03/11/2025
এখনকার সময়ে “টাকা রোজগার” যতটা কঠিন, “টাকা বাঁচানো” তার চেয়েও কঠিন।
সবাই বলছে “এটা হালাল”, “রিস্ক নাই”, “রিটার্ন গ্যারান্টিড!” কারন তারা আপনার আমার ইমোশনের জায়গাটা বুঝে গেছে।
এই ব্যাপারে কোন সন্দেহ নাই যে ঢাকা শহরে এখন মানুষের জীবন অর্থনৈতিকভাবে ভীষণ কঠিন হয়ে গেছে। জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়তেছে, প্রচুর মানুষ চাকরি হারাইছে, অনেকের পরিবারে হঠাৎ করে অসুখ-বিসুখ যেমন ক্যান্সার, ডায়াবেটিস এসব খরচে সঞ্চয় শেষ হয়ে গেছে।
মানুষের জীবনযাত্রার খরচ এমনভাবে বেড়েছে যে স্কুলের বেতন থেকে শুরু করে বাজারের ঝুড়ি সবকিছুর দাম এখন অনেক বেশি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই সময়েই মানুষ সবচেয়ে বেশি অর্থনৈতিক ভুল করে।
প্রতিদিনই নতুন নতুন ইনভেস্টমেন্ট স্কিম, হালাল বিজনেস”, রিয়েল এস্টেট অফার বা ক্রিপ্টো প্রজেক্ট এর কথা শুনছেন নিশ্চয়ই?
কিন্তু, প্রশ্ন হলো আপনার টাকা সত্যিই নিরাপদ তো?
বাংলাদেশে তো চোর-বাটপাড়ের অভাব নাই আপনার টাকা নিয়ে উধাও হয়ে যাবে এমন লোকের ভিড় লেগে আছে। এই সুযোগটাই নেয় তারা। একদিকে হতাশ মানুষ মুক্তির পথ খোঁজে, আরেকদিকে কিছু “শিয়াল” আর “হায়েনা” নকল ব্যবসার নামে ফাঁদ পাতে।
যেমনঃ নকল সোনা। এখন দেশে নকল সোনার ব্যবসা কি ভয়ংকরভাবে যে বাড়ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ ভাবে, “সোনা ভালো ইনভেস্টমেন্ট”, কিন্তু সে বুঝেই না, তারা যেটা কিনতেছে সেটা পিতল!
তারপর আরও আছে “হালাল ইনভেস্টমেন্ট” ট্র্যাপ। গত কয়েক বছরে সবাইকে শেখানো হইছে, “ব্যাংকে টাকা রাখলে হারাম, হালাল ইনভেস্টমেন্ট করো তাইলেই টাকা “safe” এই সুযোগে অনেকেই “জান্নাতে যাও হালাল কোম্পানি” খুলে বসছে।
এই কোম্পানিগুলো প্রথম বছর আপনাকে ২০% রিটার্ন দেয়, দ্বিতীয় বছরও দেয় তৃতীয় বছর পুরো টাকা উধাও। কারণ এত হাই রিটার্ন সাসটেইনেবল না। বাস্তবে কোনো হালাল বা নৈতিক ব্যবসা পাঁচ বছর ধরে ১৫% এর বেশি দিতে পারে না। আপনি যদি ২০%-২৫% রিটার্নের লোভে টাকা দেন, তাহলে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছেন।
⭕ কেন এমন ফাঁদে পড়ি আমরা?
সবচেয়ে বড় কারণ হলো, চাপের মধ্যে ভুল সিদ্ধান্ত।
যখন অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে, তখন মানুষ ভয়, লোভ আর তাড়াহুড়োর মধ্যে পড়ে যায়।
“দ্রুত কিছু করতে হবে” এই মানসিকতা থেকেই ভুল ইনভেস্টমেন্ট হয়।
“অবাস্তব প্রতিশ্রুতি”র লোভ।
কেউ বলে, বছরে ২৫% রিটার্ন! কেউ বলে, এক বছরেই মূলধন দ্বিগুণ! কিন্তু বাস্তবে কোনো টেকসই, নৈতিক ও স্বচ্ছ ব্যবসা এমন রিটার্ন ধারাবাহিকভাবে দিতে পারে না।
আরেকটা ভুল হলো- যোগ্যতা যাচাই না করা।
অনেকে ভাবে “হালাল” মানেই “ঝুঁকিমুক্ত”, কিন্তু আসলে একজন অদক্ষ বা অভিজ্ঞতাহীন ব্যক্তিকে টাকা দেওয়া মানে
নিজের ইনভেস্টমেন্টকে জুয়া খেলার হাতে তুলে দেওয়া।
✅ তাহলে কী করবেন?
বিনিয়োগ করার আগে ৩ টা কথা মনে রাখুন-
সেফটি মার্জিন রাখুনঃ সবাই যখন হুড়োহুড়ি করে কিনছে, আপনি থামুন। বাজার যখন পড়ে যায়, তখন বুঝে কিনুন। লোন করে রিটার্নের লোভে সবকিছু একসাথে হাতছাড়া করবেন না।
ইমোশন বাদ দিনঃ ইনভেস্টমেন্ট কখনোই আবেগের জায়গা নয়। বন্ধুর পরামর্শ, হঠাৎ অনুপ্রেরণা বা “ফিল গুড” আইডিয়ায় টাকা ঢালবেন না।
খোঁজ খবর নিনঃ আপনি যে সেক্টরে ইনভেস্ট করছেন, সেটা আপনি নিজে বুঝেন তো? না বুঝে টাকা দিলে, সেটা ইনভেস্টমেন্ট নয়, ডোনেশন!
বেঞ্জামিন গ্রাহামের The Intelligent Investor বইয়ে একটা লাইন আছে,
“একজন ইনভেস্টরের সবচেয়ে বড় শত্রু হলো সে নিজে।”
এই কথাটা শতভাগ সত্য। আমরা নিজেরাই নিজের লোভ, ভয় আর অজ্ঞতায় পড়ে ক্ষতি করি।
বাংলাদেশে এমন অসংখ্য উদাহরণ আছে বাবা কষ্ট করে বিশাল ব্যবসা বানায়, কিন্তু ছেলে অযোগ্যতার কারণে কয়েক বছরের মধ্যে সব শেষ করে ফেলে।
কারণ সেই ছেলে টাকার ভ্যালু কখনও শেখে নাই, সে রিস্ক বোঝে না, আর ইনভেস্টমেন্টের বেসিক জানে না।
তাই আপনি ইনভেস্ট করার আগে শুধু একটা জিনিস মনে রাখবেন
জ্ঞানের অভাবে নয়, অনেক সময় আচরণের ভুলেই মানুষ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়।