Women's Hijama Therapy

Women's Hijama Therapy Hijama or Cupping Therapy Centre for Women (healing with sunnah) & Provide Self Ruqiyah Consultancy.

হিজামা কি?

আধুনিক পরিভাষায় কাপিং (Cupping) থেরাপি নামের এই চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজামা (حِجَامَة )। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা।
আরবি ‘আল হাজম’ থেকে এসেছে এই শব্দের উৎপত্তি। যার অর্থ চোষা বা টেনেনেওয়া। এই প্রক্রিয়ায় সুঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত (Toxin) বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশীসমূহের রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


★কেন হিজামা করাবেনঃ হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্যহিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামা সংক্রান্ত হাদীসঃ

(১)হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১
(২) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেনতোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬
(৩) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনারউম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৪) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৫) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
(৬) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩


★হিজামা ও রুকইয়াহ অনেক সময় রিলেটেড ট্রিটমেন্ট হয়ে যায়।কারণ, জিন/জাদু/নজরের কারণে একটা মানুষের শারীরিক ও মানসিক যে ক্ষতিটা হয়ে যায় সেটা মেডিক ট্রিটমেন্ট দ্বারা কিউর করা সম্ভব হয়না।হিজামাই এই সমস্যার,জন্য বেস্ট ট্রিটমেন্ট ও বেস্ট সলিউশন।

আবার,জিন/জাদু/নজরের রোগীদের হিজামার আগে রুকইয়াহ করে আসলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তাই এই পেইজে রুকইয়াহ কন্সাল্টেন্সির ও ব্যবস্থা রয়েছে।অনলাইন রুকইয়াহ কন্সাল্টেন্সি ফি দিয়ে,সেল্ফ রুকইয়াহর জন্য গাইডলাইন পাবেন,ইন শা আল্লাহ।

★গ্রুপে সব রিভিউ ও ফিডব্যাক একসাথে পাবেন।আমাদের গ্রুপ শুধু ফিমেল মেম্বারদের জন্য।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/1300340427028559/?ref=share

⛔ ডিপ টিস্যু মাসাজ /একটু প্রেশার দিয়ে মাসাজ দিলে শরীরের  কিছু পয়েন্টে/কিছু স্থানে কেনো এতো ব্যাথা পাওয়া যায়⁉️ 👉 আপনার ঐ ...
13/10/2025

⛔ ডিপ টিস্যু মাসাজ /একটু প্রেশার দিয়ে মাসাজ দিলে শরীরের কিছু পয়েন্টে/কিছু স্থানে কেনো এতো ব্যাথা পাওয়া যায়⁉️

👉 আপনার ঐ ট্রমা, টেনশান, দুঃখ-কষ্ট, এংক্সাইটি-ডিপ্রেশান গুলা আছেনা?
ওইগুলা মাসল স্পাজম,knot তৈরি করে।

মাসাজের সময় রিলিজ করে দিবেন, দেখবেন কিছু না কিছু বিষয়ে মন-মানসিকতায় ইম্প্রুভমেন্ট আসবেই, ইন শা আল্লাহ। ✨

🔎 বিস্তারিত জানতে-
https://wa.me/p/7669536636499147/8801641215173

📍 Women's Hijama Therapy

Alhamdulillah Now,  NAHL is ready for Hijama Sessions.  ✨
13/10/2025

Alhamdulillah
Now, NAHL is ready for Hijama Sessions. ✨

আলহামদুলিল্লাহ 𝐍𝐀𝐇𝐋 এ শুরু হচ্ছে এক নতুন অধ্যায়!

𝐍𝐀𝐇𝐋 𝐅𝐢𝐭𝐇𝐢𝐯𝐞: 𝐇𝐞𝐚𝐥𝐢𝐧𝐠. 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡. 𝐖𝐞𝐥𝐥𝐧𝐞𝐬𝐬. — সবকিছু এখন এক ছাদের নিচে।

ইনশাআল্লাহ এই মাসের ১৪ তারিখ থেকে 𝐍𝐀𝐇𝐋 পরিবারে হিজামা ও অন্যান্য সার্ভিস নিয়ে যুক্ত হচ্ছে আমাদের সবার প্রিয় ও আস্থাভাজন Women's Hijama Therapy আলহামদুলিল্লাহ।

এখন থেকে আমাদের বোনেরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার 𝐍𝐀𝐇𝐋 এ আসলে পাবেন 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲 র অফলাইন সার্ভিস সমূহ:
• 𝐇𝐢𝐣𝐚𝐦𝐚 & 𝐎𝐭𝐡𝐞𝐫 𝐂𝐮𝐩𝐩𝐢𝐧𝐠 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐢𝐞𝐬
• 𝐀𝐜𝐮𝐩𝐮𝐧𝐜𝐭𝐮𝐫𝐞 & 𝐌𝐨𝐱𝐢𝐛𝐮𝐬𝐭𝐢𝐨𝐧
• 𝐒𝐞𝐥𝐟-𝐑𝐮𝐪𝐲𝐚𝐡 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 & 𝐌𝐨𝐫𝐞

নাহলের অফলাইন কুরআন ক্লাস যেমন প্রস্তুত মুসলিম নারীর মনের টক্সিন দূর করতে,
তেমনি হিজামা থেরাপি এসেছে শরীরের টক্সিন দূর করে এনে দিতে প্রশান্তি ও ভারসাম্য।

সুন্নাহ তারিখ আসছে শীঘ্রই।
এই সুযোগে 𝐍𝐀𝐇𝐋-এ এসে সম্পন্ন করুন সুন্নাহ হিজামা, সুন্নাহ তারিখে।

সুস্থতার জন্য শুধু শরীর নয়, যত্ন চাই মন ও আত্মারও।
𝐇𝐨𝐥𝐢𝐬𝐭𝐢𝐜 𝐅𝐢𝐭𝐧𝐞𝐬𝐬. 𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞𝐝 𝐋𝐢𝐟𝐞.
এটাই 𝐍𝐀𝐇𝐋 𝐅𝐢𝐭𝐇𝐢𝐯𝐞-এর অঙ্গীকার।

📍 ঠিকানা: House #22, Road #1, Sector #9, Ground Floor, Uttara, Dhaka
📞 আজই আপনার সেশান বুক করুন (Call / WhatsApp): +880 1641-215173

Follow us on Facebook, Instagram and Hikmah .hive.bd

১৪ তারিখ (অক্টোবর মাসের লাস্ট সুন্নাহ ডেট) থেকে আমাদের নিউ প্লেসে হিজামা সেশান শুরু হচ্ছে, ইন শা আল্লাহ। সবাইকে হিজামার ...
12/10/2025

১৪ তারিখ (অক্টোবর মাসের লাস্ট সুন্নাহ ডেট) থেকে আমাদের নিউ প্লেসে হিজামা সেশান শুরু হচ্ছে, ইন শা আল্লাহ।

সবাইকে হিজামার দাওয়াত রইলো। 😁

🏢 এড্রেস: House-22, Road-1, Sector-9, Uttara,Dhaka.

NAHL এ একই ছাদের নিচে আরো পাবেন বাচ্চাদের জন্য সেল্ফ ডিফেন্স ক্লাস, আর্ট ক্লাস।
নারীদের জন্য কুরআন ক্লাস
টিনএইজারদের জন্য রোবোটিকস
এছাড়াও মুসলিম উম্মাহ গড়তে প্রয়োজনীয় আরো অনেক ওয়ার্কশপ।

📍Women's Hijama Therapy

এখন আর আগের কালের মত হাড় কাপুনি শীত না পড়লেও শীত জনিত রোগ গুলো কিন্তু বেড়ে গেছে।👉 বাত ব্যাথা শীতে বাড়ে👉কোল্ড এলার্জি,রাই...
12/10/2025

এখন আর আগের কালের মত হাড় কাপুনি শীত না পড়লেও শীত জনিত রোগ গুলো কিন্তু বেড়ে গেছে।

👉 বাত ব্যাথা শীতে বাড়ে
👉কোল্ড এলার্জি,রাইনাইটিস
👉নিউরোপ্যাথিক পেইন ও সেন্সটিভিটি বেড়ে যায় শীতে

✅ শীতে কিন্তু ড্রাই ফ্রুট খাওয়া হেল্পফুল হবে।

© Women's Hijama Therapy

নামীদামী ব্র‍্যান্ডের স্কিনকেয়ার প্রোডাক্ট ইউজ করে গো-আপ হবেনা, যদি না প্রোডাক্ট এব্জরব হয়!✨ ফেসিয়াল হিজামা, মাইক্রোনিডে...
12/10/2025

নামীদামী ব্র‍্যান্ডের স্কিনকেয়ার প্রোডাক্ট ইউজ করে গো-আপ হবেনা, যদি না প্রোডাক্ট এব্জরব হয়!

✨ ফেসিয়াল হিজামা, মাইক্রোনিডেলিং ত্বকের নিচে জমে থাকা টক্সিক এলিমেন্ট কে রিমুভ করে, পিগমেন্টেশান কমাতে হেল্প করে, কোলাজেন প্রোডাকশন বুস্ট করে ও স্কিন কেয়ার প্রোডাক্ট এর এব্জরবশান বাড়ায়।

📩 এপোয়েনমেন্ট নিতে ইনবক্সে যোগাযোগ করুন।

📍 Women's Hijama Therapy
(Location: House-22, Road-1, Sector-9, Uttara, Dhaka.)

Allergy -র সিজন কি তবে চলে এলো!‼️
12/10/2025

Allergy -র সিজন কি তবে চলে এলো!‼️

Several country তে মাইগ্রেন নিয়ে গবেষনায় দেখা যায়, ১৬-১৮% নারীরা এবং ৬-৮% পুরুষদের মাইগ্রেন পেইন হয়।এখন সিভিয়ারিটি কার ক...
10/10/2025

Several country তে মাইগ্রেন নিয়ে গবেষনায় দেখা যায়, ১৬-১৮% নারীরা এবং ৬-৮% পুরুষদের মাইগ্রেন পেইন হয়।

এখন সিভিয়ারিটি কার কম কার বেশি সেই প্রসংগ ভিন্ন হলেও, যেই পেইন যার হয়নি সে কখনোই বুঝবেনা এই পেইনের গভীরতা।


তাই হয়তো কখনো সখনো শুনতেও পারেন-

"এহ! ঢং!"

"খালি তোমার ই মাথা ব্যাথা হয়, আমাদের হয়না!"

মাইগ্রেন পেইন নিয়ে কেউ এমন কথা শুনলে, তখন তারে কি করতে মনে চায়, জাতি জানতে চায়‼️

আপনার headache pattern কোনটা ⁉️

📍 Women's Hijama Therapy

রাসূলের( ﷺ) - প্রতি বেশি দুরুদ পাঠ এ রহমত বর্ষিত হয়।সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম    📍Women's Hijama Therapy
10/10/2025

রাসূলের( ﷺ) - প্রতি বেশি দুরুদ পাঠ এ রহমত বর্ষিত হয়।

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম




📍Women's Hijama Therapy

100 problems 1 solution. 🫣এসব এখন খুলে খুলে নষ্ট করতে বেশ মজা লাগে। ভিতরে গোজা মিল কি থাকে, তাও রোগীকে দেখাই।কারন, অমুক ...
09/10/2025

100 problems 1 solution. 🫣

এসব এখন খুলে খুলে নষ্ট করতে বেশ মজা লাগে। ভিতরে গোজা মিল কি থাকে, তাও রোগীকে দেখাই।
কারন, অমুক মসজিদের বড় হুজুর,ইমাম, তমুক মাদ্রাসার বড় হুজুর থেকে পাওয়া মোজিজা।
(ছবি কালেক্টেড)
যাইহোক,
অক্টোবর মাসের সুন্নাহ ডেট: ১০,১২,১৪ তারিখ।

📩 এপোয়েনমেন্ট নিতে ইনবক্সে যোগাযোগ করুন।

📍 Women's Hijama Therapy

09/10/2025
08/10/2025

Sometimes, prioritizing yourself is not being selfish.

Address

175, East Azampur, Uttara.
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Therapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram