ICU BD - Mother Care Hospital - ICU NICU মাদার কেয়ার হসপিটাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ICU BD - Mother Care Hospital - ICU NICU মাদার কেয়ার হসপিটাল

ICU BD - Mother Care Hospital - ICU NICU মাদার কেয়ার হসপিটাল এম্বুলেন্স ভাড়া ফ্রি।

🔻 যোগাযোগের নাম্বার -
01886 499 375
01886 499 376

* ICU - আইসিইউ *

যোগাযোগের নাম্বার -
01886 499 375
01886 499 376

প্রতিদিনই - আইসিইউ এর অভাবে বৃদ্ধ - শিশু - মধ্যবয়স্ক সহ প্রায়
সকল বয়সী অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকার বাইরে থেকে অনেক মানুষই এর আশায় অনিশ্চয়তায় ঢাকায় ছুটে আসে।
আমাদের মাদার কেয়ার হসপিটালে এবং সহ সর্বমোট
২১ টি বেড এভেইলেবেল রয়েছে।

- - ফেসিলিটিস এবং আমাদের হসপিটালের সুযোগ - সুবিধাসমূহঃ

> নিউরোসায়েন্স হসপিটালের ডিপার্টমেন্ট অফ হেড - ডা. উজ্জ্বল কুমার
মল্লিক স্যার রোগীদের চিকিৎসা করেন।
*বাংলাদেশ শিশু হসপিটালের শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান স্যার রোগীদের চিকিৎসা করে থাকেন।

> লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে।
> ভেন্টিলেটর সুবিধা রয়েছে।
> 24 ঘন্টা কার্ডিয়াক মনিটরিং সুবিধা রয়েছে।
> আর্থিক সমস্যা থাকলে সবচেয়ে কম খরচে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

> দিনে ৮ ঘন্টা পর পর রোগী দেখার সুযোগ রয়েছে।
রোগীর অবস্থা আশংকাজনক হলে প্রতি ৩০ মিন পর পর আপডেট জানতে পারবেন।
> প্রতি ৬ ঘন্টা পর পর রোগীর শারীরিক কন্ডিশন সহ বিলের আপডেট জানিয়ে দেওয়া হয়।

> 24 ঘন্টা ডাক্তারের পর্যবেক্ষণে রোগীর চিকিৎসা সেবা চলতে থাকে।
> যেকোন সময় আপনাদের প্রয়োজনে রিলিজ করিয়ে নিয়ে যেতে পারবেন।

> 24 ঘন্টা অক্সিজেনের সু-ব্যবস্থা রয়েছে।
> ডায়ালাইসিস এর ব্যবস্থা রয়েছে।

> সিরিঞ্জ পাম্প, ইলেকট্রকার্ডিওগ্রাম, ব্লাড ওয়ার্মার, পেশেন্ট মনিটর, ইনফিউশন পাম্প, ফিডিং টিউবস, সাকশান টিউবস সহ
যাবতীয় সকল প্রসিডিওর এর মাধ্যমে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

> সার্বক্ষণিক এম্বুল্যান্স এর ব্যবস্থা রয়েছে।
এম্বুলেন্স ভাড়া ফ্রি।

> আপনার প্রিয়জনের জন্য সবচেয়ে কম খরচে সবথেকে ভালো চিকিৎসা পাবেন আমাদের হসপিটালেই। দেরি না করে এখুনি চলে আসুন অথবা কল করুন আমরাই আপনার রোগীকে নিয়ে আসার জন্য এম্বুলেন্স পাঠিয়ে দিবো।

> এম্বুলেন্স সার্ভিসঃ এম্বুল্যান্স ভাড়া ফ্রি, আপনার লোকেশন যদি ঢাকার ভিতর হয়। আমরা এম্বুন্যান্স ভাড়া দিয়ে দিবো।
ঢাকার ভিতর 24 ঘন্টা যেকোন জায়গা থেকে ৩০ মিনিটের মধ্যে এম্বুলেন্স আপনার রোগীকে নিয়ে হসপিটালে আসবে।

> আর্থিক সমস্যা বা টাকা/পয়সার সমস্যা যাদের আছে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। টাকার অভাবে যাতে কেউ চিকিৎসাহীন না থাকে সেই দায়িত্ব আমাদের।
যাদের আর্থিক সমস্যা আছে তারা সরাসরি এই নাম্বারে ফোন কল করে বিস্তারিত কথা বলুন, আমরা ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে চিকিৎসা করে দিবো।

> দালাল চক্র হতে সাবধান -
যেকোন দালাল বা এম্বুলেন্স ড্রাইভার সহ এধরনের মানুষদের অপপ্রচার থেকে সতর্ক থাকুন।
যেকোন তথ্য বিস্তারিত জানতে সরাসরি কল করুন। আমরা আপনাকে বিস্তারিত জানাবো।

যোগাযোগের নাম্বার -
01886 499 375
01886 499 376

** রোগী নিয়ে আসার পূর্বে অবশ্যই ফোন কল করে আসবেন।

ইশতিয়াক আহমেদ রোমান
এক্সিকিউটিভ অফিসার

মাদার কেয়ার হসপিটাল, ধানমণ্ডি রোড নং-২৭ (ধানমণ্ডি #২৭ বাস স্টান্ড, সানরাইজ প্লাজার পাশে, মেইন রোডে ওভারব্রীজের পাশে অবস্থিত)। ঢাকা - ১২০৭।

Address

Dhanmondi Road #27
Dhaka
1207

Telephone

+8801886499375

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICU BD - Mother Care Hospital - ICU NICU মাদার কেয়ার হসপিটাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category