Health Tv

Health Tv 1st lifestyle based health media

22/09/2025
11/09/2025

ডা.তানজিনা
চিকিৎসক ও লেখক
(ফেসবুক থেকে নেওয়া)
অন্নপূর্ণার কোলে ছোট্ট পাহাড়ি গ্রাম ঘানদ্রুকে বুড়ো টেক বাহাদুর এক আজব প্রশ্ন করেছিল। ' এই যে কত কত মানুষ এখানে আসে আর আবার চলে যায়, তারা কোথায় চলে যায়? কোথায় থাকে, জানো? " ব্যাপার হল কি, এই হিমালয়ের বাইরে যে একটা বড় পৃথিবী আছে, আছে নানান কিসিমের মানুষ, আছে রাজনীতি, আছে কূটনীতি, আছে আধিপত্যবাদ আর দখল নিয়ে হানাহানি - এর কিছুই বেচারা টেক বাহাদুর এর জানা নেই। সে তার এই সাড়ে ৬ হাজার ফুট ওপরের গাঁ থেকে কখনোই বাইরে যায় নি। তাই লোকটা আমাদের অবাক করে দিয়ে বলেছিল, তার জীবনে কোন দুঃখ নেই!
এই যে প্রিয় পাহাড়ি দেশটিতে এত অশান্তি, এত আগুন, টেক বাহাদুররা হয়তো এর কোন খবর পাবে না। তাদের জীবন যেমন ছিল তেমনই থাকবে। দুটো ব্রকলি ফলিয়ে পিঠে বেঁধে পাহাড় থেকে নেমে বিক্রি করা আর তা দিয়ে মদিরা কিনে খেয়ে রাতভর শুয়ে থাকা। ব্যস। কে কোথায় কি দখল করল, কোথায় কোন প্রাসাদ পুড়ল, তাতে তাদের কী আসে যায়! আহা, এখানেই তো সেই লুম্বিনী, যেখানে বোধিবৃক্ষের নীচে বসে গৌতম বুদ্ধ পরম শান্তির দেখা পেয়েছিলেন। পৃথিবী আর শান্ত হল কই!

( এই লেখাটা কখনো শেয়ার করা হয় নি৷ অন্নপূর্ণা রেঞ্জ দিয়ে পায়ে হেঁটে অনেক উঁচুতে ঘানদ্রুক গ্রামে একটা দিন কাটানোর অবিস্মরণীয় অভিজ্ঞতা নিয়ে লিখেছিলাম। এক আশ্চর্য সরল সুখ আর শান্তি পেয়েছিলাম হিমালয়ের কাছে গিয়ে। পৃথিবীতে শান্তি ফিরে আসুক। নেপাল ভালো থাকুক। )

উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নার্সিং ফ্যাকাল্টি তৈরি করার ল...
11/09/2025

উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নার্সিং ফ্যাকাল্টি তৈরি করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো নার্সদের জন্য চালু হচ্ছে পূর্ণাঙ্গ পিএইচডি প্রোগ্রাম।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
11/09/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

29/08/2025

সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ায় চেয়ে সন্তানকে সম্পদে পরিনত করুন।নিজের উপার্জন সাধ্যমত সন্তানের শিক্ষার পেছনে ব্যয় করুন যাতে সন্তান নিজের পায়ে দাড়াতে পারে সঠিক ভাবে।
আপনি সন্তানের জন্য হাজার সম্পদ রেখে যান না কেন সেটা সঠিকভাবে ব্যবহার না করলে সেসব দুদিনেই ফুরিয়ে যাবে। কিন্তু শিক্ষা হচ্ছে এমন সম্পদ,,,, তার জন্য আপনি আর কিছু রেখে যেতে না পারলেও ঠিকই আপনার সন্তান শিক্ষার জোরে অনেক কিছু অর্জন করতে পারবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটলো এক বিরল ঘটনা—যা  অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে অনেকের কাছে। মাত্র এমবিবিএস সম্পন্ন...
29/08/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটলো এক বিরল ঘটনা—যা অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে অনেকের কাছে। মাত্র এমবিবিএস সম্পন্ন করা ডা. শীর্ষ শ্রেয়ান তাঁর অসাধারণ উদ্যোগে বিশ্বখ্যাত দাতা সংস্থা Direct Relief থেকে সংগ্রহ করলেন ২,৫০০ ভায়াল Altepase ইনজেকশন। এর বাজারমূল্যে প্রায় ১৭ কোটি টাকা। গতকাল থেকে এই জীবনরক্ষাকারী ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ও হৃদ্‌রোগে আক্রান্ত গুরুতর রোগীদের জন্য। (স্ট্রোক-এর রোগী সাড়ে চার ঘন্টার মাঝে চিকিৎসা নিতে আসলে এই ওষুধ কার্যকরভাবে ব্যবহার করা যাবে)

ডা. শীর্ষ শ্রেয়ান ‘World Stroke Organization’-এর একটি আন্তর্জাতিক গবেষণা দলে কাজ করেছিলেন। ২০২৪ সালে ওয়ার্ল্ড স্ট্রোক একাডেমি থেকে যেটি সেরা গবেষণা হিসেবে নির্বাচিত হয়। এই অর্জনকেই পুঁজি করে ডাঃ শীর্ষের সাথে ডিরেক্ট রিলিফের যোগাযোগ শুরু হয় এবং বাংলাদেশে আসে এতো বড় সহায়তা। শুল্ক ছাড়, ওষুধ সংরক্ষণ ও পরিবহনের মতো নানা চ্যালেঞ্জও সফলভাবে অতিক্রম করা গেছে হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও প্রশাসনের সহযোগিতায়। ২০ আগস্ট ওষুধ ঢাকায় পৌঁছায়, এরপর বিশেষ কোল্ড স্টোরেজ ভ্যানে করে ২৫ আগস্ট রামেকে আনা হয়, আর ২৭ আগস্ট থেকেই তা রোগীদের প্রয়োগ শুরু হয়েছে। এই ইনজেকশন উচ্চমূল্যের কারণে এর আগে অধিকাংশের নাগালের বাইরে ছিল।

এই সফলতার পেছনে যেমন ডাঃ শীর্ষ শ্রেয়ানের ব্যক্তিগত প্রয়াস রয়েছে, তেমনি প্রশংসার দাবিদার তাঁর পরামর্শদাতা অধ্যাপক আজিজুল হক আযাদ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ। আন্তর্জাতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন Direct Relief-এর এশিয়া-প্যাসিফিক ডিরেক্টর গর্ডন উইলকক।

~ DGHS

বুয়েটের ইস্যুটা বুঝতে বেশ সময় লাগসে। প্রথমে খুঁজেই পাই নাই লাগসে কী নিয়ে। এরপর তাদের দফাগুলো দেখে কিছুটা তালগোল পাকায়ে গ...
28/08/2025

বুয়েটের ইস্যুটা বুঝতে বেশ সময় লাগসে। প্রথমে খুঁজেই পাই নাই লাগসে কী নিয়ে। এরপর তাদের দফাগুলো দেখে কিছুটা তালগোল পাকায়ে গেল। তারা দশম গ্রেডে চাকরির অধিকার চায়!

বুয়েটের মত জায়গায় পড়ে ক্লাস ওয়ান র‍্যাংকের একটা স্টুডেন্ট অধিকার চায় সেকেন্ড ক্লাস অফিসারের পদে ঢোকার অধিকার। মানে ক্যামনে কী!

এরপর আরো কিছু রিসোর্স সামনে আসার পর মনে হইল কীরে ভাই! এদের অবস্থা তো আমাদের থেকেও খারাপ।

ডাক্তারদের ইস্যু ছিলো একটাই। এমবিবিএস বা বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার বসাইতে পারবে না, ব্যস। কারণ উপজেলায় বা গ্রামে পাড়ার ফার্মেসি মামা ডাক্তার লাগায়ে দেদারসে রোগী দেখে।

বাট সরকারি জবে আমরা বিসিএস দিয়ে সহকারি সার্জক্ন বা মেডিকেল অফিসার পদে ঢুকি নবম গ্রেডে ক্লাস ওয়ান অফিসার হিসেবে। এইখানে কোন টাল্টিবাল্টি নাই।

ডিপ্লোমা কোর্স যারা করে তারা Sub Assistant Community Medical Officer (SACMO) হসেবে ঢোকে। তারা কখনই পদোন্নতি পেয়ে সহকারি সার্জন হয় না। কিংবা নার্সিং এ যারা আছে তারা দশম গ্রেডে প্রবেশ করে। তাদের পদোন্নতির ধারা আলাদা, পদ আলাদা।

বাট প্রকৌশলে দেখলাম ডিপ্লোমা পড়ে দশমে ঢোকে Sub Assistant Engineer হিসেবে, এরপর পদোন্নতি পেয়ে সহকারি প্রকৌশলী! মানে ক্যামনে ম্যান!!

এদিকে দশম গ্রেড পুরাটাই ডিপ্লোমাদের জন্য নির্ধারিত। তাইলে দশম থেকে পদোন্নতি পায়া ডিপ্লোমারা নবমে গেলে বুয়েট পাশ এরা কই যাবে? এদের পদ তো দখল করে রাখে ডিপ্লোমারা! নিয়োগ কেমনে নিবে? বা নিয়োগ হইল একজন বুয়েটিয়ানের নবমে। গিয়া দেখলো ৭ম বা ৬ষ্ঠ গ্রেডে তার বস একজন ডিপ্লোমা! তারে স্যার ডাকা লাগতেসে! তার অর্ডার শোনা লাগতেসে! কারণ এই ডিপ্লোমা ইনি দশম থেকে প্রমোশন পেয়ে প্রকৌশল ক্যাডারে সিনিয়র পদে চলে গেছে। ওয়াহ!

মানে এই সিস্টেম যে খোদ আমাদের দেশে আছে সেইটা ভাবতেই তো গা গুলাইতেসে। আমরাও ক্যাডার। বুয়েটের তারাও প্রবেশ করবে ক্যাডার হিসেবে। কিন্তু তারা স্যার ডাকবে যার গ্র‍্যাজুয়েশনই নাই!

ধরে নিলাম আগে এত প্রকৌশলী ছিলো না। তাই ওই সিস্টেম ছিলো। কিন্তু দেশে এত এত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ার পরও এই সিস্টেম কেমনে রয়া গেল? মানে কেমনে??

আর ক্যাডার সার্ভিসে না ঢুকলে এই ক্যারিকেচার আগে বুঝার কথা না কারো। আর প্রকৌশল ক্যাডার জনবলের দিক থেকে ছোট ক্যাডার বলে সম্ভবত এই ইস্যু নিয়ে আওয়াজ তুলতে পারে নাই কেউ।

গুড থিং ইজ এই আওয়াজটা ক্যাডারদের স্বল্প লোকবলের মাধ্যমে সরকারি চাকরি বিধি ভেঙে তুলতে হয় নাই।বুয়েটে সহ অন্যন্য প্রকৌশলের পোলাপানই এই অন্যায্য সিস্টেমের বিরিদ্ধে আওয়াজটা তুলে দিসে। তাদের ন্যায্য দাবীর পাশে আছি। এই সিস্টেম চলতে পারে না।

~ ডা: যুবায়ের আহমেদ

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।কোন ...
18/08/2025

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।
গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।

কোন রোগী বিছানায় তো কোন রোগী ফ্লোরে যায়গা পাবে। কোন রোগী খোলা বারান্দার ফ্লোরে যায়গা পাবে।

নোংড়া বাথরুম।

ডাক্তার নার্স রাও এই ভীড়ের মাঝে ঢুকে কখনো দাড়িয়ে, কখনো হাটু গেড়ে বসে চিকিৎসা দিবে।

তার উপর অক্সিজেন নাই, ঔষধ শেষ, ডাক্তার ১ জন রোগী ২০০ জন.. এক্সরে মেশিন নষ্ট, MRI মেশিন চান্দের দেশে..🤷‍♂️

ইহার নাম "সরকারি হাসপাতাল এর সাধারন ওয়ার্ড"..

শাহরুখ খান এর Jawan ছবি তে একটা হাসপাতাল দেখেছিলেন না? ঠিক ওরকম ই..

কিন্তু আশ্চর্য্য, এই অমানবিক পরিবেশ নিয়ে কেউ কথা বলে না।

কোন নেতার গলা কাপানো বক্তব্য দেখিনাই এই পরিবেশ শোধরানো নিয়ে কোন কথা বলতে।

চিকিৎসা সেবার উন্নতি নিয়ে কোন বক্তব্যের শুরুই হয় প্রাইভেট ডাক্তারদের কত লোভ, কত টাকা, কত টেস্ট কত কিছু এগুলো দিয়ে।

এবং এই কথাগুলো মানুষ খুব খায়.. খুব লাইক শেয়ার হয়।

কারন সরকারি হাসপাতালের ভয়ংকর পরিবেশ এ টিকতে না পেরে প্রাইভেটে চিকিৎসা নেওয়া লোকটা ৫ লাখ টাকা বিল দিয়ে এসে ডাক্তারের উপর জব্বর ক্ষেপে আছে।

তখন তার কানে ঐ কথাগুলাই মধুর শোনাবে। মিষ্টি শোনাবে।

সে ভাববে,

" আরে আসলেই তো!!!
প্রাইভেট হাসপাতালে এত টাকা রাখে কেন??? এই বিল কমানো দরকার, তাইলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।"

কিন্তু সে কখনোই ভাবে না - "সরকার এর ঐ সরকারি হাসপাতাল এর পরিবেশ উন্নতি দরকার।"

সে বারবার ওটাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান টার ফিস কমানো দরকার।

যেই ব্যবসায়ী লোকটা ১০০-৫০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইভেট হাসপাতাল এর এতবড় বিল্ডিং, এতবড় ল্যাব, সিটি স্ক্যান এমআরআই মেশিন, বড় ডাক্তার নার্স ম্যানেজার এসব মেনটেন করছে,

সে আপনাকে সস্তায় বা ফাও চিকিৎসা দিতে ওখানে প্রতিষ্ঠান খুলে নাই।

তার সব খরচ মিটিয়ে মোটা মুনাফা করার জন্যেই প্রতিষ্ঠান খুলেছে।

----

যতদিন আপনারা সঠিক প্রশ্ন করতে না পারবেন, ততদিন এরকম ই চলবে।

"প্রাইভেট হাসপাতালের বিল এত বেশী কেন??" এটা সঠিক প্রশ্ন না।

সঠিক প্রশ্ন টি হলো- "আমার রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

প্রাইভেটে কসাই ডাক্তার এর ভিজিট, রিপোর্ট দেখতে টাকা নেওয়া, টেস্ট, ঔষধ কোম্পানী, ICU এর বেড ভাড়া হ্যান ত্যান নিয়ে যতবার কথা উঠবে,

ততবার প্রশ্ন একটাই হবে-
"আমার এই রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

আমি তো আমার ইনকামের ৫%-২৫% ট্যাক্স দেই, তারপরেও কেন পারছি না???

বলেন???

কেন পারছি না??? কথা বলেন না কেন?? কি হলো??
কি আজব!!

::

Dr Shahriar Parvez
17/08/2025

উনার জন্যে কি ঔষধ দেয়া যায়
16/08/2025

উনার জন্যে কি ঔষধ দেয়া যায়

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram