Dr.Md.Ismail Hossain

Dr.Md.Ismail Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Ismail Hossain, Doctor, G-7, মৌচাক মোড়ের পশ্চিম পাশে মহসিন খান টাওয়ার এর নিচতলা, Dhaka.

DHMS - Dhaka
Specialist in Cardiology 🫀
Gynae, kidney, liver, pediatric, neurology , pulmonology, sexual treatment is also provided 🩺
Ex-Homeo physician at DHH
🏥 Dhanshiri Homeo Clinic
☎️ Appointment:
01740285367, 01312933827 ( WA ).

🍁 আলহামদুলিল্লাহ! আজকে ডাউন সিনড্রোম বেবী এলো খুলনা থেকে।🍁 বাচ্চার সমস্যা:- ঠান্ডা বার মাস- প্রস্রাবে ইনফেকশন গন্ধ এবং ই...
05/12/2025

🍁 আলহামদুলিল্লাহ! আজকে ডাউন সিনড্রোম বেবী এলো খুলনা থেকে।
🍁 বাচ্চার সমস্যা:
- ঠান্ডা বার মাস
- প্রস্রাবে ইনফেকশন গন্ধ এবং ইনফেকশন
- ন্যাবুলেজার দিতে হয় প্রতি সপ্তাহে
- কাশি
- নাক বন্ধ
🍁 বাচ্চার জন্য সবাই দোয়া করবেন 🤲🏻।

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
01740285367
01312933827
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
জি-7, মহসিন খান টাওয়ার এর নিচতলা,
মৌচাক মোড়, ঢাকা।

❤️ MR – Mitral Regurgitation (হার্ট ভাল্ভের সমস্যা)🔍 Mitral Regurgitation কী?হার্টের বাম পাশে Mitral valve নামে একটি ভাল...
05/12/2025

❤️ MR – Mitral Regurgitation (হার্ট ভাল্ভের সমস্যা)
🔍 Mitral Regurgitation কী?

হার্টের বাম পাশে Mitral valve নামে একটি ভাল্ভ আছে।
এটি Left atrium → Left ventricle এ রক্ত প্রবেশ করতে দেয় এবং পরে বন্ধ হয়ে যায়।

যখন এই ভাল্ভ ঠিকমতো বন্ধ না হয়, তখন রক্ত আবার উপরের দিকে Left atrium–এ ফিরে যায়। এটাকেই বলা হয় Mitral Regurgitation (MR)।

🔦 MR এর গ্রেডিং

ডাক্তাররা সাধারণত ৪ গ্রেডে MR লিখেন:
1. Mild MR → খুব কম সমস্যা (বেশিরভাগ সময় চিকিৎসা লাগে না)
2. Moderate MR → মাঝারি সমস্যা
3. Moderate–to–Severe MR → নজরদারি জরুরি
4. Severe MR → ভাল্ভ রিপেয়ার/রিপ্লেসমেন্টের দরকার হতে পারে

🩺 MR এর লক্ষণ
- শ্বাস নিতে কষ্ট
- দ্রুত ধড়ফড়
- ক্লান্তি
- পা ও পেটে পানি
- শোয়া অবস্থায় শ্বাসকষ্ট
অনেকসময় Mild MR এ কোনো লক্ষণই থাকে না।

💊 চিকিৎসা
MR-এর চিকিৎসা নির্ভর করে গ্রেডের ওপর:
🔹 Mild MR
- সাধারণত ওষুধ লাগে না
- BP, diabetes নিয়ন্ত্রণ
- বছরে ১ বার ইকো
🔹 Moderate MR
- BP ও হার্ট রেট নিয়ন্ত্রণের ওষুধ
- Salt কম
- বছরে ১–২ বার ইকো
🔹 Severe MR
- ভাল্ভ রিপেয়ার বা রিপ্লেসমেন্ট প্রয়োজন হতে পারে
- বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ফলোআপ জরুরি

🌿 Dr.Md.Ismail Hossain
🌿 Dhanshiri Homeo Clinic
🌿 জি-৭, মৌচাক মোড়ের পশ্চিম পাশে মহসিন খান টাওয়ার এর
নিচতলা, Desh Tv এর অপোজিটে।

🩺 রোগী দেখার সময়:
শনিবার–বৃহঃ: বিকেল ৪টা–রাত ৯টা
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৯টা।

📞 Appointment & Info:
📱 01740285367 / 01312933827(WA)

🎯 Your Health is Our Mission – Naturally, Scientifically, Homeopathically.
🔖 #হার্ট

⭐ হার্টে জন্মগত ছিদ্র — ভয় নয়, সচেতনতা প্রয়োজন ⭐অনেকেই ভাবেন “হার্টে ছিদ্র” মানেই জীবন থেমে যাবে।আসলে সময়মতো ধরা পড়লে এ...
05/12/2025

⭐ হার্টে জন্মগত ছিদ্র — ভয় নয়, সচেতনতা প্রয়োজন ⭐
অনেকেই ভাবেন “হার্টে ছিদ্র” মানেই জীবন থেমে যাবে।
আসলে সময়মতো ধরা পড়লে এবং চিকিৎসা হলে বেশিরভাগ শিশু সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ❤️

🔍 হার্টে জন্মগত ছিদ্র কী?
গর্ভে থাকা অবস্থায় হার্টের দেয়ালে বা রক্তনালিতে ছোট একটি ওপেনিং তৈরি হলে তাকে ছিদ্র বলা হয়—
➡️ ASD (Atrial Septal Defect)
➡️ VSD (Ventricular Septal Defect)
➡️ PDA (Patent Ductus Arteriosus)

🩺 কিভাবে বুঝবেন?
✔ শিশুর ওজন না বাড়া
✔ দম নিতে কষ্ট বা দ্রুত দম নেওয়া
✔ ঘন ঘন নিউমোনিয়া
✔ বুকের শব্দে মর্মার (Murmur)

💡 চিকিৎসা কি আছে?
অবশ্যই আছে! প্রায় সব ধরনের ছিদ্র–
➡️ ওষুধে নিয়ন্ত্রণযোগ্য
➡️ সময়ের সাথে নিজেরাই বন্ধ হয়ে যায়
➡️ অথবা নিরাপদ কার্ডিয়াক পদ্ধতিতে বন্ধ করা যায়

⏰ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
যত তাড়াতাড়ি ধরা যাবে, চিকিৎসা তত সহজ!

❤️ সন্তানকে সুস্থ রাখুন। নিয়মিত ফলো-আপ করুন। ভয় নয়, সচেতনতা ছড়িয়ে দিন।

🌿 Dr.Md.Ismail Hossain
🌿 Dhanshiri Homeo Clinic
🌿 জি-৭, মৌচাক মোড়ের পশ্চিম পাশে মহসিন খান টাওয়ার এর
নিচতলা, Desh Tv এর অপোজিটে।

🩺 রোগী দেখার সময়:
শনিবার–বৃহঃ: বিকেল ৪টা–রাত ৯টা
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৯টা।

📞 Appointment & Info:
📱 01740285367 / 01312933827(WA)

🎯 Your Health is Our Mission – Naturally, Scientifically, Homeopathically.
🔖 #হার্ট

04/12/2025
🚨 আলহামদুলিল্লাহ 🤲🏻 Aneurysmal Dylatation রোগী সুস্থ, রোগীর বয়স 3 বছর+ দিন, নাম সাজিদ। আসছে কুমিল্লা শহরথেকে।🍁সমস্যা ছি...
03/12/2025

🚨 আলহামদুলিল্লাহ 🤲🏻 Aneurysmal Dylatation রোগী সুস্থ, রোগীর বয়স 3 বছর+ দিন, নাম সাজিদ। আসছে কুমিল্লা শহরথেকে।
🍁সমস্যা ছিলো-
📍 বাম হাতের ধমনী ফুলে গেছে।
📍 ৩৮.৫ × ৭.৯ মিমি আকারের অ্যানিউরিসমাল ডাইলাটেশন (ধমনী অস্বাভাবিকভাবে ফোলা) বাম ব্র্যাকিয়াল ধমনীতে (Left Brachial Artery) দেখা গেছে, যা কিউবিটাল ফোসা (কনুইয়ের ভাঁজ পর্যন্ত) বিস্তৃত।
📍 শরীরের বড় ধমনীগুলোতে রক্ত প্রবাহ হয় না পর্যাপ্ত।
📍 হাটতে শক্তি পায় না,
📍 রাগ, জেদ বেশি,
📍 খাবার হজম হয়না , কোষ্ঠকাঠিন্য।

🚨বাচ্চার জন্য দোয়া করবেন সবাই, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়।

🌿 Dr.Md.Ismail Hossain
🌿 Dhanshiri Homeo Clinic
🌿 জি-৭, মৌচাক মোড়ের পশ্চিম পাশে মহসিন খান টাওয়ার এর
নিচতলা, Desh Tv এর অপোজিটে।

🩺 রোগী দেখার সময়:
শনিবার–বৃহঃ: বিকেল ৪টা–রাত ৯টা
শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৯টা।

📞 Appointment & Info:
📱 01740285367 / 01312933827(WA)

🎯 Your Health is Our Mission – Naturally, Scientifically, Homeopathically.
🔖 #হার্ট

❤️ আলহামদুলিল্লাহ 🤲🏻 পাইলস, মলদ্বারে পলিপ, কোষ্ঠকাঠিন্য নিয়ে কুমিল্লা থেকে আসা মিজানুর রহমান সাহেব এখন সুস্থ।🍁 তার সমস্...
03/12/2025

❤️ আলহামদুলিল্লাহ 🤲🏻 পাইলস, মলদ্বারে পলিপ, কোষ্ঠকাঠিন্য নিয়ে কুমিল্লা থেকে আসা মিজানুর রহমান সাহেব এখন সুস্থ।
🍁 তার সমস্যা ছিলো-
✍🏻 পাইলস
✍🏻 মলদ্বারে গোটা বা পলিপ,
✍🏻 কোষ্ঠকাঠিন্য, মল ক্লিয়ার হতো না
✍🏻 মলের সাথে ব্লাড যাইতো
✍🏻 প্রচুর ব্যাথা করতো
✍🏻 মলদ্বারে চুলকাইতো অনেক
✍🏻 প্রচুর কষ্ট হতো
এখন সে আলহামদুলিল্লাহ একদম সুস্থ 😊❤️

সবাই দোয়া করবেন, আমার রোগীদের জন্য , যারা আসলে দূরত্ব কে বড় মনে করেনা, চিকিৎসাটাই তাদের জন্য সর্বপ্রথম গুরুত্ব।

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ডিএইচএমএস -ঢাকা
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367 ( জরুরি যোগাযোগ বা এপয়েনমেন্ট )

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঘনঘন ঠান্ডা-সর্দি নিয়ে বাচ্চা রোগী সাফওয়ান এলো মালিবাগ  থেকে।❗ বাচ্চার সমস্যা:✍🏻 ঘনঘন ঠান্ডা সর...
03/12/2025

নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঘনঘন ঠান্ডা-সর্দি নিয়ে বাচ্চা রোগী সাফওয়ান এলো মালিবাগ থেকে।

❗ বাচ্চার সমস্যা:
✍🏻 ঘনঘন ঠান্ডা সর্দি
✍🏻 হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে
✍🏻 বুক ধরফর করে
✍🏻 শ্বাসকষ্ট, দিনে ৬-৭ বার নেবুলাইজার লাগে।
✍🏻 বুক আপ-ডাঊন করে,
✍🏻 বুকে ঘরঘর করে,
✍🏻 প্রচন্ড নিউমোনিয়ার চাপ।

সবাই দোয়া করবেন, আমার রোগীদের জন্য , যারা আসলে দূরত্ব কে বড় মনে করেনা, চিকিৎসাটাই তাদের জন্য সর্বপ্রথম গুরুত্ব।

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ডিএইচএমএস -ঢাকা
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367 ( জরুরি যোগাযোগ বা এপয়েনমেন্ট )

✅ ৩য় মাসের ঔষধ নিলেন । ১৫মি.মি. ASD -র রোগী অনেক সুস্থ  এবং অনেক বেশী খুশি 🤲🏻 তারা এসেছিলো নারায়ণগঞ্জ থেকে।❗আগের গুলো ...
02/12/2025

✅ ৩য় মাসের ঔষধ নিলেন । ১৫মি.মি. ASD -র রোগী অনেক সুস্থ এবং অনেক বেশী খুশি 🤲🏻 তারা এসেছিলো নারায়ণগঞ্জ থেকে।

❗আগের গুলো সব আলহামদুলিল্লাহ ভালো,
❗খাবারের অরুচি।

সচেতন অভিভাবক তারাই যারা দূর দূরান্ত পথকেও হাতের মুঠোয় নিয়ে আসে সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে।

🤲🏻 সবাই আমার রোগী কাওসার ওরফে শ্রাবণ এর জন্য দোয়া করবেন যেন সে একদম সুস্থ হয়ে যায় এবং তার পরিবারের সাথে হাসিখুশি থাকতে পারে 🤲🏻

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367.

#হার্ট

হার্টের ছিদ্র VSD 17×14mm, 13×8mm, ইন্ডিয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে ফেরত পাঠানো রোগী সাথী এলো গোপালগঞ্জ থেকে।✍🏻 হ...
01/12/2025

হার্টের ছিদ্র VSD 17×14mm, 13×8mm, ইন্ডিয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে ফেরত পাঠানো রোগী সাথী এলো গোপালগঞ্জ থেকে।

✍🏻 হার্টের ছীদ্র VSD 17×14mm, 13×8mm,
✍🏻 Mild MR, PASP 100mmHg,
✍🏻 কাশির সাথে রক্ত আসে,
✍🏻 উচ্চশের রক্ত জমাট বাঁধে, ব্যথা হয় ও পানি জমে।
✍🏻 পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয়, অল্পতেই ক্লান্তি,
✍🏻 মাথা ভারী হয়, ধক ধক করে,
✍🏻 বুক ভারী লাগে ও ব্যাথা।
✍🏻 সায়ানোসিস বা ত্বক নীল হয়।
✍🏻 খাবার খাওয়ার পর বমি হয়,
✍🏻 হাত-পা ও পেট ফুলে যায় , হাত পা কাঁপে,
✍🏻 শীত গরম কোনটা সহ্য হয় না,
✍🏻 ওজন কমে গেছে, সাদা স্রাব হয়,
✍🏻 হজম শক্তি কম, খাবারে অরুচি,
✍🏻 রক্তস্বল্পতা , চোখে ঝাপসা দেখা।
✍🏻 অতিরিক্ত ভয়-ভীতি,
✍🏻 উচ্চ শব্দ শুনতে পারেনা।
✍🏻 ঠোট কালো হয়ে যায়,
✍🏻 হাত পায়ের নখ গোল, nail clubbing.

🍁 আমাদের লক্ষ্য, সর্বপ্রথম সাথীর সকল কষ্ট, উপসর্গ একদম ভালো করা তারপর হার্টের ছিদ্র বন্ধ করার চেষ্টা করা, হার্টের ছিদ্র খুব বড় বড় ২টা, অপারেশন করার সুযোগ নেই কোনো, ইন্ডিয়া থেকে ফেরত দিয়েছে।

🍁 সবাই দোয়া করবেন, আমার রোগীদের জন্য , যারা আসলে দূরত্ব কে বড় মনে করেনা, চিকিৎসাটাই তাদের জন্য সর্বপ্রথম গুরুত্ব।

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ডিএইচএমএস -ঢাকা
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367 ( জরুরি যোগাযোগ বা এপয়েনমেন্ট )

হার্টের ছিদ্র VSD 10mm, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে ক্রিটিক্যাল বাচ্চা রোগী আব্দুল্লাহ এলো গাজীপুর থেকে।❗ বাচ্চার সমস্যা...
30/11/2025

হার্টের ছিদ্র VSD 10mm, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে ক্রিটিক্যাল বাচ্চা রোগী আব্দুল্লাহ এলো গাজীপুর থেকে।

❗ বাচ্চার সমস্যা:
✍🏻 হার্টের ছীদ্র VSD 10mm,
✍🏻 Mild MR,TR,PR.
✍🏻 ঠান্ডা, সর্দি
✍🏻 শ্বাসকষ্ট
✍🏻 বুক আপ-ডাঊন করে,
✍🏻 বুকে ঘরঘর করে,
✍🏻 প্রচন্ড নিউমোনিয়ার চাপ।

সবাই দোয়া করবেন, আমার রোগীদের জন্য , যারা আসলে দূরত্ব কে বড় মনে করেনা, চিকিৎসাটাই তাদের জন্য সর্বপ্রথম গুরুত্ব।

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ডিএইচএমএস -ঢাকা
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367 ( জরুরি যোগাযোগ বা এপয়েনমেন্ট )

24/11/2025

✅ আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ , ১ম মাসেই ১৫মি.মি. ASD -র রোগী অনেক সুস্থ এবং অনেক বেশী খুশি 🤲🏻 তারা এসেছিলো নারায়ণগঞ্জ থেকে।

আগের সমস্যা গুলো:-
❗ASD 15mm,
❗হাত-পা-মুখ কালো হয়ে যায়,
❗বুকে ধরফর করে,
❗বুকে ব্যাথা হয়, শ্বাসকষ্ট হয়,
❗বমি হয়, প্রচুর ঘাম হয়, দুর্বলতা আছে
❗Pulmonary Hypertension আছে
❗Dialated LV & LA veins,

নতুন সমস্যা:-
❗আগের গুলো সব আলহামদুলিল্লাহ ভালো,
❗খাবারের অরুচি, কিছু টা ভয় কাজ করে।

সচেতন অভিভাবক তারাই যারা দূর দূরান্ত পথকেও হাতের মুঠোয় নিয়ে আসে সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে।

🤲🏻 সবাই আমার রোগী কাওসার ওরফে শ্রাবণ এর জন্য দোয়া করবেন যেন সে একদম সুস্থ হয়ে যায় এবং তার পরিবারের সাথে হাসিখুশি থাকতে পারে 🤲🏻

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
ধানসিঁড়ি হোমিও ক্লিনিক
01740285367.

#হার্ট

Address

G-7, মৌচাক মোড়ের পশ্চিম পাশে মহসিন খান টাওয়ার এর নিচতলা
Dhaka
১২১৭

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 22:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801740285367

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Ismail Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Ismail Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category