযোগ করুন ০৯৬০৬৬৬৭৬৬৬ অথবা ০১৭৬৬৬৬৭৬৬৬ নাম্বারে।
অথবা সরাসরি ফ্রী পরামর্শ ও রেজিস্ট্রেশন করা যাবেঃ
স্থানঃ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গন, ভেদভেদী আর পি চেকপোস্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
তারিখ ও সময়ঃ ১৪ই ফেব্রুয়ারি ২০১৯, (বৃহস্পতিবার) সকাল ১০:০০ – বিকাল ৩:০০ টা পর্যন্ত।

উল্লেখ্য যে একই সাথে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামুল্যে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন এবং পরামর্শ প্রদান করা হবে।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, এলএমআরএফ হেল্‌থকেয়ারের ক্লাবফুট এবং ফিজিওথেরাপী চিকিৎসা সেবার মানকে আরো একধাপ এগিয়ে নিতে ন...
29/11/2018

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, এলএমআরএফ হেল্‌থকেয়ারের ক্লাবফুট এবং ফিজিওথেরাপী চিকিৎসা সেবার মানকে আরো একধাপ এগিয়ে নিতে নতুন ভাবে চালু হতে যাচ্ছে “কল সেন্টার সেবা”। রোগীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে আগামী ১লা ডিসেম্বর ২০১৮ থেকে চালু হতে যাচ্ছে আমাদের এই নতুন সেবা। উক্ত সেবার মাধ্যমে এখন থেকে ০৯৬ ০৬৬৬৭ ৬৬৬ নাম্বারে ফোন করে চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যাবে। এবং নিয়মিত ভাবে রোগীদের চিকিৎসাসেবা গ্রহনের পরবর্তী তারিখ সম্পর্কে অবহিত করা হবে। উক্ত হেল্প লাইন নাম্বারটি সকাল ০৮ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত (শুক্রবার ও অনন্যা সরকারী ছুটি ব্যাতীত) চালু থাকবে।

উল্লেখ্যযে, উক্ত কাজে আমাদেরকে কারিগরি সহযোগিতা করছে সামাজিক উদ্যোগক্তা প্রতিষ্ঠান ডি-নেট। এ জন্য গত ১৪ই নভেম্বর ২০১৮ তারিখে এলএমআরএফ হেলথকেয়ারের ম্যানেজিং ট্রাষ্টি জনাব ডা. শামীম খান এবং ডি-নেট এর চিফ ফাইনান্সিয়াল অফিসার জনাব মোঃ মিজানুর রহমান এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। এবং গত ২৮ই নভেম্বর ২০১৮ তারিখে ডি-নেট কল সেন্টার এক্সিকিউটিভ দেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

20/08/2018
স্ট্রোক পরবর্তী চিকিৎসায় ফিজিওথেরাপির কোন বিকল্প নেইমস্তিষ্কের অভ্যন্তরে রক্ত প্রবাহের পরিবর্তনে যে অবস্থার তৈরি হয় তাকে...
25/07/2018

স্ট্রোক পরবর্তী চিকিৎসায় ফিজিওথেরাপির কোন বিকল্প নেই

মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত প্রবাহের পরিবর্তনে যে অবস্থার তৈরি হয় তাকে স্ট্রোক বলে । সাধারনত রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটলে ( অক্সিজেন ও শর্করা এর পরিমান হ্রাস পায় ) অথবা উচ্চ রক্ত চাপে রক্ত নালী ছিড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বাধার ফলে মস্তিষ্ক চাপে থাকে এবং তার স্বাভাবিক সক্ষমতা হারায়। এর ফলে মুখ বেকে যাওয়া ,হাত-পা নড়াচড়া করতে না পাড়া, কথা বলতে না পাড়া বা কষ্ট হওয়া ,অজ্ঞান হয়ে যাওয়া সহ বিভিন্ন লক্ষন ও উপস্বর্গ দেখা যায় । এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্ট্রোক বলে ।
স্ট্রোকের কারনসমূহ ১) উচ্চ রক্তচাপ ২) রক্তে অতাধিক চর্বি বা কোলেস্টেরোল ৩) ডায়াবেটিস ৪)ধুমপান ৫) স্থুলতা বা শরীরের অতিরিক্ত উজন ৬) মদ্যপান ৭) পরিবারের অন্য কারো স্ট্রোক করার ইতিহাস থাকলে ৮ ) অতিরিক্ত দুঃশ্চিন্তা করা ৯) ঘুম কম হওয়া ১০) শারীরিক পরিশ্রম কম করা বা ব্যায়াম না করা
স্ট্রোককে সাধারনত দুই ধরনের হয়ঃ ১) মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া বা (Ischemic stroke) ২) মস্তিস্কের রক্ত নালী ছিড়ে যাওয়া বা (Hemorrhagic stroke) এ ছাড়াও আরো এক প্রকার স্ট্রোক আছে যা ছোট স্ট্রোক বা TIA নামে পরিচিত।
স্ট্রোকের লক্ষন ও উপস্বর্গ: ১) মুখ বাকা হয়ে যাওয়া ২) হাত অথবা/এবং পা এর দূর্বলতা বা অবশতা ৩) কথা বলতে অসুবিধা হওয়া বা অস্পস্ট কথা ৪) মাথা ব্যাথ্যা করা ৫) চোখে কম দেখা বা ঝাপসা ঝাপসা দেখা ৬) শরীরে ভারসাম্য ধরে রাখতে না পারা।
উপরের লক্ষনগুলি দেখামাত্রই বুঝবেন রোগী স্ট্রোক করেছে,তাই সাথে সাথে নিউরোলোজী বিভাগ আছে এমন হাসপাতালে নেওয়া উত্তম । বিশেষ করে HDU ইউনিট বা সাপোর্ট আছে এমন কোথাও নেওয়া ভালো । তবে দ্রুত সময়ে এমন ব্যাবস্থা করতে না পাড়লে নিকটস্থ হাসপাতালে নিবেন । স্ট্রোক পরবর্তী পুনর্বাসনের জন্য সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোক পরবর্তী শারীরিক সমস্যা যেমন শরীরের একপাশ বা নিছের অংশ অবশ হয়ে যাওয়া, মুখ বেকে যাওয়া, চলা ফেরা করতে না পারা ইত্যাদি সমস্যার সমাধানের জন্য ফিজিওথেরাপি চিকিৎসার কোন বিকল্প নেই।
(মাজাহারুল ইসলাম, এলএমআরএফ হেলথকেয়ার, কুমিল্লা)

Address

House # 3, Block # A, Section # 2, Housing Estate, Kotwali Sadar
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801766667666

Alerts

Be the first to know and let us send you an email when LMRF Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to LMRF Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram