01/12/2025
হার্টের ছিদ্র VSD 17×14mm, 13×8mm, ইন্ডিয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে ফেরত পাঠানো রোগী সাথী এলো গোপালগঞ্জ থেকে।
✍🏻 হার্টের ছীদ্র VSD 17×14mm, 13×8mm,
✍🏻 Mild MR, PASP 100mmHg,
✍🏻 কাশির সাথে রক্ত আসে,
✍🏻 উচ্চশের রক্ত জমাট বাঁধে, ব্যথা হয় ও পানি জমে।
✍🏻 পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয়, অল্পতেই ক্লান্তি,
✍🏻 মাথা ভারী হয়, ধক ধক করে,
✍🏻 বুক ভারী লাগে ও ব্যাথা।
✍🏻 সায়ানোসিস বা ত্বক নীল হয়।
✍🏻 খাবার খাওয়ার পর বমি হয়,
✍🏻 হাত-পা ও পেট ফুলে যায় , হাত পা কাঁপে,
✍🏻 শীত গরম কোনটা সহ্য হয় না,
✍🏻 ওজন কমে গেছে, সাদা স্রাব হয়,
✍🏻 হজম শক্তি কম, খাবারে অরুচি,
✍🏻 রক্তস্বল্পতা , চোখে ঝাপসা দেখা।
✍🏻 অতিরিক্ত ভয়-ভীতি,
✍🏻 উচ্চ শব্দ শুনতে পারেনা।
✍🏻 ঠোট কালো হয়ে যায়,
✍🏻 হাত পায়ের নখ গোল, nail clubbing.
🍁 আমাদের লক্ষ্য, সর্বপ্রথম সাথীর সকল কষ্ট, উপসর্গ একদম ভালো করা তারপর হার্টের ছিদ্র বন্ধ করার চেষ্টা করা, হার্টের ছিদ্র খুব বড় বড় ২টা, অপারেশন করার সুযোগ নেই কোনো, ইন্ডিয়া থেকে ফেরত দিয়েছে।
🍁 সবাই দোয়া করবেন, আমার রোগীদের জন্য , যারা আসলে দূরত্ব কে বড় মনে করেনা, চিকিৎসাটাই তাদের জন্য সর্বপ্রথম গুরুত্ব।
ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ডিএইচএমএস -ঢাকা
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367 ( জরুরি যোগাযোগ বা এপয়েনমেন্ট )