Health Tv

Health Tv 1st lifestyle based health media

09/12/2025
তর্কে বহুদূর…..
07/12/2025

তর্কে বহুদূর…..

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
30/11/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

24/11/2025

অবসরে যাচ্ছেন স্বাস্থ্যের বিশেষ সহকারী সায়েদুর রহমান

24/11/2025

আমাদের শরীরে দ্রুত বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)। ফলে সাধারণ রোগও হয়ে উঠছে গুরুতর ও প্রাণঘাতী; চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল। অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং আমাদের সচেতনতার অভাবে এই ঝুঁকি আরও বেড়ে চলেছে। চলুন শুনি ডাঃ Abdun Noor Tushar এই নীরব বিপর্যয় নিয়ে কি বলছেন।

আলহামদুলিল্লাহ একটি আদম ফুল 🌸
16/11/2025

আলহামদুলিল্লাহ একটি আদম ফুল 🌸

শোকবার্তানেফ্রোলজি বিভাগের প্রফেসর মতিউর রহমানতিনি তাঁর কর্মজীবন শুরু করেন আইপিজিএমঅ্যান্ডআর, ঢাকা–তে একজন অতি মেধাবী ও ...
16/11/2025

শোকবার্তা

নেফ্রোলজি বিভাগের প্রফেসর মতিউর রহমান
তিনি তাঁর কর্মজীবন শুরু করেন আইপিজিএমঅ্যান্ডআর, ঢাকা–তে একজন অতি মেধাবী ও তরুণ নেফ্রোলজিস্ট হিসেবে। নেফ্রোলজি বিভাগের সকলেই তাঁকে গভীরভাবে ভালোবাসতেন ও সম্মান করতেন।

সেই সময়ে কিডনি বিকলের তেমন কোনও কার্যকর চিকিৎসা ব্যবস্থা ছিল না। সব বাধা–বিপত্তি সত্ত্বেও তিনি ‘পরিটোনিয়াল ডায়ালাইসিস’ দিয়ে চিকিৎসা শুরু করেন এবং প্রচেষ্টার মাধ্যমে কর্তৃপক্ষকে তাঁর বিভাগে ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাজি করান। বহু বছর ধরে অবিরাম চেষ্টা করে তিনি কর্তৃপক্ষকে ডায়ালাইসিস মেশিন ও প্রয়োজনীয় সেবা প্রদানের ব্যবস্থা করতে বাধ্য করেন—যা অসংখ্য মৃত্যুপথযাত্রী রোগীর জীবনরক্ষা করে।

সেই সময় আমি কুমিল্লা জেনারেল হাসপাতালে জেনারেল সার্জারির কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলাম, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও ইউরোলজির মতো উন্নত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে আগ্রহী ছিলাম। তখন দেশে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু করার চেষ্টা চলছিল। প্রযুক্তিগতভাবে প্রতিস্থাপন সফল হলেও ১৯৮১ সালে অধিকাংশ রোগী অল্প সময়ের মধ্যেই সংক্রমণের কারণে মারা যেতেন, কারণ তখনকার ম্যানেজমেন্ট প্রোটোকল ছিল অপর্যাপ্ত।

এই প্রেক্ষাপটে সরকার ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগের সঙ্গে বৈঠক আহ্বান করে। অংশগ্রহণকারীরা সরকারকে প্রয়োজনীয় পরিবর্তনের ব্যাপারে রাজি করাতে সক্ষম হন। আইপিজিএমঅ্যান্ডআরে ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগে কাঠামোগত পরিবর্তন আনা হয়, একজন বিশেষজ্ঞ শিক্ষকের জন্য বিদেশি কেন্দ্র থেকে আমন্ত্রণের ব্যবস্থা করা হয়, এবং WHO-কে তিন মাসের জন্য প্রতিবেশী দেশ থেকে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নিতে বলা হয়। পাশাপাশি অপারেশন থিয়েটার, পোস্ট-ট্রান্সপ্লান্ট কেয়ার ইউনিটসহ অন্যান্য সুবিধা উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দ দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে আমি নিজে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপত্র পাই।

তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন—বিশেষ করে যখন দেখলেন আমার ঘনিষ্ঠ বন্ধু ডা. একেএম আনোয়ারুল ইসলাম ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন। তখনই আমরা বুঝেছিলাম, এই কৃতিত্ব মূলত প্রফেসর মোতিউর রহমানের।

এটাই ছিল আমাদের কর্মজীবনের প্রথম ধাপ—যা দেশে ইউরোলজি ও কিডনি প্রতিস্থাপন প্রযুক্তির প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি সুদূরদৃষ্টি সম্পন্ন ছিলেন; বুঝতেন, তরুণ চিকিৎসকদের সম্পৃক্ত না করলে এ অগ্রযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

পরবর্তীতে ভারতের ভেলোর সিএমসি থেকে প্রফেসর এ.পি. পান্ডে তিন মাসের জন্য আইপিজিএমঅ্যান্ডআরে যোগ দেন। এটি ছিল আমার এবং ডা. আনোয়ারুল ইসলামের জন্য এক অসাধারণ সুযোগ—আমরা প্রতিস্থাপনবিদ্যার সেই মৌলিক ধারণাগুলো শিখলাম, যা আগে জানতাম না।

প্রফেসর এম.এ. ওহাব, প্রফেসর এস.এ.এম.জি. কিবরিয়া, প্রফেসর রহমান, প্রফেসর হারুন–উর–রশিদ, প্রফেসর হাবিবুর রহমান এবং ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ পরবর্তী তিন মাস প্রফেসর পান্ডের সঙ্গে এক অভিনব একাডেমিক যাত্রা শুরু করেন।

এই একাডেমিক অনুশীলনের ফলেই আমরা অসাধারণ উন্নতি করি—যা জানতাম না তা শিখলাম, এবং কীভাবে প্রতিস্থাপন সার্জারি করতে হয় তার দক্ষতা অর্জন করি। এই সময়ে প্রফেসর পান্ডে প্রথম প্রতিস্থাপনটি করেন, পরদিন আরেকটি করেন এবং তৃতীয়টি আমাদের উপর ন্যস্ত করেন। তাঁর তত্ত্বাবধানে আমরা প্রথমবারের মতো প্রতিস্থাপন সম্পন্ন করি—যা ছিল এক অপার আনন্দের মুহূর্ত। সেই দিনে প্রফেসর রহমান শেরাটন হোটেল থেকে খাবারের ব্যবস্থা করেছিলেন—এটিও আমাদের স্মৃতিতে চিরস্মরণীয়।

অবসর গ্রহণের পূর্বে তিনি শেরেবাংলা নগরে ইউরোলজি ও নেফ্রোলজি ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। জীবদ্দশায় তিনি এই মহৎ প্রতিষ্ঠানের প্রথম অংশ সম্পন্ন করেন। বর্তমানে এর দ্বিতীয় অংশও সম্পন্ন হয়েছে—যা এই মহান মানুষের দূরদর্শিতা ও অবদানেরই ফল।

বিশ্ববিদ্যালয়ে এবং বেসরকারি ক্ষেত্র—বিশেষ করে কমফোর্ট হাসপাতালে—তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছে। তাঁর প্রচেষ্টাতেই কমফোর্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়—যে সময় অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান শুধু ডায়াগনস্টিক সেবা দিত, তখন কমফোর্ট ছিল পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধাসম্পন্ন ৬৫ বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, যা আজও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমরা প্রফেসর মোতিউর রহমানের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, উত্তম প্রতিদান দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

প্রফেসর এম. আব্দুস সালাম
সাবেক অধ্যাপক, ইউরো-অনকোলজি ও চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ
প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ

13/11/2025

ইতিহাস গড়ল চীন! স্টেম সেল থেরাপিতে টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিরাময়যোগ্য!

পত্রিকায় প্রকাশিত কর ফাঁকি সংক্রান্ত সংবাদটি নির্জলা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন দেশবরেণ্য চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজে...
07/11/2025

পত্রিকায় প্রকাশিত কর ফাঁকি সংক্রান্ত সংবাদটি নির্জলা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন দেশবরেণ্য চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (NINS) প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।
তিনি জানান, "আমি সর্বদা দেশের প্রচলিত আইন-কানুন ও আয়কর আইন-বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে একজন স্বচ্ছ ও সম্মানিত করদাতা হিসেবে নিজ দায়িত্ব পালন করে আসছি। আমি বাংলাদেশের ফিজিশিয়ানদের মধ্যে একজন অন্যতম শীর্ষ ও নিয়মিত করদাতা।

প্রত্রিকায় আমার আয়কর ও সম্পদ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা কেবল বানোয়াট বা অসম্পূর্ণ নয়, বরং মিথ্যা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমি ২০২৩-২৪ করবর্ষে মাত্র ৭ লাখ ৪৮ হাজার টাকা আয় দেখিয়েছি, যা একটি নির্জলা মিথ্যাচার। প্রকৃত সত্য এই যে, আমি বিগত ২০২৩-২৪ করবর্ষে প্রায় ৪৭,২০,০০০/- টাকা (সাতচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা ) আয়কর প্রদান করেছি। আমার আয়কর প্রদানের যাবতীয় প্রমাণ NBR এর নিকট রক্ষিত রয়েছে। এই তথ্যই প্রমাণ করে যে, প্রতিবেদনটিতে কাল্পনিক হিসাব এবং কর ফাঁকির অভিযোগ কতটা বানোয়াট।
আমি গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, প্রতিবেদনে উল্লিখিত 'টেস্টের কমিশন' এবং 'ওষুধ কোম্পানির টাকা-উপহার' সংক্রান্ত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষপ্রসূত ও কল্পনাপ্রসূত। আমি আমার সুদীর্ঘ ও নিষ্কলঙ্ক চিকিৎসা জীবনে কখনো কোনো ওষুধ কোম্পানির কাছ থেকে নগদ অর্থ বা মূল্যবান উপহার গ্রহণ করিনি।

প্রতিবেদনে বলা হয়েছে যে, আমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও আমি সাড়া দিইনি । একজন চিকিৎসক হিসেবে আমাকে সার্বক্ষণিক রোগী সেবায় ও জটিল ব্যবস্থাপনায় ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারাকে 'কর ফাঁকি'র অভিযোগের 'স্বীকারোক্তি' হিসেবে চিত্রিত করা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

এই মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা ও কয়েক দশকের অর্জিত সম্মানকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। এই ভিত্তিহীন প্রতিবেদন কেবল আমাকেই নয়, বরং আমার অগণিত রোগী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে গভীরভাবে ব্যথিত ও বিভ্রান্ত করেছে।

আমি এই মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। "
উল্লেখ্য, বিগত ০২ নভেম্বর, ২০২৫ তারিখে দৈনিক “কালের কণ্ঠ” 'সেরা ডাক্তাররা কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন' এবং 'কর ফাঁকিতে শীর্ষ ডাক্তাররা' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Pls apply or refer suitable candidates. Health Tv
05/10/2025

Pls apply or refer suitable candidates.
Health Tv

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram