02/09/2025
ঔষধ সম্পর্কিত তথ্য
১। এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়াই ভালো। ঔষধ এর সাইড ইফেক্ট খুব খারাপ। ঔষধের কারনে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে।
২। হাইপ্রেসার, ডায়াবেটিস, হার্ট, কিডনী, ষ্ট্রোক, মৃগী ইত্যাদি রোগের ঔষধ নিয়মিত খেতে হবে। হঠাত করে এসব রোগের ঔষধ বন্ধ করলে মারাত্নক সমস্যা দেখা দিতে পারে।
৩। ব্যাথার ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। দীর্ঘদিন ব্যাথার ঔষধ খেলে কিডনী, লিভার নষ্ট হয়ে যেতে পারে।
৪। চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাসের বড়ি খাওয়া উচিত নয়। ২ মাসের বেশি গ্যাসের বড়ি খেলে-কিডনী নষ্ট, রক্ত কমে যাওয়া, হাড় ক্ষয় যাওয়া, খাদ্য নালীতে ইনফেকশন ও ক্যান্সার হতে পারে।
৫। এন্টিবায়োটিক একটি অতি প্রয়োজনীয় ঔষধ, এসব ঔষধ যত্র-তত্র খাওয়া উচিত নয়। যত্র-তত্র এই ঔষধ খেলে যিনি খাবেন তার শরীরে পরবর্তীতে এন্টিবায়োটিক কাজ নাও করতে পারে। সবসময় এন্টিবায়োটিকের ডোজ সম্পন্ন করতে করতে হবে।
কপি রাইটঃ ডাক্তারখানা।