যৌন রোগের চিকিৎসা- Doctors Point

যৌন রোগের চিকিৎসা- Doctors Point যৌন সমস্যার আছে সহজ সমাধান।
চিকিৎসা নিন সুস্থ থাকুন।

17/05/2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স ইন ফুড সাইন্স এন্ড নিউট্রিশন কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

01/11/2023

দু:খিত ব্যস্ততার কারনে আপনাদের অনেক মেছেজের রিপ্লাই না দেওয়ার জন্য। একে একে সবার মেছেজের রিপ্লাই দেওয়া হবে। ইন্সাল্লাহ

সর্তকতা মূলক পোস্ট ♦জন্মনিয়ন্ত্রন পিলের অপকারিতা:♦প্রতিটি মেয়েদেরই জেনে রাখা উচিত:বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়।...
24/10/2023

সর্তকতা মূলক পোস্ট

♦জন্মনিয়ন্ত্রন পিলের অপকারিতা:
♦প্রতিটি মেয়েদেরই জেনে রাখা উচিত:

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ
১) হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।
৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৫) বেশি মাথা ব্যথা হয়।
৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।
৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
৮) বমি বমি ভাব এবং বমি হয়।
৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।
১০) সাদা স্রাব হয়।
১১)যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
১২) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।
১৩) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।
১৪) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।
১৫) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।

🔴দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন। খুব বেশি সমস্যা না থাকলে মেয়েদের উচিত পিল খাওয়া থেকে বিরত থাকা।

সচারাচর মেয়েদের কমন সমস্যা, যে গুলো থেকে প্রতিটা মা বোন সুস্থ থাকতে চান, আর এই সমস্যা গুলো কম -বেশি সবার হয়। ১..মোটা হতে...
04/10/2023

সচারাচর মেয়েদের কমন সমস্যা, যে গুলো থেকে প্রতিটা মা বোন সুস্থ থাকতে চান, আর এই সমস্যা গুলো কম -বেশি সবার হয়।

১..মোটা হতে চাই ?

২..চিকন হতে চাই ?

৩..লম্বা হতে চাই ?

৪..চুল পড়া বন্ধ+চুল লম্বা করতে চাই ?

৫..ঠোঁট গোলাপি করতে চাই ?

৬..ফেস ও ফুল বডি ফর্সা করতে চাই ?

৭..ব্রন ও মেছতা দূর করতে চাই ?

৮..ব্রনের দাগ দূর করতে চাই ?

৯..পেটের ফাটা দাগ ও অন্যান্য স্থানের দাগ, যে কোনো কাটা দাগ, দূর করতে চাই ?

১০..চোখের নিচের কালো দাগ দূর করতে চাই ?

১১..শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্চিত লোম দূর করতে চাই ?

১২. ব্রেস্ট বড় করতে চাই ?

১৩. ব্রেস্ট ছোট করতে চাই ?

১৪. সাদাস্রাবের সমস্যা দূর করতে চাই ?

১৫. পিরিয়ডের সমস্যা দূর করতে চাই ?

১৬. পুরুষ শারীরিক সমস্যা দূর করতে চাই ?

১৭. শারীরিক সমস্যা দূর করতে চাই ?

১৮.গোপনাঙ্গের দাগ দূর করতে চাই ?

১৯.গোপনাঙ্গ টাইট করতে চাই ?

ইনশাআল্লাহ চিকিৎসা বিজ্ঞানে এখন এসোব রোগের উন্নত চিকিৎসা আছে তাই সবাই লজ্জা না করে সঠিক পরামর্শ ও চিকিৎসা নেন,নিজে সুস্থ থাকেন, নিজের পরিবারকে সুস্থ রাখেন।

02/10/2023
Big shout-out to my newest top fans! 💎 Mayax Care - Physio Home Service
29/09/2023

Big shout-out to my newest top fans! 💎 Mayax Care - Physio Home Service

27/09/2023

সঙ্গমের সময় নারীদের ব্যথা লাগার ৮টি কারন

প্রথমবার মিলনের সময় নারীদের ব্যথা লাগার পিছনে স্বাভাবিক শারীরিক কারণ রয়েছে। কিন্তু অনেকক্ষেত্রে দেখা যায়, বিবাহ পরবর্তী জীবনে বেশ কয়েকবার মিলনের পরেও সঙ্গমের সময় নারীদের ব্যথা লাগে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমডি রাকুয়েল ডার্ডিক জানাচ্ছেন, এমনটা হলে কিন্তু বেশ চিন্তার বিষয়। কিন্তু কেন একাধিকবার মিলনের পরও অন্তরঙ্গ মুহূর্তে ব্যথা পান নারীরা, পড়ুন ৮টি কারণ।

১. অনেক সময় সেক্স পজিশনের জন্য নারীদের ব্যথা লাগে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা আনাড়িদের মতো নারীর নরম, স্পর্শকাতর অংশে আঘাত করে বসেন, তখন ব্যথা লাগাটাই স্বাভাবিক! তবে কোনও একটি নির্দিষ্ট সেক্স পজিশনে ব্যথা লাগলে, অন্য পজিশন ট্রাই করুন। নারীদের গোপনাঙ্গ স্পর্শ করার সময় পুরুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরমার্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

২. ‘সেক্সুয়াল পেন’-এর অন্যতম প্রধান কারণ লুব্রিকেশনের অভাব। এমনিতে যৌন মিলনের ইচ্ছে জাগলে নারীদের গোপনাঙ্গ লুব্রিকেট বা পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু ধরা যাক কোনও নারী মিলনের সময় অন্য কিছু ভাবছেন, সেক্ষেত্রে তাঁর বিশেষ অঙ্গে পিচ্ছিলতার অভাব দেখা দিতেই পারে। ডাক্তাররা বলছেন, ঘনিষ্ঠ মুহূর্তে সকালে উঠে কত বাসন মাজতে হবে বা কাজের মাসি কাল আসবে কি না, এই সব হাবিজাবি কথা ভাববেন না একদম! আর যদি এমনটাই করেন, তাহলে মিলনের সময় ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন।

৩. তবে ‘ভ্যাজাইনাল ড্রাইনেস’ বা যোনিতে শুষ্কভাব কিন্তু একটি জটিল অসুখ। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক এমডি লরি স্ট্রেচার বলছেন, খুব কম সংখ্যক হলেও কিছু নারী এমন অস্বাভাবিকত্ব নিয়ে জন্মান।

৪. ইস্ট ইনফেকশন থেকেও মিলনের সময় ব্যথা অনুভব করতে পারেন নারীরা। সুগন্ধীযুক্ত সাবান, অ্যালকোহল যুক্ত ডিও থেকে এই জাতীয় সংক্রমণ হতে পারে। প্রথমে যোনির বাইরের অংশে চুলকানি, পরে ব্যথা ও জ্বালা করে। এমনটা টের পেলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। নিজে থেকে কখনই কোনও ওষুধ খাবেন না যেন।

৫. অনেক নারী মিলনের সময় যোনিতে শুধু যে জ্বালা ও ব্যথা অনুভব করেন তাই নয়, অনেকের নাকি জ্বর এসে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়। মিলনের সময় তাঁরা তলপেটে ব্যথা অনুভব করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নারীরা সেক্সুয়ালি খুব একটা অ্যাক্টিভ নন। তাঁদের মনে যৌনাকাঙ্খা কম।

25/09/2023

'বীর্যহীন পুরুষ তেল বিহীন প্রদীপের ন্যায়'''' ।
আসুন জেনে নেই কিভাবে বীর্যের ঘনত্ব বাড়ে
=====================
১. ধূমপান বন্ধ করুন। ধূমপায়ীদের শুক্রাণু
সংখ্যা অধূমপায়ীদের চেয়ে ২২% কম হয় ।
২. টাইট আণ্ডারওয়্যার বা প্যান্ট ব্যবহার করবেন
না । ঢিলা জিনিস ব্যবহার করুন ।
৩. হস্তমৈথুনের চেয়ে সেক্স বেশি করার চেষ্টা করুন। পারলে হস্তমৈথুন একেবারে বাদ দিন।
৪. এলকোহল খাওয়া বাদ দিন একেবারে ।
এলকোহল বা মদ খেলে শরীরে Estrogen
(নারী হরমোন) লেভেল বেড়ে যায় ।
৫. প্রচুর পানি পান করুন। দিনে ২লিটারের বেশি।
৬. টুনা মাছ, মুরগি, লাল মাংস, কচি ছাগল বা ভেড়ার মাংস খান। এতে প্রচুর এমিনো এসিড থাকে যা testosterone(পুরুষ হরমোন) লেভেল বাড়িয়ে দেয়।
৭. প্রতিদিন বাদাম খান। বাদামে জিঙ্ক এবং এমিনো এসিড প্রচুর পরিমানে থাকে।
৮. গমের আটা এবং বার্লি জিঙ্ক সরবরাহ করে।
জিঙ্ক বীর্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
৯. প্রচুর ঢেঁড়স খান। খুব কাজে দেয়।
১০. টমেটো, তরমুজ, পেয়ারা, লাল মরিচ এবং বাতাবি লেবু(জাম্বুরা) প্রচুর পরিমানে খান।
এতে লাইকোপিননামের এনজাইম থাকে যা বীর্যের
পরিমান এবং ঘনত্ব বৃদ্ধি করে।
পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা
ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।........ধন্যবাদ

25/09/2023

লি-ঙ্গে-র আকৃতি ছোট হওয়া মানেই কি সব শেষ!!

১.বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার মানসিক হীনমন্যতার কারনে নিজের বিশেষ অঙ্গকে ছোট মনে করে।

২.বিভিন্ন জায়গায় চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নিজে চরমভাবে বিভ্রান্ত হয় যার শতভাগ এড ই মিথ্যা বানোয়াট।

৩.যারা দীর্ঘদিন ধরে লি-ঙ্গে-র আকৃতি নিয়ে মানসিক কষ্টে আছেন তাদের উচিত সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া এবং ফিটনেস পরীক্ষা করা। সত্যি কি আপনার লি-ঙ্গ ছোট। চিকিৎসক ই একমাত্র সঠিক তথ্য দিতে পারবে লি-ঙ্গ ছোট না বড়,নাকি ঠিক আছে।

৪.লি-ঙ্গে-র সঠিক মাপ ধরা হয় শক্ত বা উত্থান অবস্থায় তিন থেকে ছয় ইঞ্চির মধ্যে থাকবে।( গড়ে ৪+-)

৫.যখন আপনার টা সঠিক আছে তারপরও ডিপ্রেশনে থাকা মানে আপনার মানসিক সমস্যা আছে।

৬.স-হ-বা-সের সময়ে বিভিন্ন আসনে মিলন করলে অর্গাজম নিশ্চিত করা যায়।

৭.আকৃতি একটু ছোট হলেও নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব।

৮.আকৃতি নিয়ে মাথা না ঘামিয়ে দৃঢ়তা এবং সময় বৃদ্ধি নিয়ে চেষ্টা করা ভালো।

৯.অতিরিক্ত হ-স্ত-মৈ-থুন ই যে এর প্রধান কারন বিষয়টা এমন নয়,এটা অনেকটা জেনেটিকাল।তবে দীর্ঘদিন বাজে নে-শা-য় আসক্ত হলে যৌ-ন শক্তিতে নেতিবাচক প্রভাব পড়ে।

১০.ছোট বেলায় হরমোনের ঘাটতি থাকলে হরমোন টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট করলে সুফল পাওয়া যায়।

১১.পুষ্টিজনিত ঘাটতি থাকলে সাপ্লিমেন্টারি কিছুটা হলেও উপকার বয়ে আনে।

25/09/2023

যৌন রোগের যে কোনো সমস্যা সমাধানে সর্বদা আপনাদের পাশে,
১. যাদের দ্রুত বীর্যপাত।
২. যাদের পেনিস ছোট হয়ে গেছে।
৩. যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়।
৪. যাদের বাচ্চা হচ্ছে না।
৫. যাদের লিঙ্গ দারায় না।
৬. যারা হস্থমৈথুন করেতে করতে হাপায়া গেছেন.
৭. হস্থমৈথুনের কুফলে বিয়ে করতে ভয় পাচ্ছেন।
৮.হস্থমৈথুনের কুফলে লিঙ্গ শক্ত হয় না।
৯. হস্থমৈথুনের কুফলে শক্ত হলেও নুয়ে যায়।

Address

Badda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when যৌন রোগের চিকিৎসা- Doctors Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to যৌন রোগের চিকিৎসা- Doctors Point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category