02/01/2026
অটিজম (Autism Spectrum Disorder – ASD)
একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা। এটির জন্য শুধুমাত্র কোনো হোমিওপ্যাথি বা এলোপ্যাথি ওষুধেই “পুরোপুরি ভালো” করে ফেলা যায় না — তবে শিশুর আচরণগত সমস্যা, ঘুম, বিরক্তি, হাইপারঅ্যাক্টিভিটি, মনোযোগের ঘাটতি, কথা বলতে না পারা ইত্যাদি উপসর্গ কমাতে হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে — যদি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয়।
⚠️ নিজে নিজে ওষুধ শুরু না করাই ভালো — শিশুর সম্পূর্ণ ইতিহাস নিয়ে ওষুধ নির্ধারণ করতে হয়।
🔹 হোমিওপ্যাথিতে যেসব ওষুধ প্রযোজ্য হতে পারে (উপসর্গভিত্তিক)
🧠 1. Carcinosin
যখন শিশু খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, শব্দ-আলোতে অতিসংবেদনশীল, একা থাকতে চায় না—তখন কাজে লাগে।
🧠 2. Baryta Carbonica
মানসিক বিকাশে দেরি, কথা শেখায় দেরি, সামাজিক মেলামেশায় অনিহা—এইসব ক্ষেত্রে।
🧠 3. Stramonium
রেগে যাওয়া, ভয় পাওয়া, চিৎকার-কান্না, অন্ধকারে ভয় — এ ধরনের শিশুদের জন্য।
🧠 4. Tuberculinum
অতিরিক্ত দৌড়াদৌড়ি, ধৈর্য কম, restlessness — এসব থাকলে বিবেচ্য।
🧠 5. Calcarea Carbonica
মোটা-গড়নের শিশু, ভয়-ভীতি বেশি, মানসিক বিকাশ ধীর—এসময় সাহায্য করতে পারে।
🧠 6. Natrum Muriaticum
চুপচাপ, একা থাকতে পছন্দ করে, আবেগ ভিতরে রাখে — এমন আচরণে উপকারী হতে পারে।
🌿 মাদার টিংচার (Mother Tincture) সাধারণত অটিজমে সরাসরি ব্যবহার করা হয় না
কারণ ASD মূলত স্নায়ুবিক-আচরণগত অবস্থা; তাই কনস্টিটিউশনাল রেমেডি বেশি কার্যকর।
👩⚕️ কী কী মূল্যায়ন জরুরি
✔️ প্রেগন্যান্সি ও জন্মের ইতিহাস
✔️ টীকা, অ্যালার্জি, পূর্বের রোগ
✔️ ভাষা বিকাশ
✔️ সামাজিক মেলামেশা
✔️ আচরণ ও ঘুম
✔️ সংবেদনশীলতা (আলো-শব্দ-স্পর্শ)
🧩 চিকিৎসার সঙ্গে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ
🔹 Speech therapy
🔹 Occupational therapy
🔹 Behavioral therapy (ABA ইত্যাদি)
🔹 Balanced diet
🔹 নিয়মিত ঘুম ও রুটিন
এগুলো ওষুধের থেকেও বেশি উপকারী — তাই একসাথে চলা উচিত।
⚠️ সতর্কতা
❌ “অটিজম একেবারে সারায়” — এমন কোনো দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়
❌ ডোজ-পটেন্সি নিজে নিজে নির্ধারণ করবেন না
❌ শিশুকে পর্যবেক্ষণ ছাড়া ওষুধ বদলাবেন না
আপনি চাইলে শিশুর
🟢 বয়স
🟢 প্রধান সমস্যাগুলো
🟢 আচরণ
🟢 ঘুম-খাবার-মলত্যাগ
🟢 আগের কোনো চিকিৎসা
এসব লিখে দিলে — উপসর্গ অনুযায়ী আরও নির্দিষ্টভাবে সাজেশন দিতে পারব।
আপনার শিশুর মঙ্গল কামনা করি 🌷