26/08/2022
চলে এলাম আরো একটি নতুন টপিক নিয়ে :
আপনারা অনেকেই অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন ত্বকে লাল-লাল, চাকা-চাকা শুষ্ক ক্ষত সৃষ্টি হয়;যা সাদা রঙের চামড়া দিয়ে ঢাকা থাকে।
👉ডাক্তারি ভাষায় এই রোগটির নাম সোরিয়াসিস (Psoriasis)
😐 চলুন জেনে নেই সাধারণত আমাদের শরীরের কোন কোন অংশগুলোতে এই রোগ হয়ে থাকে?
--Scalp
--Knee
--Elbow
--Palm
--Sole
--Nail
এই অংশগুলো ছাড়াও সারা দেহে এটি হতে পারে।।
অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট গুলোও এই সোরিয়াসিসে আক্রান্ত হতে পারে। তখন সেই রোগের নাম 'Psoriatic arthritis' 😒
🎁আসুন জেনে নিই এ রোগটি আসলে কেন হয়ে থাকে? 🤔
🌟সোরিয়াসিস এ আক্রান্ত ব্যক্তির ত্বকের কোষ বিভাজনের হার(cell division rate) অনেক বেড়ে যায়।। সাধারণত একজন স্বাভাবিক মানুষের চামড়ার কোষগুলো তৈরি হতে এবং পরিবর্তিত হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে,কিন্তু একজন সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই সময় কমে এসে দাঁড়ায় মাত্র ৩ থেকে ৭ দিন। ফলস্বরূপ চামড়াগুলো খোসার মতো উঠে যেতে শুরু করে। 😑
🌟সোরিয়াসিস এর সঠিক কারণ এখনো নির্ণয় করা না গেলেও ধারণা করা হয়ে থাকে আমাদের immune system এর hypersensitivity এর কারণেই সোরিয়াসিস রোগ হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত ঠান্ডা, শুষ্ক আবহাওয়া, স্কিনের অন্যান্য ইনফেকশনের কারণে সোরিয়াসিস হয়ে থাকে। অনেক সময় এটি কে অটো ইমিউন ডিজিজ এর সাথে আলোচনা করা হয়।। অটোইমিউন অর্থাৎ, আপনার নিজের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা আপনাদের বিরুদ্ধেই কাজ করে।।🥺
🌟বাবা-মায়ের সোরিয়াসিস থাকলে সন্তানের সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ।শুধু বাবা অথবা শুধু মায়ের সোরিয়াসিস থাকলে সন্তানের সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা 8%-10%। কিন্তু বাবা-মা উভয়েরই যদি সোরিয়াসিস থাকে সে ক্ষেত্রে সন্তানের সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা প্রায় 40- 50%। সুতরাং সোরিয়াসিস রোগ টি জেনেটিক ডিজিজ ও বলা যায়।।
👉সোরিয়াসিস যেকোনো লিঙ্গের মানুষের এবং যেকোনো বয়সে হতে পারে (তবে ২৭ থেকে ৩০ বছর বয়সের মধ্যে সোরিয়াসিস বেশি হতে দেখা যায়)।
🌟 সোরিয়াসিস একটি ক্রনিক ডিজিজ।। এর ফলে অনেকেই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে।। সমাজের আর দশটা মানুষের সাথে চলাফেরা করতে ভয় পায়।। ত্বক আল্লাহর দেয়া, সবথেকে সুন্দর নিয়ামক এর মধ্যে একটি।।
🎁সোরিয়াসিস কোনো নিরাময়যোগ্য রোগ নয় তবে এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তাই সোরিয়াসিস হলে দুশ্চিন্তাগ্রস্থ না হয়ে চিকিৎসকের পরামর্শ নিলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে সমস্ত কারণে, সোরিয়াসিস ট্রিগার্ড হয়, সে সমস্ত কন্ডিশন যদি এড়িয়ে চলা যায়, তাহলে অনেকাংশেই সোরিয়াসিস এড়িয়ে চলা সম্ভব ।। এছাড়াও আমরা চিকিৎসকরা, সোরিয়াসিস এর প্রোফাইল্যাক্সিস( সোরিয়াসিস যেন না হয়) হিসেবে, আগাম চিকিৎসা দিয়ে থাকি।।
ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।।
(ছবিগুলো গুগল থেকে নেয়া)
©️ 20 Minute Medical