Dr. Muhid Cares

Dr. Muhid Cares ℹ️ https://youtube.com/

Licensed Physician | Telemedicine Consultant | Health Content Creator | Family & Preventive Medicine

চলুন জেনে নেই কত উচ্চতায় কত কেজি ওজন স্বাভাবিক!
06/10/2025

চলুন জেনে নেই কত উচ্চতায় কত কেজি ওজন স্বাভাবিক!

মহান রাব্বুল আলামীন আমাদেরকে আইয়ামে বীজের রোজা রাখার তৌফিক দান করুন। আমীন।
05/10/2025

মহান রাব্বুল আলামীন আমাদেরকে আইয়ামে বীজের রোজা রাখার তৌফিক দান করুন। আমীন।

হঠাৎ করে হাত কেটে গেল । তাড়াতাড়ি অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করা হলো । মনের অজান্তেই সেই ক্ষত দিয়ে ঢুকে পড়লো C...
04/10/2025

হঠাৎ করে হাত কেটে গেল । তাড়াতাড়ি অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজ করা হলো । মনের অজান্তেই সেই ক্ষত দিয়ে ঢুকে পড়লো Clostridium tetanae নামক ব্যাকটেরিয়া । দু সপ্তাহ পরের কথা । হঠাৎ নিচের চোয়ালের পেশিতে খিঁচুনি শুরু হলো । চোয়াল যেন আটকে যায় সাথে ব্যথা । বাড়ির লোকজন 'এ তো দাঁতকপাটি (lock jaw) রোগ' । হাসপাতালে নিয়ে গেল । চিকিৎসা শুরু হলো । জ্বর, মাথা ব্যথা, ঘাম, গিলতে সমস্যা, উচ্চ রক্ত চাপ ।

তারপর একদিন হঠাৎ পেশিতে প্রচণ্ড বেদনাদায়ক খিঁচুনি । ব্যথায় চিৎকার দেয় । খিঁচুনি কয়েক মিনিট স্থায়ী হয় । পরে গলা, পিঠ ও পায়ের পেশি এমনভাবে খিঁচুনি শুরু হলো যে খিঁচুনি এলে দেহ পেছনের দিকে ধনুকের মতো বেঁকে যায় এবং প্রচণ্ড হয় । ডাক্তার বললেন, Tetanus মানে ধনুষ্টঙ্কার (ধনুঃ + টঙ্কার) হয়েছে। পেশিতে খিঁচুনি এত তীব্র হয় যে হাড় ভেঙে যায় ।

তাই শরীরে আঘাতের ফলে ক্ষত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে TT Vaccine বা ধনুষ্টঙ্কারের প্রতিষেধক নিতে হবে । ধনুষ্টঙ্কারে মৃত্যুর হার ৬-১০ শতাংশ । প্রচলিত চিকিৎসায় সারতে কয়েক মাস লেগে
যায় ।

অসহায় ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন
04/10/2025

অসহায় ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন

13/09/2025
৭৫ হাজার টাকা মাত্র ! সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং...
12/09/2025

৭৫ হাজার টাকা মাত্র !
সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং আছে। তেল চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, অ্যালকোহল, সিগারেট, অনিয়ন্ত্রিত জীবন যাপন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি হার্টের ছোট ছোট রক্তনালী ব্লকের জন্য দায়ী। আমাদের লাইফ স্টাইল এবং ভেজাল যুক্ত খাবারের কারণে বর্তমানে এত পরিমাণ হার্টের রোগী বেড়েছে।

শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক আমাদের এখনো সুস্থ রাখছে।

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন...
03/09/2025

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা।

তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।

★ ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

কাজের ধরন: *হেলথ কেয়ার কার্ড সেলস ও পেশেন্ট ডাটা কালেকশন*পদের নাম: সেলস এক্সিকিউটিভ পদের সংখ্যা: ২ জন ছেলে এবং ৩ জন মেয়ে...
03/09/2025

কাজের ধরন: *হেলথ কেয়ার কার্ড সেলস ও পেশেন্ট ডাটা কালেকশন*

পদের নাম: সেলস এক্সিকিউটিভ
পদের সংখ্যা: ২ জন ছেলে এবং ৩ জন মেয়ে
কাজের এলাকা: মিরপুর ৬০ ফিট (ডায়াগনস্টিক পয়েন্ট এন্ড রিসার্চ ল্যাব)

স্যালারি - ১৫-২০ হাজার টাকা ( টার্গেট পূরণ সাপেক্ষে)
ওয়ার্কিং টাইম - ৬ ঘণ্টা (টাইম ফ্লেক্সিবল। ডেইলি টার্গেট পূরণ করলেই ফিল্ডের কাজ শেষ।)

যারা কাজ করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে সিভি দিয়ে নক দিন।
01681256331 ( অনলি হোয়াটসঅ্যাপ)

বি:দ্র: এটা সম্পূর্ণ ফিল্ড জব। ফিল্ডে কাজ করার মানসিকতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

** [ ১ জন মেয়ে receptionist নিয়োগ করা হবে, বিস্তারিত জানতে Whatsapp করুন ]

একমত?
28/08/2025

একমত?

https://link.boitoi.com.bd/oXUt
09/04/2025

https://link.boitoi.com.bd/oXUt

বইটই অ্যাপে এখনই পড়ুন! বইটই অ্যাপ দিচ্ছে বাংলা উপন্যাস, থ্রিলার, রোমান্টিক, ইসলামিক ই-বুক সহ হাজারো ই-বুক পড়ার সেরা ...

শুনতে অদ্ভুত লাগলেও ... পড়তে পারেন
09/04/2025

শুনতে অদ্ভুত লাগলেও ... পড়তে পারেন

মানবদেহে ইমিউন সিস্টেম একটি নিরাপত্তা সিস্টেম স্বরূপ। এই সিস্টেম আপনার শরীরের জন্য ক্ষতিকর পদার্থ যেমন ভাইরাস...

Address

2nd Floor, 267/1/A, Pirerbag Paka Mosjid, Mirpur 60 Feet Road
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Muhid Cares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Muhid Cares:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category