20/11/2025
প্রশ্ন সহবাসের পরে কি কোন দোয়া পড়তে হয়?
সহবাসের পরে নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে এই সময়ে সন্তান লাভের জন্য আল্লাহকে ধন্যবাদ জানানো এবং আরও ভালো সন্তানের জন্য দোয়া করা যেতে পারে। সহবাসের আগে “বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ্-শাইত্বনা ওয়া জান্নিবিশ্-শাইত্বনা মা রযাকতানা” (আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবে তাকে শয়তান থেকে দূরে রাখো) দোয়াটি পড়া সুন্নাত।
সহবাসের আগে: “বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ্-শাইত্বনা ওয়া জান্নিবিশ্-শাইত্বনা মা রযাকতানা” (আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবে তাকে শয়তান থেকে দূরে রাখো) দোয়াটি পড়া সুন্নাত।
সহবাসের পর: নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে নিজের মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। যেমন, আল্লাহ যেন আপনাকে নেককার সন্তান দান করেন এবং পরিবারে বরকত দেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
কোনো নির্দিষ্ট দোয়া বা নির্দিষ্ট পদ্ধতিতে দোয়া করা যদি হাদিস বা সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত না হয়, তাহলে তা বিদআত হিসেবে গণ্য হতে পারে।
স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করা উচিত নয়।
AI responses may include mistakes. Learn more
স্বামী-স্ত্রী সহবাসের পূর্বের দুআ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন
Oct 25, 2023 — হ্যাঁ, কেউ যদি সহবাসের পর সন্তান লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর কাছে নিজের মত করে দুআ করে ও আল্লাহর কাছে সন্তান চায় তাহলে তাতে কোনও আপত্তি নাই। তবে নির্দিষ্ট কোনও দুআ নির্দিষ্ট পদ্ধতিতে পড়া যাবে না। অন্যথায় তা বিদআত হিসেবে গণ্য হবে।...
Facebook ·
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল অফিসিয়াল
স্ত্রী সহবাস (স্ত্রী মিলোন)সম্পর্কে ২৬টি অতি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর ...
May 7, 2025 — সহবাসের দোয়া কখন পড়তে হয়? স্ত্রী সহবাসের আগে এই দুআ পাঠ করতে হয় سْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا বাংরা উচ্চারণঃ- বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ্-শাইত্বনা ওয়া জান্নিবিশ্-শাইত্বনা মা র...
Facebook
স্ত্রী-সহবাসের পূর্বে দুআ | সহীহ দুআ ও যিক্র
শেয়ার লিঙ্ক উচ্চারণঃ বিসমিল্লা-হ, আল্লা-হুম্মা জান্নিবনাশ শাইত্বানা অজান্নিবিশ শায়ত্বনা মা রাযাকতানা। অর্থঃ আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। হে আল্লাহ! তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে (সন্তান) দান করবে তার থেকেও শয়তানকে দুরে রাখ।
Hadithbd
স্ত্রী সহবাসের দোয়া - Jagonews24
Oct 6, 2015 — স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা। এমএমএস/পিআর/এএসএম. বিজ্ঞাপন. সর্বশেষ - ধর্ম.
Jagonews24
গর্ভবতী মায়ের নেক সন্তান লাভের ১০ টি আমল ও দোয়াঃ ========================================= প্রকৃতপক্ষে গর্ভাবস্থার জন্য কোরআন-সু্ন্নাহ বর্ণিত কোনো নির্দিষ্ট আমল বা দোয়া নেই। বরং একজন স্ত্রী তাঁর স্বামী কর্তৃক গর্ভবতী হওয়াটাই একটি স্বতন্ত্র এবং এতটাই ফজিলতপূর্ণ আমল যে, রাসূলুল্লাহ ﷺ বিখ্যাত মহিলা সাহাবি সালামা রাযি.কে বলেছেন— أَفَمَا تَرْضَى إِحْدَاكُنَّ أَنَّهَا إِذَا كَانَتْ حَامِلًا مِنْ زَوْجِهَا ، وَهُوَ عَنْهَا رَاضٍ أَنَّ لَهَا مِثْلَ أَجْرِ الصَّائِمِ الْقَائِمِ فِي سَبِيلِ اللَّهِ ، فَإِذَا أَصَابَهَا الطَّلْقُ لَمْ
Jun 24, 2019 — আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাঁকে নেক পুত্র সন্তান দান করলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি এই- رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ 'হে আমার পরও...
Facebook