Dhyan (ধ্যান)

Dhyan (ধ্যান) আপনার রাশি ফল আপনাকে কি ভাবে চালিত করে জানতে চান ?

14/01/2023

আপনার রাশী কি বলবে আগামি - ফেব্রুয়ারি- মাসে ? জানতে চান কি ?

10/12/2022

মানুষ ছাড়া,পৃথিবীর সমস্ত সৃষ্টির সঙ্গে প্রতিযোগিতা করেছি,তারপর মানুষের রুপ পাওয়ার সুযোগ পেয়েছি মানে শুক্র কিটে পরিণত হয়েছি।তারপর ৪০ কোটি শুক্র কিটের সঙ্গেও প্রতিযোগিতা করে মানুষের রুপ পেয়েছি।ভেবে ছিলাম এই মানুষ রুপে আমি মানুষ,
আমারই রুপ কিন্তু হঠাৎ একদিন কে যেনো প্রশ্নো করিলেন যে, আপনিকে।
আমি,মানুষ সাবু।
তিনি,তাহলে মানুষ সাবু টুকু দেখাও।
আমি,মাথা,মুখ,চোখ,নাক,কান,হাত,পা ইত্যাদি মানে আমার সঙ্গে যাহা কিছু আছে। তাহা শুনালাম ও দেখাইলাম।
তিনি,আপনি যাহা শুনাইলেন ও দেখাইলেন তাহাদেরকে আপনি রক্ষা করিতে পারেন বা বরণ প্রসন দিতে পারেন কিংবা তাহাদের বিচার করে,পুরস্কার বা তিরস্কার দিতে পারেন।
আমি,পারি না।
তিনি,তাহলে আপনার অস্তিত্ব থাকে কি।
আমি, থাকে না।কিন্তু আমি কে আর আপনি কে।
তিনি,আপনি সৃষ্টির প্রশংসা প্রত্যাশী,মিথ্যাবাদী,
অহংকারী ইত্যাদী সৃষ্টি।
আর আমি সৃষ্টির স্রষ্টা,আমি পৃথিবীর সমস্ত সৃষ্টি মিলেই আমি,আমি সমস্ত সৃষ্টি কে রক্ষা করিতে পারি ও করি, সমস্ত সৃষ্টির ভরণ পোষণ করি এবং বিচার করে, পুরুস্কার ও তিরস্কার দেই।
আমি,হে দয়া ময় মহান প্রভু,আমি নিজেকে মানুষ মনে করে বড় ভুল করেছি,আমি আপনার দয়া ভিক্ষা সাহায্য ও খমা চাই।
তিনি,তাহলে আপনি সেরেক,কুফরি অন্য সৃষ্টির ক্ষতি করিবেন না ও বিশ্বাস করিবেন,স্রষ্টা এক,নেয় বিচারক ও নির্দোষ তাহলে অতীতের সমস্ত গুনা খমা করিবো এবং যাহা কিছু মিলে আপনি মানুষ দাবী করেছেন,সেই রুপের স্বরণ করিলে,আমার সঙ্গে সাক্ষাৎ হবে ও আমার সঙ্গে মিশতে পারিবেন।
উপরিউক্ত বিষয়,আপনি বিশ্বাস করিলে, এ গোলামে সঙ্গে মেসেঞ্জারে আলাপ আলো চনা করার জন্য আহ্বান করতেছি।
সমস্ত প্রশংসা দয়া ময় মহান স্রষ্টার।

05/08/2020

বিষণ্ণতা থেকে বাঁচার উপায় কী?

হতাশা একটি নিরব ঘাতক। নিরবেই অনেক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, আমি চেষ্টা করছি আপনাকে একটু হ্যাপি করার।

ঘুটঘুটে কালো অন্ধকারের পর ই কিন্তু ভোরের আলো দেখা যায়।

হতাশা এখন আছে, কিছু সময় পর থাকবে না। এটায় নিয়ম। এই পৃথিবীতে সব কিছুই ক্ষনস্থায়ী। যেমনঃ সুখ -দুঃখ, হাসি -কান্না।

হতাশা তখন আসে, যখন জীবনের কোন লক্ষ থাকে না, কাউকে ভালবাসতেন সে চলে গেছে, কোন কিছু পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বার বার ব্যর্থ হচ্ছেন।
যখন ই আপনার কারো প্রতি বা কোন কিছুর প্রতি অনেক বেশি Expectation চলে আসবে, আপনার স্বপ্নের জিনিস না পাইলে আপনি হতাশ হবেন।
অন্য দিকে, কোনো Expectation, না থাকলে, এমনিতেই আপনার লাইফে যা কিছু আসবে তাতেই আপনি ভাল থাকতে পারবেন।

অনেক মানুষ ই আছেন, যাদের অনেক স্বপ্ন পূরণ হয় নি, কিন্তু তাদের জীবন থেমে থাকে নি, তারা ভালই আছে। কিছু ব্যাপার সৃষ্টি কর্তার উপর ছেড়ে দিন না, সব আপনার ইচ্ছায় হবে কেন।

২০ বছর যদি আপনার বয়স হয় অর্থাৎ (২০×৩৬৫) = ৭৩,০০ দিন আপনি প্রকৃতির দেওয়া Oxygen ফ্রিতে গ্রহণ করেছেন। যার জন্য আপনার কোন টাকা দিতে হয় নি।।

অথচ হাসপাতালের বার্ন ইউনিটে গেলে দেখতে পাবেন, কত মানুষ কাতরাচ্ছে Oxygen এর অভাবে। Cylinder এর Oxygen ক্রয় করে তারপর শ্বাস নিতে হচ্ছে। প্রকৃতি তাকে Oxygen দিতেছে না।

প্রতিদিন পৃথিবীতে অনেক মানুষ ৩ বেলা ভাত খাওয়ার সুযোগ পায় না। আপনি নিশ্চয়ই পাচ্ছেন।
কত মানুষ অন্ধ, চোখে দেখতে পায় না। আপনি আমার লেখা পড়ছেন, নিশ্চয়ই আপনি অন্ধ না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, দূর আকাশের রংধনু, সাগরের ঢেউ, মা এর হাসি, শিশুর কান্না , বৃষ্টি , বই এই গুলো দেখার সুযোগ অন্ধ মানুষের নাই।এবার ভাবুন আপনি কতটা সুখি।

আপনাকে সুখী করতে সৃষ্টিকর্তা এত কিছু সৃষ্টি করে রেখেছেন। চোখ বন্ধ করে পৃথিবীর সৌন্দর্য দেখা যায় না। চোখ খোলা রাখুন৷ আপনার হতাশা দূর হবে।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনার যা কিছু আছে, তাতেই সুখী হতে পারবেন। শুধু আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

সংগ্রহীত

04/08/2020

#কান্ডজ্ঞান (Common Sense) বাড়ানোর কী কী উপায় আছে?

#কমনসেন্স বলতে একটি মানুষের খুব সাধারন জ্ঞান কে বোঝায়। যা প্রতিটি মানুষের মধ্যে থাকার দরকার। এই সাধারন জ্ঞান গুলো যে মানুষের মধ্যে থাকে না, আমরা তাকে কাণ্ডজ্ঞানহীন বলি। প্রতিটি কাজের একটি সাধারণ নিয়ম রয়েছে আর এই সাধারণ নিয়ম গুলো যারা বোঝে না তারাই হচ্ছে কাণ্ডজ্ঞানহীন মানুষ। ধরুন একজন মানুষ জনসাধারণের চলাচলের রাস্তার মাঝে বসে আছে যেটা কোন নিয়মের মধ্যে পড়ে না। তখন ওই মানুষটিকে আমরা কাণ্ডজ্ঞানহীন বলি কারণ তার উচিত ছিল যে কোন একটি সাইটে দাঁড়ানো রাস্তার মাঝে নয়।

💫১. কোনো কথা বা কাজ করার আগে একবার ভাবুন আপনি যে কথাটি বা কাজটি এখন করতে যাচ্ছেন সেটা কি উচিত, না অনুচিত একটু ভেবে চিন্তা করে তারপর কাজটি করুন।

💫২. সব সময় ভদ্র এবং ভালো আচরণ করার চেষ্টা করুন

💫৩. সমাজ ও মানুষের মর্যাদা বোঝে মানুষের সাথে ভালো ব্যবহার করুন

💫৪. কেউ যদি তোমার ফোন রিসিভ না করে কেটে দেয় তারপর বারবার তাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না

💫৫. অন্যের যে কাজগুলো দেখার পর তোমার খারাপ লাগে সে কাজগুলি যদি তোমার মধ্যে থাকে সেগুলো ছেড়ে দাও। তোমার কাছে যে কাজগুলি খারাপ মনে হয় সেগুলো আরো অন্য দশজনের কাছেও খারাপ

💫৬. যখন অন্য একজন কথা বলবে তাকে থামিয়ে দিয়ে আপনি কথা বলা শুরু করবেন না। তার কথা শেষ করার পর আপনি আপনার কথা শুরু করবেন

💫৭. ছোট ছোট ভুল করা থেকে নিজেকে বিরত রাখুন

💫৮. অন্যজনের বিরক্তির কারণ হয় এমন কাজ থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন

💫৯. অন্যজনের কিছু ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন

💫১০. কারো সাথে কথা বলতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর ওপর নজর রাখুন

#কমনসেন্স এটা সাধারণত পরিবেশ ও পরিবারের উপর নির্ভর করে ।তাই আপনি কোন কিছুর পরিবেশ না বুঝে আপনার নিজের মতো করে কোন আচরণ করবেন না। যে সম্পর্কে আপনার জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলতে যাবেন না, যদি কেউ কথা বলে আপনি চুপ করে শুধু শুনবেন। না জেনে না বুঝে তর্কে জড়াবেন না। কোন একটি বিষয় না জানার কারণে আপনার সম্মান নষ্ট হবে না কিন্তু না জেনে না বুঝে তর্কে জড়ালেন আপনার সম্মান নষ্ট হবে।

#লেখকঃ #হামিদ #সোহাগ

03/08/2020

·

২১ দিনের মধ্যে কীভাবে একটি অভ্যাস পরিবর্তন বা বিকাশ করতে পারে?


১.অভ্যাস পরিবর্তন করতে হলে, আগে আপনাকে আপনার Brain সম্পর্কে ধারনা থাকতে হবে।

২. যখন আপনি কোনো কিছু চিন্তা করেন, অথবা কিছু করেন repeatedly, আপনার Brain, তার Physical গঠন পরিবর্তন করে ফেলে।

৩। আপনার অভিজ্ঞতা, আবেগ, মনোভাব এই সকল কিছু Brain আপনার স্মৃতিপটে অঙ্কিত করতেছে।

৪ বিজ্ঞানীরা দেখেছেন, Brain এর পরিবর্তন প্রতিটা সেকেন্ড এ হয়।আপনি যা চিন্তা করেন, যা শোনেন, যা দেখেন, যা করেন - Brain এ জমা থাকে স্মৃতি হিসেবে। এটি নমনীয়, আপনার চিন্তা চেতনা, ধ্যান ধারনা অনুযায়ী Brain তার গঠন তৈরী করে।

৫.কোন কাজ বারবার করার ফলে আপনার ব্রেন, নতুন নতুন neural pathway সৃষ্টি করে, এই pathway সড়কে পরিনত হয়, তারপর এটি highway তে পরিনত হয়।

৬.আপনার ব্রেন বুঝতে পারে না, আপনি Right না Wrong তথ্য input করতেছেন। আপনি যেটা বিশ্বাস করছেন, সেরকম ভাবেই Brain তথ্য জমা করে রাখছে। আপনার লাইফটা ও আপনার চিন্তার ফলস্বরূপ যেমনটা হওয়া উচিত তেমন হচ্ছে।

একটা উদাহরন দেয়,যে রাস্তাটায় ১০ বছর ধরে চলা ফেরা করতেছেন, সেই রাস্তা থেকে নিজেকে ফিরিয়ে আনতে হলে আপনার নতুন রাস্তা তৈরি করতে হবে৷ একসময় আগের পরিচিত রাস্তা অপরিচিত হয়ে যাবে, যদি আপনি নতুন রাস্তায় অভ্যস্ত হয়ে যান৷

৭. শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করা হত, কৈশোরকালে প্রাথমিক বৃদ্ধি শেষে, Brain এর পরিবর্তন সম্ভব না। কিন্তু বিজ্ঞানিরা এখন জেনেছে যে, আমাদের জীবনকালে অনবরত নতুন neurons তৈরি হতে থাকে।

৮. কত মানুষ বলে, ওকে ছাড়া আমি বাচব না😕।ওকে ছাড়া, আমি থাকতে পারব না😐।অথচ দেখবেন একটা সময় পরে, অন্যের হাত ধরে এরা ভাল ভাবেই বেঁচে থাকে☺৷

৯. এটার কারণ এদের ব্রেন নতুন pathway সৃষ্টি করে ফেলেছে, নতুন চিন্তাভাবনা, নতুন মানুষ, নতুন পরিবেশ, backdated ধারণাগুলোকে পরিবর্তন করে দিয়েছে।

১০. আপনি যখন বলবেন, I love myself, I am happy, I can do anything I want, I am creating the life of my dreams, I can change myself. এইগুলো আপনার Brain এ স্টোর করা থাকবে positive program হিসেবে।

১১. আর আপনি যদি বলেন, I hate myself, No one loves me, I can't do anything. এইগুলো আপনার Brain এ Negative program হিসেবে স্টোর করা থাকবে।

১২. Keyboard আপনার হাতে, এখন আপনি কি ধরনের program করবেন সেইটা আপনার উপর নির্ভর করবে৷ অভ্যাস পরিবর্তন করতে হলে আপনার Negative program পরিবর্তন করতে হবে৷

১৩. যেমনঃ একটা গাছ রোপন করলে, প্রতিদিন জল দিতে হয়, গাছের পাশে জন্মানো আগাছা গুলো পরিষ্কার করে দিতে হয়, সূর্যের আলো পৌঁছাতে দিতে হয়, এইসব কিছুর পরই গাছটি বড় হয়, আমাদেরকে ফুল-ফল দেয়।

১৪ নিঃসন্দেহে পরিচর্যাহীন গাছ আর পরিচর্যা করা গাছের ফুল ফল ধারন ক্ষমতা একই হবে না।

১৫ আমাদের Brain ও সেরকম, আপনি যদি Consciously ভাল কিছু না চিন্তা করেন, মনের আগাছা গুলো দূর না করেন। আপনার পুরাতন অভ্যাস দূর করা সম্ভব হবে না।

22/01/2020
11/01/2020

আজ ই সব আগামি বলে কিছুই নাই

Address

Delduar

Telephone

+880192238769

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhyan (ধ্যান) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram