06/12/2025
একেকটা রুট ক্যানেল ট্রিটমেন্ট একেকটা দাঁতের নিজস্ব স্বকীয়তা জানান দেয়। আমাদের বুঝিয়ে দিতে চায় যে তারা প্রত্যেকেই সৃষ্টিকর্তার আদেশে আলাদা আলাদা ভাবে তৈরী। সামনের দাঁতের সাথে পিছনের দাঁতের মিল নেই। একই মাড়ির ডান পাশের ৭ নম্বর দাঁতের সাথে বাম পাশের ৭ নম্বর দাঁতের মিল নেই।
এমন দাঁতের ইনফেকশন কমানোর জন্য #রুটক্যানেল #ট্রিটমেন্ট করা হয়। একেক নালি একেকভাবে বাঁকা। এই বাঁকের কোথাও যদি ইনফেকশনের কোন জীবানু রয়ে যায়, তবেই পুরো ট্রিটমেন্ট বিফলে যাবে। রোগীর কষ্ট ও অর্থ, চিকিৎসকের পরিশ্রম সবই ব্যর্থ হয়ে যায়। এজন্যই এমন সূক্ষ কাজ দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে করানোই ভালো। আপনার কষ্টের টাকায় কেনা গাড়ি যদি সরকার কতৃক ড্রাইভিং লাইসেন্স বিহীন কারো হাতে না তুলে দেন, তবে আপনার দাঁতের চিকিৎসা কেন সস্তায় হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে করিয়ে আজীবন ভুগবেন?
আমাদের একটু সচেতনতাই আগামী দিনে সুস্থ থাকার গ্যারান্টি দিবে। আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের মুখে হাসি থাকবে।