CureNest

CureNest Our Services:
1. Consultancy
2. Online Consultancy
3. Home Call Service
4. Street Animal Consultancy (Free)
5. Neuter
6. Spay
7. Other's Accidental injuries
8.

“প্রাকৃতিক জ্ঞান ও আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা”

“Where Healing Begins – Naturally & Scientifically”
CureNest Deworming
9. Vaccination

যাদের ঘরে ০৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চা আছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে টাইফয়েড টিকা দিবে।এর জন্য রেজিষ্ট্র...
13/08/2025

যাদের ঘরে ০৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চা আছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে টাইফয়েড টিকা দিবে।
এর জন্য রেজিষ্ট্রেশন করতে হবে।
যারা করেন নাই দ্রুত করে ফেলুন।

রেজিষ্ট্রেশন এর লিংক কমেন্টে দেওয়া হলো

কথাগুলো সাইন্টিফিক ভাবে প্রমানিত
12/08/2025

কথাগুলো সাইন্টিফিক ভাবে প্রমানিত

দেখি কে পারে
11/08/2025

দেখি কে পারে

🌿 অতিরিক্ত চিন্তা করতে করতে চেহারাটাই যেন নষ্ট হয়ে গেছে… এখন মুক্তি চাই। 🌿অনেকদিন ধরেই অনুভব করছি – আগের সেই হাসি, সেই ...
10/08/2025

🌿 অতিরিক্ত চিন্তা করতে করতে চেহারাটাই যেন নষ্ট হয়ে গেছে… এখন মুক্তি চাই। 🌿
অনেকদিন ধরেই অনুভব করছি – আগের সেই হাসি, সেই উজ্জ্বলতা… চেহারার সবকিছুই কোথায় যেন হারিয়ে গেছে।
👀 আয়নায় তাকালেই চোখে পড়ে – ক্লান্ত চোখ, শুকনো মুখ, ত্বকের রঙ নিস্তেজ হয়ে গেছে।
সবকিছুর একটাই কারণ – অতিরিক্ত চিন্তা আর টেনশন।
😓 কিন্তু কেন এমন হয়?
🔸 বারবার দুশ্চিন্তা করলে শরীরে কর্টিসল নামের হরমোন বেড়ে যায়, যা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়।
🔸 ঘুম কমে যায়, চোখের নিচে কালি পড়ে।
🔸 ব্রণ, চুল পড়া, ত্বক রুক্ষ হয়ে যায়।
🔸 মন ভালো না থাকলে বাইরের রূপও মলিন হয়ে যায়।
📢 তাই এখন প্রশ্ন – টেনশন থেকে মুক্তি পাব কীভাবে?
✨ যা করলেই মন শান্ত, চেহারা উজ্জ্বল হবে –
✅ প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা গভীর ঘুম দাও।
✅ ভোরে উঠে একটু হাঁটো, প্রাকৃতিক বাতাসে নিঃশ্বাস নাও।
✅ দিনে ১০ মিনিট চোখ বন্ধ করে নিরবতায় বসে থাকো – এটা মেডিটেশন, যা মিরাকল করে।
✅ পানি বেশি খাও, ফল-সবজি বেশি খাও, প্রসেসড খাবার এড়াও।
✅ মন খুলে কথা বলো এমন একজনের সাথে, যার সামনে তুমি দুর্বল হতে পারো।
✅ নিজেকে ক্ষমা করো, ভালোবাসো, একটু একটু করে নিজেকে ফিরে পাও।
🌸 মনে রেখো:

“মন শান্ত হলে, চেহারাই বলে দেয়—তুমি ভালো আছো।”
তাই আজ থেকে আর নয় অতিরিক্ত চিন্তা…
আজ থেকে শুরু হোক নিজেকে ফিরে পাওয়ার যাত্রা।

খোলা বাজার থেকে দুধ কেনা ছেড়েছি বহু আগেই।কাঁচাবাজারে রাস্তার উপর হাফ লিটার এবং এক লিটার প্লাস্টিক বোতলে দুধ নিয়ে বসে থাক...
10/08/2025

খোলা বাজার থেকে দুধ কেনা ছেড়েছি বহু আগেই।

কাঁচাবাজারে রাস্তার উপর হাফ লিটার এবং এক লিটার প্লাস্টিক বোতলে দুধ নিয়ে বসে থাকে বিক্রেতারা। এসব কি আসলে দুধ নাকি বিষাক্ত তরল? কনফিউজড।তাই এসব এড়িয়ে চলি।

আস্থা রেখেছিলাম পাস্তুরাইজড মিল্কে। কিন্তু বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি প্রাণ,আড়ং ও অন্যান্য কোম্পানির মিল্ক কালেকশন পয়েন্টে দুধের পরিবর্তে বিষাক্ত তরল সরবরাহ করছে এক শ্রেণির দালাল। এদের সহায়ক ভূমিকায় থাকে ঐসব সেন্টারের কিছু কর্মকর্তা।

বাচ্চাদের জন্যে দুধ অপরিহার্য।
নষ্টের দল এই জায়গাতেও ছোবল মেরেছে। এই জাতির ভবিষ্যত কোন দিকে ❓

আসসালামু আলাইকুমজবা ফুলের উপকারিতাক্যান্সার প্রতিরোধক জবা ফুলে অ্যান্টি-অক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে। ...চুল...
09/08/2025

আসসালামু আলাইকুম

জবা ফুলের উপকারিতা

ক্যান্সার প্রতিরোধক জবা ফুলে অ্যান্টি-অক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে। ...

চুল কালো করে ...

দৈহিক শক্তি বৃদ্ধি করে ...

ব্রণ উপশমে জবা ফুল ...

বয়সের ছপ ধরে রাখতে জবা ফুল ...

হজম শক্তি বাড়াতে জবা ফুল ...

চুল পড়া বন্ধে জবা ফুল ...

শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে জবা ফুল

🧠 জিংকযুক্ত খাবার ও এর উপকারিতা 🥜🥩🍫জিংক (Zinc) হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা শরীরের হাজারো এনজাইমের কাজ ঠিকঠাকভাবে পরিচ...
07/08/2025

🧠 জিংকযুক্ত খাবার ও এর উপকারিতা 🥜🥩🍫

জিংক (Zinc) হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা শরীরের হাজারো এনজাইমের কাজ ঠিকঠাকভাবে পরিচালনায় সহায়তা করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হরমোন ব্যালান্স এবং ত্বকের স্বাস্থ্যের জন্য জিংক অপরিহার্য।
🥗 জিংকযুক্ত খাবার:

✅ গরুর মাংস
✅ মুরগির মাংস
✅ ডিম
✅ দুধ ও দুগ্ধজাত খাবার (দই, পনির)
✅ কাজু বাদাম
✅ চিয়া সিড
✅ কুমড়োর বীজ
✅ সাদা বিনস (White beans)
✅ ওটস
✅ ডার্ক চকলেট
✅ মাশরুম
✅ খেসারি/মসুর ডাল
✅ সামুদ্রিক মাছ (যেমন টুনা, স্যালমন)
💪 জিংকের ১০টি গুরুত্বপূর্ণ উপকারিতা:

1️⃣ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
2️⃣ ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে
3️⃣ ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে
4️⃣ চুল পড়া কমায় ও চুলের গঠন ভালো রাখে
5️⃣ মানসিক চাপ কমায় ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
6️⃣ হরমোন ব্যালান্সে সাহায্য করে
7️⃣ প্রজনন ক্ষমতা উন্নত করে (বিশেষত পুরুষদের জন্য)
8️⃣ চোখের স্বাস্থ্যে সহায়ক
9️⃣ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
🔟 হজম শক্তি ও খাদ্য শোষণে সহায়ক

📌 দ্রষ্টব্য: অতিরিক্ত জিংক গ্রহণ করলে মাথাব্যথা, পেট খারাপ, এবং তামার শোষণে বিঘ্ন ঘটাতে পারে। তাই পরিমাণমতো গ্রহণই শ্রেয়।
✅ পোস্টটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যেন সবাই জিংকযুক্ত খাবার খাওয়ার গুরুত্ব বুঝতে পারে!

Follow CureNest
#পুষ্টিকথা
#জিংকযুক্তখাবার
#খাদ্যওপুষ্টি #শরীরচর্চা #সুস্থজীবন
#জিংকেরউপকারিতা

ভেটিভার একটা ঘাস জাতীয় ভেষজ উদ্ভিদ, যা বাংলাদেশে বিন্নি ঘাস বা খসখস নামেও পরিচিত। মাত্র ৪ থেকে ৬ মাসেই মাটির ছয় থেকে দশ ...
06/08/2025

ভেটিভার একটা ঘাস জাতীয় ভেষজ উদ্ভিদ, যা বাংলাদেশে বিন্নি ঘাস বা খসখস নামেও পরিচিত।

মাত্র ৪ থেকে ৬ মাসেই মাটির ছয় থেকে দশ ফুট গভীরে শিকড় চলে যায়, চারপাশেও ছড়িয়ে পড়ে অনেক এলাকাজুড়ে।

একটা শিকড়ের সহনশক্তি ইস্পাতের ছয় ভাগের এক ভাগ! অর্থাৎ ছয়টা শিকড় একসঙ্গে করলে এটি ইস্পাতের মতোই শক্তিশালী। অত্যন্ত প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার নাকি অদ্ভুত ক্ষমতা আছে এই ঘাসের।

তামিল শব্দ 'ভেটেভার’ থেকে ভেটিভার কথাটি এসেছে। ভারতের স্থানীয় এই ভেটেভারের পাতা ও শিকড়ের দুর্দান্ত ভেষজ গুণাগুণ রয়েছে এর মধ্যে। এর প্রধান একটি বৈশিষ্ট্য হলো- শীতলীকরণের গুনাগুণ। ভেটিভারের নিয়মিত ব্যবহার মাথার স্নায়ুকে শীতল রাখতে সাহায্য করে, চুল ও স্ক্যাল্পকে সুস্থ রাখে এবং মাথা রাখে ঠাণ্ডা। এর শিকড়গুলো মূলত ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়।

মাথার ত্বকে উন্নত পুষ্টির সঙ্গে নিয়মিত ব্যবহারের ফলে ভেটিভার তেল চুলের ফলিকেলগুলোকে শক্তিশালী করে এবং চুলের সুস্থতা বৃদ্ধিতে সহায়তা করে চুল পড়া উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

এটা স্ক্যাল্পে কোন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেয় না, চুলের জন্য টনিক হিসেবে কাজ করে, মাথাব্যথা আর অনিদ্রার সমস্যা ও দূর করে।

বিশ্বের বিভিন্ন উন্নয়নমূলক দেশে ভেটিভার বানিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে।
এটি বিভিন্ন ক্রিম, ফেইসপ্যাক,বডি প্যাক,লোশান, ময়শ্চারাইজার ইত্যাদিতে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ভেটিভার ওয়াটার ডিটক্স ওয়াটার হিসেবে পান করা যায় যার গুনাগুন অনেক বেশি শক্তিশালী।

এই ভেটিভার টি আমাদের আয়ুর্বেদিক হেয়ার অয়েলে দেখতে পাবেন, যা তেলের মধ্যে ইনফিউজড করা থাকে।

06/08/2025

📌পেটে কৃমি আছে কি না কীভাবে বুঝবেন?
হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে অ্স্বস্তি বোধ লেগেই রয়েছে।

এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে।

📌কী সেই উপসর্গগুলি?
============
• অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যাপ্রবণ হওয়া।
• মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা।
• রক্তাল্পতা এবং আয়রন ডেফিশিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে।
• ত্বকের রোগে আক্রান্ত হওয়া, র‌্যাশ, অ্যাকনে, চুলকুনি ইত্যাদি হওয়া।
• মাড়ি থেকে রক্তপাত হওয়া।
• ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া।
• ফুড অ্যালার্জি।
• খিদে না পাওয়া।
• মেনস্ট্রুয়াল সাইকেলে সমস্যা।
• অকারণে ক্লান্ত হয়ে পড়া।
• গা-হাত-পা ব্যথা।
• নিশ্বাস নিতে কষ্ট হওয়া।
• স্মৃতিভ্রম হওয়া।

উপসর্গগুলি পড়ে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলেছে ৮৫ শতাংশ মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে!

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন, ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।

• কাঁচা রসুন— কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় ২০ ধরনের ব্যাকটেরিয়া এবং ৬০ ধরনের ফাংগাস মেরে ফেলতে পারে। তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান।

• লবঙ্গ— লবঙ্গ কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে। এ ছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া,ভাইরাস, ফাংগাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

• আদা— আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন, ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয়। তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে।

• শশার বীজ— ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়ো করে নিন। প্রতিদিন এক চা-চামচ করে খান।

• পেঁপে— পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভাল কিছু হয় না। যে কোনও ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভাল ফল পেতে পেঁপে এবং মধু খান।

আপনার বডি কন্ডিশন এখান থেকে কোনটার কাছাকাছি?১'২ হলে আপনার উচিত প্রতিদিন ৪০০-৫০০ ক্যালরি surplus করে ওজন বাড়ানোআর ৮'৯ হলে...
05/08/2025

আপনার বডি কন্ডিশন এখান থেকে কোনটার কাছাকাছি?

১'২ হলে আপনার উচিত প্রতিদিন ৪০০-৫০০ ক্যালরি surplus করে ওজন বাড়ানো

আর ৮'৯ হলে আপনার উচিত পর্যাপ্ত cardio, ব্যায়াম এবং ডাইট করে ওজন কমানো

যে ৬টি খাবার খেলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না!১। মেথি ভিজানো পানি।২. প্রতিদিন একটি লবঙ্গ।৩। পটলের তরকারি।৪। কাঁচা ...
05/08/2025

যে ৬টি খাবার খেলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না!

১। মেথি ভিজানো পানি।
২. প্রতিদিন একটি লবঙ্গ।
৩। পটলের তরকারি।
৪। কাঁচা কলার তরকারি।
৫। আদার রস।
৬। লাউ ও পেপের তরকারি।

Follow CureNest

শুভ সকাল ❤️❤️❤️
05/08/2025

শুভ সকাল ❤️❤️❤️

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when CureNest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category