Alifiya.com.bd

Alifiya.com.bd Alifia.com.bd is committed to delivering quality products to you at affordable prices and in the sho

✦ আলিফিয়া – আপনার বুদ্ধিমান জীবনসঙ্গী ✦চাই হজ/উমরাহ প্যাকেজ? ✈️ভিসা বা পাসপোর্ট প্রসেসিং? 🛂অনুবাদ ও কন্টেন্ট তৈরির কাজ?...
15/04/2025

✦ আলিফিয়া – আপনার বুদ্ধিমান জীবনসঙ্গী ✦
চাই হজ/উমরাহ প্যাকেজ? ✈️
ভিসা বা পাসপোর্ট প্রসেসিং? 🛂
অনুবাদ ও কন্টেন্ট তৈরির কাজ? ✍️
ডিজিটাল মার্কেটিং বা আইটি সাপোর্ট? 💻
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট? ‍⚕️
নাকি অনলাইন কোর্স বা গৃহশিক্ষক? 📚

সবই পাবেন এক প্ল্যাটফর্মে –
“Alifiya – চাহিদা আপনার, দায়িত্ব আমাদের!”

কেন Alifiya?
✅ বিশ্বস্ত এজেন্সি ও সেবা প্রদানকারীদের সরাসরি সংযোগ
✅ এআই টুলের মাধ্যমে দ্রুততম সেবা ও রেসপন্স
✅ সব কিছুই স্বচ্ছভাবে, স্বল্প খরচে, নিশ্চিন্তে
✅ ঘরে বসেই বিশ্বের যেকোনো সেবা

---💡 স্মার্ট সমাধান
Alifiya – Trusted. Smart. Yours.

---খুব শীঘ্রই আসছে –
আপনার শহরে, আপনার ভাষায়, আরও সহজে Alifiya!
চোখ রাখুন আমাদের আপডেটের জন্য!

---যোগাযোগ করুন আজই:
🌐 Website: www.alifiya.ai
📩 Email: hello@alifiya.ai
📱 WhatsApp: +8801739630866

ইদুর মুখো ফুল!
24/08/2021

ইদুর মুখো ফুল!

অনলাইনে শিক্ষা উপকরন, শিক্ষা সহায়ক সামগ্রী সরবরাহ প্রসঙ্গে!সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা...
23/08/2021

অনলাইনে শিক্ষা উপকরন,
শিক্ষা সহায়ক সামগ্রী সরবরাহ প্রসঙ্গে!

সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে আলিফিয়া.কম.বিডি সকল প্রি-প্রাইমারি ও স্লিপ প্রকল্পের মালামাল অনলাইনে অর্ডার গ্রহন করে দ্রুত সময়ের মধ্যে সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ঢাকায় হোম ডেলিভারি ও ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ।

📷 অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন:
01911380340 ,01739630866
📷 সরাসরি নয়াবাজার,
ঢাকা এসে নেওয়ার অনুরোধ করছি।
আলিফিয়া.কম.বিডি,
১৪, সৈয়দ হাসান আলী লেন,
নয়াবাজার,ঢাকা।
📷 সুন্দরবন অথবা এস.এ পরিবহন কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো যাবে।
পার্সনাল বিকাশ- 018 38 37 00 87

13/11/2020
অপূর্ব কাঞ্চনজঙ্ঘার কয়েকটি ছবিসবুজ মাঠে আলপথ ধরে লাঙল-জোয়াল কাঁধে হেঁটে যাচ্ছেন একজন কৃষক। তাঁকে ছাপিয়ে সামনে দেখা যাচ্...
03/11/2020

অপূর্ব কাঞ্চনজঙ্ঘার কয়েকটি ছবি

সবুজ মাঠে আলপথ ধরে লাঙল-জোয়াল কাঁধে হেঁটে যাচ্ছেন একজন কৃষক। তাঁকে ছাপিয়ে সামনে দেখা যাচ্ছে ভোরের আলোয় সোনালি কাঞ্চনজঙ্ঘার চূড়া।

হিমালয় পর্বতমালার কোনো কোনো চূড়া উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে দেখা যায়, এটি পুরোনো কথা। কিন্তু উষালগ্নে কৃষকের হেঁটে যাওয়ার সেই ছবি ভাবনার খোরাক জোগায়, চোখকে স্বস্তি দেয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে গল্পের মতো সেই ছবির আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ।

সাবাহ ক্যামেরা হাতে প্রকৃতি, পাখি ও বন্য প্রাণীর ছবি তোলেন। একটি মাছরাঙার ছবি ফেসবুকে তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। অনেকের দৃষ্টিকাড়া সে ছবিটি ছিল এমন—খুঁটির মাথায় জুড়ে দেওয়া ছোট এক ফালি কাঠে তিন শব্দের সতর্কীকরণ নির্দেশনা, ‘মাছ ধরা নিষেধ’। এমন কড়া নির্দেশনার ওপরই ঠোঁটে মাছ নিয়ে দাঁড়িয়ে মাছরাঙাটি।

তার আয়েশি ভাবটা যেন এমন, এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা সে করে না! বিরল মুহূর্তের ছবিটি টানা সাত মাসের চেষ্টায় তুলেছিলেন সাবাহ। পঞ্চগড়ের বোদা উপজেলার ৩০ বছর বয়সী এই তরুণ ছবি তোলা ছাড়াও নিজ এলাকায় প্রাণী সংরক্ষণে মানুষকে সচেতন করেন। তাঁর জীবনের গল্প শুনে মনে হয়, তিনি আপাদমস্তক ছবির মানুষ, ছবির কবি।

কবিতার মতোই ছবিগুলোর পেছনে থাকে অনবদ্য একেকটি গল্প।

সেই গল্পের খোঁজে প্রায়ই ক্যামেরা কাঁধে তেঁতুলিয়ার নিভৃত গ্রামে ছুটে যান হিমালয় পর্বতমালার অপরূপ ছবি তুলতে।

তাঁর তোলা কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি নার্শিং পর্বত, সিনিওলচু পর্বতের ছবিও তিনি তুলেছেন।

এ বছরও বেশ কয়েকবার ছবি তুলতে গেছেন সাবাহ। ক্যামেরায় ধারণ করেছেন কাঞ্চনজঙ্ঘার দারুণ কিছু মুহূর্ত।

ছবি: আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ
নিউ সূত্র:প্রথম আলো।

বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে এই বছ...
01/11/2020

বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা,

উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে এই বছর বেশ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এসব জেলায় ভিড় করছেন।

ফেসবুকেও অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ছবি পোস্ট করছেন।পঞ্চগড়ের বাসিন্দা জবল ই রহমত বিবিসি বাংলাকে বলছিলেন, ''প্রতি বছরই এই সময়ে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এই বছরের মতো এতো পরিষ্কারভাবে অনেক বছর দেখা যায়নি।'

'তিনি জানান, জেলার সব প্রায় সব জায়গা থেকেই শুভ্র সাদা বরফে আচ্ছাদিত পর্বতমালাটি দেখা যাচ্ছে। এমনকি কোন কোন স্থান থেকে পর্বতমালার নীচের কয়েকটি শহরের ঘরবাড়ি, আলো, গাড়ি চলাচলও দেখা যাচ্ছে।কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাটি ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত।

এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলছেন, ''বছরের এই সময়ে বৃষ্টি হওয়ায় আর বাতাসে ধুলা, মেঘ-কুয়াশা মুক্ত থাকায় অনেক দূরের কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।

অন্য বছরেও এই সময়ে এখান থেকে এই পর্বত দেখা যায়। তবে এই বছরে আবহাওয়া বেশি পরিষ্কার থাকার কারণে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে।''বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা।

নিউজ সূত্র:বিবিসি

জেনে নেই বয়স অনুযায়ী শিশুর ওজন এবংউচ্চতা।
10/10/2020

জেনে নেই
বয়স অনুযায়ী শিশুর
ওজন এবং
উচ্চতা।

পাহাড়ের অনগ্রসর অংশে সেতু খুলে দেবে সম্ভাবনার দুয়ার।
01/10/2020

পাহাড়ের অনগ্রসর অংশে সেতু
খুলে দেবে সম্ভাবনার দুয়ার।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Alifiya.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alifiya.com.bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram