13/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ১৮ নং সেক্টরে রাজউক এ্যাপার্টমেন্টে, রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৩ হাজার মানুষ।
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন এর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্ববধানে এবং রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায়, ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ৭:৩০ টা থেকে ১২: ৩০ টা পর্যন্ত উত্তরা ১৮ সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের পরিকল্পনার আলোকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়িত হয়। উত্তরা ১৮ সেক্টরের বাসিন্দা, সিকিউরিটি গার্ড, গৃহকর্মী, বাইরের গরীব, অসহায় ও নিম্নআয়ের মানুষও বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ক্যাম্পে দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এলাকাবাসী এমন মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগকে স্বাগত জানান।
ক্যাম্পে উপস্থিত থেকে নিম্নোক্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন-
ইউরোলজি
• অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান
অর্থোপেডিক
• অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস
• ডাঃ গোপাল ভার্মা
• ডাঃ মোঃ তকবিরুল ইসলাম
নিউরোলজি
• অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন
মেডিসিন, ডায়াবেটিস, লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি
• ডাঃ আজিজা এম. এ রহমান
হেড-নেক, ক্যান্সার সার্জন
• ডাঃ মোঃ আবুল হোসেন (হেড-নেক, ক্যান্সার সার্জন)
জেনারেল, ল্যাপারোস্কপিক সার্জন ও ইউরোলজিস্ট
• অধ্যাপক ডাঃ দেব প্রসাদ পাল
ডেন্টাল
•সহযোগী অধ্যাপক ডাঃ এম. আহমেদ এইচ (রবিন)
চর্ম ও চর্ম-সার্জারি
• ডাঃ রাশীদুল হাসান
• ডাঃ মৌসুমী আক্তার সাথী
গাইনী ও অবস
• ডাঃ ফারহা করিম
বক্ষব্যাধী
• ডাঃ মোঃ মাহবুব ইসলাম
কার্ডিওলজি
• ডাঃ মোহাম্মদ মাহবুব উল আমিন
• ডাঃ সালমান হোসেন
শিশু বিভাগ
• ডাঃ প্রিয়াংকা কুন্ডু
• ডাঃ ফেরদৌস আরা জেনি
অনকোলজি
• ডাঃ জান্নাতুল ফেরদাউস
চক্ষু
• ডাঃ মুক্তার আলী
পেইন ম্যানেজমেন্ট
• ডাঃ ফয়জুল হাসান চৌধুরী (ফ্লোবেল)
ক্যাম্পে উপস্থিত ছিলেন রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ড. আবু বকর সিদ্দিক সরকার, যুগ্ম আহ্ববায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মারুফ হোসেন, প্রধান সমন্বয়ক এ বি এম জহিরুল কাইয়ুম বাদল, যুগ্ম সমন্বয়ক ড. শরিফ উদ্দীন প্রামানিক, সদস্য প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন, অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর ডাইরেক্টর ফজলুর রহমান, ডাঃ অদ্বিতী রয়, জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সকল চিকিৎসকবৃন্দকে তাদের মূল্যবান সময় দিয়ে বিনামূল্যে রোগী দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর ...