22/11/2025
অনেকদিন যাবত একজন বিড়াল পাতলা পায়খানায় ভুগছিলো। গতানুগতিক মেডিসিনে পায়খানা ঠিক হচ্ছিলো না। পরে পায়খানা টেস্ট (F***s Test) করে তার শরীরে যে কৃমি পাওয়া গেলো সেটা Giardia নামক একপ্রকার কৃমি যেটা সচরাচর পাওয়া যায় না। এবং এটা দ্বারা আক্রান্ত হলে স্বাভাবিকভাবে যেসব কৃমির ঔষধ খাওয়ানো হয় (Helminticide-L, Kiwof, Delentin) সেগুলো দিয়ে এই কৃমি মারা যায় না। Giardia দ্বারা আক্রান্ত পাতলা পায়খানা দীর্ঘদিন যাবত স্থায়ী হয় & দুর্গন্ধযুক্ত হয়।
সঠিক চিকিৎসার জন্য সঠিক ডায়াগনোসিস এর কোনো বিকল্প নেই।
আমাদের ক্লিনিকে বর্তমানে যেসব ডায়াগনস্টিক টেস্ট করা যায়:
১) এক্সরে
২) আল্ট্রাসাউন্ড
৩) মাইক্রোস্কপিক টেস্ট (মাইট টেস্ট, স্কিন টেস্ট, কপ্রোস্কপি)
৪) Woods lamp Test (Fungal test)
৫) ইউরিন টেস্ট
৬) বায়োকেমিক্যাল টেস্ট (লিভার ফাংশন টেস্ট, কিডনী ফাংশন টেস্ট, প্রোটিন প্রোাইল, ডায়াবেটিস টেস্ট, কোলেস্টেরল টেস্ট)
৭) CBC (Complete Blood Count) 5 parts
৮) সব ধরণের কিট টেস্ট (FIP, FPV, FeLV, FIV, CPV, CDV, FCV, FHV)