03/11/2025
আলহামদুলিল্লাহ!
সফল IUI ❤
বহুদিনের অপেক্ষা, countless প্রার্থনা, আর অবশেষে সেই মুহূর্ত। ছোট্ট শিশুর আলোতে আলোকিত তাদের ঘর।
অনেক চেষ্টা করেও সন্তান আসছিল না তাদের জীবনে।
সব রিপোর্ট স্বাভাবিক, ডাক্তার বললেন, “Unexplained Infertility”।
অর্থাৎ,
যখন এক দম্পতি নিয়মিতভাবে ১ বছর বা তার বেশি সময় ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেন,
কিন্তু সব রিপোর্ট (যেমন ডিম্বাণু, শুক্রাণু, টিউব, হরমোন ইত্যাদি) সম্পূর্ণ স্বাভাবিক আসে
তবুও গর্ভধারণ না হয়, তখন একে বলা হয় Unexplained Infertility।
কিন্তু হাল না ছেড়ে তারা আমার চেম্বারে আসেন তাদের সাথে পরামর্শের পরে শুরু করি IUI চিকিৎসা।
কিছুটা দুশ্চিন্তা, কিছুটা আশার মিশ্র অনুভূতি নিয়ে তারা পা রাখলেন নতুন এক যাত্রায়...
কিন্তু,তারা এতটাই আন্তরিক ছিলেন যে তাদের সাথে প্রতিটা স্টেপ বাই স্টেপ কাজ করা অনেক সহজ ছিল।
যার ফলস্বরূপ আজ তাদের মুখে ফুটে উঠেছে এক অমূল্য হাসি!
তারা এখন এক সন্তানের গর্বিত বাবা-মা।
তোমার জন্য সব সময় দোয়া করি। ভালো থেকো ছোট্ট সোনা। 🙂
বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান