ডা.মুশফিকুর রহমান খান জয়

ডা.মুশফিকুর রহমান খান জয় "দেশের বঞ্চিত মানুষের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি জটিল ও সহজে ধরা না-পড়া রোগের সঠিক চিকিৎসা প্রদান আমার অঙ্গীকার।"

21/11/2025

"প্রেশার–ডায়াবেটিসের ওষুধ নিয়মিত না খেলে স্ট্রোকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। স্ট্রোকের পর হাঁটার সময় যেভাবে Circumduction gait দেখা যায়—তা রোগীর জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে।
তাই নিজের এবং পরিবারের সুস্থতার জন্য প্রতিদিনের ওষুধ নিয়মিত গ্রহণ করুন, জীবন বাঁচান। "





18/11/2025

""দীর্ঘমেয়াদী টানা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে না -তাহলে রক্তশূন্যতা দেখা দিবে।"



#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

    #ডাক্তারমুশফিকুররহমানখানজয়
13/11/2025



#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

প্রতিদিন হাটুঁন। 🚶‍➡️🚶‍♂️‍➡️🚶‍♀️‍➡️হাঁটা আপনার মস্তিষ্কে সেরোটোনিন লেভেল কে বুস্ট করে। সেরোটোনিন কে বলা হয় “হ‍্যাপী হরমো...
07/11/2025

প্রতিদিন হাটুঁন। 🚶‍➡️🚶‍♂️‍➡️🚶‍♀️‍➡️

হাঁটা আপনার মস্তিষ্কে সেরোটোনিন লেভেল কে বুস্ট করে। সেরোটোনিন কে বলা হয় “হ‍্যাপী হরমোন” যা আপনার মন-মেজাজ ভালো রাখে এবং স্ট্রেস কমায়।
শুধু একটি দৈনিক হাঁটা আপনাকে হৃদরোগ, ডায়াবেটিস এর ঝুকিমুক্ত রাখার পাশাপশি সুখী, শান্ত এবং আরও ফোকাসড করতে সাহায্য করতে পারে।


#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

04/11/2025



#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

02/11/2025

"টাইফয়েড রোগ যেকোনো বয়সের হতে পারে বিশেষ করে বাচ্চাদের এই রোগটা বেশি হয়, তাই দেরি না করে আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিবেন।( ভালো সাউন্ড পেতে হলে কানে হেডফোন দিয়ে শুনবেন)।

টাইফয়েড রোগের টিকা দিন, পরিবারকে সুরক্ষিত রাখুন ❤️





#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

🩺 আজকের চেম্বারের কেস: Acute Viral Hepatitisআজ চেম্বারে একজন রোগী এলেন।অভিযোগ — খেতে পারেন না, বমি বমি ভাব, আর নাভীর উপর...
28/10/2025

🩺 আজকের চেম্বারের কেস: Acute Viral Hepatitis

আজ চেম্বারে একজন রোগী এলেন।
অভিযোগ — খেতে পারেন না, বমি বমি ভাব, আর নাভীর উপরের পেটে হালকা ব্যথা। হিস্টোরি নিয়ে জানতে পারলাম রোগীটি প্রায় প্রায় বাইরের ফুচকা খান। আমি বুঝলাম সমস্যা কি হতে পারে।

আমি রোগীর চোখ পরীক্ষা করে দেখি — চোখের সাদা অংশ হলুদ হয়ে গেছে!
মানে, জন্ডিসের লক্ষণ স্পষ্ট।

প্রয়োজনীয় পরীক্ষা করার পর আমি রোগীকে Acute Viral Hepatitis হিসেবে ডায়াগনোসিস করি।
এটি লিভারের সংক্রমণ, যা ভাইরাসের কারণে হয়ে থাকে — সাধারণত Hepatitis A বা E ভাইরাস।

🧠 এ ধরনের রোগী সাধারণত নিচের উপসর্গগুলো নিয়েও আসতে পারেন:

ক্ষুধামান্দ্য বা খেতে না পারা

বমি বা বমি বমি ভাব

চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া

প্রসাবের রঙ গাঢ় হওয়া

ক্লান্তি, দুর্বলতা

পেটের ডান পাশে বা উপরের দিকে ব্যথা

💊 আমি যা ট্রিটমেন্ট দিয়েছি:

সম্পূর্ণ বিশ্রাম

পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ।

নরমাল ঘরের খাবার।

রোগটি প্রতিরোধ করার উপায় : বাইরের অপরিষ্কার খাবার ও পানি খাওয়া যাবে না।




#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

🌿 মানুষ সিগারেট কিনে ফুসফুস পোড়ায়, আর এই মানুষ বিক্রি করে জীবন!📸 ঢাকার এক ব্যস্ততম সড়ক থেকে তোলা বাস্তব দৃশ্য!প্রায় আধা ...
25/10/2025

🌿 মানুষ সিগারেট কিনে ফুসফুস পোড়ায়, আর এই মানুষ বিক্রি করে জীবন!

📸 ঢাকার এক ব্যস্ততম সড়ক থেকে তোলা বাস্তব দৃশ্য!

প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করে এই ছবিটা তুলেছি — এই সময়ের মধ্যে একটাও ক্রেতা দেখলাম না। বিক্রেতা নিরবে দাঁড়িয়ে ছিলেন, মুখে একরাশ হতাশা।

কিন্তু একজন চিকিৎসক হিসেবে যখন তাঁর বিক্রয় সামগ্রীগুলোর দিকে তাকালাম — সত্যি অভিভূত হলাম। 🍋
ভদ্রলোক বিক্রি করছেন ভিটামিন সি সমৃদ্ধ অসাধারণ কিছু ফল — আমড়া,জলপাই, তেঁতুল, কামরাঙ্গা, আমলকি,কাচা কলা ইত্যাদি।
এই ফলগুলোই আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বক সুন্দর রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে দারুণ কার্যকর।

‼️ অথচ আমরা দেখি— দোকান, সড়ক, অলি-গলিতে সিগারেট, বিড়ি, তামাক, জর্দা-গুলের দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে!
মানুষ জেনে-বুঝে নিজের শরীরে বিষ ঢোকাচ্ছে, আর এই স্বাস্থ্যকর পণ্যের বিক্রেতা ক্রেতার অভাবে দাঁড়িয়ে আছেন।

আমি ছবিটি তুলেছি তাঁর অনুমতি নিয়ে এবং তাঁকে ধন্যবাদ জানিয়েছি— এমন স্বাস্থ্যকর পণ্য বিক্রয়ের জন্য।
তিনি জানতেন না, আমি একজন চিকিৎসক।

🍊 চেষ্টা করুন ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়মিত খেতে।
তবে মনে রাখবেন—
🔸 স্বাদের জন্য অতিরিক্ত লবণ, বিট লবণ, ঝাল লবণ বা কাসুন্দি ব্যবহার করবেন না।
🔸 অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর।
🔸 ফল ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন, প্রকৃতির কাছ থেকে স্বাস্থ্য নিন। 🌿
#স্বাস্থ্য_সচেতনতা
#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

🌬️ শীতের আভাস পেতে শুরু করেছি! ❄️এই সময়টা যেমন আরামদায়ক, তেমনি অসাবধান হলেই বাড়তে পারে নানা সমস্যা — বিশেষ করে এজমা ও অ্...
19/10/2025

🌬️ শীতের আভাস পেতে শুরু করেছি! ❄️
এই সময়টা যেমন আরামদায়ক, তেমনি অসাবধান হলেই বাড়তে পারে নানা সমস্যা — বিশেষ করে এজমা ও অ্যালার্জি রোগীদের জন্য।

🫁 এখন থেকেই সচেতন হোন —
✅ ধুলোবালি, ঠান্ডা বাতাস ও ধোঁয়া এড়িয়ে চলুন
✅ মাস্ক ব্যবহার করুন বাইরে বের হলে
✅ অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করুন
✅ ঘর গরম ও পরিষ্কার রাখুন
✅ প্রচুর পানি পান করুন
💉 যাদের ঠান্ডা- কাশি সব সময় লেগে থাকে অথবা ৬৫ বছরের উর্ধ্বে তারা ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া টিকা নিয়ে নিবেন।

সুস্থ থাকুন, সতর্ক থাকুন 💙
শীত উপভোগ করুন, শ্বাসে রাখুন স্বস্তি! 🌿

[ছবিটি আমার এক রোগীর ( Hypertensive Urgency) এবং তার ছেলের। আলহামদুলিল্লাহ এখন মা ভালো আছেন। ]

#শীতের_আভাস #সচেতনতা #এজমা_সতর্কতা
#সুস্থ_জীবন
#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

আজকে এইচএসসির রেজাল্ট হয়েছে। যারা ঔষধের দোকানদার তারা কোনভাবেই আজকে ঘুমের ঔষধ কম বয়সী ছেলে-মেয়েদের দিবেন না। অলরেডি একজন...
16/10/2025

আজকে এইচএসসির রেজাল্ট হয়েছে। যারা ঔষধের দোকানদার তারা কোনভাবেই আজকে ঘুমের ঔষধ কম বয়সী ছেলে-মেয়েদের দিবেন না।
অলরেডি একজন খেয়ে আসছে।

©Dr.Ratin sir
#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

আজকের চেম্বারের শেষ রোগী” ❤️আজ সারা দিন যেন সময়ের সাথে লড়াই করলাম।একটার পর একটা জটিল কেস — প্রতিটি মুখেই ছিল আশা, ভরসা, ...
14/10/2025

আজকের চেম্বারের শেষ রোগী” ❤️
আজ সারা দিন যেন সময়ের সাথে লড়াই করলাম।
একটার পর একটা জটিল কেস — প্রতিটি মুখেই ছিল আশা, ভরসা, আর কিছুটা ভয়।
ছবি বা ভিডিও করার ফুরসতই পেলাম না।
দিনের শেষে শুধু একটাই প্রার্থনা —
আল্লাহ, আমার সকল রোগীকে পূর্ণ শিফা দান করুন। আমিন 🤲

#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

"আগামীকাল আপনার সন্তানকে টাইফয়েডের  টিকা দিচ্ছেন তো???   #ডাক্তারমুশফিকুররহমানখানজয়
11/10/2025

"আগামীকাল আপনার সন্তানকে টাইফয়েডের টিকা দিচ্ছেন তো???


#ডাক্তারমুশফিকুররহমানখানজয়

Address

Dhaka

Telephone

+8801852274549

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা.মুশফিকুর রহমান খান জয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা.মুশফিকুর রহমান খান জয়:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category