Victoria Consultation Diagnostic & Hospital

Victoria Consultation Diagnostic & Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Victoria Consultation Diagnostic & Hospital, Medical and health, 195/1, Mitford Road, Mitford, Dhaka.

Our Hospital is a trusted multidisciplinary healthcare center located at Mitford.We provide advanced diagnostic services, specialized consultations, and quality hospital care with a commitment to serving patients with compassion and excellence.

25/10/2025

ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি — মিটফোর্ডে শুধুমাত্র আমরাই প্রথম!

🔹 কেন দরকার?
জরায়ু, ডিম্বাশয় বা পেলভিক অঙ্গের সমস্যা যেমন —ফাইব্রয়েড, ডিম্বাশয়ের সিস্ট, এন্ডোমেট্রিওসিস, বন্ধ্যাত্বজনিত সমস্যা এসব নির্ণয়ে এটি অত্যন্ত কার্যকর।

🔹 কিভাবে করা হয়?
রোগীকে সাধারণ অ্যানেস্থেশিয়া) করা হয়,
নাভির পাশে ছোট ছিদ্র করে পেট হালকা ফোলানো হয়,
তারপর ক্যামেরা ঢুকিয়ে ভেতরের অঙ্গগুলো স্পষ্ট দেখা হয়।

🔹 সুবিধা ও সুস্থতা:
✨ ছোট ছিদ্র, কম ব্যথা, দ্রুত আরোগ্য
✨ প্রয়োজনে একই সময়ে চিকিৎসার সুযোগ
✨ মাত্র এক-দুই দিনেই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব

📍 ঠিকানা:
মুনা (কাজী টাওয়ার), ১৯৫, ১৯৫/১, মিডফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা-১১০০
📞 সিরিয়ালের জন্য কল করুন:
০২-২২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

#সুস্থতা

21/10/2025

🎥 ল্যাপারোস্কপি — নিরাপদ ও আধুনিক সার্জারির নতুন অধ্যায়!

জটিল অপারেশন মানেই আর বড় কাটাছেঁড়া নয়!
আজকের আধুনিক চিকিৎসায় ল্যাপারোস্কপি পদ্ধতির মাধ্যমে ছোট একটি ছিদ্রের সাহায্যে সম্পন্ন হচ্ছে গুরুত্বপূর্ণ সার্জারি—যেখানে ব্যথা কম, রক্তক্ষরণ কম, আর রোগী সুস্থ হন অনেক দ্রুত।

🩺 ভিক্টোরিয়া কনসালটেশন ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে অভিজ্ঞ সার্জনদের তত্ত্বাবধানে নিয়মিতভাবে করা হচ্ছে বিভিন্ন ল্যাপারোস্কপিক সার্জারি, যেমন—
▪️ গলব্লাডার সার্জারি
▪️ অ্যাপেন্ডিক্স অপারেশন
▪️ জরায়ু বা পেলভিক সার্জারি
▪️ এবং অন্যান্য পেটের সার্জারি

আমাদের আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক দল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে আপনার চিকিৎসায় সর্বোচ্চ নির্ভরযোগ্যতা।

🏥 আপনার সেবায় — ভিক্টোরিয়া হাসপাতাল
আধুনিক চিকিৎসা, নির্ভরতার প্রতীক।

📞 সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন:
০২-২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

📍 ঠিকানা:
মুনা (কাজী টাওয়ার), ১৯৫, ১৯৫/১, মিটফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা-১১০০

20/10/2025

পলিসিস্টিক ওভারি সিনড্রোম — পিসিওএস (PCOS) প্রজননক্ষম নারীদের হরমোনজনিত একটি রোগ। আক্রান্ত নারীর মধ্যে উচ্চ মাত্রার আন্ড্রোজেন বা পুরুষ হরমোনের উপস্থিতি দেখা যায়। মেয়েদের দেহে অ্যান্ড্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে ডিম্বাশয়ের আশপাশে ছোট ছোট সিস্ট তৈরি হয়। ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বিকশিত হয়ে বের হওয়ার পথে বাধার মুখে পড়ে। এভাবে একসময় ডিম্বাণু স্ফুরণ বা ওভুলেশন বন্ধ হয়ে যায়। এতে নিয়মিত ঋতুচক্র ব্যাহত হয়। বন্ধ্যত্ব দেখা দেয়।

⚠️ লক্ষণসমূহ:
🔹 মাসিক অনিয়ম
🔹 অতিরিক্ত ওজন বৃদ্ধি বা হঠাৎ মোটা হয়ে যাওয়া
🔹 ব্রণ ও চুলের সমস্যা (চুল পড়া বা মুখে চুল গজানো)
🔹 সন্তান ধারণে সমস্যা

🌿 কেন হয়?
PCOS মূলত হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। এর ফলে ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয় এবং প্রজনন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

🛡️ কিভাবে প্রতিরোধ করবেন?
✅ স্বাস্থ্যকর খাবার গ্রহণ
✅ নিয়মিত ব্যায়াম
✅ মানসিক চাপ নিয়ন্ত্রণ
✅ সময়মতো চিকিৎসকের পরামর্শ

👩‍⚕️ Victoria Consultation Diagnostic & Hospital-এ অভিজ্ঞ গাইনোকলজিস্টদের তত্ত্বাবধানে PCOS নির্ণয় ও চিকিৎসা করা হয় সঠিকভাবে ও নিরাপদে।

📍 ঠিকানা:
মুনা (কাজী টাওয়ার), ১৯৫/১, মিটফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা-১১০০

📞 সিরিয়াল: +৮৮০ ২২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি — মিটফোর্ডে শুধুমাত্র আমরাই প্রথম! যখন সাধারণ ইমেজিং পরীক্ষায় সমস্যার স্পষ্ট ধারণা মেলে না, ...
19/10/2025

ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি — মিটফোর্ডে শুধুমাত্র আমরাই প্রথম! যখন সাধারণ ইমেজিং পরীক্ষায় সমস্যার স্পষ্ট ধারণা মেলে না, তখন ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি দেয় নির্ভুল ফলাফল এবং প্রয়োজনে একই সঙ্গে চিকিৎসার সুযোগ।

🔹 কেন দরকার?
জরায়ু, ডিম্বাশয় বা পেলভিক অঙ্গের সমস্যা যেমন —ফাইব্রয়েড, ডিম্বাশয়ের সিস্ট, এন্ডোমেট্রিওসিস, বন্ধ্যাত্বজনিত সমস্যা এসব নির্ণয়ে এটি অত্যন্ত কার্যকর।

🔹 কিভাবে করা হয়?
রোগীকে সাধারণ অ্যানেস্থেশিয়া) করা হয়,
নাভির পাশে ছোট ছিদ্র করে পেট হালকা ফোলানো হয়,
তারপর ক্যামেরা ঢুকিয়ে ভেতরের অঙ্গগুলো স্পষ্ট দেখা হয়।

🔹 সুবিধা ও সুস্থতা:
✨ ছোট ছিদ্র, কম ব্যথা, দ্রুত আরোগ্য
✨ প্রয়োজনে একই সময়ে চিকিৎসার সুযোগ
✨ মাত্র এক-দুই দিনেই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব

📍 ঠিকানা:
মুনা (কাজী টাওয়ার), ১৯৫, ১৯৫/১, মিডফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা-১১০০
📞 সিরিয়ালের জন্য কল করুন:
০২-২২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

#সুস্থতা

17/10/2025

🦷 দাঁতের যত্নে নতুন আস্থা – এখন ভিক্টোরিয়া ডেন্টালে!

হাসি যেন থাকে উজ্জ্বল, মুখের আত্মবিশ্বাস যেন থাকে অটুট!
ভিক্টোরিয়া কনসালটেশন ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে শুরু হয়েছে সম্পূর্ণ আধুনিক ও নিরাপদ ডেন্টাল কেয়ার সার্ভিস।
এখানে প্রতিটি চিকিৎসা করা হয় দক্ষ সার্জনের তত্ত্বাবধানে, উন্নত যন্ত্রপাতির মাধ্যমে।
✨ আমাদের সার্ভিসসমূহ:
▪️ স্থায়ী/অস্থায়ী দাঁত বসানো
▪️ আকাঁবাঁকা দাঁত সোজা করা
▪️ টুথ হোয়াইটেনিং
▪️ লেজার ফিলিং
▪️ রুট ক্যানেল
▪️ দাঁত স্কেলিং
▪️ দাঁত ফেলা
📍 ঠিকানা:
মুনা (কাজী টাওয়ার), ১৯৫, ১৯৫/১, মিটফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা–১১০০
📞 সিরিয়াল নিতে কল করুন:
+৮৮০ ২২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

🌿 ডায়াবেটিস — নিয়ন্ত্রণে রাখুন, জীবন রাখুন নিরাপদ! 🌿টাইপ ১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সময়মতো শনাক্ত ও নিয়ন...
16/10/2025

🌿 ডায়াবেটিস — নিয়ন্ত্রণে রাখুন, জীবন রাখুন নিরাপদ! 🌿

টাইপ ১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ না করলে জটিলতা সৃষ্টি করতে পারে।
ছবিতে উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় — দেরি না করে পরামর্শ নিন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে।

✅ সঠিক চিকিৎসা
✅ নিয়মিত পরীক্ষা
✅ স্বাস্থ্যসম্মত জীবনযাপন
এই তিনটি অভ্যাসই পারে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে!

📍 ভিক্টোরিয়া কনসালটেশন ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল
মুনা (কাজী টাওয়ার), ১৯৫, ১৯৫/১, মিটফোর্ড রোড (২য় ও ৩য় তলা), ঢাকা-১১০০

📞 সিরিয়ালের জন্য কল করুন:
০২-২২৬৬৫৮০২৭ | ০১৭৩০-৭২৩৯২২

#ডায়াবেটিস

Address

195/1, Mitford Road, Mitford
Dhaka
1100

Telephone

+8801730723922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Victoria Consultation Diagnostic & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram