Ehsan Pharma & Telecom

Ehsan Pharma & Telecom Dispensary & Telecom shop.

26/09/2025

বাংলাদেশ সরকার ১২ অক্টোবর, ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য একটি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে। এই ক্যাম্পেইনের আওতায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) বিনামূল্যে প্রদান করা হবে। টিকাদানের জন্য vaxepi.gov.bd পোর্টালে নিবন্ধন করতে হবে এবং স্কুলে ও স্থানীয় টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেওয়া।
টিকাদান কার্যক্রমের মাধ্যমে টাইফয়েড রোগ প্রতিরোধ করা।
কারা টিকা পাবে?
৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোর।
কিভাবে টিকা নিতে হবে?
vaxepi.gov.bd পোর্টালে নিবন্ধন:
প্রথমে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন।
নিবন্ধনের সময় শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ বা প্রয়োজনে পিতামাতার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
টিকাদান কেন্দ্রে যাওয়া:
নিবন্ধনের পর একটি টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।
১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হবে। প্রথম ১০ দিন স্কুলগুলোতে এবং পরবর্তী আট দিন স্থানীয় EPI সেন্টারগুলোতে টিকাদান করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
টিকাদানের জন্য এই TCV (Typhoid Conjugate Vaccine) একটি উন্নত ও কার্যকরী কনজুগেট টিকা।
এই টিকাদান ক্যাম্পেইনটি স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

26/08/2025

সামান্য ঘুমের কাছে হেরে গিয়ে আমরা দিনের সবচেয়ে বরকতময় সময়টি হারিয়ে ফেলি। ফজরের নামাজ সবচেয়ে বেশি কাজা হলেও এর মা.....

25/08/2025

আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

20/08/2025
20/08/2025

রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? ক্লান্তি থাকার পরও মাথা যেন থামতেই চায় না? ঘড়ির কাঁটা এগিয়ে

18/08/2025
17/08/2025

ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে, তেমনি সময়ের মধ্যেও। কোরআনে সুরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের। (সুরা ফজর, আয়াত: ১)

ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জানা যাক
১. রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম, হাদিস: ১৩৭৭)

২. রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস: ১৫৭৩)

৩. রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো।’ (মুসলিম, হাদিস: ১৩৭৯)

৪. রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘সেই মানুষটি জাহান্নামে যাবে না, যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে।’ (মুসলিম, হাদিস: ১৩২২)

৫. রাসুল (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস: ৬৫৭)

৬. খলিফা হজরত উমর ইবনে খাত্তাব (রা.)-এর বরাতে একটি হাদিস জানা যায়। রাসুলুল্লাহ (সা.) নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গণিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন,‘অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো গণিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি।’

তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলব না, যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গণিমত নিয়ে ফিরে আসে? যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়, (নামাজ শেষে) সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গণিমতসহ প্রত্যাবর্তনকারী।’ (সুনানে তিরমিজি: ৩৬৪১)

৭. সাহাবি আনাস (রা.) বলেন যে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রাতের অন্ধকারে মসজিদগুলোয় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নুরের সুসংবাদ দাও।’ (ইবনে মাজাহ, হাদিস: ৭৮১)

৮. ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়। আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন, ‘ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাতযাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তাঁরা বলেন, ‘আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনো তারা নামাজরত ছিলেন।’ (বুখারি, হাদিস: ৫৫৫)

৯. জাবির বিন আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, ‘একবার আমরা নবী করিম (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে (পূর্ণিমার) চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে।’

১০. রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব, তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, তারপর নামাজ পড়লে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উত্ফুল্ল মনে ও অনাবিল চিত্তে। না হলে সে সকালে ওঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে।’ (বুখারি, হাদিস: ১১৪২)

17/08/2025

‼️ কথার আ'ঘা'তে ভে'ঙে পড়লে, আপনি কখন গড়বেন নিজেকে?

মানুষ আপনাকে কথায় আ'ঘা'ত করবে—এটাই স্বাভাবিক।
পরিবারে কেউ খোঁ'টা দেবে, বন্ধুরাও কথা শুনাবে।
এই সবের পরও ধৈর্য ধরতে হবে।

শুনে খারাপ লাগবে, ক'ষ্ট হবে—তবুও আপনাকে নিজেকে সামলে নিতে হবে। কারণ, যে যত বেশি ধৈর্য ধরে, সে তত বেশি শক্ত হয়।

জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে কবে পারবেন?

পরিস্থিতি ভালো হোক বা খা'রা'প—নিজেকে শক্ত রাখতে শিখুন।
ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াই জিততে পারবেন না।

চলার পথে কাঁটা থাকবেই। কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনও "রাস্তা"ই না।

তাই যতই ক'ষ্ট হোক, ভে'ঙে না পড়ে নিজেকে গড়ুন।
কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।

লেখা- সংগৃহীত

17/08/2025

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা সত্ত্বেও সফলতা ও ভালো কাজও রয়েছে। কিন্তু তাদের অগ্রাধিকার নির্ণয়ে ভিন্ন চিন্তা এবং কিছু কিছু জনবিরোধী সিদ্ধান্ত যত দিন যাচ্ছে তাদেরকে জনসমর্থনে তলানির দিকে নিয়ে যাচ্ছে। ভুলে গেলে চলবে না, ভালো মানুষদের নিরঙ্কুশ সমর্থন কখনো নিঃশর্ত ও বিনা বাক্যে স্থায়ী থাকবে না

16/08/2025

দৈনন্দিন নানা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার দিকে নজর দিতে পারি না। তবে ই.....

16/08/2025

কেবল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে জমে থাকা মেদকে জব্দ করতে প্রয়োজনীয় শরীরচর্চা করার সময়। ফলে শরীরের .....

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ehsan Pharma & Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ehsan Pharma & Telecom:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram