08/12/2025
দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন। তিনি ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ১৩তম BAUS CON-2019 আন্তর্জাতিক সম্মেলনে ইউরোলজিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এ্যাসোসিয়শেন অব ইউরোলজিক্যাল সার্জন্স এর পক্ষ থেকে প্রফেসর ইদ্রিস লস্কর মেমোরিয়াল স্বর্ণপদকে সম্মানিত হন। উক্ত সম্মেলনে তিনি ২১ বছরে তার ৫৩৩টি নেফরন স্পেয়ারিং সার্জারী (পুরো কিডনি না ফেলে শুধু টিউমার অপসারণ) এর অভিজ্ঞতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র (আছির মেমোরিয়াল লেকচার) উপস্থাপন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশে তিনিই প্রথম নেফরন স্পেয়ারিং সার্জারী (NSS) প্রচলন করেন।
কিডনি পাথরের বিভিন্ন চিকিৎসা (URS, ICPL, ICLL, PCNL, RIRS), লেজার সার্জারী, লেপারস্কপিক সার্জারী, পুরুষ বন্ধ্যাত্ব ও মাইক্রোসার্জারি, মহিলা ও শিশুদের ইউরোলজিক্যাল রোগ, যৌন রোগ, রি-কনস্ট্রাকটিভ ইউরোলজি, ও ইউরো অনকোলজিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ।
প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
মেজর জেনারেল হারুন ১৯৫৫ সালের ২১শে জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৭৯ সালে এমবিবিএস পাস করেন। ১৪ জুলাই ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন প্রাপ্ত হন। বিভিন্ন পর্যায়ের সামরিক প্রশিক্ষণ লাভের পাশাপাশি তিনি ১৯৮৩ সালে এএফএমআই হতে সার্জারী বিষয়ে গ্রেডিং কোর্স সম্পন্ন করেন।
১৯৮৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স হতে FCPS (Surgery) লাভ করেন। ১৯৯২-১৯৯৪ পর্যন্ত বিশ^ স্বাস্থ্য সংস্থার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৩ সালে লন্ডনের The Royal College of Physicians and Surgeons of Glasgow এবং The Royal College of Surgeons of Edinburgh হইতে FRCS (Edin.) সফলতার সাথে সম্পন্ন করেন। ১৯৯৪ সালে লন্ডনের Institute of Urology & Nephrology, University College London (UCL) n‡Z Diploma in Urology ডিগ্রী অর্জন করেন। তিনি সেনাবাহিনীর জেনারেল সার্জারীর বিভিন্ন বিষয়ে ৩৪ বছরের এবং ইউরোলজিক্যাল সার্জারিতে ২৮ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন বিশিষ্ট শল্য চিকিৎসক।
প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, জার্মানি, মালদ্বীপ, শ্রীলংকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইরান ও তাইওয়ানে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন মেডিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে সিনিয়র সার্জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ইউরোলজির বিভাগীয় প্রধান ও চীফ সার্জন এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১১ জানুয়ারি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কনসালট্যান্ট সার্জন জেনারেল ও চীফ ইউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি স্বাভাবিক অবসর গ্রহণ করেন।
১৯৯৭ সালে মূত্রথলি ও যৌনাঙ্গের জন্মগত ত্রুটিজনিত বিরল (Adult Bladder Exstrophy and Epispadias Complex) রোগে আক্রান্ত এক ২৪ বছরের যুবকের ১৫ ঘন্টাব্যাপী অপারেশন করেন। পরবর্তীতে ঐ যুবক ২০০৩ সালে প্রথম কন্যা ও ২০১১ সালে দ্বিতীয় কন্যা সন্তানের পিতা হন, যা বাংলাদেশে প্রথম। ২০১৫ সালের সেপ্টেম্বরে চীনের সাংহাইতে অনুষ্ঠিত ইউরোলজিক্যাল এসোসিয়েশন অব এশিয়া’র ১৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্লেনারি সেশনে Adult Bladder Exstrophy and Epispadias Complex Male : Father of Two Children বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিপুলভাবে প্রসংশিত হন। এই বিরল অর্জনের জন্য ৫ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক আয়োজিত ১৩তম সার্ক আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস এবং সার্ক সার্জিক্যাল কংগ্রেস কর্তৃক শল্য চিকিৎসায় বিশেষ অবদানের জন্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি "আছির মেমোরিয়াল স্বর্ণ পদক" লাভ করেন, যাহা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের ইউরোলজিক্যাল সার্জনদের মাঝে প্রথম।
৭ ডিসেম্বর ২০১৫ সালে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য অনন্যা সোস্যাল ফাউন্ডেশন কর্তৃক "অনন্যা বিজয় সম্মাননা পদক - ২০১৫" লাভ করেন। ৮ জানুয়ারী ২০১৬ সালে তিনি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্সেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য "বিশেষ সম্মাননা", একই বছর তিনি "দানবীর হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা পদক ২০১৫" লাভ করেন। ২০১৬ সালে শেরে বাংলা স্মৃতি পরিষদ কর্তৃক "আজীবন সম্মাননা", "শেরে বাংলা গোল্ড মেডেল - ২০১৬" লাভ করেন।
মে ২০১৭ - জুলাই ২০২০ পর্যন্ত তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল এবং হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল লিঃ, ঢাকা সেনানিবাস এর সিনিয়র কনস্যালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতি পরিবর্তিত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড ডায়ানগস্টিক লিমিটেড (কুমিল্লা, নোয়াখালী ও ফেনী) এ চিকিৎসা সেবা প্রদান করেন। চৌদ্দগ্রাম প্রাইম হসপিটালের হাসপাতালের তিনি একজন উদ্যোক্তা পরিচালক ও সিনিয়র উপদেষ্টা। চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতি’র উপদেষ্টা ও সেবার মান উন্নয়ন ও আনুসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি। তিনি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন (Health & Wellbeing for All) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেন। দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে তিনি শিশুসহ সব বয়সের মহিলা ও পুরুষের ইউরোলজী রোগের উপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করেন। সামাজিক জীবনে তিনি বহু সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত।
আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে করোনার মহামারির মধ্যেও দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন স্যার নিয়মিত বিশেষজ্ঞ #স্বাস্থ্য_পরামর্শ প্রদান করেছেন।
• যে সকল ইউরোলজিক্যাল রোগসমূহের চিকিৎসা দেওয়া হয়
০১. কিডনিতে পাথর ( )
০২. হাইড্রোনেফ্রোসিস ( ),
০৩. কিডনি টিউমার ( )
০৪. সুপ্রারেনাল টিউমার ( )
০৫. ইরোথেলিয়াল টিউমার ( )
০৬. মুত্রথলির ক্যান্সার ( )
০৭. মুত্রথলি ও মুত্রনালিতে পাথর ( )
০৮. প্রস্টেট গ্লান্ড এর টিউমার ( ) প্রস্টেট ক্যান্সার
০৯. ইউরোলজিক্যাল জন্মগত অসুখ
যেমন: হাইপোসপেডিয়াস,
১০. অন্ডকোষের টিউমার
( ) ও অন্যান্য রোগসমূহ ( )
১১. শিশুদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১২. বিভিন্ন ধরনের ইউরিনারী ফিস্টুলা
(যেমন : )
১৩. পুরুষ বন্ধ্যাত্ব ( )
১৪. যৌনরোগ সমূহ (পুরুষ ও মহিলা)
১৫. মাইক্রোসার্জারী :
(a)
(b)
১৬. (ছিদ্র করে কিডনির পাথর অপারেশন),
১৭. লেজারের সাহায্যে পাথর ও প্রস্টেট এর চিকিৎসা,
১৮. মেয়েদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১৯. মুত্রনালীর রোগসমূহ ( )
২০. যে কোন বয়সের প্রসাবের ইনফেকশন ( )
২১. পেনাইল ইমপ্লান্টস (Pe**le Implants) : পেনাইল প্রস্থেসিস স্থাপনের মাধ্যমে যৌন ক্ষমতা ফিরে পাওয়া।
ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ এইচ আর হারুন এর কাছে আপনার যেকোন ইউরোলজিক্যাল সমস্যায় স্বাস্থ্য পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন
চেম্বার - সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাড়ী # ২, সড়ক # ৫, গ্রীণ রোড, #ধানমন্ডি, ঢাকা-১২০৫।
মোবাইল : ০১৩২১২১৩৯৬৩, ০১৩২১২১৩৯৬৩
হটলাইন : ১০৬২৭
সিরিয়ালের জন্য অনুগ্রহ পূর্বক সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করুন)
ঢাকার বাহিরের চেম্বার (প্রতি পরিবর্তিত বৃহস্পতিবার):
#প্রাইম_হাসপাতাল_ও_ডায়াগনস্টিক_সেন্টার, চৌদ্দগ্রাম বাজার, কুমিল্লা। মোবা: ০১৭৪২-১৯৩১৯৩
#স্টারলাইন_স্পেশালাইজড_হাসপাতাল_ফেনী।
হটলাইন: ০৯৬১১ ১৭৭ ১৭৭
#ল্যাবএইড_ডায়ানগস্টিক_লিমিটেড_কুমিল্লা। মোবা: ০১৭৬৬৬৬১১৩৩
#ল্যাবএইড_ডায়ানগস্টিক_লিমিটেড_নোয়াখালী।মোবা:০১৭৬৬৬৬১৬০০
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
: 01717472264 Saifullah Al Mamun (PS)
নিচে কিছু টেলিভিশন প্রোগ্রামের লিংক দেওয়া হলোঃ আশা করি অনেকের উপকারে আসবে, ইনশাল্লাহ।
মূত্রনালীর সমস্যা | Doctor's On Call | 09 April 2023 | Jamuna TV
https://youtu.be/C_AImFXLjGc
অন্ডকোষের রোগ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | 4 September 2021 | Channel 24
https://youtu.be/PMTVTgv2hjU
কিডনি রোগ নিয়েও সুস্থ থাকা যায় | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://www.youtube.com/watch?v=aayV0zxEEOk&t=1409s
কিডনি ক্যান্সার: উপসর্গ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://youtu.be/Y0ecVgPLsvI
মনের খবর টিভি,, যৌনরোগ কতরকম?
http://surl.li/awssx
স্থুলতা সংক্রান্ত মূত্রনালির জটিলতা
https://www.facebook.com/harunurology/videos/882024280592365/?__tn__=%2CO-R
লজ্জা বা অবহেলা যেন না হয় ক্ষতির কারণ
https://www.facebook.com/harunurology/videos/315527527971938/?__tn__=%2CO-R
পুরুষ বন্ধ্যাত্ব ও পারিবারিক সচেতনতা
https://www.facebook.com/harunurology/videos/192036293965146/?__tn__=%2CO-R
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=zOkqeTcqO8U&t=95s
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=pPEDXRmYAg4
করোনা এবং করণীয় । মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) ATN Bangla Program
https://www.youtube.com/watch?v=HYK6fFTJF_Q
করোনায় কিডনি রোগীর চিকিৎসা | ডাক্তার আছেন আপনার পাশে | NTV
https://youtu.be/DjO5VD0j0yA
ইউরোলজি_সমস্যা_ও_সচেতনতা | স্বাস্থ্য প্রহর EP 170 | SATV
https://youtu.be/WIq3_n5af6A
বাংলাদেশ অনকোলজি ক্লাব - মার্চ, ১২, ২০২০
https://www.youtube.com/watch?v=lWnMAoF4vdI