22/11/2025
চুল পড়া কমাতে Minoxidil—কিভাবে কাজ করে? Explained by DR. SIFAT SABA - Aesthetic Dermatologist
চুল পড়ার জন্য Minoxidil ব্যবহার করছেন, কিন্তু উল্টো চুল আরও বেশি ঝরছে?
চিন্তা করবেন না—এটাই Minoxidil-এর normal shedding phase, এবং এটি দেখায় যে ট্রিটমেন্ট কাজ শুরু করেছে!
এই Video তে ড. সিফাত সাবা ব্যাখ্যা করেছেন—
Minoxidil দুর্বল hair follicle গুলোকে আগে থেকেই shed করায়, যাতে নতুন, শক্তিশালী চুল দ্রুত গজাতে পারে। এ কারণে প্রথম ২–৬ সপ্তাহ একটু বেশি hair fall দেখা যায়।
- এরপর ধীরে ধীরে hair cycle রিসেট হয়
- ২–৩ মাস পরে নতুন baby hair দেখা যায়
- নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে long-term hair regrowth পাওয়া যায়
তবে Minoxidil কখনোই হঠাৎ বন্ধ করা যাবে না।
বন্ধ করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে reduce করতে হবে—তা না হলে hair fall আবার বেড়ে যেতে পারে।
চুল পড়া কমাতে Minoxidil সঠিকভাবে ব্যবহার করা জরুরি—
আর সঠিক গাইডলাইন পেতে অবশ্যই dermatologist-এর পরামর্শ নিন।
Visit PHC Aesthetic & Derma Care for expert consultation.
📞 Appointment: 01841800405 | 01795744673