06/11/2025
#আমরাহাসিছড়াই
বাংলাদেশে আনুমানিক প্রতি ৫০০ জন শিশুর মধ্যে একজন জন্মায় ঠোঁটকাটা/ তালুকাটা/ ঠোঁটকাটা-তালুকাটা জন্মগত ত্রুটি নিয়ে।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫০০০-৭০০০ শিশু এ বিভক্তিজনিত সমস্যা নিয়ে জন্মায়।ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সঠিকভাবে ও সঠিক সময়ে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা করালে স্বাভাবিকের মতো হয়ে যায়।
স্মাইল ট্রেন এর সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে সেন্ট্রাল হাসপাতালে ২০০৪ ইং হতে ২০২৪ ইং পর্যন্ত ৭৫০০এর বেশি ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সফল সার্জারী সম্পন্ন হয়েছে।
ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারীর সঠিক সময়:
ঠোঁটকাটা : ৩-৬ মাস
তালুকাটা : ৯-১২ মাস
দাঁতের মাড়ি কাটা: ৮-১০ বছর
নাকের বিকৃতি: ১৬-১৮ বছর
তবে বয়স বেশি হলেও যেকোন বয়সে সার্জারী করা যাবে।
#ঠোঁটকাটা #তালুকাটা
সেন্ট্রাল হাসপাতাল
গ্রীনরোড, ধানমন্ডি, ঢাকা।
মোবাইল: ০১৫৫৬ ৩০ ৪১ ৫৩