Skin Specialist Dr. Munira Ferdous

Skin Specialist Dr. Munira Ferdous চর্ম,ব্রণ,এলার্জি,চুল পড়া,মেছতা,শিশুচর্ম রোগের টেলিমেডিসিন সেবার জন্য বিশেষজ্ঞ ডাঃ মুনিরাকে inboxকরুন

অনেকেই আছেন এই রকম স্কিন সমস্যায় ভুগছেন।হয়তো ভাবছেন এইতো যাবো ডাক্তারের কাছে কিন্তু সময় করে উঠতে পারছেন না।কিছুদিন পরই দ...
03/11/2025

অনেকেই আছেন এই রকম স্কিন সমস্যায় ভুগছেন।হয়তো ভাবছেন এইতো যাবো ডাক্তারের কাছে কিন্তু সময় করে উঠতে পারছেন না।কিছুদিন পরই দেখলেন আপনার ছোট সমস্যাটা বেড়ে এতো বড় হয়ে গিয়েছে...

এই রকম সমস্যায় ওষুধের পাশাপাশি নিয়ম মেনে চলাও অনেক বেশি জরুরী।

চেম্বার চলছে ইবাদত হাসপাতাল,নীলফামারী প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
31/10/2025

চেম্বার চলছে ইবাদত হাসপাতাল,নীলফামারী
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

30/10/2025

আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের ত্বকেরও পরিবর্তন হয়।তাই অবস্থা অনুযায়ী প্রতিদিনের ব্যবহারের প্রোডাক্টও পরিবর্তনের প্রয়োজন হয়।যাদের ব্রণ বা দাগ সমস্যা আছে তাদের এই সময় সতর্কতা অবলম্বন জরুরী।

24/10/2025

ত্বকে দাগ বা পিগমেন্টেশন!!
কতদিনে ভালো হবেন!!

22/10/2025

সামনে শীত আসছে।এই সময় সোরিয়াসিস,খুশকি,শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া ওঠা বা ফাটা বিভিন্ন স্কিন সমস্যা দেখা দিতে পারে।তাই সমস্যা শুরু হবার পূর্বেই বা ছোট অবস্থায় থাকতেই চিকিৎসা শুরু করুন।

পা ফাটার চিকিৎসা আছে।তবে চিকিৎসা নিতে হবে সঠিক জায়গা থেকে।অনলাইন কনসালটেন্সি নিয়ে দেখানো এই রোগী। উনারা ২জন একসাথে চিকিৎ...
20/10/2025

পা ফাটার চিকিৎসা আছে।তবে চিকিৎসা নিতে হবে সঠিক জায়গা থেকে।
অনলাইন কনসালটেন্সি নিয়ে দেখানো এই রোগী। উনারা ২জন একসাথে চিকিৎসা গ্রহণ করেন।দুজনেই ভালো আছেন আলহামদুলিল্লাহ।

18/10/2025

স্কিনে পোরস সমস্যায় যারা ভুগছেন তারা সময় থাকতে সমস্যা বড় হবার পূর্বেই চিকিৎসা গ্রহণ করুন।
সমস্যা ছোট থাকতেই চিকিৎসা নিলে তা ভালো হবার সম্ভাবনা বেশি।

14/10/2025

ত্বকের জ্বালাপোড়া বা ত্বক লালচে হয়ে যাওয়ার সমস্যায় যারা ভুগছেন....

ত্বককে কখনোই অবহেলা করতে নেই।৭দিন আগে চেম্বারে আসেন দেখাতে।না জেনে ও  সঠিক ডাক্তার না দেখিয়ে কিছু ওষুধ ব্যবহারের ফলাফল এ...
10/10/2025

ত্বককে কখনোই অবহেলা করতে নেই।৭দিন আগে চেম্বারে আসেন দেখাতে।না জেনে ও সঠিক ডাক্তার না দেখিয়ে কিছু ওষুধ ব্যবহারের ফলাফল এটি।তারপর আমার কাছে শুরু হয় এই ১২বছরের ছেলেটির চিকিৎসা।৭দিন পরের ছবিটি আপনারা দেখতেই পাচ্ছেন।আল্লাহর রহমতে এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ।

ডা: মুনিরা ফেরদৌস
চর্ম রোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন

চেম্বার :
মা ও শিশু হাসপাতাল
ধাপ,শ্যামলী লেন,রংপুর
শনি,মঙ্গল,বুধ বিকেল ৪টা-৬টা

ইবাদত হাসপাতাল
নীলফামারী
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা

অনলাইন কনসালটেন্সি
প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা।

চেম্বার এবং টেলিমেডিসিন বা অনলাইন কনসালটেন্সি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য পেইজে মেসেজ করুন।



#অনলাইনডাক্তারপরামর্শ

08/10/2025

সূর্যের অতিবেগুনী রশ্মিতে আপনার স্কিনে কি কালচে ভাব পড়ছে??

07/10/2025

অনেক সময় দাদ এবং সোরিয়াসিস বা একজিমা শরীরে একই সাথে অবস্থান করে।সেক্ষেত্রে চিকিৎসা খুবই সাবধানতার সাথে করতে হয়।তাই স্কিনে না জেনে কোনো কিছু ব্যবহার করার পূর্বে অন্তত ১০বার ভাবুন।

ত্বক শুধু একটি অঙ্গ নয়,এটি আপনার সৌন্দর্য এবং আত্নবিশ্বাসেরও প্রতিচ্ছবি।আর সুস্থ ত্বক আপনাকে দেয় অন্যরকম এক শক্তি।
05/10/2025

ত্বক শুধু একটি অঙ্গ নয়,এটি আপনার সৌন্দর্য এবং আত্নবিশ্বাসেরও প্রতিচ্ছবি।আর সুস্থ ত্বক আপনাকে দেয় অন্যরকম এক শক্তি।

Address

Dhaka

Telephone

+8801753767404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skin Specialist Dr. Munira Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Skin Specialist Dr. Munira Ferdous:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram