Dr. Florida Rahman-IVF Specialist

Dr. Florida Rahman-IVF Specialist Dr. Florida Rahman Has More Than 20 Years of Experience in OBG, IVF, Lap & Hysteroscopy Surgery.
(2)

 ডায়াবেটিস শুধু একটি রোগ নয়- এটি একটি জীবনব্যাপী যত্নের নাম।সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ও সময়মতো টেস্ট—এ তিনটি বিষ...
14/11/2025



ডায়াবেটিস শুধু একটি রোগ নয়- এটি একটি জীবনব্যাপী যত্নের নাম।
সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ও সময়মতো টেস্ট—এ তিনটি বিষয়ই পারে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে।

যা আজই করতে পারেন:
▪ ব্লাড সুগার চেক করুন
▪ নিয়মিত ফলো-আপ করুন
▪ পরিবারকে বিষয়টি জানিয়ে সচেতন করুন
▪ স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, নিজের ও পরিবারের জন্য থাকুন নিরাপদ।
স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় শক্তি!

আলহামদুলিল্লাহ!৮ বছরের স্বপ্নপূরণ। ❤এক দম্পতি ৮ বছর ধরে গর্ভধারণের চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। এর মধ্যে দুইবার গর্ভপাত ...
12/11/2025

আলহামদুলিল্লাহ!
৮ বছরের স্বপ্নপূরণ। ❤

এক দম্পতি ৮ বছর ধরে গর্ভধারণের চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। এর মধ্যে দুইবার গর্ভপাত ও স্ত্রীর PCOS সমস্যার কারণে তাদের হতাশা আরও বেড়ে যায়।

অবশেষে, আশার আলো খুঁজে পেতে তারা আমার চেম্বারে আসেন। সব রিপোর্ট ও পরীক্ষা-নিরীক্ষা দেখে আমি তাদের জন্য একটি সুনির্দিষ্ট ট্রিটমেন্ট প্ল্যান শুরু করি।

তাদের সমস্ত রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, PCOS-এর কারণে তার ডিম্বাণু নিয়মিত পরিপক্ক হচ্ছিল না। তাই আমি তার জন্য OID (Ovulation Induction) চিকিৎসা শুরু করি, যা ডিম্বাণু উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে।
নিয়মিত ফলোআপ ও সঠিক চিকিৎসার মাধ্যমে অবশেষে OID এর মাধ্যমে তিনি গর্ভধারণ করতে সক্ষম হন।

আজ তিনি এক আনন্দিত ও আশাবাদী মা।
সবাই তাদের পরিবারের জন্য দোয়া করবেন।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-
ডাঃ ফ্লোরিডা রহমান

11/11/2025

“আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না- তিনি সময় নিয়ে দেন, কিন্তু দেন পরিপূর্ণভাবে।”

10/11/2025

অন্ডকোষের আল্ট্রাসাউন্ড কেন করা হয় 🤔

অন্ডকোষের আল্ট্রাসাউন্ড হলো একটি নিরাপদ, ব্যথামুক্ত ও নির্ভুল পরীক্ষা, যা অন্ডকোষ, এপিডিডাইমিস ও আশপাশের টিস্যুর গঠন ও কার্যকারিতা মূল্যায়নে সাহায্য করে।

অন্ডকোষে ব্যথা, ফোলা বা গিঁট অনুভব হলে, শুক্রাশয়ে আঘাত বা ইনফেকশন সন্দেহ হলে, বন্ধ্যাত্ব পরীক্ষার অংশ হিসেবে, ভ্যারিকোসিল বা হাইড্রোসিল আছে কিনা জানতে, টেস্টিসে টিউমার বা সিস্ট শনাক্ত করতে অন্ডকোষের আল্ট্রাসাউন্ড করা হয়।

#ডাফ্লোরিডারহমান #লুমিনাআইভিএফ

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমানএফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)এম...
09/11/2025

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


সেল্ফ-সাইকেল IVF এর মূল বিষয় হল এটাই…আপনার চোখ, আপনার নাক, আপনার হাসি-আপনার সন্তানের প্রতিটি ছোট্ট বৈশিষ্ট্য যেন আপনার ...
08/11/2025

সেল্ফ-সাইকেল IVF এর মূল বিষয় হল এটাই…

আপনার চোখ, আপনার নাক, আপনার হাসি-
আপনার সন্তানের প্রতিটি ছোট্ট বৈশিষ্ট্য যেন আপনার প্রতিচ্ছবি।

Self-Cycle IVF-এ ব্যবহৃত হয় আপনার নিজস্ব ডিম্বাণু ও শুক্রাণু, যার ফলে সন্তানের জেনেটিক সংযোগ থাকে একেবারে আপনার সঙ্গে।

এটাই সেই প্রযুক্তি,
যা মাতৃত্বকে করে তোলে আরও নিজস্ব- আরও অর্থবহ।

আপনার সন্তানকে সত্যিকার অর্থে আপনার করে তোলে এমন প্রতিটি ছোট ছোট বিবরণ আপনার জিন দিয়ে শুরু হয়।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


07/11/2025

আজকের আলোচনায়:
পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ- এ্যাজোস্পারমিয়া❗️

যখন একজন পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না, তখন একে বলা হয় Azoospermia।
এটি দুই ধরনের হতে পারে 👇

▪️ Obstructive Azoospermia –
শুক্রাণু তৈরি হয়, কিন্তু নির্গমনের পথে বাধা থাকে।
▪️ Non-Obstructive Azoospermia –
শুক্রাণু তৈরির প্রক্রিয়াতেই সমস্যা থাকে।

🧬 এ অবস্থায় অনেকেই মনে করেন আশা শেষ —
কিন্তু আধুনিক চিকিৎসায় IVF বা ICSI পদ্ধতির মাধ্যমে অনেক ক্ষেত্রেই পিতৃত্বের স্বপ্ন পূরণ সম্ভব 💙

🎥 আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো পুরুষ বন্ধ্যাত্ব ও এ্যাজোস্পারমিয়া সম্পর্কে।
আশা করি ভিডিওটি দেখে আপনারা পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে সঠিক ধারণা পাবেন এবং সচেতন হবেন।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


আলহামদুলিল্লাহ!PCOS এক দীর্ঘ অপেক্ষার পর মায়ের হাসি।দীর্ঘ ৫ বছরের বন্ধ্যাত্বের লড়াই, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা ও হতাশার প...
06/11/2025

আলহামদুলিল্লাহ!
PCOS এক দীর্ঘ অপেক্ষার পর মায়ের হাসি।

দীর্ঘ ৫ বছরের বন্ধ্যাত্বের লড়াই, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা ও হতাশার পর অবশেষে মিলেছে সেই পরম আনন্দের খবর-

আমার প্রিয় এক PCOS রোগী সফলভাবে গর্ভধারণ করেছেন!

PCOS এই সমস্যায় শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ডিম্বাণু ঠিকমতো তৈরি বা মুক্ত হতে পারে না, ফলে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে।
আমার এই পেশেন্ট বছরের পর বছর চেষ্টা করেও যখন সফল হচ্ছিলেন না, তখন হতাশা, কান্না আর প্রার্থনাই ছিল তাদের একমাত্র আশ্রয়।

কিন্তু তারা হাল ছাড়েননি। নিয়মিত চিকিৎসা, ধৈর্য আর বিশ্বাস নিয়ে চলেছে তাদের লড়াই। অবশেষে ল্যাপারোস্কপি চিকিৎসার পর এল সেই প্রতীক্ষিত মুহূর্ত তাদের কোল ভরলো এক ফুটফুটে শিশুর হাসিতে! 🩷

পিসিওএস মানেই শেষ নয়।
ধৈর্য, সঠিক চিকিৎসা এবং ইতিবাচক মনোভাবই বন্ধ্যাত্ব জয়ের মূল চাবিকাঠি।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান

 ভ্রূণ হিমায়িতকরণ বা Embryo Freezing হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF)-এর মাধ্যমে তৈরি ভ্রূ...
04/11/2025


ভ্রূণ হিমায়িতকরণ বা Embryo Freezing হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF)-এর মাধ্যমে তৈরি ভ্রূণকে ভবিষ্যতের ব্যবহারের জন্য অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।

📍 এই প্রক্রিয়ায় ভ্রূণকে –196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে (liquid nitrogen) রাখা হয়, যাতে তার বৃদ্ধি সম্পূর্ণভাবে থেমে যায় এবং ভবিষ্যতে ব্যবহারযোগ্য থাকে।

👉 ভ্রূণ হিমায়িত বা Embryo Freezing এর কারণ-
🔹 ভবিষ্যতে গর্ভধারণের সুযোগ রাখতে
যদি এখন গর্ভধারণ সম্ভব না হয় বা চিকিৎসক পরামর্শ দেন কিছুটা অপেক্ষা করতে, তবে ভবিষ্যতের জন্য ভ্রূণ সংরক্ষণ করা যায়।

🔹 একাধিক IVF চক্রের প্রয়োজন কমাতে
একবারে বেশি ভ্রূণ তৈরি হলে বাকিগুলো হিমায়িত করে রেখে ভবিষ্যতে ব্যবহার করা যায়— এতে খরচ ও শারীরিক ঝুঁকি দুটোই কমে।

🔹 চিকিৎসাগত কারণে (যেমন ক্যান্সার চিকিৎসা)
কেমোথেরাপি বা রেডিয়েশন নেওয়ার আগে অনেকেই তাদের ভ্রূণ সংরক্ষণ করেন, যেন পরবর্তীতে মাতৃত্বের স্বপ্ন পূরণ করা যায়।

🔹 স্বাস্থ্য বা গর্ভাশয়ের প্রস্তুতির জন্য সময় নেওয়া
কখনও কখনও গর্ভাশয় গর্ভধারণের জন্য প্রস্তুত না থাকলে, ভ্রূণ আগে হিমায়িত করে পরে উপযুক্ত সময়ে স্থানান্তর করা যায়।

Embryo Freezing এর ফলে সফল গর্ভধারণের হার বৃদ্ধি পায়, ভবিষ্যতে সন্তান নেওয়ার স্বাধীনতা দেয়, একাধিক চেষ্টার চাপ ও খরচ কমে।

আধুনিক প্রযুক্তির এই আশীর্বাদ অসংখ্য দম্পতির জীবনে এনেছে নতুন আশা, নতুন সম্ভাবনা।

আলহামদুলিল্লাহ! সফল IUI ❤বহুদিনের অপেক্ষা, countless প্রার্থনা, আর অবশেষে সেই মুহূর্ত। ছোট্ট শিশুর আলোতে আলোকিত তাদের ঘর...
03/11/2025

আলহামদুলিল্লাহ!
সফল IUI ❤

বহুদিনের অপেক্ষা, countless প্রার্থনা, আর অবশেষে সেই মুহূর্ত। ছোট্ট শিশুর আলোতে আলোকিত তাদের ঘর।

অনেক চেষ্টা করেও সন্তান আসছিল না তাদের জীবনে।
সব রিপোর্ট স্বাভাবিক, ডাক্তার বললেন, “Unexplained Infertility”।

অর্থাৎ,
যখন এক দম্পতি নিয়মিতভাবে ১ বছর বা তার বেশি সময় ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেন,
কিন্তু সব রিপোর্ট (যেমন ডিম্বাণু, শুক্রাণু, টিউব, হরমোন ইত্যাদি) সম্পূর্ণ স্বাভাবিক আসে
তবুও গর্ভধারণ না হয়, তখন একে বলা হয় Unexplained Infertility।

কিন্তু হাল না ছেড়ে তারা আমার চেম্বারে আসেন তাদের সাথে পরামর্শের পরে শুরু করি IUI চিকিৎসা।

কিছুটা দুশ্চিন্তা, কিছুটা আশার মিশ্র অনুভূতি নিয়ে তারা পা রাখলেন নতুন এক যাত্রায়...
কিন্তু,তারা এতটাই আন্তরিক ছিলেন যে তাদের সাথে প্রতিটা স্টেপ বাই স্টেপ কাজ করা অনেক সহজ ছিল।
যার ফলস্বরূপ আজ তাদের মুখে ফুটে উঠেছে এক অমূল্য হাসি!
তারা এখন এক সন্তানের গর্বিত বাবা-মা।

তোমার জন্য সব সময় দোয়া করি। ভালো থেকো ছোট্ট সোনা। 🙂

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান

আপনাদের ভালোবাসা ও দোয়াই, আজ থেকে পুনরায় শুরু করছি চেম্বারের কার্যক্রম।সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤বন্ধ্যাত্ব ও টে...
02/11/2025

আপনাদের ভালোবাসা ও দোয়াই,
আজ থেকে পুনরায় শুরু করছি চেম্বারের কার্যক্রম।
সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)

👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


অনেক নারীই গর্ভধারণের পর একাধিকবার গর্ভপাতের মুখোমুখি হন। এটি চিকিৎসা বিজ্ঞানে পরিচিত Recurrent Miscarriage নামে।📍 সাধার...
31/10/2025

অনেক নারীই গর্ভধারণের পর একাধিকবার গর্ভপাতের মুখোমুখি হন। এটি চিকিৎসা বিজ্ঞানে পরিচিত Recurrent Miscarriage নামে।

📍 সাধারণত পরপর ২ বা ততোধিক গর্ভপাত হলে সেটিকে পুনঃ পুনঃ গর্ভপাত বলা হয়।

👉 হরমোনের ভারসাম্যহীনতা, জেনেটিক বা ক্রোমোজোম ত্রুটি, জরায়ুর গঠনগত সমস্যা, থাইরয়েড বা ডায়াবেটিসের অসামঞ্জস্য, সংক্রমণ বা ইমিউন সিস্টেমের সমস্যা, বয়স ও মানসিক চাপ বার বার গর্ভপাতের প্রধান কারণ।

🩺 করণীয়:
◾ গর্ভপাতের পর কারণ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ
◾ হরমোন ও রক্ত পরীক্ষা করানো উচিত
◾ প্রয়োজনে জেনেটিক ও ইমিউন টেস্ট করা দরকার
◾ সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসা নিলে সফল গর্ভধারণ সম্ভব

একাধিকবার গর্ভপাত মানেই শেষ নয়!
আস্থা রাখুন, নিয়মিত চিকিৎসা নিন, আপনার মা হওয়ার স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
🩺 চেম্বার:
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৩ টা - রাত ৮ টা

লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫

📞 সিরিয়াল: 01711-433 332

#ডাফ্লোরিডারহমান

Address

152/2/G, Green Road, Panthapath, Dhaka-1205
Dhaka

Telephone

+8801943198798

Website

https://maps.app.goo.gl/u7Z6Luun3kTYuFhS6

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Florida Rahman-IVF Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Florida Rahman-IVF Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category