Medi-Soul

Medi-Soul Medisoul is a health partner for making a sound and healthy nations. Our aim is to reach the all necessary medicines and child feeding to your door.

Our services are open 24 hour in every days.

10/05/2020

♣এই সময়ে #গলা_ব্যাথা ও #শুকনো_কাশির জন্য করনীয়!

কুসুম কুসুম গরম পানি পান করবেন,
আদা ও লেবুর চা,গ্রীন টি পান করবেন,
লবণ ও গরম পানি দিয়ে গড়াগড়া কুলি করবেন,
প্রয়োজনে ভায়োডিন মাউথ ওয়াস দিয়ে দিনে ৪ বার গড়াগড়া কুলি করবেন,
নিয়মিত দুইবেলা টুথবাশ করবেন,
আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা জাতীয় খাবার পরিহার করবেন,
প্রচুর পরিমাণে ভিটামিন সি ও জিংক সমৃদ্ধি খাবার খাবেন,
অপ্রয়োজনীয় কথা বলবেন না!
শুকনো কাশির জন্য এন্টিহিস্টামিন খেতে পারেন!

সুস্বাস্থ্য কামনায়,স্টে হোম!
®ডা. #লিখন

06/05/2020

স্বাস্থ্য পরামর্শ:

♣ #ভিটামিন_সি (Ascorbic Acid) সমৃদ্ধি খাবার বেশি করে খাবেন?
কেন?
♪ভিটামিন সি #ইমোনোনডুলটার,
যা আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
ফলে আপনার দেহে যেকোন ভাইরাস,ব্যাক্টেরিয়াম বা প্যারাসাইট প্রবেশ করে ক্ষতি করতে পারবে না!
ডিসুম ডিসুম রোগের বিরুদ্ধে ফাইটিং করবে!

♪ভিটামিন সি Essential Nutirent যা damage হওয়া টিস্যুকে করতে সহায়তা প্রদান করে!

♪ভিটামিন সি তৈরি করে কিছু ক্যামিক্যাল #নিউরোট্রান্সমিটার কে প্রানবন্ত করে,
যা যেকোন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে!

♪ভিটামিন সি আপনার সিস্টেমমের ইউমোনিটির জন্য খুবই গুরুত্বপুর্ণ!

♪ভিটামিন সি আপনার মুখের গহবরের ক্ষত হওয়া থেকে রক্ষা করে! যেমন !

♪ভিটামিন সি স্টং #এন্টিওক্সিডেন্ট,যা ক্রনিক ডিজিসের রিস্ক কমায়!যেমন হার্ট ডিজিস!
তাছাড়াও ব্লাড প্রেসার নিয়ন্তণ, রক্তে কোলেস্টেরল নিয়ন্তণে অগ্রনী ভুমিকা পালন করে!

♪ভিটামিন সি বেশি সমৃদ্ধি খাবার ইউরিক এসিড কমায়,যেটা আমরা বা রসবাত রোগ বলি!

♪ভিটামিন সি healing হতে সহায়তা করে!

♣এবার প্রশ্ন করোনা রোগিকে কেন ভিটামিন সি সাপ্লিমেন্টারী দিবেন,

সহজ কথায় ভিটামিন সি যা strong immunity করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে
এবং ড্যামেজ টিস্যুকে Repair করে!

♣প্রশ্ন যদি কেউ প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন সি সমৃদ্ধি খাবার গ্রহণ করে তবে কি কোন সমস্যা হতে পারে?

সকল ভিটামিন দুইপ্রকার,
#ফ্যাট সলিবল (এ,ই,ডি,কে) ও #ওয়াটার সলিবল(সি ও ভিটামিন বি কমপ্লেক্স)

ওয়াটার সলিবল (সি) ভিটামিন সি প্রয়োজনীয়টুকু Body তে রাখার পর বাকিটুকু Urine সাথে বের করে দিবে!
হওয়ার চান্স কম!

♣প্রশ্ন ভিটামিন সি সমৃদ্ধি খাবার কোন কোন খাবারে বেশি পরিমাণে রয়েছে!
লেবু,মাল্টা,কমলা, পেয়েরা,কাঁচা মরিচ,টমোটো অন্যান্য সতেজ রঙিন শাকসবজিতে বেশি পরিমাণে রয়েছে!

Address

55 Block A, Badda
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi-Soul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram