Dhaka Specialized Hospital

Dhaka Specialized Hospital সর্বাধুনিক সুবিধা সম্বলিত ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকমণ্ডলীর সমন্বয়ে পরিচালিত ঢাকা স্পেশালাইজড হসপিটাল

Dhaka Specialized Hospital
আমাদের সেবাসমূহঃ
• বিশেষজ্ঞ ডক্টরস চেম্বার
• অত্যাধুনিক সুবিধাসহ কেবিন
• ২৪ ঘন্টা জরুরী সেবা
• আই.সি.ইউ ( ICU )
• এইচ . ডি.ইউ ( HDU )
• এন . আই.সি.ইউ ( NICU )
• পি.আই.সি.ইউ ( PICU )
• অত্যাধুনিক ৪ টি অপারেশন থিয়েটার
• ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি
• সদাশীল মহিলাদের জন্য আলাদা OT
• বাচ্চাদের জন্য কিডস জোন
• অত্যাধুনিক ল্যাব
• আল্ট্রাসনোগ্রাম
• ইসিজি, ইকো
• ডিজিটাল এক্স - রে
• সিটি স্ক্যান
• এম. আর. আই
• ভিডিও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, লেরিঙ্গোস্কোপি (FOL)
• ডায়ালাইসিস
• সেন্ট্রাল অক্সিজেন, নাইট্রাস, এয়ার ও ভেকুয়াম সিস্টেম
• ২৪ ঘন্টা ফার্মেসী, অ্যাম্বুলেন্স সার্ভিস
• মনোরম ক্যাফেটেরিয়া

🏥 মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে সুন্নতে খতনা (মুসলমানী) ক্যাম্প📅 ২০ ডিসেম্বর ২০২৫ – ৩১ জানুয়ারি ২০২৬👨‍⚕️ বিশেষজ্ঞ সা...
22/12/2025

🏥 মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে সুন্নতে খতনা (মুসলমানী) ক্যাম্প
📅 ২০ ডিসেম্বর ২০২৫ – ৩১ জানুয়ারি ২০২৬
👨‍⚕️ বিশেষজ্ঞ সার্জারি ডাক্তার দ্বারা সুন্নতে খতনা
📞 সিরিয়ালের জন্য : 01407099505-6

🏠 ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
📍 ইউনিট–১: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর–১৩, উত্তরা, ঢাকা–১২৩০
📍 ইউনিট–২: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর–১৪, উত্তরা, ঢাকা–১২৩০


#মহান_বিজয়_দিবস
#বিজয়_দিবস_উপলক্ষে
#বিশেষ_ছাড়
#সুন্নতে_খতনা
#মুসলমানী_ক্যাম্প
#শিশু_স্বাস্থ্য
#নিরাপদ_সার্জারি
#বিশেষজ্ঞ_ডাক্তার
#ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল
#উত্তরা
#ইসলামিক_সেবা
#স্বাস্থ্যসেবা
#ডিসকাউন্ট_ক্যাম্প












ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃইউনিট-১:  ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০ইউনিট-২:  ৮৩, গাউসুল আজম এভিনিউ...
20/12/2025

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

ইউনিট-১: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০
ইউনিট-২: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

Hotline: 01407099500-02
WhatsApp: 01407-099500

18/12/2025

অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

Unit-1: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০
Unit-2: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

Hotline: 01407099500-02
WhatsApp: 01407-099500

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস১৯৭১ সালের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি #মহান_বিজয়_দিবস  #১৬ডিসেম্বর  #বিজয়দিবস  #মু...
16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
১৯৭১ সালের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

#মহান_বিজয়_দিবস #১৬ডিসেম্বর #বিজয়দিবস #মুক্তিযুদ্ধ #দেশপ্রেম #মহান_বিজয়_দিবস #১৬ডিসেম্বর #বিজয়ের_গৌরব #মুক্তিযুদ্ধ_১৯৭১ #শহিদদের_শ্রদ্ধা
#লাল_সবুজের_বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরে রাজউক এ্যাপার্টমেন্টে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর...
13/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরে রাজউক এ্যাপার্টমেন্টে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৩ হাজার মানুষ।

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন এর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্ববধানে এবং রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায়, ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ৭:৩০ টা থেকে ১২: ৩০ টা পর্যন্ত উত্তরা ১৮ সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের পরিকল্পনার আলোকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়িত হয়। উত্তরা ১৮ সেক্টরের বাসিন্দা, সিকিউরিটি গার্ড, গৃহকর্মী, বাইরের গরীব, অসহায় ও নিম্নআয়ের মানুষও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ক্যাম্পে দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এলাকাবাসী এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে স্বাগত জানান।

ক্যাম্পে উপস্থিত থেকে নিম্নোক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন-

ইউরোলজি
• অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান

অর্থোপেডিক
• অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস
• ডাঃ গোপাল ভার্মা
• ডাঃ মোঃ তকবিরুল ইসলাম

নিউরোলজি
• অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন

মেডিসিন, ডায়াবেটিস, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি
• ডাঃ আজিজা এম. এ রহমান

হেড-নেক, ক্যান্সার সার্জন
• ডাঃ মোঃ আবুল হোসেন (হেড-নেক, ক্যান্সার সার্জন)

জেনারেল, ল্যাপারোস্কপিক সার্জন ও ইউরোলজিস্ট
• অধ্যাপক ডাঃ দেব প্রসাদ পাল

ডেন্টাল
•সহযোগী অধ্যাপক ডাঃ এম. আহমেদ এইচ (রবিন)

চর্ম ও চর্ম-সার্জারি
• ডাঃ রাশীদুল হাসান
• ডাঃ মৌসুমী আক্তার সাথী

গাইনী ও অবস
• ডাঃ ফারহা করিম

বক্ষব্যাধী
• ডাঃ মোঃ মাহবুব ইসলাম

কার্ডিওলজি
• ডাঃ মোহাম্মদ মাহবুব উল আমিন
• ডাঃ সালমান হোসেন

শিশু বিভাগ
• ডাঃ প্রিয়াংকা কুন্ডু
• ডাঃ ফেরদৌস আরা জেনি

অনকোলজি
• ডাঃ জান্নাতুল ফেরদাউস

চক্ষু
• ডাঃ মুক্তার আলী

পেইন ম্যানেজমেন্ট
• ডাঃ ফয়জুল হাসান চৌধুরী (ফ্লোবেল)

ক্যাম্পে উপস্থিত ছিলেন রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ড. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্ববায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ড. শরিফ উদ্দীন প্রামানিক, সদস্য প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন, অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ডাইরেক্টর ফজলুর রহমান, ডাঃ অদ্বিতী রয়, জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সকল চিকিৎসকবৃন্দকে তাদের মূল্যবান সময় দিয়ে বিনামূল্যে রোগী দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর ...

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরে রাজউক এ্যাপার্টমেন্টে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর...
12/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরে রাজউক এ্যাপার্টমেন্টে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৩ হাজার মানুষ।

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন এর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্ববধানে এবং রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায়, ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ৭:৩০ টা থেকে ১২: ৩০ টা পর্যন্ত উত্তরা ১৮ সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের পরিকল্পনার আলোকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়িত হয়। উত্তরা ১৮ সেক্টরের বাসিন্দা, সিকিউরিটি গার্ড, গৃহকর্মী, বাইরের গরীব, অসহায় ও নিম্নআয়ের মানুষও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ক্যাম্পে দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এলাকাবাসী এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে স্বাগত জানান।

ক্যাম্পে উপস্থিত থেকে নিম্নোক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন-

ইউরোলজি
• অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান

অর্থোপেডিক
• অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস
• ডাঃ গোপাল ভার্মা
• ডাঃ মোঃ তকবিরুল ইসলাম

নিউরোলজি
• অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন

মেডিসিন, ডায়াবেটিস, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি
• ডাঃ আজিজা এম. এ রহমান

হেড-নেক, ক্যান্সার সার্জন
• ডাঃ মোঃ আবুল হোসেন (হেড-নেক, ক্যান্সার সার্জন)

জেনারেল, ল্যাপারোস্কপিক সার্জন ও ইউরোলজিস্ট
• অধ্যাপক ডাঃ দেব প্রসাদ পাল

ডেন্টাল
•সহযোগী অধ্যাপক ডাঃ এম. আহমেদ এইচ (রবিন)

চর্ম ও চর্ম-সার্জারি
• ডাঃ রাশীদুল হাসান
• ডাঃ মৌসুমী আক্তার সাথী

গাইনী ও অবস
• ডাঃ ফারহা করিম

বক্ষব্যাধী
• ডাঃ মোঃ মাহবুব ইসলাম

কার্ডিওলজি
• ডাঃ মোহাম্মদ মাহবুব উল আমিন
• ডাঃ সালমান হোসেন

শিশু বিভাগ
• ডাঃ প্রিয়াংকা কুন্ডু
• ডাঃ ফেরদৌস আরা জেনি

অনকোলজি
• ডাঃ জান্নাতুল ফেরদাউস

চক্ষু
• ডাঃ মুক্তার আলী

পেইন ম্যানেজমেন্ট
• ডাঃ ফয়জুল হাসান চৌধুরী (ফ্লোবেল)

ক্যাম্পে উপস্থিত ছিলেন রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ড. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্ববায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ড. শরিফ উদ্দীন প্রামানিক, সদস্য প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন, অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ডাইরেক্টর ফজলুর রহমান, ডাঃ অদ্বিতী রয়, জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সকল চিকিৎসকবৃন্দকে তাদের মূল্যবান সময় দিয়ে বিনামূল্যে রোগী দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী সভা ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকা স্...
09/12/2025

উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী সভা ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ ইউনিট–২ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল।
সভা পরিচালনা করেন জনাব মোঃ শাহ্ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, লুবানা হসপিটাল।

সভায় এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির তালিকা অতি শ্রিঘ্রই প্রকাশ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন:
• ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া — ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
• মোঃ শাহ্ জহিরুল ইসলাম — ব্যবস্থাপনা পরিচালক, লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার
• ডাঃ এন এ খান (ইমরান) — ব্যবস্থাপনা পরিচালক, হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ
• এস এম জাহাঙ্গীর হোসেন — ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
• ডাঃ কাজী সুরাইয়া বেগম — ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনল্যান্ড হসপিটাল লিঃ
• মোঃ মজিবুর রহমান আকন্দ — ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ
• সোহার্দো বিন হক (শুভ) — ফাইন্যান্স ডাইরেক্টর, ওমেগা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
• ফজলুর রহমান — ডাইরেক্টর, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
• মোঃ মশিউর রহমান — ডাইরেক্টর অপারেশন, রেডিকেল হসপিটালস লিঃ
• মীর ওমর ফারুক — ম্যানেজার, হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস
• সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবুল হোসেন
• ডাঃ অদ্বিতী রায়
• ডাঃ ফয়জুল হাসান চৌধুরী (ফ্রোবেল)

#উত্তরা_প্রাইভেট_হসপিটাল #হসপিটাল_ওনার্স_এ্যাসোসিয়েশন #কার্যনির্বাহী_সভা #স্বাস্থ্যসেবা #হাসপাতাল_পরিচালনা #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল #উত্তরা
#স্বাস্থ্যখাত #বেসরকারি_হাসপাতাল #স্বাস্থ্যসেবা_উন্নয়ন


08/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল-এর যৌথ উদ্যোগ
📍 স্থান: উত্তরা ১৮ নং সেক্টর কল্যাণ সমিতির মাঠ
📅 তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
⏰ সময়: সকাল ৭.৩০ টা – বেলা ১১.৩০ টা
📞 সিরিয়ালের জন্য: 01407099505
📌 #বিজয়দিবস #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #ফ্রিমেডিকেলক্যাম্প #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল #রুয়াপ_ওয়েলফেয়ার_সোসাইটি #স্বাস্থ্যসেবা #উত্তরা

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পরুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল-এর যৌথ উদ্যোগ📍 স্থান: উত...
08/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল-এর যৌথ উদ্যোগ

📍 স্থান: উত্তরা ১৮ নং সেক্টর কল্যাণ সমিতির মাঠ
📅 তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
⏰ সময়: সকাল ৭.৩০ টা – বেলা ১১.৩০ টা

📞 সিরিয়ালের জন্য: 01407099505

📌 #বিজয়দিবস #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #ফ্রিমেডিকেলক্যাম্প #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল #রুয়াপ_ওয়েলফেয়ার_সোসাইটি #স্বাস্থ্যসেবা #উত্তরা

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পরুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল-এর যৌথ উদ্যোগ📍 স্থান: উত...
07/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল-এর যৌথ উদ্যোগ

📍 স্থান: উত্তরা ১৮ নং সেক্টর কল্যাণ সমিতির মাঠ
📅 তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
⏰ সময়: সকাল ৭.৩০ টা – বেলা ১১.৩০ টা

🩺 যে সকল বিষয়ে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে:
• মেডিসিন
• গ্যাস্ট্রোএন্টারোলজি
• নিউরোলজি
• গাইনী
• শিশু
• অর্থোপেডিক
• ইউরোলজি
• জেনারেল সার্জারি
• অনকোলজি
• নিউরোসার্জারি
• বক্ষব্যাধী
• চর্ম ও যৌন (পুরুষ)
• চর্ম ও যৌন (মহিলা)
• নাক-কান-গলা
• হৃদরোগ
• ডেন্টাল
• চক্ষু
• মনোরোগ

💉 ফ্রি সেবাসমূহ:
• রক্তের গ্রুপ নির্ণয়
• ডায়াবেটিস পরীক্ষা
• ব্লাড প্রেসার চেকআপ

👉 নিজে ফ্রি চিকিৎসা নিন এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরও নিয়ে আসুন।
📞 সিরিয়ালের জন্য: 01407099505

📌 #বিজয়দিবস #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #ফ্রিমেডিকেলক্যাম্প #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল #রুয়াপ_ওয়েলফেয়ার_সোসাইটি #স্বাস্থ্যসেবা #উত্তরা

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ – এর প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৫📅 তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার⏰ সময়: সকাল ৮:০০টা📍 স্থা...
04/12/2025

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ – এর প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৫

📅 তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
⏰ সময়: সকাল ৮:০০টা
📍 স্থান: ইউনিট–২, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

আজ সকাল ৮টায় ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ইউনিট–২ এ অনুষ্ঠিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রোগ্রাম।

🟦 উদ্বোধন ও সঞ্চালনা
উদ্বোধনী বক্তব্য ও প্রোগ্রাম পরিচালনা করেন—
👉 জনাব এস. এম. জাহঙ্গীর হোসেন
ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

🟩 প্রধান আলোচক
👉 অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান
চেয়ারম্যান ও ইউরোলজি বিশেষজ্ঞ,
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

🟨 আমন্ত্রিত অতিথির আলোচনা
👉 ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া
ব্যবস্থাপনা পরিচালক,
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

🟧 প্রধান প্রশিক্ষক
👉 ড. আহসান হাবিব ইমরোজ
বিশিষ্ট লেখক ও গবেষক

🟪 আরও আলোচক
👉 জনাব জাকির হোসেন
ব্যবস্থাপক ও ইউনিট হেড,
ইবনে সিনা, উত্তরা শাখা

👉 জনাব ফজলুর রহমান
পরিচালক,
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

👉 জনাব মোহাম্মদ আলী আহাদ
জেনারেল ম্যানেজার,
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ

🏆 পুরস্কার বিতরণ
প্রশিক্ষণ প্রোগ্রামের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

28/11/2025

জেনারেল, ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও ক্যান্সার সার্জন
অধ্যাপক ডাঃ ডি এম মহিদুজ্জামান (টনি)
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (সার্জারী)
এমএস (সার্জারী), সিসিডি (বারডেম)
জেনারেল, ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও ক্যান্সার সার্জন
এ্যাডভান্স ল্যাপারোস্কপিক ট্রেনিং (জাপান)
অধ্যাপক (সার্জারী বিভাগ)
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
Unit-1: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০
Unit-2: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

Hotline: 01407099500-02
WhatsApp: 01407-099500

Address

78 Gausul Azam Avenue, Sector-13, Uttara
Dhaka
1230

Telephone

+8801407099500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Specialized Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category