Dr. Florida Rahman-IVF Specialist

Dr. Florida Rahman-IVF Specialist Dr. Florida Rahman Has More Than 20 Years of Experience in OBG, IVF, Lap & Hysteroscopy Surgery.
(1)

07/12/2025

IVF হচ্ছে বয়সভেদে ৩০–৬০% পর্যন্ত সফল একটি চিকিৎসা,
যেখানে উন্নত প্রযুক্তি + অভিজ্ঞ টিম + ভালো ল্যাব = সর্বোচ্চ সাকসেস।

আজকে আলোচনা করব-
টেস্ট টিউব বেবী পদ্ধতিতে সাকসেস কেমন হয়?

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-
👩‍⚕ ডাঃ ফ্লোরিডা রহমান
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন


আলহামদুলিল্লাহ! দীর্ঘ অপেক্ষার পরে  successful IVF এর মাধ্যমে এক পরীর আগমন।আমার তত্ত্বাবধানে থাকা এই রুগীর AMH (Anti-Mül...
05/12/2025

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ অপেক্ষার পরে successful IVF এর মাধ্যমে এক পরীর আগমন।

আমার তত্ত্বাবধানে থাকা এই রুগীর AMH (Anti-Müllerian Hormone) ছিল খুবই কম ।AMH (Anti-Müllerian Hormone) হলো একটি গুরুত্বপূর্ণ হরমোন যা ডিম্বাশয়ের ডিমের মজুদ সম্পর্কে ধারণা দেয়।
AMH level কম হওয়ার পাশাপাশি তিনি এন্ডোমেট্রিওসিস এ ভুগছিলেন। এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অবস্থা, যেখানে জরায়ুর ভেতরের আবরণ (এন্ডোমেট্রিয়াম) জরায়ুর বাইরে- ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা পেলভিক অঞ্চলে- বৃদ্ধি পেতে থাকে। আমরা দীর্ঘ এক বছর চিকিৎসা সেবা পরিচালনা করি এবং successful IVF এর মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

পৃথিবীতে আগত নতুন এই প্রাণের আগমনে অংশিদার হতে পেরে আল্লাহর নিকট শুয়ারিয়া জানাই।নবজাজাতক সন্তানের জন্য অনেক ভালোবাসা, দোয়া এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
আল্লাহ যেন তাদের জীবনে অফুরন্ত রহমত, সুস্বাস্থ্য ও সুখ দান করেন।

ডা: ফ্লোরিডা রহমান-
বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-👩‍⚕ ডাঃ ফ্লোরিডা রহমানএফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)এমএ...
04/12/2025

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-

👩‍⚕ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৩ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫

📞 সিরিয়াল: 01711-433 332


আপনি কি গর্ভধারণের কথা ভাবছেন??আপনার মাসিক চক্রের কোন দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি- এটা বুঝে নিলেই পরিকল্পি...
03/12/2025

আপনি কি গর্ভধারণের কথা ভাবছেন??

আপনার মাসিক চক্রের কোন দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি- এটা বুঝে নিলেই পরিকল্পিতভাবে পরিবার গঠনে এগোনো সহজ হয়ে যায়।মাসিক চক্র কে আমরা ৩ টি ভাগে ভাগ করতে পারি-

১-৭ দিন: ঋতুস্রাব ও ফলিকুলার পর্যায়
৮-১৪ দিন: উর্বর সময়, ১৪ দিনের কাছাকাছি ডিম্বস্ফোটন
১৫-২৮ দিন: লুটিয়াল পর্যায়

মাসিক চক্র জানার মাধ্যমে পরিবার পরিকল্পনা করা সহজ হয়। এছাড়াও এখন Flo বা Clue-এর মতো জনপ্রিয় পিরিয়ড ট্র্যাকার অ্যাপসগুলিও ব্যবহার করে অগ্রিম পরিকল্পনা করা যায়।

বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ
ডা. ফ্লোরিডা রহমান

চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৩ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫

📞 সিরিয়াল: 01711-433 332

02/12/2025

একটি দম্পত্তির জন্য বাচ্চা না হওয়া কতটা অসহ্য বেদনার তা কেবল ঐ দম্পত্তি জানেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের প্রত্যেক সদস্যের ঐকান্তিক চেষ্টা ও কঠোর পরিশ্রমে সেই অশ্রুজল আজ বদলে যাচ্ছে সফলতার গল্পে।
ঠিক তেমনই একটি সফলতার গল্পে লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের চিফ কনসালটেন্ট ডা.ফ্লোরিডা রহমান ম্যাডামের সাথে বাচ্চার ছবি পোস্ট করা হলে, সম্মানিত মা জান্নাতুল ফেরদৌস তার সুন্দর মতামত কমেন্ট বক্সে তুলে ধরেন।

লুমিনা আইভিএফ পরিবার এই অসাধারণ সফলতা এবং ভালোবাসার গল্পে অভিভূত। আমরা সম্মানিত পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের এই নতুন যাত্রাপথে অফুরন্ত দোয়া ও শুভ কামনা জানাচ্ছি 💖

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর নবজাতকের কান্নার শব্দে হাসলো মা...দীর্ঘদিন অপেক্ষা এবং চিকিৎসা নেওয়ার পর এক মা তাঁর মাতৃত্বের ...
02/12/2025

দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর নবজাতকের কান্নার শব্দে হাসলো মা...

দীর্ঘদিন অপেক্ষা এবং চিকিৎসা নেওয়ার পর এক মা তাঁর মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ৯ বছর নানা চিকিৎসা নিয়েও ব্যর্থ হওয়া দম্পতি উন্নত চিকিৎসা নিতে ভারতে যান। সেখানে ল্যাপারোস্কোপি (Laparoscopy) এবং হিস্টেরোস্কোপির (Hysteroscopy) ইতিহাস থাকা সত্ত্বেও গর্ভধারণ ব্যর্থ হয়েছিল।

আলহামদুলিল্লাহ,
আল্লাহর অশেষ রহমতে আমার তত্ত্বাবধানে IUI-এর মাধ্যমে সন্তান জন্মদানে সফল হন ৯ বছর মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত মা।

আল্লাহ এই দম্পতির ধৈর্য, বিশ্বাস, চেষ্টার প্রতিদান দিয়েছেন এই ফুটফুটে ছোট ফুলের মাধ্যমে।নবজাতক জমজ সন্তানের জন্য অনেক ভালোবাসা, দোয়া এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
আল্লাহ যেন তাদের জীবনে অফুরন্ত রহমত, সুস্বাস্থ্য ও সুখ দান করেন। ❤

আপনিও যদি দীর্ঘদিন চেষ্টা করেও সফল না হয়ে থাকেন, মনে রাখবেন-
আশা আছে। পথ আছে। সমাধান আছে।

ডা. ফ্লোরিডা রহমান
বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ

“এক পৃথিবী, এক আশার আলো- এইডসের অবসানে এগিয়ে যাক মানবতা।”AIDS হলো HIV ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অবস্থা, যা আমাদের রোগ প্...
01/12/2025

“এক পৃথিবী, এক আশার আলো- এইডসের অবসানে এগিয়ে যাক মানবতা।”

AIDS হলো HIV ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অবস্থা, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।ফলে শরীর সাধারণ সংক্রমণ বা রোগের বিরুদ্ধেও লড়াই করতে পারে না।
AIDS-এর সম্পূর্ণ চিকিৎসা নেই,তাই সচেতনতা পারে AIDS প্রতিরোধ করতে।

বাংলাদেশে আনুমানিক ১৫,০০০+ মানুষ HIV ভাইরস রোগী রয়েছে। ৪টি প্রধান কারনে AIDS সংক্রমণ ঘটে-

অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে- ৮০%
সংক্রমিত রক্ত-১০%
একই সিরিঞ্জ/সুঁই ব্যবহার-৫%
মা থেকে শিশুর মাঝে-৫%

সঠিক জ্ঞান, পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে পৃথিবী থেকে এইডস-এর সমাপ্তি সম্ভব।

আজই নিজে সচেতন হন এবং সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন। সকলের সমন্বিত প্রচেষ্টাই AIDS এর অভিশাপ মুক্ত হোক আমাদের এই ভুবন।

30/11/2025

আলহামদুলিল্লাহ!
একটি শিশুর আগমনে উজ্জ্বল হয় একটি পরিবার, হাসি ফুটে ওঠে বাবা-মায়ের মুখে। নানা প্রতিকূলতা অতিক্রম করে পৃথিবীর আলো দেখা কিছু ছোট্ট প্রাণ।

সবকিছুর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।

Send a message to learn more

28/11/2025

“আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না।
তিনি সময় নিয়ে দেন, কিন্তু দেন পরিপূর্ণভাবে।”

27/11/2025

IVF- একটি শব্দ, যা অসংখ্য দম্পতির মাতৃত্বের স্বপ্নকে নতুন আলো দেখায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে-
কখন আসলে আপনার IVF চিকিৎসার প্রয়োজন হতে পারে?

• দীর্ঘদিনের চেষ্টার পরও প্রাকৃতিকভাবে গর্ভধারণ না হলে
• Fallopian Tube ব্লক বা ক্ষতিগ্রস্ত থাকলে
• পুরুষের স্পার্ম কাউন্ট বা কোয়ালিটি খুবই কম হলে
• বারবার গর্ভপাত হলে
• PCOS/Endometriosis এর কারণে ডিম্বস্ফোটনে সমস্যা হলে
• বয়স ৩৫ এর বেশি এবং ডিমের সংখ্যা কমে গেলে
• আগে IUI ট্রিটমেন্ট ব্যর্থ হলে
• Unexplained Infertility- কারণ খুঁজেও না মিললে

📍 মনে রাখুন- IVF শুধু শেষ উপায় নয়, সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত।

মাতৃত্বের আলো আবারো দু’টি কোমল প্রজাপতির ডানায় ভর করে ফিরে এলো। ❤ আলহামদুলিল্লাহ! মিসেস জান্নাতের দীর্ঘ অপেক্ষার প্রহর আ...
26/11/2025

মাতৃত্বের আলো আবারো দু’টি কোমল প্রজাপতির ডানায় ভর করে ফিরে এলো। ❤

আলহামদুলিল্লাহ!
মিসেস জান্নাতের দীর্ঘ অপেক্ষার প্রহর আজ সুখের রঙে রাঙা জমজ সন্তানকে বুকে জড়িয়ে এক নতুন যাত্রা শুরু হলো তাঁর।

মাতৃত্ব শুধু চিকিৎসার ফল নয়, এটি বিশ্বাসের দৃঢ়তা, ধৈর্যের পরীক্ষা এবং পরম করুণাময় আল্লাহর বিশেষ রহমত।
জান্নাতের ঘরে জান্নাতের দুই ফুল ফুটে ওঠা এ যেন জীবনের প্রতি আল্লাহর এক মধুর পুরস্কার।

আমি কৃতজ্ঞতা জানাই সর্বশক্তিমান আল্লাহকে, আল্লাহর অশেষ রহমতে আমার তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া OID (Ovulation Induction) চিকিৎসা এবং প্রয়োজনীয় সময়ে করা Cervical Cerclage সবকিছুই সুন্দরভাবে ফল দিয়েছে।

মিসেস জান্নাতের ধৈর্য, বিশ্বাস ও চেষ্টা আল্লাহ কবুল করেছেন এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।

নবজাতক জমজ সন্তানের জন্য অনেক ভালোবাসা, দোয়া এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
আল্লাহ যেন তাদের জীবনে অফুরন্ত রহমত, সুস্বাস্থ্য ও সুখ দান করেন।

ডা. ফ্লোরিডা রহমান
বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ

জরায়ুর ভেতর অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধি অনেক সময় নীরবে নারীস্বাস্থ্যে জটিলতা তৈরি করে। নিয়মিত ব্যথা, অতিরিক্ত রক্তস্রাব ...
25/11/2025

জরায়ুর ভেতর অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধি অনেক সময় নীরবে নারীস্বাস্থ্যে জটিলতা তৈরি করে। নিয়মিত ব্যথা, অতিরিক্ত রক্তস্রাব বা পিরিয়ডে পরিবর্তন- কোনো কিছুই অবহেলার নয়।

📍 জরায়ুর পেশীর অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এ টিউমারের সৃষ্টি হয়। ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২০% এই সমস্যায় আক্রান্ত।

👉 অতিরিক্ত বা অনিয়মিত রক্তস্রাব, মূত্রথলীতে চাপ অনুভব হওয়া, পিরিয়ড দীর্ঘস্থায়ী হওয়া, তলপেটে ফুলে যাওয়া, সহবাসকালীন ব্যথা, গর্ভধারণে সমস্যা লক্ষণগুলো ফাইব্রয়েডের ইঙ্গিত দিতে পারে।

ফাইব্রয়েড থাকলেই মাতৃত্ব অসম্ভব, এ ধারণা ভুল।
আধুনিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস ও বিশেষজ্ঞ গাইডলাইনে অধিকাংশ নারীই স্বাভাবিক জীবনযাপন ও গর্ভধারণে সক্ষম হন।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ-
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)

👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

রোগী দেখার সময়-
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📞 সিরিয়াল: 01711-433 332

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫

Address

152/2/G, Green Road, Panthapath, Dhaka-1205
Dhaka

Telephone

+8801943198798

Website

https://maps.app.goo.gl/u7Z6Luun3kTYuFhS6

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Florida Rahman-IVF Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Florida Rahman-IVF Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category