ABH Health Care

ABH Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ABH Health Care, Doctor, Kishoreganj, Dhaka.

রোগ ব্যাধিতে আল বারাকা, আপসহীনমানে দিচ্ছে সেবা।
একটি অত্যাধুনিক কম্পিউটারাইজ্ড স্বাস্থ্যসেবা কেন্দ্র।

শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত দরিদ্রদের ফ্রী চিকিৎসা করা হয়।

গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ঔষধের নাম ও উৎস।
30/08/2022

গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ঔষধের নাম ও উৎস।

26/08/2022

কি একটা অবস্থা 🤔

26/08/2022

লক্ষণের প্রকৃত মূল্যায়ণ করতে হলে অন্যান্য বিষয়ের সঙ্গে সাইকিয়াট্রিকেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ হোমিওপ্যাথি শাস্ত্রটির দু'টি মূল স্তম্ভ হ'ল শারীরিক ও মানসিক লক্ষণ। সুতরাং প্যাথলজি, প্রাকটিস অফ মেডিসিন ইত্যাদি বিষয় যেমন শারীরিক লক্ষণ মূল্যায়ণে সহায়তা করে, ঠিক তেমন মানসিক লক্ষণের সঠিক মূল্যায়ণ করতে হ'লে সাইকিয়াট্রি বিষয়ে জ্ঞান বিশেষ প্রয়োজন।

পুরুষের দেহে তার হরমোন এবং অতিরিক্ত শুক্রক্ষয়জনিত কারণে ও অল্প বয়সের অসৎ সঙ্গ থেকে বিবিধ যৌন রোগের শিকার হয়। আবার পুষ...
24/08/2022

পুরুষের দেহে তার হরমোন এবং অতিরিক্ত শুক্রক্ষয়জনিত কারণে ও অল্প বয়সের অসৎ সঙ্গ থেকে বিবিধ যৌন রোগের শিকার হয়। আবার পুষ্টিকর খাদ্যের অভাব, হতাশা, দুশ্চিন্তায় ভোগার দরুন এরকম অবস্থা খুব স্বাভাবিক। সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করিলে এসব রোগ সারানো যায় ইনশাআল্লাহ। তবে জন্মগতভাবে কোনধরনের সমস্যা হয়ে থাকলে সারানো বেশ কঠিন। ABH Health Care

22/08/2022

অক্ষম পুরুষদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় উল্লেখযোগ্য চিকিৎসা আছে। হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

25/06/2022

ইতিহাসের কোনো কমতি নেই

আপনার সন্তানকে যদি মাদরাসায় পড়ানোর ইচ্ছা নাও থাকে, তবে অন্তত ক্লাস থ্রি পর্যন্ত নুরানীতে পড়ান। আর যদি ভালো কোনো ইসলামিক ...
24/06/2022

আপনার সন্তানকে যদি মাদরাসায় পড়ানোর ইচ্ছা নাও থাকে, তবে অন্তত ক্লাস থ্রি পর্যন্ত নুরানীতে পড়ান। আর যদি ভালো কোনো ইসলামিক স্কুল পান, চাইলে সেখানে আরও পড়াতে পারেন। কিন্তু নুরানীতে কয়েক ক্লাস পড়ে যদি বেসিক দ্বীনি ইলমগুলোর সাথে পরিচয় হয়ে যায়, এটা সারাজীবন কাজে দিবে ইনশাআল্লাহ।

24/06/2022

দুর্ভাগা 'বাবা' যুগে যুগে কত দুর্যোগ যায় তোমার উপর দিয়ে। আঘাতে আঘাতে কত অশ্রু ঝরে তোমার হৃদয় চূর্ণ-বিচূর্ণ হয়ে। তবুও ধৈর্য হারা হওনি তুমি কখনো। জানি আজও বক্ষ বিদীর্ণ হয়েছে তোমার, তবুও তোমার হৃদয় রাজ্যে কলিজার সন্তানের ভালোবাসার সামান্য কমতিও হয়নি। ধৈর্যের দুর্গম পথে হাজারো চড়াই-উৎরাই সহ্য করে অশ্রুসাগরের একেকটি ধাপ অতিক্রম করছ আজও তুমি 'বাবা'।

নাইট্রিক অক্সাইড থিউরি।নাইট্রিক অক্সাইড কি? নাইট্রিক অক্সাইডঃনাইট্রিক অক্সাইড একটি গুরুত্বপূর্ণ যৌগ, যা শরীরে রাসায়নিক ব...
28/10/2021

নাইট্রিক অক্সাইড থিউরি।
নাইট্রিক অক্সাইড কি?

নাইট্রিক অক্সাইডঃ
নাইট্রিক অক্সাইড একটি গুরুত্বপূর্ণ যৌগ, যা শরীরে রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। এটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই আবশ্যক বিষয়। আমাদের রক্তনালিগুলোর ভেতরের লেয়ারে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এছাড়াও মস্তিষ্কে ও শ্বেত রক্তকনিকাতেও এটা তৈরি হয়। এটার কাজের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন Miraculous molecule। সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের খুবি অপরিহার্য ও আশ্চর্য্য এক অণু(Miraculous molecule)-ই হল “নাইট্রিক অক্সাইড”। যা হিজামাতে প্রাকৃতিক ভাবে তৈরি হয়। কিন্তু, কিভাবে! সেটা পরে বলছি।

গত দুই দশকে নাইট্রিক অক্সাইড নিয়ে বিজ্ঞানীরা প্রায় 60,000 এর মত research করেছেন এবং তারা এটা মেনে নিয়েছেন যে, It's the miracle molecule of life. অর্থাৎ “নাইট্রিক অক্সাইড”কে বলা হয় জীবন রহস্যের “অলৌকিক অণু" । 1998 সালে তো চিকিৎসার উপর প্রদত্ত নোবেল পুরস্কারটি তিনজন চিকিৎসা বিজ্ঞানীকে দেওয়া হয়েছিল শুধুমাত্র নাইট্রিক অক্সাইডের ভূমিকা আবিষ্কার করার জন্য! তারপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে Million ডলারের নাইট্রিক অক্সাইড Busting supplement বা ক্যাপস্যুল। তাহলে Normally একটা প্রশ্ন জাগে যে, কি এমন কাজ করে এই নাইট্রিক অক্সাইড?

হা,সুস্থতার প্রয়োজনে যা যা করা প্রয়োজন তার সবই করে এই নাইট্রিক অক্সাইড! এটা আমাদের অস্তিত্বের জন্য খুবি Essential একটি উপাদান। যখন এটা আমাদের Body system এর মধ্যে হ্রাস পায় তখন এটা পুনরুৎপাদন করার প্রয়োজন হয়ে পড়ে।
কারন,এটি Cardio-vascular এবং Neuro system এর একটি গুরুত্বপূর্ণ Signal অণু হিসেবে কাজ করে।

নাইট্রিক অক্সাইডের কাজঃ
আমাদের শরীরে প্রায় ১০০ ট্রিলিয়ল কোষ আছে। এই কোষগুলোর একটির সাথে আরেকটির যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড গ্যাস। সত্য বলতে কি,এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের সকল Function কে প্রভাবিত করে।

স্বাভাভিক অবস্থায় শরীরে নাইট্রিক অক্সাইডের কাজ কী?
আমাদের জানতে হবে, শরীরে নাইট্রিক অক্সাইডের কাজ বা ভূমিকা কী? আমাদের শরীর যখন পরিমিত মাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে তখন আমাদের ব্লাড প্রেশার কম থাকে, পুরুষাঙ্গের ভাল ইরেকশান হয়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি কম থাকে, গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রনে থাকে।

১. নাইট্রিক অক্সাইড নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এটা মস্তিষ্কে Nerve Cell গুলোর মধ্যে তথ্য প্রেরণ করে স্মৃতিশক্তি ও আচরণ Regulate করতে সাহায্য করে!
২. এটা Bacteria 'র সাথে যুদ্ধ করে এবং Tumar সৃষ্টিতে বাঁধা প্রদান করে।
৩. ইহা শরীরের প্রতিরক্ষা সিস্টেম উন্নত করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা(immunity power) বাড়ে।
৪. এটা ধমনী Dilating দ্বারা রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৫. প্রদাহ বা ব্যথার অনূভূতিকে নিয়ন্ত্রণ করে বা কমিয়ে দেয়। তাই বলা যায়, সকল প্রকার ব্যাথা কমাতে নাইট্রিক অক্সাইডের ভূমিকা অনস্বীকার্য।
৫. এটা ঘুমের উন্নতি ঘটায়, যাকে ইংরেজিতে বলা হয় ‘Sound Sleep’।
৬. ইন্দ্রিয় শক্তি বৃদ্ধি করে। যেমনঃ দৃষ্টিশক্তি,ঘ্রাণশক্তি,শ্রবণশক্তি ইত্যাদি।
৭. শুনে অবাক হতে পারেন। কিন্তু, Research এমনটাই বলছে, এটি ধৈর্য্যশক্তিও বৃদ্ধি করে।আসলে, হিজামার সময় যে ছোট ছোট Puncture গুলো করা হয় সেগুলো সহ্য করাও ধোর্য্যশক্তি বৃদ্ধির একটা কারন।
৮. নাইট্রিক অক্সাইড Blood circulation বৃদ্ধি করে এবং এর পরিমাণ ঠিক থাকলে Blood pressure ও স্বভাবিক থাকে। সেই সাথে কম রক্ত সরবরাহের কারণে affected টিস্যু পুনর্গঠনে সহায়তা করে।
৯. নিউরো-ট্রান্সমিটার হিসেবে মসৃণ পেশী, গ্যাস্ট্রো- ইনটেস্টাইনাল ট্র্যাক্ট এবং ইরেক্টিল (প্রজনন) টিস্যুতে নাইট্রোজেনিক নিউরনে নাইট্রিক অক্সাইড প্রচুর কাজ করে।
১০. নাইট্রিক অক্সাইড (NO) ভ্যানকুলার মসৃণ পেশী সংকোচন ও প্রসারণ করে। এটা শ্বেতরক্তকণিকা (WBC) এবং এন্ডোথেলিয়ামের Platelet রক্তকণিকা বৃদ্ধি করে Heamostasis এ অবদান রাখে।
১১. ডায়াবেটিস ও Hypertension নিয়ে মানুষ কোন পথ পাচ্ছেনা, খেয়েই যাচ্ছে ঔষুধ। ফলশ্রুতিতে Kidney ও Liver Damage এবং শরীরে পানি আসা!! অথচ শরীরের প্রয়োজনীয় নাইট্রিক অক্সাইড তৈরি হলে গ্লুকোজ Level কম থাকে! (ডায়াবেটিস নিয়ে পড়ে আরো লেখা হবে, ইনশা আল্লাহ।)
১২. নাইট্রিক অক্সাইড (NO) ফসফ্র্যরলেটিনে পরিণত হয় যা মসৃণ পেশীতে শিথিলতা আনয়ন করে। যা Muscle spasm বা মাসল স্ট্রেচিং হলে খুবি ফলদায়ক প্রতিকার দেয়। যেটা এখন খেলোয়াররা খুবি গুরুত্বের সাথে নিচ্ছে।তাই, সচেতন খেলোয়ার ও Body builder'দের মাঝে হিজামা Therapy নিতে এখন হুড়োহুড়ি অবস্থা!!
১৩.এটা Irregular cell division কে regulate করে। ফলে ক্যান্সারের চিকিৎসায় এই নাইট্রিক অক্সাইড থেরাপি ভাল Response করে।
এছাড়াও Infertility বা বন্ধাত্ব, পুরুষত্বহীনতা (ED) সহ প্রজনন, Irregular means বা মাসিকের সমস্যার জন্য এটা চমৎকার প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে।
১৪. ক্যান্সার সেল এর এ্যাপোপটোসিস (কোষের স্বাভাবিক ফিজিওলজিক্যাল মৃত্যু) ও সুস্থ কোষের বৃদ্ধি নিশ্চিত করে।
১৫. চুল পড়া কমায়।

শরীরে নাইট্রিক অক্সাইড কমে গেলে কি ফলাফল হতে পারে বা হয়?
১। হাইপারটেনশান (HTN, হাই ব্লাড প্রেশার)-
[হাই প্রেশারের রোগীরা যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে ইউজ করে সেটাই নিট্রিক অক্সাইডে কনভার্ট হয়, তারপর হাইপ্রেশার নিয়ন্ত্রন করে।]
২। কার্ডিও ভাস্কুলার ডিজিজ, হার্ট ব্লক, এ্যাথেরো স্ক্লেরোসিস।
৩। যৌন সমস্যা (ইরেক্টাইল ডিসফাংশান, লো লিবিডো বা যৌনকাঙ্ক্ষা কমে যাওয়া প্রভৃতি)অর্থাৎ পুরুষাঙ্গের ইরেকশান নাইট্রিক অক্সাইডের ওপর নির্ভর করে।
৪। ইনসোমনিয়া বা অনিদ্রা।
৫। ফ্যাটিগ বা অল্প কাজেই দূর্বল লাগা।
৬। এ্যাংজাইটি, টেনশান।
৭। ডিপ্রেশান।
৮। ডায়াবেটিস।
এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ আরো অনেক সমস্যা।

নাইট্রিক অক্সাইড কমে যাওয়ার কারন কি?
১। সিগারেট স্মোকিং মজার ব্যাপার হচ্ছে সিগারেট স্মোকে নাইট্রিক অক্সাইড থাকে যা সরাসরি রক্তে মিশে গিয়ে ব্লাড ভেসেলকে রিল্যাক্স করার কথা। কিন্তু সমস্যা হচ্ছে স্মোক এর মধ্যকার কিছু মলিকিউল অক্সিডেন্ট ইনডিউসড এন্ডোথেলিয়াল ট্রমা করে রিল্যাক্সেশান করে। আর স্মোকের মধ্যকার নাইট্রিক অক্সাইডকে ডিগ্রেডেশান করে দেয়। তাই স্মোকিং রক্তনালীকে পার্মানেন্টলি ড্যামেজ করে ও ফ্যাট ডিপোজিশান করে। তাই সিগারেট খেলে একটা টেমপোরারি রিল্যাক্সেশান হয় ঠিকই, কিন্তু এটাই পরবর্তীতে হাইপারটেনশান করে।
২। মাউথওয়াশ ইউজ মাউথওয়াশ মুখের ভাল ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে, তাই ন্যাচারালি নাইট্রিক অক্সাইড প্রডাকশান কমে যায়।
৩। বয়স বয়স বাড়ার সাথে সাথে নাইট্রিক অক্সাইড প্রডাকশান কমতে থাকে।
৪। স্থূলতা মোটা হয়ে গেলে , কোলেস্টেরল বেড়ে গেলে অর্থাৎ শিরার ভেতরের (এন্ডোথেলিয়ামে) লেয়ারে ফ্যাট ডিপোজিশান হলে।
৫। কায়িক শ্রম ব্যায়াম বা কায়িক শ্রম কম করলে নাইট্রিক অক্সাইড প্রডাকশান কমে যায়।
৬। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের প্রায় ৮০ ভাগ নাইট্রিক অক্সাইডের উৎপাদন কমে যায়। এছাড়াও নিয়মিত পেইন কিলার ড্রাগ ও এন্টিবায়োটিক সেবন করলে বা শরীরের Immunity কমে গেলে প্রভৃতি কারনে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাধাগ্রস্থ্য হয়। আবার, শরীরে টক্সিন বেড়ে গেলে, Diabetes হলে নাইট্রিক অক্সাইড ব্রেক ডাউন হয়। ফলে, আমরা বিভিন্ন রোগ-ব্যাধিতে সহজেই আক্রান্ত হই!!

শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করার কি কি উপায় আছে?
নাইট্রিক অক্সাইডের অস্বাভাবিক কার্যাবলী দেখে হয়তো ভাবছেন যে, কিভাবে পাওয়া যায় এই যৌগ? এর মূল উৎস কি?
১। নাইট্রেট- নাইট্রাইট- নাইট্রিক অক্সাইড পাথওয়ে যখন আমরা নাইট্রেট সমৃদ্ধ খাবার খাই তখন এই নাইট্রেট পরিবর্তিত হয়ে নাইট্রাইট ও পরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। আমরা যখন খাবার খাই, তখন চর্বন ও জিভের নাড়াচাড়ার কারনে, এরপর পাকস্থলিতে ও অন্ত্রে খাবারের সাথে লালা ও জিভের উপকারী ব্যাক্টেরিয়ার মিশ্রন ঘটে।
২। সাইট্রুলিন – আরজিনিন – নাইট্রিক অক্সাইড – সাইট্রুলিন পাথওয়ে আমরা যখন সাইট্রুলিন রিচ খাবার খাই তখন এটা আরিজিনিন এ কনভার্ট হয় যা নাইট্রিক অক্সাইড তৈরি এর পূর্বাবস্থা। আরজিনিন থেকেই পরে নাইট্রিক অক্সাইড সিনথেসিস হয়।
৩। অন্যদিকে, গবেষণায় দেখা গেছে যে, হিজামায় প্রাকৃতিক ভাবেই তৈরী হয় নাইট্রিক অক্সাইড!! কিন্তু কিভাবে!!
আমরা জানি, হিজামার সময় শরীরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র (wound/injury) করা হয়। আর, এই ক্ষত(Wound) নিরাময়ের সময় Naturally Nitric Oxide তৈরি হতে থাকে। এই Nitric oxide এর মাধ্যমেই হিজামা সব রোগের প্রতিশেধক ও প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে।

মূলতঃ হিজামার সময় স্কিন সারফেসের ওপর খুবি সুক্ষভাবে ছোট ছোট ডীপ স্ক্র্যাচ করা হয়। এই সুক্ষ স্ক্র্যাচ গুল শুধুমাত্র স্কিন ও স্কিনের বেইজমেন্ট মেমব্রেনের মধ্যকার ক্যাপিলারি গুলোকে জাস্ট ইনজুরি(পাংচার) করে। ইনজুরীর ফলে সেখানে ইনফ্ল্যামেশন হয়ে তাতে হাইপারমিয়া ও হিমোস্টোসিস প্রক্রিয়া শুরু হয় এবং নাইট্রিক অক্সাইড মুক্ত হয়। এন্ডোথেলিয়াম থেকে নিঃসৃত এই নাইট্রিক অক্সাইড ইনফ্ল্যামেটরী মেডিয়েটরস গুলোর মধ্যে অন্যতম। এই নাইট্রিক অক্সাইডই মূলত রোগ নিরাময়ের নিয়ামক হিসেবে কাজ করে।

এতে বুঝা গেল, হিজামা বা ওয়েট কাপিং থেরাপী হিজামা করার সময় যে ছোট ছোট স্ক্র্যাচ করা হয় এগুলো স্কিনের ঠিক নীচের বেইসমেন্ট মেম্ব্রেন এর ক্যাপিলারি গুলো পাংচার করে। এটা এতই সুক্ষ যে ব্যাথাই লাগে না। একটু সুড়িসুড়ির মত অনুভুতি হয়। এই ক্যাপিলারি বা ছোট ছোট ব্লাড ভেসেলগুলো পাংচারের ফলে এর এন্ডোথেলিয়াম থেকে নিঃসৃত হয় নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডই মূলত রোগ নিরাময়ের নিয়ামক হিসেবে কাজ করে।

Asraf Hosain
D.H.M.S ( BHB ) Dhaka
M.C.H ( Shishu Hospital ) Dhaka
C.P.R ( DMC ) Dhaka Medical College
Hijama, Acupuncture, Manipulation,
Moxibustion and Fire cupping Course. Dhaka

♿ Founder Director
---------------------------
🇨🇭 ABH Health Care
☎ Helpline: 01733405757

>হিজামা বা কাপিং থেরাপি যে কোন বয়সের মানুষই নিয়ে উপকৃত হতে পারেন। তবে অবশ্যই পেশেন্ট এর মেডিকেল হিষ্ট্রি জানার পর। বিশেষ...
20/08/2021

>

হিজামা বা কাপিং থেরাপি যে কোন বয়সের মানুষই নিয়ে উপকৃত হতে পারেন। তবে অবশ্যই পেশেন্ট এর মেডিকেল হিষ্ট্রি জানার পর।

বিশেষ করে-
>> যারা স্বাস্থ্য সচেতন।
>> যাদের জয়েন্টে ঘাড়, হাটু এবং কোমর ব্যথা আছে।
>> মাইগ্রেইন কারনে প্রচন্ড যন্ত্রনা সইতে হয়।
>> বয়স্ক ব্যক্তি, যাদের বাতের ব্যথা আছে ।
>> যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে ।
>> যাদের নানা শারীরিক যন্ত্রনায় ঘুম কম হয় ।
>> দূর্বল লোকদের জন্য; যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান।
>> যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
>> যারা সিগারেট এর নিকোটিন শরীর থেকে বের করতে চান।
>> যারা শরীরে জমে থাকা বিষাক্ত টক্সিন দূর করতে চান।
>> যারা শরীর চর্চা করেন এবং সুস্বাস্থ্যের অধিকারি হতে চান।
>> যারা শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝড়াতে চান।

আমারা অত্যন্ত দক্ষতার সাথে আপনার শারিরীক ও মানষিক হিষ্ট্রি মনোযোগ সহকারে শুনে সেই অনুযায়ী উক্ত সমস্যার জন্য নির্দিষ্ট পয়েন্টেই শুধু ওয়ান টাইম বিদেশী কাপ দ্বারা যত্নের সাথে হিজামা থেরাপি দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রেসক্রিপশন করে থাকি। বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স বা ফোন করতে পারেন।

Asraf Hosain
D.H.M.S ( BHB ) Dhaka
M.C.H ( Shishu Hospital ) Dhaka
C.P.R ( DMC ) Dhaka Medical College
Hijama, Acupuncture, Manipulation,
Moxibustion and Fire cupping Course. Dhaka

♿ Founder Director
---------------------------
🇨🇭 ABH Health Care
☎ Helpline: 01733405757

>★ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।★ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।★ হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত ...
16/08/2021

>

★ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
★ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
★ হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

★ লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে, বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।

★ দেহের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।

★ দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে-৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।

★ চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।

★দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে হিজামা করা দরকার হয়।

★ হিজামা দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। মানসিক অবস্থার উন্নতি ঘটায়। দেহে ঔষধ দ্রুত কাজ নিশ্চিত করে এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

Asraf Hosain
D.H.M.S ( BHB ) Dhaka
M.C.H ( Shishu Hospital ) Dhaka
C.P.R ( DMC ) Dhaka Medical College
Hijama, Acupuncture, Manipulation,
Moxibustion and Fire cupping Course. Dhaka

♿ Founder Director
---------------------------
🇨🇭 ABH Health Care
☎ Helpline: 01733405757

আজকাল বয়স হলেই বিভিন্ন মানুষের হার্টের সমস্যা দেখা যায়। ছোটদেরও এখন হার্টের সমস্যা থাকে। তবে বেশিরভাগ সময়ে বয়সের সাথে সা...
09/08/2021

আজকাল বয়স হলেই বিভিন্ন মানুষের হার্টের সমস্যা দেখা যায়। ছোটদেরও এখন হার্টের সমস্যা থাকে। তবে বেশিরভাগ সময়ে বয়সের সাথে সাথে এই সমস্যা বৃদ্ধি পেতে থাকে। হার্টে ব্লক- এই রোগের নামের সাথে আমরা বেশ পরিচিত। হার্টে ব্লক ধরা পড়লেই রোগীকে অপারেশন করতে বলা হয়। কিন্তু অপারেশন ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।

প্রয়োজনীয় উপকরণঃ
১. লেবুর রস- ১ কাপ
২. আদার রস- ১ কাপ
৩. রসুনের রস- ১ কাপ
৪. আপেল সাইডার ভিনেগার- ১ কাপ
৫. মধু- ৩ কাপ

তৈরিকরণ পদ্ধতিঃ
লেবুর রস, আদার রস, রসুনের রস এবং আপেল সাইডার ভিনেগার একত্রে মিশিয়ে নিন। এবার হালকা জ্বালে ফুটিয়ে নিন, যেন তা ৪ কাপ থেকে তিন কাপ পরিমাণ হয়ে যায়। এবার এই মিশ্রণটি ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হবার পর এর সাথে ৩ কাপ মধু ভালভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি প্রতিদিন সকালে খাবারের আধা ঘণ্টা আগে এক চামচ করে খাবেন। এতে কয়েকদিনের মাঝে হার্ট ব্লক খুলতে সাহায্য করবে। ইনশাআল্লাহ

Asraf Hosain
D.H.M.S ( BHB ) Dhaka
M.C.H ( Shishu Hospital ) Dhaka
C.P.R ( DMC ) Dhaka Medical College
Hijama, Acupuncture, Manipulation,
Moxibustion and Fire cupping Course. Dhaka

♿ Founder Director
---------------------------
🇨🇭 ABH Health Care
☎ Helpline: 01733405757

Address

Kishoreganj
Dhaka

Telephone

+8801890238063

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABH Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

ABH Health Care এ স্বাগতম!

যার স্বাস্থ্য ভালো থাকে তার মধ্যে আশা থাকে, আর যার মধ্যে আশা থাকে তার মধ্যে সবকিছুই থাকে- থমাস কারলেইল

ABH Health Care বা Al Baraka Homeo Health Care একটি অত্যাধুনিক কম্পিউটারাইজড হোমিও চিকিৎসা কেন্দ্র। রোগ ব্যাধিতে আল-বারাকা দিয়ে যাচ্ছে উন্নত স্বাস্থ্যসেবা। দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে যাবতীয় রোগ ব্যাধির চিকিৎসা দেয়া হয়। দীর্ঘদিনের অভিজ্ঞ চিকিৎসকের সাহায্যে দীর্ঘদিন ব্যাপী আমরা দেশব্যাপী হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছি।

এখানে চর্ম, যৌন, টিউমার, পাইলস, এলার্জি, নাকের পলিপাস, হাঁপানি, ঘন ঘন স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, অনিয়মিত ঋতুস্রাবসহ যাবতীয় জটিল রোগের বি,টি ও জার্মানি ঔষধ দ্বারা সু-চিকিৎসা করা হয়। নখকোনি, আঁচিল এবং হাত-পায়ে কড়া পরা এর ক্ষেত্রে গ্যারান্টি সহকারে চিকিৎসা প্রদান করা হয়।

ঔষধ নিতে পারবেন দেশের যে কোন প্রান্ত থেকে। কোরিয়ার মাধ্যমে সারাদেশে ঔষধ পৌছানো হয়।