Maj Gen Professor HR Harun

Maj Gen Professor HR Harun Maj Gen Prof. H R Harun (Retd.) MBBS, FCPS, FRCS (Glasg.), FRCS (Edin.),
D. Uro (London), WHO Fellow

#আপনার_চিকিৎসক_সম্পর্কে_জানুনঃ
দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন। তিনি ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ১৩তম BAUS CON-2019 আন্তর্জাতিক সম্মেলনে ইউরোলজিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এ্যাসোসিয়শেন অব ইউরোলজিক্যাল সার্জন্স এর পক্ষ থেকে প্রফেসর ইদ্রিস লস্কর মেমোরিয়াল স্বর্ণপদকে সম্মানিত হন। উক্ত সম্মেলনে তিনি ২১ বছরে তার ৫৩৩টি নেফরন স্পেয়ারিং সার্জারী (পুরো কিডনি না ফেলে শুধু টিউমার অপসারণ) এর অভিজ্ঞতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র (আছির মেমোরিয়াল লেকচার) উপস্থাপন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশে তিনিই প্রথম নেফরন স্পেয়ারিং সার্জারী (NSS) প্রচলন করেন।

কিডনি পাথরের বিভিন্ন চিকিৎসা (URS, ICPL, ICLL, PCNL, RIRS), লেজার সার্জারী, লেপারস্কপিক সার্জারী, পুরুষ বন্ধ্যাত্ব ও মাইক্রোসার্জারি, মহিলা ও শিশুদের ইউরোলজিক্যাল রোগ, যৌন রোগ, রি-কনস্ট্রাকটিভ ইউরোলজি, ও ইউরো অনকোলজিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ।

প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
মেজর জেনারেল হারুন ১৯৫৫ সালের ২১শে জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৭৯ সালে এমবিবিএস পাস করেন। ১৪ জুলাই ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন প্রাপ্ত হন। বিভিন্ন পর্যায়ের সামরিক প্রশিক্ষণ লাভের পাশাপাশি তিনি ১৯৮৩ সালে এএফএমআই হতে সার্জারী বিষয়ে গ্রেডিং কোর্স সম্পন্ন করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স হতে FCPS (Surgery) লাভ করেন। ১৯৯২-১৯৯৪ পর্যন্ত বিশ^ স্বাস্থ্য সংস্থার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৩ সালে লন্ডনের The Royal College of Physicians and Surgeons of Glasgow এবং The Royal College of Surgeons of Edinburgh হইতে FRCS (Edin.) সফলতার সাথে সম্পন্ন করেন। ১৯৯৪ সালে লন্ডনের Institute of Urology & Nephrology, University College London (UCL) n‡Z Diploma in Urology ডিগ্রী অর্জন করেন। তিনি সেনাবাহিনীর জেনারেল সার্জারীর বিভিন্ন বিষয়ে ৩৪ বছরের এবং ইউরোলজিক্যাল সার্জারিতে ২৮ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন বিশিষ্ট শল্য চিকিৎসক।

প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন মেডিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে সিনিয়র সার্জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ইউরোলজির বিভাগীয় প্রধান ও চীফ সার্জন এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১১ জানুয়ারি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কনসালট্যান্ট সার্জন জেনারেল ও চীফ ইউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি স্বাভাবিক অবসর গ্রহণ করেন।

১৯৯৭ সালে মূত্রথলি ও যৌনাঙ্গের জন্মগত ত্রুটিজনিত বিরল (Adult Bladder Exstrophy and Epispadias Complex) রোগে আক্রান্ত এক ২৪ বছরের যুবকের ১৫ ঘন্টাব্যাপী অপারেশন করেন। পরবর্তীতে ঐ যুবক ২০০৩ সালে প্রথম কন্যা ও ২০১১ সালে দ্বিতীয় কন্যা সন্তানের পিতা হন, যা বাংলাদেশে প্রথম। ২০১৫ সালের সেপ্টেম্বরে চীনের সাংহাইতে অনুষ্ঠিত ইউরোলজিক্যাল এসোসিয়েশন অব এশিয়া’র ১৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্লেনারি সেশনে Adult Bladder Exstrophy and Epispadias Complex Male : Father of Two Children বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিপুলভাবে প্রসংশিত হন। এই বিরল অর্জনের জন্য ৫ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক আয়োজিত ১৩তম সার্ক আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস এবং সার্ক সার্জিক্যাল কংগ্রেস কর্তৃক শল্য চিকিৎসায় বিশেষ অবদানের জন্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি "আছির মেমোরিয়াল স্বর্ণ পদক" লাভ করেন, যাহা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের ইউরোলজিক্যাল সার্জনদের মাঝে প্রথম।

৭ ডিসেম্বর ২০১৫ সালে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য অনন্যা সোস্যাল ফাউন্ডেশন কর্তৃক "অনন্যা বিজয় সম্মাননা পদক - ২০১৫" লাভ করেন। ৮ জানুয়ারী ২০১৬ সালে তিনি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্সেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য "বিশেষ সম্মাননা", একই বছর তিনি "দানবীর হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা পদক ২০১৫" লাভ করেন। ২০১৬ সালে শেরে বাংলা স্মৃতি পরিষদ কর্তৃক "আজীবন সম্মাননা", "শেরে বাংলা গোল্ড মেডেল - ২০১৬" লাভ করেন।
মে ২০১৭ - জুলাই ২০২০ পর্যন্ত তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল, হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল লিঃ, ঢাকা সেনানিবাস এবং সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল এর সিনিয়র কনস্যালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও তিনি মাসে দু’বার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা প্রদান করেন। উক্ত হাসপাতালের তিনি একজন উদ্যোক্তা পরিচালক ও সিনিয়র উপদেষ্টা। চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতি’র উপদেষ্টা ও সেবার মান উন্নয়ন ও আনুসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি। তিনি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন (Health & Wellbeing for All) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেন। দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে তিনি শিশুসহ সব বয়সের মহিলা ও পুরুষের ইউরোলজী রোগের উপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করেন। সামাজিক জীবনে তিনি বহু সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত।

আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে করোনার এই মহামারির মধ্যেও দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন স্যার নিয়মিত বিশেষজ্ঞ #স্বাস্থ্য_পরামর্শ প্রদান করছেন।
• যে সকল ইউরোলজিক্যাল রোগসমূহের চিকিৎসা দেওয়া হয়
০১. কিডনিতে পাথর ( )
০২. হাইড্রোনেফ্রোসিস ( ),
০৩. কিডনি টিউমার ( )
০৪. সুপ্রারেনাল টিউমার ( )
০৫. ইরোথেলিয়াল টিউমার ( )
০৬. মুত্রথলির ক্যান্সার ( )
০৭. মুত্রথলি ও মুত্রনালিতে পাথর ( )
০৮. প্রস্টেট গ্লান্ড এর টিউমার ( ) প্রস্টেট ক্যান্সার
০৯. ইউরোলজিক্যাল জন্মগত অসুখ
যেমন: হাইপোসপেডিয়াস,
১০. অন্ডকোষের টিউমার
( ) ও অন্যান্য রোগসমূহ ( )
১১. শিশুদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১২. বিভিন্ন ধরনের ইউরিনারী ফিস্টুলা
(যেমন : )
১৩. পুরুষ বন্ধ্যাত্ব ( )
১৪. যৌনরোগ সমূহ (পুরুষ ও মহিলা)
১৫. মাইক্রোসার্জারী :
(a)
(b)
১৬. (ছিদ্র করে কিডনির পাথর অপারেশন),
১৭. লেজারের সাহায্যে পাথর ও প্রস্টেট এর চিকিৎসা,

১৮. মেয়েদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১৯. মুত্রনালীর রোগসমূহ ( )
২০. যে কোন বয়সের প্রসাবের ইনফেকশন ( )
২১. পেনাইল ইমপ্লান্টস (Pe**le Implants) : পেনাইল প্রস্থেসিস স্থাপনের মাধ্যমে যৌন ক্ষমতা ফিরে পাওয়া।

ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ এইচ আর হারুন এর কাছে আপনার যেকোন ইউরোলজিক্যাল সমস্যায় স্বাস্থ্য পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন,
চেম্বার - সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাড়ী # ২, সড়ক # ৫, গ্রীণ রোড, #ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন : ০২৪১০৬০৮০০, ০২৪১০৬০৮০১, ০২৪১০৬০৮০২, ০২৪১০৬০৮০৩, ০২৪১০৬০৮০৪।
মোবাইল : ০১৭৩৮৮৮০১৩৪, ০১৭৩ ৮৮৮ ০১৩৪ (ওপিডি)

সিরিয়ালের জন্য অনুগ্রহ পূর্বক সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করুন)
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
: 01717472264 Saifullah Al Mamun (PS)

দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন। তিনি ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ১৩তম BAUS CON-2019 আন্তর্জাতি...
08/12/2025

দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন। তিনি ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ১৩তম BAUS CON-2019 আন্তর্জাতিক সম্মেলনে ইউরোলজিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এ্যাসোসিয়শেন অব ইউরোলজিক্যাল সার্জন্স এর পক্ষ থেকে প্রফেসর ইদ্রিস লস্কর মেমোরিয়াল স্বর্ণপদকে সম্মানিত হন। উক্ত সম্মেলনে তিনি ২১ বছরে তার ৫৩৩টি নেফরন স্পেয়ারিং সার্জারী (পুরো কিডনি না ফেলে শুধু টিউমার অপসারণ) এর অভিজ্ঞতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র (আছির মেমোরিয়াল লেকচার) উপস্থাপন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশে তিনিই প্রথম নেফরন স্পেয়ারিং সার্জারী (NSS) প্রচলন করেন।

কিডনি পাথরের বিভিন্ন চিকিৎসা (URS, ICPL, ICLL, PCNL, RIRS), লেজার সার্জারী, লেপারস্কপিক সার্জারী, পুরুষ বন্ধ্যাত্ব ও মাইক্রোসার্জারি, মহিলা ও শিশুদের ইউরোলজিক্যাল রোগ, যৌন রোগ, রি-কনস্ট্রাকটিভ ইউরোলজি, ও ইউরো অনকোলজিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ।
প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

মেজর জেনারেল হারুন ১৯৫৫ সালের ২১শে জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৭৯ সালে এমবিবিএস পাস করেন। ১৪ জুলাই ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন প্রাপ্ত হন। বিভিন্ন পর্যায়ের সামরিক প্রশিক্ষণ লাভের পাশাপাশি তিনি ১৯৮৩ সালে এএফএমআই হতে সার্জারী বিষয়ে গ্রেডিং কোর্স সম্পন্ন করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স হতে FCPS (Surgery) লাভ করেন। ১৯৯২-১৯৯৪ পর্যন্ত বিশ^ স্বাস্থ্য সংস্থার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৩ সালে লন্ডনের The Royal College of Physicians and Surgeons of Glasgow এবং The Royal College of Surgeons of Edinburgh হইতে FRCS (Edin.) সফলতার সাথে সম্পন্ন করেন। ১৯৯৪ সালে লন্ডনের Institute of Urology & Nephrology, University College London (UCL) n‡Z Diploma in Urology ডিগ্রী অর্জন করেন। তিনি সেনাবাহিনীর জেনারেল সার্জারীর বিভিন্ন বিষয়ে ৩৪ বছরের এবং ইউরোলজিক্যাল সার্জারিতে ২৮ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন বিশিষ্ট শল্য চিকিৎসক।

প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, জার্মানি, মালদ্বীপ, শ্রীলংকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইরান ও তাইওয়ানে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন মেডিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে সিনিয়র সার্জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ইউরোলজির বিভাগীয় প্রধান ও চীফ সার্জন এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১১ জানুয়ারি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কনসালট্যান্ট সার্জন জেনারেল ও চীফ ইউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি স্বাভাবিক অবসর গ্রহণ করেন।

১৯৯৭ সালে মূত্রথলি ও যৌনাঙ্গের জন্মগত ত্রুটিজনিত বিরল (Adult Bladder Exstrophy and Epispadias Complex) রোগে আক্রান্ত এক ২৪ বছরের যুবকের ১৫ ঘন্টাব্যাপী অপারেশন করেন। পরবর্তীতে ঐ যুবক ২০০৩ সালে প্রথম কন্যা ও ২০১১ সালে দ্বিতীয় কন্যা সন্তানের পিতা হন, যা বাংলাদেশে প্রথম। ২০১৫ সালের সেপ্টেম্বরে চীনের সাংহাইতে অনুষ্ঠিত ইউরোলজিক্যাল এসোসিয়েশন অব এশিয়া’র ১৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্লেনারি সেশনে Adult Bladder Exstrophy and Epispadias Complex Male : Father of Two Children বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিপুলভাবে প্রসংশিত হন। এই বিরল অর্জনের জন্য ৫ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক আয়োজিত ১৩তম সার্ক আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস এবং সার্ক সার্জিক্যাল কংগ্রেস কর্তৃক শল্য চিকিৎসায় বিশেষ অবদানের জন্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি "আছির মেমোরিয়াল স্বর্ণ পদক" লাভ করেন, যাহা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের ইউরোলজিক্যাল সার্জনদের মাঝে প্রথম।

৭ ডিসেম্বর ২০১৫ সালে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য অনন্যা সোস্যাল ফাউন্ডেশন কর্তৃক "অনন্যা বিজয় সম্মাননা পদক - ২০১৫" লাভ করেন। ৮ জানুয়ারী ২০১৬ সালে তিনি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্সেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য "বিশেষ সম্মাননা", একই বছর তিনি "দানবীর হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা পদক ২০১৫" লাভ করেন। ২০১৬ সালে শেরে বাংলা স্মৃতি পরিষদ কর্তৃক "আজীবন সম্মাননা", "শেরে বাংলা গোল্ড মেডেল - ২০১৬" লাভ করেন।

মে ২০১৭ - জুলাই ২০২০ পর্যন্ত তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল এবং হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল লিঃ, ঢাকা সেনানিবাস এর সিনিয়র কনস্যালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতি পরিবর্তিত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড ডায়ানগস্টিক লিমিটেড (কুমিল্লা, নোয়াখালী ও ফেনী) এ চিকিৎসা সেবা প্রদান করেন। চৌদ্দগ্রাম প্রাইম হসপিটালের হাসপাতালের তিনি একজন উদ্যোক্তা পরিচালক ও সিনিয়র উপদেষ্টা। চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতি’র উপদেষ্টা ও সেবার মান উন্নয়ন ও আনুসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি। তিনি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন (Health & Wellbeing for All) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেন। দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে তিনি শিশুসহ সব বয়সের মহিলা ও পুরুষের ইউরোলজী রোগের উপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করেন। সামাজিক জীবনে তিনি বহু সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত।

আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে করোনার মহামারির মধ্যেও দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন স্যার নিয়মিত বিশেষজ্ঞ #স্বাস্থ্য_পরামর্শ প্রদান করেছেন।

• যে সকল ইউরোলজিক্যাল রোগসমূহের চিকিৎসা দেওয়া হয়
০১. কিডনিতে পাথর ( )
০২. হাইড্রোনেফ্রোসিস ( ),
০৩. কিডনি টিউমার ( )
০৪. সুপ্রারেনাল টিউমার ( )
০৫. ইরোথেলিয়াল টিউমার ( )
০৬. মুত্রথলির ক্যান্সার ( )
০৭. মুত্রথলি ও মুত্রনালিতে পাথর ( )
০৮. প্রস্টেট গ্লান্ড এর টিউমার ( ) প্রস্টেট ক্যান্সার
০৯. ইউরোলজিক্যাল জন্মগত অসুখ
যেমন: হাইপোসপেডিয়াস,
১০. অন্ডকোষের টিউমার
( ) ও অন্যান্য রোগসমূহ ( )
১১. শিশুদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১২. বিভিন্ন ধরনের ইউরিনারী ফিস্টুলা
(যেমন : )
১৩. পুরুষ বন্ধ্যাত্ব ( )
১৪. যৌনরোগ সমূহ (পুরুষ ও মহিলা)
১৫. মাইক্রোসার্জারী :
(a)
(b)
১৬. (ছিদ্র করে কিডনির পাথর অপারেশন),
১৭. লেজারের সাহায্যে পাথর ও প্রস্টেট এর চিকিৎসা,

১৮. মেয়েদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১৯. মুত্রনালীর রোগসমূহ ( )
২০. যে কোন বয়সের প্রসাবের ইনফেকশন ( )
২১. পেনাইল ইমপ্লান্টস (Pe**le Implants) : পেনাইল প্রস্থেসিস স্থাপনের মাধ্যমে যৌন ক্ষমতা ফিরে পাওয়া।

ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ এইচ আর হারুন এর কাছে আপনার যেকোন ইউরোলজিক্যাল সমস্যায় স্বাস্থ্য পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন

চেম্বার - সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাড়ী # ২, সড়ক # ৫, গ্রীণ রোড, #ধানমন্ডি, ঢাকা-১২০৫।
মোবাইল : ০১৩২১২১৩৯৬৩, ০১৩২১২১৩৯৬৩
হটলাইন : ১০৬২৭
সিরিয়ালের জন্য অনুগ্রহ পূর্বক সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করুন)
ঢাকার বাহিরের চেম্বার (প্রতি পরিবর্তিত বৃহস্পতিবার):
#প্রাইম_হাসপাতাল_ও_ডায়াগনস্টিক_সেন্টার, চৌদ্দগ্রাম বাজার, কুমিল্লা। মোবা: ০১৭৪২-১৯৩১৯৩
#স্টারলাইন_স্পেশালাইজড_হাসপাতাল_ফেনী।
হটলাইন: ০৯৬১১ ১৭৭ ১৭৭
#ল্যাবএইড_ডায়ানগস্টিক_লিমিটেড_কুমিল্লা। মোবা: ০১৭৬৬৬৬১১৩৩
#ল্যাবএইড_ডায়ানগস্টিক_লিমিটেড_নোয়াখালী।মোবা:০১৭৬৬৬৬১৬০০

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
: 01717472264 Saifullah Al Mamun (PS)
নিচে কিছু টেলিভিশন প্রোগ্রামের লিংক দেওয়া হলোঃ আশা করি অনেকের উপকারে আসবে, ইনশাল্লাহ।
মূত্রনালীর সমস্যা | Doctor's On Call | 09 April 2023 | Jamuna TV
https://youtu.be/C_AImFXLjGc
অন্ডকোষের রোগ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | 4 September 2021 | Channel 24
https://youtu.be/PMTVTgv2hjU
কিডনি রোগ নিয়েও সুস্থ থাকা যায় | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://www.youtube.com/watch?v=aayV0zxEEOk&t=1409s
কিডনি ক্যান্সার: উপসর্গ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://youtu.be/Y0ecVgPLsvI
মনের খবর টিভি,, যৌনরোগ কতরকম?
http://surl.li/awssx
স্থুলতা সংক্রান্ত মূত্রনালির জটিলতা
https://www.facebook.com/harunurology/videos/882024280592365/?__tn__=%2CO-R
লজ্জা বা অবহেলা যেন না হয় ক্ষতির কারণ
https://www.facebook.com/harunurology/videos/315527527971938/?__tn__=%2CO-R
পুরুষ বন্ধ্যাত্ব ও পারিবারিক সচেতনতা
https://www.facebook.com/harunurology/videos/192036293965146/?__tn__=%2CO-R
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=zOkqeTcqO8U&t=95s
মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=pPEDXRmYAg4
করোনা এবং করণীয় । মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) ATN Bangla Program
https://www.youtube.com/watch?v=HYK6fFTJF_Q
করোনায় কিডনি রোগীর চিকিৎসা | ডাক্তার আছেন আপনার পাশে | NTV
https://youtu.be/DjO5VD0j0yA
ইউরোলজি_সমস্যা_ও_সচেতনতা | স্বাস্থ্য প্রহর EP 170 | SATV
https://youtu.be/WIq3_n5af6A
বাংলাদেশ অনকোলজি ক্লাব - মার্চ, ১২, ২০২০
https://www.youtube.com/watch?v=lWnMAoF4vdI

আগামী  ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় দেখা হবে ইনশাআল্লাহ।Star Line Specialised Hospital, Feni going to open...
05/12/2025

আগামী ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় দেখা হবে ইনশাআল্লাহ।

Star Line Specialised Hospital, Feni going to open soon.

An unbelievable specialised multidisciplinary 145 bedded hospial established at Feni near to Dhaka- Chittagong Highway. At this accident prone location this is an excellent healthcare centre committeed to provide critical service from any nature of trauma to cancer.

I am truly surprised to see their courage,confidence n taste of investment, NICU with dedicated ventilators,blood- gas analyzer, dialysis machine in ICU, modular OT, Molecular Lab with in- house consultants(24/7) and what not!

It's nodoubt a pride for the people of this region.

I sincerely appreciate the unique effort of Star Line Group for such holistic endeavour beside Highway where trauma cases can aspect Life- Saving care.

Thank you for warm hospitality during my visit. I hope to see patients twice a month from 11th Dec. 2025 inshallah.

Heartiest congratulations.

আন্নেরা হগলে দোয়া করিয়েন।

আগামী ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় দেখা হবে ইনশাআল্লাহ।

শ্বশুরকে নিয়ে  স্মৃতিচারণ (দুই)  ২৫ই মার্চে তিনি ঢাকায় এয়ারফোর্সে রিক্রুটিং মেডিক্যাল অফিসার হিসাবে  কর্মরত ছিলেন। অফিস ...
27/11/2025

শ্বশুরকে নিয়ে স্মৃতিচারণ (দুই)

২৫ই মার্চে তিনি ঢাকায় এয়ারফোর্সে রিক্রুটিং মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অফিস ছিল আজিমপুরে এখনকার জায়গাতেই আর বাসা ড্রাম ফ্যাক্টরির পিছনে। কারফিউ তুলে নিলে ২৮ তারিখে সবকিছু রেখে নিজে গাড়ি চালিয়ে স্বপরিবারে নারাযণগঞ্জ গিয়ে বাধাপ্রাপ্ত হলে জিনজিরার দিকে চলে যান। সাথে আর একটি গাড়িতে চুনুকাকাসহ পরিবারের অন্যরা। নদীর তীরে সবাইকে রেখে ঢাকায় ফেরেন। সেখান থেকে নৌকাযোগে ও পায়ে হেঁটে বাকিরা গ্রামের বাড়ি ষাটনল( মতলব) পৌঁছান।

এদিকে বাবা ছুটির জন্য আবেদন করেন। তাঁর বস এস এম ও ছিলেন পাকিস্তান এয়ারফোর্স - এর একজন খ্রীষ্টিয়ান ডাক্তার। দুই মাসের ছুটি মঞ্জুর হলে তিনি এপ্রিল মাসের ৭/৮ তারিখে গ্রামের বাড়ি চলে যান। যাবার সময় তাঁর বস বলেন-

" আমি জানি তুমি কোথায় যাবে- শুভকামনা! "

বাড়িতে পৌঁছালে ক'দিন পর চিঠি আসে, ছুটি বাতিল এবং লাহোরে পোষ্টিং। এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পায়ে হেটে ছয় দিনে আগরতলা গিয়ে পৌঁছালে সেখানে মেজর জিয়াউর রহমান ( শহীদ রাষ্ট্রপতি) এর সহিত সাক্ষাৎ হয়। তিনি বাবাকে সাথে নিয়ে জীপে বিলনীয়ায় যান।

এর ক'দিন পরই মরহুম জেনারেল ওসমানী সাহেবের নির্দেশে কলকাতায় ৮ নং থিয়েটর রোডের বাসায় উঠে যোগদেন প্রবাশী বাংলাদেশ সরকারের কর্মযগ্যে । সেই বাসার দোতালায় থাকতেন সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদ সাহেব। নিচের তলায় থাকতেন বাবা ও জেনারেল এম এ জি ওসমানী। এখানে তাঁকে ডি জি এম এস - এর দায়িত্ব দেওয়া হয়।

পুরু সময় কলকাতায়ই ছিলেন। দেশে ফিরার আগেই তিনি এ এম সি-র কমান্ড স্ট্রাকচার ড্রাফ্ট করে আনেন। চার জন এ ডি এম এস সহ তিনজন ডি এম এস ( আর্মি, এয়ারফোর্স ও নেভী)। সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সাহেবের সাথে একই হেলিকপ্টারে করে ঢাকায় আসেন( ছবিতে পেছনের সারিতে ডান থেকে তৃতীয়)।

দেশে ফিরে এসে দেখেন, ডাক্তার নাই। হাসপাতালে যন্ত্রপাতি যা ছিল, কোন ভাবে একটি অপারেশন করা যেতো। প্রচুর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তান থেকে ডাক্তাররা ফেরত আসার আগ পর্যন্ত সি জি এইচ এর ডা: কবির, ডা: আজিজ, ডা: সুলতানা ও অর্থোপেডিক সার্জন প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সহ আরও অনেকে সিএমএইচএ কাজ করতেন।

ডি জি ' র জন্য ফরমাল কোন অফিস ছিল না। প্রথমে কেন্টবাজারের ৭ নং রোডের দুইটি এবান্ডেন্ট বাড়িতে অফিস ছিল। আর্মি হেডকোয়ার্টারে বসাবার জন্য অনেকেরই চাপ ছিল কিন্তু তিনি অনড় ছিলেন। পরে মিনিস্ট্রি অব ডিফেন্স-এর অধীনে পৃথক অফিস নির্মাণ করা হয় আজকের অবস্হানে।

ঢাকায় একটি গ্রুপ চাইছিলেন না, পাকিস্তান থেকে ফেরত আসা ডাক্তারদের চাকুরীতে রাখা হোক। কিন্তু ডি জি এম এস বঙ্গবন্ধুকে বুঝিয়ে বলেন ফেরত আসা সব ভালো ডাক্তারদের চাকুরীতে রাখা প্রয়োজন (তাঁদের অনেকেই ডি জি এম এস এর সিনিয়র) । বঙ্গবন্ধু এ'কথা শুনে অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকেন। তিনি তৎক্ষনাৎ মিলিটারী সেক্রেটারিকে ডেকে আদেশ দেন যে আজ থেকে এ এম সি-র সকল সিদ্ধান্ত ডি জি এম এস নিবে।

ডি জি এম এস তখনও ব্রিগেডিয়ার। এ দিকে এ আর খান, নবাব আলী ও সিরাজ জিন্নাত স্যাররা কর্নেল।সম্ভবত এতে এম আর খান স্যারও ছিলেন। বাবা বঙ্গবন্ধুকে বুঝিয়ে সফল হোন যে, তাঁরা সকলে উঁচ্চু মানের ডাক্তার এবং পদোন্নতি পাওয়ার যোগ্য। তিনি এতে সম্মতি দিলে বাবা তাঁদের প্রমোশন ফাইল সাইন করাতে যান। তখন মরহুম জেনারেল শওকত এটা করতে বাবাকে বারণ করেছিলেন। যেহেতু তাঁরা সিনিয়র আপনার অসুবিধা হবে। তিনি সাফ জানিয়ে দেন, আমি আপনার এই নীতিতে বিশ্বাস করি না। তাঁরা সবাই ব্রিগেডিযার হয়ে যান এবং ডি জি এম এস ও কিছু দিন পর মেজর জেনারেল পদোন্নতি পান।

দেশপ্রেম, সততা,নীতি বোধ ও কর্মনিষ্ঠা ধীরে ধীরে তাঁকে গড়ে তুলেছিলেন একজন কিংবদন্তী প্রশাসক হিসেবে।
(চলবে)

Hello everybody. GOOD morning from DOHS Mirpur. Dhaka
25/11/2025

Hello everybody.
GOOD morning from DOHS Mirpur. Dhaka

শ্বশুরকে নিয়ে স্মৃতিচারণ- (এক) আর ক'দিন বাদেই ২১শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর মরহুম মেজর জেন...
22/11/2025

শ্বশুরকে নিয়ে স্মৃতিচারণ- (এক)
আর ক'দিন বাদেই ২১শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর মরহুম মেজর জেনারেল এম শামসুল হক সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকী।

আজ ১০ ই নভেম্বর, এখন ঘড়িতে সন্ধ্যে ৬ টা বাংলাদেশ সময় । আমি স্বস্ত্রীক ওমান এয়ারে চড়ে ৪৭ তম আরব ইউরোলজি এসোসিয়েশন এর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মাসকাটের পথে। বিমান ভ্রমণের সময় কেন জানি প্রয়াত প্রিয়জনদের কথাই বেশি মনে পড়ে।

১৯৮০- তে সেনাবাহিনীতে আমার কমিশন। আর ১৯৮৪- তে আমি তাঁর সান্নিধ্যে আসি বড় জামাতা হিসেবে। প্রায় তিন দশকেরও অধিক সময় খাবার টেবিল থেকে অফিসে, ঘর থেকে রাজনীতির মা্ঠে, নানা ভাবে, অনেক রূপে দেখার বিরল সুযোগ হয়েছে আমার। তাই এখন আকাশে উড়তে উড়তে আমার বড় ইচ্ছে হচ্ছে তাঁর বর্ণাঢ্য জীবনের সামান্য স্মৃতিচারণ করি।

মাফ করবেন। আমি কোন লেখক নই। তবে লিখতে যে ইচ্ছা করে না তা নয়। লিখলে ভালো লাগে, মনটাও হালকা হয়। তবে খানিকটা ভয়ও করে সুলেখক বন্ধুদের। তারা আবার মনে করতে পারে ' শালারা ডান্ডা ছেড়ে কলম ধরেছে কেন'। মাঝে মাঝে ভাবি, যদি এমন হতো আমি যা চিন্তা করি তা- ই কোথাও লেখা হয়ে যাচ্ছে কোন কম্পিউটারে! কি না দারুণ হতো! হয়তো "এআই" একদিন করে দেখাবে। । আর আমি সেই প্রতিক্ষায় আছি।

সে যাগ্গে-

এবার শ্বশুরের কথায় আসি।
তাঁকে পিতা, স্বামী- শশুর, দাদা- নানা, সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, এম পি-মন্ত্রী, দেশে- বিদেশে কতো অবস্থায় না দেখেছি। সকল অবস্থানেই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, অমায়িক, সাদা মনের , অতি সাদামাটা, সাধারণ জীবন যাপনে অভ্যস্ত একজন মানুষ। তাঁর সৌন্দর্য্য ছিল অবিশ্বাস্য রকমের মানবিকতা ও সরলতা।

প্রচন্ড রকমের আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জেনারেল হক। আমাদের অনেক জ্যৈষ্ঠ জেনারেলদের মাঝেও সেই মানসিকতা, আম্তসম্মান বোধ, শ্রদ্ধাচার, প্রজ্ঞা, সাহস, নৈতিকতা বোধ আজ নজরে পড়ে না।

উর্দী পরা জামাই বলে কাছে ডেকে অনেক গল্পই করতেন পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরির, মুক্তিযুদ্ধের সময়কার ও পরে, রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবনের।

পাকিস্তানে সিনিয়রদের কাছে খুব প্রিয় ছিলেন কার্ড/ ব্রিজ খেলার জন্য।
তখন ডাক্তারের ( এস এম ও) জন্য একটি বাড়ি এয়ারমার্ক করা থাকতো সেনানিবাসে। স্টেশন কমান্ডার বাড়িটি তাঁকে না দিয়ে অন্য একজন নন- ডাক্তার অফিসারের নামে বরাদ্দ দিলে তিনি এর প্রতিবাদ জানান।
কমান্ডার অফিসে তাঁকে ডেকে বলেন " Do you know i can send you home' তখন তিনি জবাবে বলেন ' I shall remain ever grateful sir if you kindly do this favour' । কমান্ডার সাহেব তখন তাঁকে খুব যত্ন করে কাছে বসিয়ে কফি দিয়ে আপ্যায়ণ করেন। কিছুদিন সময় নিয়ে বাড়িটি খালি করে তাঁর নামেই বরাদ্দ দেন।

একবার বাবা - মা পাকিস্তানে পাশের বাসায় বেড়াতে গিয়েছিলেন বাচ্চাদের নিয়ে। সেই বাসার আংকেল - আন্টি ওনার মেয়েদের উর্দু বলা শুনে প্রসংশা করে বলেন " আপ কিতনে খোস কিসমত হ্যায়। আপকি বেটিয়া বহুত আচ্ছি উর্দু বলতি হ্যায়"। আমার শ্বশুর রেগে গিয়ে বলেন " ইয়ে মেরি বদ কিসমতি, I want my children should learn good Bengali"

নীতির সাথে কখনও আপোষ করতেন না। একবার মন্ত্রী সভায় মহামান্য রাষ্ট্রপতি লে: জে: হুসাইন মোহাম্মদ এরশাদ এর সামনে তদানিন্তন শিক্ষা মন্তী ডাক্তারদের ব্যবহার নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করায় তিনি জবাবে বলেন আপনি তো ইন্টারমিডিয়েটেই মাস্তান বানিয়ে পাঠান। আর আমি পাঁচ বছরে কতটুকু ব্যবহার শিক্ষা দিব? মহামান্য তাঁর কথায় সায় দেন। উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। কাকে কোন কথা কিভাবে সাহসের সাথে বলতে হবে এতে ছিলেন পারদর্শী।

১৯৭১- এ কলকাতা থাকা অবস্হাই ডি জি এম এস। একটানা প্রায় ১৯ বছর গাড়িতে ফ্ল্যাগ হাঁকিয়েছেন ছুটেছেন, দেশ থেকে দেশান্তরে। কিন্তু উনার মন মানসিকতার কোন পরিবর্তন দেখিনি।
( চলবে)

বিনম্র শ্রদ্ধা : শ্রদ্ধেয় নেফ্রোলজিষ্ট প্রফেসর মতিউর রহমান স্যার আর নেই!ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন। প্রায় পাঁ...
17/11/2025

বিনম্র শ্রদ্ধা :

শ্রদ্ধেয় নেফ্রোলজিষ্ট প্রফেসর মতিউর রহমান স্যার আর নেই!
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

প্রায় পাঁচ দশক তাঁর সাথে আমার পরিচয় সেই মেডিকেল ছাত্র অবস্থা থেকেই। তবে বেশি সান্নিধ্যে আসি মরহুম মেজর জেনারেল কে এম সিরাজ জিন্নাত সাহেবের সাথে কাজ করার বদৌলতে।

একজন নিরেট অমায়িক ভদ্রলোক বললে তিনি অদ্বিতীয় নি:সন্দেহে। তাঁর চলন - বলন, আচার-আচরণ,পোশাক-
- আশাক সব সময়ই ছিল পশ্চিমা ধাঁচের যা অত্যন্ত আকর্ষনীয়। শিক্ষক হিসাবে তাঁর উপস্থাপনাও ছিল বিরল।

আমি যখন ১৯৯২ সালে বিলাতে পড়তে যাই স্যার ছিলেন তিন রেফ্রির মাঝে একজন। বাকিরা ছিলেন যথাক্রমে সিরাজ জিন্নাত স্যার ও রুহুল হক স্যার। তিনি রেফারেন্স লেটারে সই করেই আমাকে বললেন, আপনি হিথরো বিমানবন্দরে নেমেই শিখতে থাকবেন। আমি ব্যপারটা অতো বুঝতে পারিনি তবে মনে রেখেছিলাম।

১৯৯৬ সালে প্রথম নেফ্রন স্পেয়ারিং সার্জারির পোষ্টার প্রকাশ করি সোনারগাঁও হোটেলে একটা সেমিনারে। তিনি আমাকে জড়িয়ে ধরে বলেন আপনি আজ আমার মনের কথা বললেন। আমি কোন সার্জনকেই বুঝাতে পারলাম না যে সব টিউমারেই কিডনি ফেলতে হয় না। আপনাকে অভিনন্দন। সেই অনুভূতি কখনোই ভুলবার মতো নয়।

আরেকবার আমি ঢাকা সি এম এইচএর ইউরোলজি বিভাগে কর্মরত। সম্ভবত কর্নেল ছিলাম। হঠাৎ স্যারের প্রবেশ আমার রুমে । আমিতো অবাক! কি এমন যে স্যার অফিসে! স্যার অত্যন্ত বিনয়ের সাথে আমার হাতে একখানা নিমন্ত্রণ পত্র তুলে দিয়ে বললেন, হারুন আপনি সপরিবারে আমার ছেলে (কিংবা মেয়ের) বিয়েতে দোয়া করতে আসবেন। আমি স্যারের দু' হাত ধরে বললাম, আপনি আমাকে এতো পর মনে করেন! কাউকে দিয়ে পাঠিয়ে দিলেও চলতো। আরে না তা কি হয়। আমি আজও শ্রদ্ধাভরে স্মরণ করি সেই ঘটনা। সবসময়ই আপনি করে সম্বোধন করতেন। অনেক অনুরোধ করেও কাজ হয়নি।

আমি গত প্রায় ১০ বছর অবসরে এসে গ্রামে- গঞ্জে ঘুরে বেড়াই। অনেক সাধারণ রুগীরাই এসে বলে ডাক্তার সাহেব আমার কিডনি টা কি ভালো আছে? তখনই আমার স্যারের কথা মনে পড়ে। মতিউর রহমান স্যারই এদেশের মানুষকে কিডনির সাথে পরিচয় করিয়ে দিয়ে গেছেন। এই অবিভাবকত্যের দাবিদার একমাত্র তিনিই। সিরাজ জিন্নাত স্যারও একথা বলতেন।

আজ পরম শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাঁর শোকসন্তপ্ত পরিবারকে হেফাজত করুন।
আমিন।

Attending 22nd AAU conf in Muscat, Oman.Organised by:Arab Association of Urology Congress Secretariat,MCI Middle East LL...
14/11/2025

Attending 22nd AAU conf in Muscat, Oman.

Organised by:
Arab Association of Urology Congress Secretariat,
MCI Middle East LLC

We are at Lake District of North West England.
02/11/2025

We are at Lake District of North West England.

27/10/2025

Address

House # 2, Road # 5, Green Road, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 12:00 - 16:00
Tuesday 12:00 - 04:00
Wednesday 12:00 - 04:00
Thursday 12:00 - 04:00
Saturday 12:00 - 16:00
Sunday 12:00 - 04:00

Telephone

+8801717472264

Alerts

Be the first to know and let us send you an email when Maj Gen Professor HR Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maj Gen Professor HR Harun:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Consultant Urological Surgeon

Maj Gen Prof (Dr) HR Harun (Retd.)

born 21st of January 1955, Chauddagram, Comilla.

Education

He earned his MBBS degree from Dhaka Medical College in 1979 (K-31). He obtained a Fellowship in General Surgery (FCPS) from Bangladesh College of Physicians & Surgeons in 1988. Between 1992 and 1994, he was trained in Urology at the Institute of Urology & Nephrology, University College London under the WHO Fellowship Programme. During this time, he surpassed a double fellowship FRCS (Glasg.) from the Royal College of Surgeons & Physicians of Glasgow and FRCS (Edin.) from the Royal College of Surgeons of Edinburgh in 1993. In 1994, he obtained a Diploma in Urology from the University College London, UK. He has also received Post-Fellowship training in Urology from Austria, Switzerland, Germany & India.