Dhaka Specialized Hospital

Dhaka Specialized Hospital সর্বাধুনিক সুবিধা সম্বলিত ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকমণ্ডলীর সমন্বয়ে পরিচালিত ঢাকা স্পেশালাইজড হসপিটাল

Dhaka Specialized Hospital
আমাদের সেবাসমূহঃ
• বিশেষজ্ঞ ডক্টরস চেম্বার
• অত্যাধুনিক সুবিধাসহ কেবিন
• ২৪ ঘন্টা জরুরী সেবা
• আই.সি.ইউ ( ICU )
• এইচ . ডি.ইউ ( HDU )
• এন . আই.সি.ইউ ( NICU )
• পি.আই.সি.ইউ ( PICU )
• অত্যাধুনিক ৪ টি অপারেশন থিয়েটার
• ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি
• সদাশীল মহিলাদের জন্য আলাদা OT
• বাচ্চাদের জন্য কিডস জোন
• অত্যাধুনিক ল্যাব
• আল্ট্রাসনোগ্রাম
• ইসিজি, ইকো
• ডিজিটাল এক্স - রে
• সিটি স্ক্যান
• এম. আর. আই
• ভিডিও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, লেরিঙ্গোস্কোপি (FOL)
• ডায়ালাইসিস
• সেন্ট্রাল অক্সিজেন, নাইট্রাস, এয়ার ও ভেকুয়াম সিস্টেম
• ২৪ ঘন্টা ফার্মেসী, অ্যাম্বুলেন্স সার্ভিস
• মনোরম ক্যাফেটেরিয়া

অভিনন্দন ও শুভেচ্ছা!ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ডাইরেক্টর ও অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস সফলভাবে FICS (USA) ডিগ্রি...
25/01/2026

অভিনন্দন ও শুভেচ্ছা!
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ডাইরেক্টর ও অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস সফলভাবে FICS (USA) ডিগ্রি অর্জন করায় আজ ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন—
ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, ডাইরেক্টর ফজলুর রহমান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী আহাদ, ডাঃ অদ্বিতী রয়, সহকারী ব্যবস্থাপক মিকরাইল হাসান প্রমূখ।

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড পরিবার অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাসের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করছে।

#অভিনন্দন
#সাফল্যেরগল্প

#ডাঃদেবাশিসবিশ্বাস
#ঢাকাস্পেশালাইজডহসপিটাল







উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির স্টাফ রিপোর্টার মোঃ আরিফুল ইসলামের সহধর্মিণী ঢাকা স্পেশালাইজড হসপিটা...
25/01/2026

উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির স্টাফ রিপোর্টার মোঃ আরিফুল ইসলামের সহধর্মিণী ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে সফলভাবে সন্তান প্রসব করেছেন।

এই আনন্দঘন মুহূর্তে নবজাতক ও মায়ের প্রতি ফুলের শুভেচ্ছা জানান ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর ফজলুর রহমান, জেনারেল ম্যানেজার আলী আহাদ প্রমূখ।

আমরা নবজাতক ও মায়ের সুস্বাস্থ্য, শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আল্লাহ তায়ালা যেন তাঁদের সবাইকে নেক হায়াত দান করেন।

#শুভসংবাদ
#নবজাতকেরআগমন
#মাতৃত্বেরআনন্দ
#ঢাকাস্পেশালাইজডহসপিটাল










ব্রেইন স্ট্রোকের প্রথম ১ ঘন্টা রোগীর জীবনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণদ্রুত সিদ্ধান্ত নিন, চলে আসুন ঢাকা স্পেশালাইজড হসপিটাল...
25/01/2026

ব্রেইন স্ট্রোকের প্রথম ১ ঘন্টা রোগীর জীবনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ
দ্রুত সিদ্ধান্ত নিন, চলে আসুন ঢাকা স্পেশালাইজড হসপিটালের জরুরি বিভাগে

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
Unit-1: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০
Unit-2: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

Hotline: 01407099500-02
WhatsApp: 01407-099500

24/01/2026
ঢাকা স্পেশালাইজড ইমার্জেন্সি কেয়ার, ইমার্জেন্সি সেবায় খোলা আছে সারাক্ষণ৩৬৫ দিন ২৪ ঘন্টা আমাদের ইমার্জেন্সি সেবা ও দক্ষতা...
23/01/2026

ঢাকা স্পেশালাইজড ইমার্জেন্সি কেয়ার, ইমার্জেন্সি সেবায় খোলা আছে সারাক্ষণ
৩৬৫ দিন ২৪ ঘন্টা আমাদের ইমার্জেন্সি সেবা ও দক্ষতায় আস্থা রাখুন

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ
Unit-1: ৭৮, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০
Unit-2: ৮৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা-১২৩০

Hotline: 01407099500-02
WhatsApp: 01407-099500

দুর্ঘটনা পরবর্তী ট্রমা নিয়ে দুশ্চিন্তা?সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এআমাদের সেবাসমূহ-✅ নিউরোল...
21/01/2026

দুর্ঘটনা পরবর্তী ট্রমা নিয়ে দুশ্চিন্তা?
সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এ
আমাদের সেবাসমূহ-
✅ নিউরোলজি কনসালটেশন
✅ সাইকিয়াট্রি কাউন্সেলিং
✅ উদ্বেগ ও ঘুমের সমস্যা
✅ হঠাৎ ভয়, দুঃস্বপ্ন ও মানসিক অস্থিরতা
✅ হাড়ভাঙা ও জয়েন্ট ইনজুরির চিকিৎসা
✅ প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুবিধা
✅ অর্থো, নিউরো ও প্লাস্টিক সার্জারি
✅ অপারেশন-পরবর্তী ফলো-আপ
✅ চলাফেরা পুনরুদ্ধার সেবা
✅ দীর্ঘমেয়াদি ব্যথা ও দুর্বলতা দূরীকরণ
✅ রোগী ও পরিবারের জন্য কাউন্সেলিং
✅ দীর্ঘমেয়াদি সুস্থতার পরিকল্পনা

অভিনন্দন ও শুভেচ্ছাআজ গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ সার্জন ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সম্মানিত ডাইরেক্টর ডাঃ মিনারা ...
20/01/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
আজ গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ সার্জন ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সম্মানিত ডাইরেক্টর ডাঃ মিনারা পারভীন–কে FCPS ডিগ্রি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দ উদ্‌যাপন করা হয়।

এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন, ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডাঃ আবুল হোসেন, অধ্যাপক ডাঃ মবিনুর রহমান, ডাঃ ফাইজুল হাসান চৌধুরী (ফ্রোবেল), ডাঃ প্রিয়াঙ্কা কুন্ডু, ডাইরেক্টর ফজলুর রহমান, জেনারেল ম্যানেজার আলী আহাদসহ অন্যান্য সম্মানিত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

আমরা ডাঃ মিনারা পারভীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

#অভিনন্দন, #এফসিপিএস, #ডাঃমিনারা_পারভীন, #গাইনী_এন্ড_অবস, #নারীস্বাস্থ্য, #চিকিৎসাসেবা, #ডাক্তারের_সাফল্য, #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল, #গর্বের_অর্জন, #স্বাস্থ্যসেবায়_নেতৃত্ব , , , , , , , , ,

20/01/2026
গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ সার্জন ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর সম্মানিত ডাইরেক্টর ডাঃ মিনারা পারভীন সফলতার সাথে এফসিপি...
20/01/2026

গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ সার্জন ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ এর সম্মানিত ডাইরেক্টর ডাঃ মিনারা পারভীন সফলতার সাথে এফসিপিএস (FCPS) ডিগ্রি সম্পন্ন করায় ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনার সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকুক। এই অর্জন চিকিৎসা পেশায় আরও উৎকর্ষতা বয়ে আনবে এই প্রত্যাশা রইল।

#অভিনন্দন, #এফসিপিএস, #ডাঃমিনারা_পারভীন, #গাইনী_এন্ড_অবস, #নারীস্বাস্থ্য, #চিকিৎসাসেবা, #ডাক্তারের_সাফল্য, #ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল, #গর্বের_অর্জন, #স্বাস্থ্যসেবায়_নেতৃত্ব , , , , , , , , ,

সতর্ক বার্তাসম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ (ইউনিট–১ ও ইউনিট–২) এর নাম ও লোগো ব্...
19/01/2026

সতর্ক বার্তা
সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ (ইউনিট–১ ও ইউনিট–২) এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া page খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

তারা WhatsApp নম্বরের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশন ও ইন্টারভিউয়ের নামে অর্থ আদায়ের চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।

এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেখে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।

এ ধরনের প্রতারণার দায়ভার ঢাকা স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ বহন করবে না।

আমাদের সকল নিয়োগ যথাযথ নিয়ম ও অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

সতর্ক থাকুন—ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞপ্তি সম্পর্কে সবাইকে সচেতন করুন।

Fraud Alert
Some fraudsters are using the name and logo of Dhaka Specialized Hospital Ltd. (Unit–1 & Unit–2) to publish fake recruitment posts on fake pages.

They are attempting to collect money from job seekers via WhatsApp under the pretext of registration and interviews.

Please do NOT make any financial transactions.

Dhaka Specialized Hospital will not be responsible for such fraudulent activities.

All recruitments are conducted only through official and proper procedures.

Stay alert and help others stay safe.

#সতর্কবার্তা #প্রতারণাসতর্কতা #ভুয়ানিয়োগ #চাকরিপ্রতারণা #ভুয়াফেসবুকপেজ #জনসচেতনতা #সচেতনহোন #ঢাকাস্পেশালাইজডহসপিটাল #ভুয়াসংবাদ #প্রতারকচক্র

স্বনামধন্য জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ডি এম মহিদুজ্জামান টনি উত্তরা আধুনিক মেডিক...
18/01/2026

স্বনামধন্য জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ডি এম মহিদুজ্জামান টনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর পরিচালক নিযুক্ত হওয়ায় ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
#অভিনন্দন
#শুভেচ্ছা
#নতুননিয়োগ
#পরিচালকনিযুক্ত
#অধ্যাপকডাঃডিএমমহিদুজ্জামানটনি
#ল্যাপারোস্কপিকসার্জারি
#কলোরেক্টালসার্জারি
#স্বনামধন্যচিকিৎসক
#উত্তরাআধুনিকমেডিকেলকলেজ
#ঢাকাস্পেশালাইজডহসপিটাল
#চিকিৎসাসেবায়অগ্রযাত্রা










আজ ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক সমঝোতা স...
15/01/2026

আজ ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

#ঢাকা_স্পেশালাইজড_হসপিটাল

#চুক্তি_স্বাক্ষর
#সমঝোতা_স্মারক
#সহযোগিতা
#শিক্ষা_ও_স্বাস্থ্য
#পারস্পরিক_সহযোগিতা





Address

Unit-1: 78 Gausul Azam Avenue, Sector-13, Uttara, Unit-2: 83 Gausul Azam Avenue, Sector-14, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Specialized Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category