31/12/2025
আসসালামু আলাইকুম, যারা সি-গ্রেড ফার্মেসি টেকনিশিয়ান পূর্বে পাশ করেছেন, যাদের নিকট হাতে লেখা রশিদ আছে অথবা অথবা যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন নম্বর এবং সার্টিফিকেট নবায়নের জন্য অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু আপনারা এখন থেকে ডিজিটাল সার্টিফিকেট পাবেন অতএব আপনাদের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করে মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এসব ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি।
যারা (০১-৬৩ তম ব্যাচে) পাস করেছেন,নির্ভুলভাবে আবেদন করতে, যাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা যাদের হাতে লেখা রশিদ আছে,নির্ভুলভাবে নবায়নের আবেদন করাতে এবং পরামর্শ পেতে চাইলে যোগাযোগ করুন।
মোঃ ফারুক হোসেন (সি-গ্রেড ফার্মেসি টেকনিশিয়ান)
মোবা: 📲01912339770 হোয়াটসঅ্যাপ/ ইমু/ মেসেঞ্জার
email ✉️ mdfarukjess1981@gmail.com