14/10/2025
প্রতিদিন কোমর আর পায়ের অসহ্য ব্যথা নিয়ে শতাধিক রোগী আমার চেম্বারে আসেন! এই সকল মানুষের হাঁটা, বসা, এমনকি ঘুমানোও যেন কষ্ট হয়ে দাড়ায়। কেউ বলছে আকুপাংচার করো, কেউ বলছে হিজামা, আবার কেউ লেজার থেরাপি বা ইনজেকশনের পরামর্শ দিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই চিকিৎসাগুলোর মধ্যে কোনটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আর কোনটা এখনো প্রমাণিত নয় তা অনেকেই জানেন না।
তাই আজকের এই ভিডিতে আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি-
- কোন চিকিৎসাগুলোর পক্ষে রয়েছে বৈজ্ঞানিক প্রমাণ?
- কোন চিকিৎসা পদ্ধতিগুলোতে সীমিত বা দুর্বল evidence আছে?
- এবং কোন ক্ষেত্রে কোন চিকিৎসা আসলে কার্যকর হতে পারে।
Acupuncture, Physiotherapy, Hijama (cupping), Laser therapy, Epidural Steroid Injection, কিংবা Surgery নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। নিয়মিত আপডেট পেতে আমাদের পেইজটি ফলো করে রাখতে পারেন।
ডা. মো. শাহ্ আলম
MBBS, D.Ortho (BSMMU)
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও স্পাইন সার্জন
লাইফ মেম্বার, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি
ফাউন্ডার অফ 'ইয়োগা উইথ ডক্টর'
====================
চেম্বার:
লাইফ লাইন মেডিকেল সার্ভিসেস লি.
ওয়ারলেস গেট, মহাখালী, ঢাকা, বাংলাদেশ
এপয়েন্টমেন্ট: 09613-668866, 01701313001, 01701313002
==============================
ারেশন #ডিস্ক_সমস্যা ার্জারী #বিদেশনা_বাংলাদেশ