Pavel HealthCare

Pavel HealthCare স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান।। ENT specialist Dr.Rahmat Ullah Pavel
Hot -01729385720

03/11/2025

আসসালামু আলাইকুম
চাঁদের আলোয় মিশে যাক তোমার হাসি। শুভরাত্রি। 🌜

মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে। খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ত...
03/11/2025

মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে। খাদ্য ও আশ্রয়ের সন্ধানে তারা সাহস করে ভিতরে প্রবেশ করে—কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, ডেকে নিয়ে আসে মৃত্যু।
যখনই মৌমাছিরা এই অনাকাঙ্ক্ষিত অতিথির উপস্থিতি টের পায়, তারা তাৎক্ষণিক এবং প্রবল আক্রমণ করে প্রাণীটিকে মেরে ফেলে। কিন্তু আসল সমস্যার শুরু হয় এখানেই: মৃত প্রাণীর দেহটি এতটাই বড় হয় যে মৌচাক থেকে এটিকে টেনে বের করা মৌমাছিদের পক্ষে সম্ভব হয় না।
ফলে পচনশীল দেহ থেকে রোগ ও সংক্রমণ ছড়ানোর বিশাল ঝুঁকি তৈরি হয়।
আর ঠিক এই পরিস্থিতিতেই মৌমাছিরা তাদের জন্মগত, বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপাদান প্রপোলিস ব্যবহার করে মৃতদেহটাকে একদম সিল করে দেয়।
গাছের রজন ও মোম দিয়ে তৈরি এই বিশেষ আঠালো পদার্থটি হল:
• অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল: এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, ফলে পচন রোধ করে এবং সংক্রমণ ছড়াতে দেয় না।
• পানিরোধী ও সংরক্ষণকারী: এটি জল ও আর্দ্রতা প্রবেশ করতে দেয় না। এর ফলে মৃতদেহটি শুকিয়ে যায় এবং দীর্ঘদিন অক্ষত থাকে।
• একটি নিখুঁত প্রাকৃতিক সিল্যান্ট: এটি একটি নিখুঁত আঠালো সিলের মতো কাজ করে, যা মৃতদেহকে বায়ুরোধীভাবে মুড়ে দেয় এবং মৌচাকের পরিবেশ সুশৃঙ্খল রাখে।
মৌমাছিরা মৃতদেহকে এই প্রপোলিস দিয়ে সম্পূর্ণ মুড়ে ফেলে, তাকে পরিণত করে এক নিরাপদ, গন্ধহীন মমিকৃত বস্তুতে। ফলে মৌচাকের ভেতরের পরিবেশ থাকে সংক্রমণমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল।
এটি কেবল কোনো যুক্তি বা চিন্তা নয়—এটি হলো এক স্বর্গীয় স্বভাব (Instinct), এক অদৃশ্য জ্ঞান যা এই ক্ষুদ্র প্রাণীগুলোকে তাদের বাসস্থান ও পবিত্রতা রক্ষায় পরিচালিত করে।
"অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিআমতকে অস্বীকার করবে?" (সূরা আর-রহমান)। সত্যিই, মহান সেই সত্তা (আল্লাহ্) যিনি এই ক্ষুদ্রতম প্রাণীদেরও এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন যা তারা নিজে অর্জন করেনি। সমস্ত প্রশংসা ও মহিমা একমাত্র তাঁরই, যিনি এই জগৎকে এত চমৎকার নিয়মে পরিচালনা করেন। সুবহানাল্লাহ।
লেখা: সংগৃহীত ও অনুবাদকৃত
কপি পোস্ট
এডমিন

মুখে লালা কমে গেলে মুখ শুকিয়ে যায়, ফলে কথা বলা, গিলতে বা খাবার খেতে কষ্ট হতে পারে। এটি অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়...
03/11/2025

মুখে লালা কমে গেলে মুখ শুকিয়ে যায়, ফলে কথা বলা, গিলতে বা খাবার খেতে কষ্ট হতে পারে। এটি অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ডায়াবেটিস, পানিশূন্যতা বা ধূমপানের কারণে হয়।

👉 করণীয়ঃ
✅ প্রচুর পানি পান করুন।
✅ চিনি ছাড়া চুইংগাম বা লজেন্স ব্যবহার করুন—এটি লালা উৎপাদনে সাহায্য করে।
✅ মুখ শুকিয়ে গেলে বারবার সামান্য পানি দিয়ে কুলকুচি করুন।
✅ ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন।
✅ মুখে ঘা বা দুর্গন্ধ হলে চিকিৎসকের পরামর্শ নিন।

💬 দীর্ঘদিন মুখ শুকিয়ে থাকলে এটি দাঁতের ক্ষয় বা ইনফেকশন ঘটাতে পারে, তাই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

#পাভেল_হেলথকেয়ার #স্বাস্থ্যপরামর্শ #মুখের_যত্ন
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

নাকের অপারেশনের পর সঠিক যত্ন না নিলে জটিলতা দেখা দিতে পারে। তাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন—✅ অপারেশন...
03/11/2025

নাকের অপারেশনের পর সঠিক যত্ন না নিলে জটিলতা দেখা দিতে পারে। তাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন—

✅ অপারেশনের পর কমপক্ষে ৭–১০ দিন ভারী কাজ বা ব্যায়াম থেকে বিরত থাকুন।
✅ নাক ঝাড়া বা জোরে হাঁচি দেওয়া থেকে সাবধান থাকুন।
✅ ডাক্তার প্রদত্ত ওষুধ ও নাক পরিষ্কার করার নির্দেশনা নিয়মিত মেনে চলুন।
✅ ধুলোবালি, ধোঁয়া ও ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন।
✅ নাক থেকে রক্ত পড়লে বা অতিরিক্ত ফোলা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
✅ পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান।

সঠিক পরিচর্যা আপনার দ্রুত সুস্থতা নিশ্চিত করবে।
#নাকের_অপারেশন #স্বাস্থ্যসেবা
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

নাক, কান ও গলার যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ ও চিকিৎসা নিতে আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।ন...
03/11/2025

নাক, কান ও গলার যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ ও চিকিৎসা নিতে আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।

নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা.পাভেল -Dr.Pavel স্যার, এখন শুক্রবার ছাড়া নিয়মিত রোগী দেখবেন Platinum Hospital Ltd. পান্থপথ এবং প্রতি শুক্রবার রোগী দেখবেন পদ্মা হাসপাতাল ভৈরব।

আমাদের হটলাইন
✆ ০১৭২৯৩৮৫৭২০
✆ ০১৩১৫৮৯৮০৮৬

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr. Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

03/11/2025

আসসালামু আলাইকুম
সকালের প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও রহমতে আলোকিত হোক। 🌺
শুভ সকাল 🌸

02/11/2025

আসসালামু আলাইকুম
আকাশের তারা যেমন জ্বলে, তেমনি তোমার জীবনও সুখে জ্বলে উঠুক। শুভরাত্রি। 🌟

চীনের হুনান প্রদেশের এক ৩৩ বছর বয়সী ব্যক্তি তীব্র পেটব্যথায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হুনান মেডিকেল...
02/11/2025

চীনের হুনান প্রদেশের এক ৩৩ বছর বয়সী ব্যক্তি তীব্র পেটব্যথায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হুনান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে। চিকিৎসকেরা তাকে ফ্যাকাশে, কাঁপতে থাকা, আর ব্যথায় প্রায় কথা বলতে অক্ষম অবস্থায় পান।

স্ক্যান করার পর তারা ভেবেছিলেন হয়তো অন্ত্রের কোনো বাধা বা রক্তক্ষরণ দেখা যাবে, কিন্তু তারা দেখলেন- একটি লম্বা, সাপের মতো বস্তু নড়াচড়া করছে তার পেটে!

দ্রুত অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা দেখতে পেলেন, সেটি একটি জীবিত ইল মাছ! প্রায় এক ফুট লম্বা মাছটি ঐ লোকের পাকস্থলীর দেয়াল ভেদ করে দেহের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। এর ফলে তৈরি হয়েছিল মারাত্মক সংক্রমণের ঝুঁকি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইলটি সম্ভবত রোগীর মলদ্বার দিয়ে প্রবেশ করেছিল, যা স্থানীয় এক বিপজ্জনক বিশ্বাসের অংশ। কেউ কেউ ভুলবশত মনে করেন, জীবন্ত ইল অন্ত্রে প্রবেশ করালে তা নাকি শরীর পরিষ্কার বা সুস্থ করে তোলে!

যদিও এমন ঘটনা বিরল, তবে চীনে পূর্বে এমন আরও কয়েকটি ঘটনা নথিভুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রেই এসবের পরিণতি হয়েছে মর্মান্তিক।
কপি পোস্ট
এডমিন

ছবিতে যে বিশালদেহী প্রাণীটিকে ক্রেনে ঝুলতে দেখছেন, সে কোনো সাধারণ হাতি নয়। তার নাম ছিল মেরি, 'স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শ...
02/11/2025

ছবিতে যে বিশালদেহী প্রাণীটিকে ক্রেনে ঝুলতে দেখছেন, সে কোনো সাধারণ হাতি নয়। তার নাম ছিল মেরি, 'স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো' সার্কাসের একসময়ের সবচেয়ে বড় তারকা। কিন্তু মানুষের নিষ্ঠুরতা আর অজ্ঞতার শিকার হয়ে তাকে এভাবেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল।
কী ঘটেছিল মেরির সাথে?

সময়টা ১৯১৬ সাল। 'বিগ মেরি' নামে পরিচিত পাঁচ টনের এই এশীয় হাতিটি ছিল সার্কাসের প্রধান আকর্ষণ। কিন্তু বিপত্তি ঘটে যখন সার্কাসে ওয়াল্টার "রেড" এলড্রিজ নামের একজন অনভিজ্ঞ কর্মী যোগ দেয়। মেরিকে নিয়ন্ত্রণের কোনো পূর্ব অভিজ্ঞতা তার ছিল না।

১৯১৬ সালের ১২ই সেপ্টেম্বর, টেনেসি অঙ্গরাজ্যের কিংপোর্ট শহরে সার্কাসের প্যারেড চলাকালীন মেরি একটি তরমুজের খোসা দেখতে পেয়ে খেতে যায়। নতুন কর্মী এলড্রিজ তাকে বর্শা দিয়ে সজোরে আঘাত করে বাধা দেয়। এই অপ্রত্যাশিত এবং যন্ত্রণাদায়ক আক্রমণে ক্ষিপ্ত হয়ে মেরি এলড্রিজকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে এবং পা দিয়ে পিষে হত্যা করে।

মানুষের উন্মত্ততা এবং একটি নিষ্ঠুর সিদ্ধান্ত

এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্রোধ ছড়িয়ে পড়ে। চারদিকে "খুনি হাতিকে মেরে ফেলো" বলে রব ওঠে। বেশ কয়েকটি শহর হুমকি দেয় যে, মেরিকে হত্যা না করা হলে তারা তাদের শহরে সার্কাস প্রদর্শন করতে দেবে না।

জনগণের চাপ এবং ব্যবসায়িক ক্ষতির মুখে সার্কাসের মালিক চার্লি স্পার্কস এক কঠিন ও হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি মেরিকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন।

সেই ভয়াল ১৩ই সেপ্টেম্বর

১৯১৬ সালের ১৩ই সেপ্টেম্বর, আরউইন শহরের রেলইয়ার্ডে প্রায় ২,৫০০ মানুষের ভিড় জমে মেরির ফাঁসি দেখার জন্য। একটি ১০০ টনের বিশাল ক্রেন আনা হয় তাকে ঝোলানোর জন্য।

প্রথম চেষ্টায়, যখন মেরিকে উপরে তোলা হচ্ছিল, তখন শিকল ছিঁড়ে সে মাটিতে পড়ে যায়। এই পতনে তার কোমর ভেঙে যায়, কিন্তু তখনও সে জীবিত ছিল। এরপর আরও শক্তিশালী শিকল দিয়ে দ্বিতীয়বার চেষ্টা করা হয় এবং সফলভাবে মেরিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রায় আধ ঘণ্টা ক্রেনে ঝুলে থাকার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়।

কেন এই ঘটনা আজও প্রাসঙ্গিক?

মেরির এই করুণ পরিণতি শুধুমাত্র একটি প্রাণীর মৃত্যুর গল্প নয়। এটি মানুষের অজ্ঞতা, গণ-উন্মাদনা এবং প্রাণীদের প্রতি চরম নিষ্ঠুরতার এক জ্বলন্ত উদাহরণ। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে, বিনোদনের নামে বা ক্ষণিকের ক্রোধের বশবর্তী হয়ে মানুষ কতটা অমানবিক হতে পারে।
কপি পোস্ট
এডমিন

🩸 কান দিয়ে রক্ত পড়লে কি করবেন?কান দিয়ে রক্ত পড়া কখনোই স্বাভাবিক নয়। এটি হতে পারে—🔹 কানে আঘাত পাওয়া বা কানের পর্দা ফেটে য...
02/11/2025

🩸 কান দিয়ে রক্ত পড়লে কি করবেন?

কান দিয়ে রক্ত পড়া কখনোই স্বাভাবিক নয়। এটি হতে পারে—
🔹 কানে আঘাত পাওয়া বা কানের পর্দা ফেটে যাওয়া
🔹 ইনফেকশন বা পুঁজ জমে গিয়ে ফেটে যাওয়া
🔹 মাথায় গুরুতর আঘাতের লক্ষণ

👉 করণীয়:
✅ সঙ্গে সঙ্গে কানে কিছু ঢোকাবেন না (তেল, তুলা, পানি কিছুই নয়)
✅ মাথা এক পাশে কাত করে রক্ত বের হতে দিন
✅ দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
✅ প্রয়োজনে ইয়ার ড্রপ বা ওষুধ ডাক্তার নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন

⛔ মনে রাখবেন: নিজে চিকিৎসা না করে দেরি করলে শ্রবণশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

#কানএরচিকিৎসা #কানদিয়েরক্ত #স্বাস্থ্যপরামর্শ
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

02/11/2025

আসসালামু আলাইকুম
সুবহানাল্লাহ! সকাল মানে নতুন রহমতের দুয়ার। আপনার দিন হোক বরকতময়।
শুভ সকাল 🌸

01/11/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি! 🌙

Address

Dhaka
1000

Telephone

+8801729385720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pavel HealthCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pavel HealthCare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram