25/01/2021
কোভিড -১৯ ভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রতিনিয়তই এবং আমরা সবাই কম বেশি আক্রান্ত। হয়ত নিজের অজান্তেই আপনিও এই ভাইরাস নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে চলাফেরা করছেন এবং তাদেরকে আক্রান্ত করছেন। লকডাউনে সকলের নিরাপত্তার কথা ভেবেই আপনি মেডিপথের মাধ্যমে ঘরে বসেই টেষ্ট করতে পারবেন এবং ঘরে বসেই মেডিসিন ডেলিভারি পাবেন।
পাশাপাশি প্যাথলজিক্যাল অন্যান্য যেকোন পরীক্ষার হোম কালেকশন সার্ভিস দিতে সর্বদা প্রস্তুত আছে আমাদের দক্ষ ও প্রশিক্ষিত টিম।যেকোন স্বাস্থ্য সমস্যায় দ্রুত সেবা পেতে হলে কল করুন 01321663066, 01321663166 এই নাম্বারে অথবা ফেইসবুক পেইজে মেসেজ করুন। আপনার সমস্যা জানান আমরা আছি আপনার পাশে।
সুখে অসুখে পাশে আছে মেডিপাথ।