Dr.Tahasin Ahammad

Dr.Tahasin Ahammad I'm doctor Tahasin Ahammad emon.I'm medical assistant Professional physician. It's my page

08/08/2025

মরচে ধরা লোহায় এমন কী আছে, যা পা কাটলেই টিটেনাস ইনজেকশন দিতে হয়?🤔

১. মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়লা-আবর্জনা এবং বিভিন্ন ধরণের জীবাণু। এই জীবাণুগুলোই আমাদের জন্য বেশি ক্ষতিকর।

২. একপ্রকার ব্যাকটেরিয়া Clostridium tetani, যা সাধারণত মাটি, আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা ওই জাতীয় জীবাণুবাহিত বস্তু দ্বারা চামড়া ভেদ করে শরীরের মাংসপেশিতে প্রবেশ করে, তখন সেগুলো বংশবিস্তারের মাধ্যমে একপ্রকার টক্সিন (tetanospasmin) তৈরি করে। এ টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমণ করে, যা মাংসপেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

৩. সংক্রমণ বৃদ্ধি পেলে পেশি খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হল দাঁতকপাটি। এই রোগের অন্যান্য লক্ষণগুলি হল পেশির অনমনীয়তা, গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনি। শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মতো বেঁকে যায়। এই কারণে এই রোগকে (ধনুঃ + টঙ্কার) ধনুষ্টংকার বলা হয়।🏹

Clostridium tetani স্পোর:- এই ব্যাকটেরিয়ার স্পোর অনেক বছর পর্যন্ত টিকে থাকতে পারে এবং মাটিতে বা মরচে ধরা লোহার মতো স্থানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু শরীরে প্রবেশ করার পর এটি সক্রিয় হয়ে উঠে।

টিটেনাস ইনজেকশন কেন জরুরি?

-টিটেনাস একটি মারাত্মক ও দ্রুতগতির স্নায়বিক সংক্রমণ। তাই প্রাথমিক ধাক্কায় চিহ্ন না পেলেও, শরীরে Clostridium tetani প্রবেশের সম্ভাবনা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস টক্সয়েড ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি।

প্রতিরোধের উপায়:-

১. টিটেনাস টক্সয়েড টিকা (TT) শিশুকালেই ডিপথেরিয়া, পারটাসিস, টিটেনাস (DPT) টিকার মাধ্যমে দেওয়া হয়।

২. প্রতি ১০ বছর অন্তর বুস্টার ডোজ নেওয়া ভালো।

৩. পায়ে পেরেক বা মরচে ধরা বস্তু ফুটলে তাড়াতাড়ি ক্ষত পরিষ্কার করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

সমাজের ভুল ধারণা:-
অনেকে মনে করেন, শুধুমাত্র মরচে থেকেই টিটেনাস হয়। কিন্তু বাস্তবে মরচে নিজে টিটেনাস সৃষ্টি করে না; বরং এর মাধ্যমে Clostridium tetani জীবাণুর সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়।🦠

সংগৃহীত

https://www.facebook.com/share/15gJPz6nNx/
05/05/2025

https://www.facebook.com/share/15gJPz6nNx/

✅ গর্ভাবস্থায় ফলিক এসিড (Folison 5mg ৫ টাকা পাতা) খেতে অবহেলা করছেন? বমি পায় বলে, অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অবহেলা করছেন? নিজের অনাগত শিশুকে নিজেই বিপ'দে ফেলতে চলেছেন!!

আর অনেক পরিবার তো গর্ভবতী মা কে ডাক্তারের কাছেই নিয়ে যেতে চান না।পুষ্টিকর খাবারের বদলে পারলে আরও খাবার কমিয়ে দেন।
বিশেষ করে শুরুর দিনগুলোতে, যখন গর্ভের শিশুর মস্তিষ্ক, মাথার হাড় ও মেরুদণ্ড গঠিত হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ফলিকঅ্যাসিড গ্রহণ না করলে গর্ভের শিশুর মাথা এবং মেরুদণ্ডের পূর্ণ বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশু জন্মগতভাবে আক্রান্ত হয় 'নিউরাল টিউব ডিফেক্ট' নামক স্নায়বিক রোগে।

✅ প্রতিরোধ:

● যেহেতু এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল ও জটিল, তাই প্রতিরোধই উত্তম। উন্নত দেশগুলো, এমনকি আফ্রিকা ও আফগানিস্তানের মতো দেশ খাদ্যে ফলিক অ্যাসিড যোগ করে এ রোগের হার ৭০–এ কমিয়ে এনেছে। অন্তঃসত্ত্বা নারীর ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ স্পাইনা বিফিডাসহ অন্যান্য জন্মগত ত্রুটি, যেমন তালুকাটা, ঠোঁটকা'টা,মুগুর পা, হার্টে ছিদ্রও প্রতিরোধ করা সম্ভব।
● গর্ভধারণের আগে থেকেই এবং গর্ভধারনের শুরু থেকে মাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ট্যাবলেট দিতে হবে ও দৈনন্দিন খাবারে ফলিক অ্যাসিড যুক্ত করতে হবে বা ফর্টিফায়েড করতে হবে।
● প্রতিরোধের উপায়টি বেশ সহজ। তেমন খরচ নেই, কিন্তু অভাব সদিচ্ছা ও সচেতনতার। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। মস্তিষ্ক ও মেরুদণ্ডের এ জটিল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব জলমাথা ও স্পাইনা বিফিডা দিবস পালিত হয়

✅ চিকিৎসা:

শিশুর জলমাথা (Hydrocephalus) ও মেরুদণ্ডের রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। জলমাথার একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। সান্ট অপারেশন বা ইটিভি, যে অস্ত্রোপচারই করা হোক, জীবনের যেকোনো পর্যায়ে তা অকার্যকর হয়ে পড়তে পারে। শিশুটির জীবনে একাধিকবার অস্ত্রোপচার করা লাগতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা না করা হলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধিতার সম্মুখীন হবে।
স্পাইনা বিফিডা আরও ভয়াবহ জন্মরোগ। চিকিৎসার পরও অনেকে আজীবন হুইলচেয়ারে জীবন কা'টাতে বাধ্য হন।

*কালেক্টেড*
শিশুর স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

বি দ্রঃ আপাতত ২৪ ঘন্টার কম বয়সী ফলোয়ার কমেন্ট বন্ধ থাকবে। আপনার প্রশ্নের উত্তর বাকি কমেন্টগুলো দেখলে পেয়ে যাবেন।

সন্তানের নাক কতটুকু উঁচু হবে, চোয়াল কতটুকু শার্প ও দৃঢ় হবে তা নির্ভর করে মায়ের খাবারের ওপর।অনাগত সন্তানের চেহারা কেমন হব...
23/04/2025

সন্তানের নাক কতটুকু উঁচু হবে, চোয়াল কতটুকু শার্প ও দৃঢ় হবে তা নির্ভর করে মায়ের খাবারের ওপর।

অনাগত সন্তানের চেহারা কেমন হবে তা পুরোপুরি জেনেটিক। এ দায়িত্ব ডিএনএর। কিন্তু সঠিক পুষ্টির অভাবে কিছু জেনেটিক প্রক্রিয়া ভালোভাবে কাজ করতে পারে না। যার প্রভাব পড়ে সন্তানের চেহারার ওপরও।

যেমন ধরুন, গর্ভবতী মায়ের খাবারে প্রচুর প্রোটিন থাকলে তা সন্তানের চেহারা গঠনের জৈবিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এতে মাথার আকৃতি ঠিক থাকে, নাকের হাড় উঁচু হয়, চোয়াল দৃঢ় ও স্পষ্ট হয়। তাই গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি রাখতে হয়।

সম্প্রতি 'নেচার কমিউনিকেশন' জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

কপি

Scabies বর্তমান সময়ে চর্ম রোগের মধ্যে সবচেয়ে খারাপ একটা রোগ😢*Scabies (বাংলায় খোশ পাচড়া/ খাজলি গোটা) বর্তমানে বাংলাদেশে...
13/04/2025

Scabies বর্তমান সময়ে চর্ম রোগের মধ্যে সবচেয়ে খারাপ একটা রোগ😢

*Scabies (বাংলায় খোশ পাচড়া/ খাজলি গোটা) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।

🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 চুলকানোর জায়গায় অনেক সময় পুজ জমে চামড়ার ভয়ংকর অবস্থা ধারণ করে।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।
🔹 এই রোগটা সবচেয়ে বেশি হয় স্কুল যাওয়া বাচ্চাদের এবং যারা হোস্টেলে থাকে।

Scabies-এর ভয়াবহতা....

★অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।
★পরিবারের যদি কোন সদস্যের এই সমস্যা থেকে থাকে, তার মাধ্যমে বাকি সদস্যরা আক্রান্ত হয়
★তাই চিকিৎসা সুস্থ অসুস্থসহ পরিবারের সব সদস্যদের করতে হয়
★যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

★আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।
✅ শুধুমাত্র Lorix/ Unix ক্রীম ব্যবহার করলে হয় না। স্কিনের অবস্থা বুঝে আরও ওষুধ প্রয়োজন হয়।

কপি পোস্ট

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
14/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

25/12/2022
27/10/2022

❌ চিপস খাওয়া থেকে সাবধানঃ

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।

গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-

১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।

২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।

আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়।

১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।।

যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে।

এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।

মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।

এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে। সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।

শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে।

সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক।

আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"!

সবসময় রোগীদের বলি বাচ্চাদের চিপস খাওয়াবেন না। তাঁরা কতটুকু মানে জানিনা।

তাই বারবার রোগীদের অনুরোধ করি, যদি বাচ্চাদের বাহিরের কিছু খাওয়াতেই হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু কিনে দিন।

( সংগৃহীত )

09/09/2022

Address

Dhaka
7730

Telephone

+8801738156504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tahasin Ahammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tahasin Ahammad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category