Al Haramain Ortho Care Center

Al Haramain Ortho Care Center To promote health awareness & Providing help regarding Orthopaedic related problems .

75 years old female. H/O fall and pain. Dx- Intertrochanteric fracture. C- Arm guided close reduction and internal fixat...
27/02/2022

75 years old female. H/O fall and pain. Dx- Intertrochanteric fracture. C- Arm guided close reduction and internal fixation with DHS

আলহামদুলিল্লাহ্‌ভাষা আন্দোলনের মাসে বিনামুল্যে  অপারেশন। ৪০ বছরের দরিদ্র মানুষটি দীর্ঘ দিন ধরে কোমরের ব্যাথায়  (স্পন্ডাই...
21/02/2022

আলহামদুলিল্লাহ্‌
ভাষা আন্দোলনের মাসে বিনামুল্যে অপারেশন।

৪০ বছরের দরিদ্র মানুষটি দীর্ঘ দিন ধরে কোমরের ব্যাথায় (স্পন্ডাইলোলিস্থেসিস ) ভুগছিলেন । এই ব্যয়বহুল অপারেশন অর্থাভাবে করতে পারছিলেন না। অবশেষে আল্লাহ আমাকে এই অপারেশন সম্পর্ন করার তৌফিক দান করলেন।
অপারেশনটি সম্পন্ন করতে আমার সাথে যারা দায়িত্ব পালন করেছিলেন

ডাঃ মাসুদ রানা, রেজিস্ট্রার ,অর্থোপেডিক সার্জারি বিভাগ ।
ডাঃ জাহাঙ্গীর আলম ,সিনিয়র কনসাল্টেন্ট, এনেস্থেশিয়া বিভাগ।
ডাঃ হোসেন শাহনেওয়াজ আন্দালিব, মেডিকেল অফিসার, এনেস্থেশিয়া বিভাগ ও ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ওটি স্টাফবৃন্দ।
আল্লাহ্‌র রহমতে রুগী ভালো আছে । আল্লাহ তাকে দ্রুত আরোগ্য লাভের তৌফিক দান করুন-আমিন

12/12/2021

BarakAllahu fiha

Alhamdulillah
10/12/2021

Alhamdulillah

08/08/2021

সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CDC

05/07/2021
হেলাল, (আমার হাইস্কুল জীবনের ফ্রেইন্ড), ছোট ভাই জাহিদকে নিয়ে এসেছে আমাদের হাসপাতালে। কোমরে তিব্র ব্যাথা, দুই পা অবস হয়ে ...
02/07/2021

হেলাল, (আমার হাইস্কুল জীবনের ফ্রেইন্ড), ছোট ভাই জাহিদকে নিয়ে এসেছে আমাদের হাসপাতালে। কোমরে তিব্র ব্যাথা, দুই পা অবস হয়ে যাচ্ছে শক্তি পাচ্ছে না, প্রশ্রাব বন্ধ হয়েছে পাবনা থেকেই, প্রশ্রাব করানোর জন্য নল লাগানো আছে । দ্রুত MRI করে জানতে পারলাম সিভিয়ার স্পাইনাল কর্ড কম্প্রেশন ( মেরুদন্ডের স্নায়ুরুজ্জুতে প্রচুর চাপ)। জরুরী ভিত্তিতে অপারেশন না করলে পায়ের শক্তি ফেরত নাও আসতে পারে। কিন্তু বর্তমানে কোভিট-১৯ পরিক্ষা ছাড়া অপারেশন হয় না। আমার অতিরিক্ত রিকুয়েষ্ট এবং রুগীর কথা বিবেচনা করে কোন প্রকার পরিক্ষা ছারাই আমাদের অভিজ্ঞ এনেস্থেসিয়ার প্রফেসর ডাঃ পরেশ চন্দ্র স্যার এনেস্থেসিয়া দেয়। গতকাল বিকেল ৫ টায় অপারেশন শেষ করেছি- আলহাদুলিল্লাহ। আমার ফ্রেইন্ড ও তার পরিবার বর্গ এবং আমরা রোগীর জন্য দোয়া প্রার্থী। আল্লাহ্ যেন দ্রুত আরোগ্য করে দেয়-আমিন।

লিম্ব স্যালভেজ (অঙ্গহানি না করে হাড়ের অপারেশন) প্রস্তাবে রাজি না হওয়ায় পা  কেটে ফেলতে হলো ৩২ বছরের যুবকেরঃ২৮ জুলাই’২০২০ ...
10/05/2021

লিম্ব স্যালভেজ (অঙ্গহানি না করে হাড়ের অপারেশন) প্রস্তাবে রাজি না হওয়ায় পা কেটে ফেলতে হলো ৩২ বছরের যুবকেরঃ

২৮ জুলাই’২০২০ হিস্টোপ্যাথলজি রিপোর্টের মাধ্যমে প্রমান হয় তার বাম পায়ের উরুর অস্থি (ফিমার) কনড্রসারকমা নামক ক্যান্সারে আক্রান্ত। এম আর আই পরিক্ষা দেখে প্লান করা হয় তার ক্যান্সার আক্রান্ত হাড়ের অংশ অপারেশন করে কেটে ফেলে সমপরিমান কৃত্রিম হাড় প্রতিস্থাপন করলে তার পা রক্ষা করা সম্ভব। উক্ত অপারেশন
ডাঃ মোঃ শরিফুল ইসলাম (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল)
এর নেতৃত্বে একটি অভিজ্ঞ টিম কাজ করবে বলে রোগীর অবিভাবকদের জানান হয়। ইমপ্ল্যান্ট (কৃত্রিম হাড়) এর খরচ, অপারেশন-পরবর্তী পুনরায় কেন্সার এর ঝুকি শুনে, রোগীপক্ষ অপারেশন করতে অসম্মতি জানায়। ঢাকার সুনামধন্য অন্য হাসপাতালে, কেমোথেরাপি শুরু করে। ৬ সাইকেল কেমথেরাপি শেষে অবস্থার অবনতি হলে, গত তারিখে ডেলটা হাসপাতালে পুনরায় চিকিৎসার মনস্থির করে। উরুর উপরিভাগ থেকে কেটে ফেলা হয়েছে । রোগী বর্তমানে সুস্থ আছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন- আমিন।
ডাঃ মাসুদ রানা
রেজিসট্রার
অর্থোপেডিক এন্ড ট্রমাটোলোজী বিভাগ
ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

Address

Demran

Telephone

+8801315537416

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Haramain Ortho Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Haramain Ortho Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram