Dr. Delwar Hossain Mollah

Dr. Delwar Hossain Mollah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Delwar Hossain Mollah, Medical and health, Dhaka.

20/11/2025

তথ্যগুলো আশাকরি উপকারে আসবে।

27/10/2025
26/10/2025

আমাদের দেশের মানুষজনের রোগবালাই সম্পর্কে ধারণা বৈচিত্র্যময়। কেউ খুবই সিরিয়াস আবার কেউবা একেবারেই বেখেয়ালি। যেমন ধরুন ডেংগুর ক্ষেত্রে। কোন কোন গার্ডিয়ান, বাচ্চার একদিনের জ্বর, সাথে Dengue NS1 পজিটিভ নিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হয়ে যায়। আবার কোনো কোনো গার্ডিয়ান, বাচ্চার ৫-৬;দিন ধরে জ্বর অথবা জ্বর পরবর্তী সময়, NS1 postive, শরীর ভীষণ দূর্বল, ব্লাড প্রেশার কম, নেড়ো পালস প্রেসার, শরীর হাত পা ঠান্ডা, তবুও হাসপাতালে ভর্তি হতে চায়না। বাসায় চিকিৎসা দেওয়ার জন্য পিড়াপিড়ি করে।

আমি বলি বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই, আবার একদম উদাসীন হওয়া ও যাবেনা।

তাহলে কখন হাসপাতালে বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাবেন?

জেনে নিনঃ

* বাচ্চা বারবার বমি করছে অথবা পাতলা পায়খানা হচ্ছে।
* রক্তবমি, কালো পায়খানা অথবা দাঁতে মাড়ি দিয়ে রক্ত ঝরলে।
* পেটে প্রচন্ড ব্যাথা হলে।
* ব্লাড প্রেশার কমে গেলে।
* প্রস্রাব কমে গেলে।
* মাথা গোড়ানো, শরীর হাত পা ঠান্ডা হয়ে যাওয়া।
* বাচ্চার বয়স ১ বছরের কম।
++++++++++

প্রফেসর ডা.দেলোয়ার হোসেন মোল্লা
এমবিবিএস, এফসিপিএস ( শিশু)
মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল।
কনসালট্যান্ট, এএমজেড হাসপাতাল।

বাচ্চাদের ঘাড়ে যদি টিউমার জাতীয় কিছু হয়, তাহলে অপচিকিৎসা করে সময় নষ্ট না করে, একজন রেজিস্ট্রার্ড ডাক্তারকে দেখান। কারণ এ...
28/09/2025

বাচ্চাদের ঘাড়ে যদি টিউমার জাতীয় কিছু হয়, তাহলে অপচিকিৎসা করে সময় নষ্ট না করে, একজন রেজিস্ট্রার্ড ডাক্তারকে দেখান। কারণ এটা হতে পারে কোন ইনফেকশন, যক্ষা কি়ংবা কোন ক্যনসার জাতীয় রোগ। সময়মতো চিকিৎসা করলে এ রোগ সম্পূর্ন ভালো হয়ে যায়।

আপনার বাচ্চা যদি রাতে ঘুমের মধ্যে  নাক ডাকে আর মুখ হাঁ করে ঘুমায়, তাহলে বুঝবেন আপনার বাচ্চার এডিনয়েড গ্লান্ড ফুলে গেছে। ...
23/09/2025

আপনার বাচ্চা যদি রাতে ঘুমের মধ্যে নাক ডাকে আর মুখ হাঁ করে ঘুমায়, তাহলে বুঝবেন আপনার বাচ্চার এডিনয়েড গ্লান্ড ফুলে গেছে। এ রকম হলে নিকটস্থ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। অবহেলা করলে মারাত্মক সমস্যা হতে পারে।

বাচ্চাদের অতিপুষ্টির ( Overnutrition)  কুফল সমূহঃ-----------------------------------------------------------------------...
23/09/2025

বাচ্চাদের অতিপুষ্টির ( Overnutrition) কুফল সমূহঃ
---------------------------------------------------------------------------

১. অতিরিক্ত ওজন ও স্থুলকায় হয়ে যাওয়া।
২.ইনসুলিন প্রতিরোধী ও অল্প বয়সে ডায়াবেটিস হওয়া।
৩. রক্তের চর্বি ( কোলেস্টেরল) বেড়ে যাওয়া।
৪. ব্লাড প্রেশার বেড়ে যাওয়া।
৫. অ্যাজমা হওয়া।
৬.ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া।
৭. হিপ জয়েন্ট ছুটে যাওয়া ( SCFE)
৮. পা বেঁকে যাওয়া( Blount disease)
9.সময়ের আগেই যৌন বৈশিষ্ট চলে আসা( Secondary s*x character)
১০. লিভারে চর্বি জমে যাওয়া।
১১. শরীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়া ও আত্ববিশ্বাসের ঘাটতি হওয়া।
১২. মানসিক অবসাদগ্রস্হ ও উদ্বেগ বেড়ে যাওয়া।
১৩. বুলিং এর সম্মুখীন হওয়া।
১৪. গড় আয়ু কমে যাওয়া।

জন্মের পর হতে যদি দেখেন, আপনার বাচ্চার জিহবা ও  ঠোঁট  আস্তে আস্তে  নীলাভ কালচে হয়ে যাচ্ছে  আর হাত- পায়ের আঙ্গুলের মাথা ফ...
22/09/2025

জন্মের পর হতে যদি দেখেন, আপনার বাচ্চার জিহবা ও ঠোঁট আস্তে আস্তে নীলাভ কালচে হয়ে যাচ্ছে আর হাত- পায়ের আঙ্গুলের মাথা ফুলে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাচ্চার জন্মগত হৃদরোগ আছে। অবহেলা না করে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিবেন। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা এখন এদশেই হয়।

জন্মগত হাইপোথাইরয়ডিসম একটি মারাত্মক থাইরয়েড হরমোন ঘাটতি জনিত রোগ।  জন্মের এক মাসের মধ্যে থাইরয়েড হরমোন পরীক্ষা করে সহজেই...
19/09/2025

জন্মগত হাইপোথাইরয়ডিসম একটি মারাত্মক থাইরয়েড হরমোন ঘাটতি জনিত রোগ। জন্মের এক মাসের মধ্যে থাইরয়েড হরমোন পরীক্ষা করে সহজেই এই মারাত্মক ব্যাধি প্রতিরোধ করা যায়।

19/09/2025

নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ-

অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন মোল্লা
এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস (পেডিয়াট্রিক)
অধ্যাপক, শিশুরোগ বিভাগ
রোগী দেখার দিন ও সময়:
রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
সকাল ০৯টা - দুপুর ০২টা

অ্যাপয়েন্টমেন্ট-এর জন্য কল করুন- ০৯৬৭৭-১০২০৩০ নম্বরে।
মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল
প্লট: ০৪, সড়ক: ০৮-০৯, সেক্টর: ০১, উত্তরা, ঢাকা-১২৩০।

24/02/2025

🟠 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”
কপিড

আমার আছে অনেক কিছু---------------------------------তুমি বলো আমার কিছু নাইআর আমি বলি আমার আছে সীমানা বিহীন বিশাল এক আকাশ ...
13/01/2025

আমার আছে অনেক কিছু
---------------------------------

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে
সীমানা বিহীন বিশাল এক আকাশ
নক্ষত্র তারকারাজি, শত সহস্র গ্যালাক্সী।

আমার আছে সদা বহমান বায়ুমন্ডল
গ্রীষ্মে আমাকে করে তুলে উষ্ণ
শীতে ঠান্ডা হাওয়ায় আমায় জড়িয়ে ধরে।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে বিশাল এক সমুদ্র
সমুদ্রের বুকে ভেসে বেড়াই আমি
অনাদি অনন্ত কাল
গাঙচিলের সাথে আমি করি খেলা
সমুদ্র ঘেঁষা পাহাড়ের সাথে আমি করি মিতালি
বালুকাবেলায় ভিজাই আমার দুটি পা
সমুদ্র স্নানে কাটাই কিছুটা সময়।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে সারি সারি পাহাড়
আকাশের দিকে ছুটে চলা পাহাড়ের চুড়া
পাহাড়ের উপর বসে সমুদ্র দেখার সোনালী সময়।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে রুপালি একটা চাঁদ
ভরা পূর্ণিমায় রাত জেগে থাকার একটা রুপালি সময়
চাঁদের আলোয় জোনাকি পোকার সাথে
কাটানো একটা কম্পমান স্মৃতি।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে
সুন্দর চঞ্চল এক শৈশব
গ্রামে বেড়ে ওঠার সোনালী অতীত
বন বাঁদারে ঘুরে বেড়ানো রোমাঞ্চকর সব স্মৃতি
পাখির বাসা খুঁজে বেড়ানোর
গোয়েন্দা কাহিনি
খোলা মাঠে দিনভর ঘুড়ি উড়ানোর
আকাশ ছোঁয়া অনুভূতি
দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউচি, হাডুডু,
ডাংগুলি খেলার মতো ভালোলাগা স্মৃতি।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে
স্বপ্নময় এক কৈশোর
রঙিন স্বপ্নে বিভোর এক স্কুল জীবন
শিক্ষকের ছোঁয়ায় জ্ঞানের দ্বীপ জ্বালানোর এক আলোকিত সময়
পৃথিবীকে জানার দুর্বার এক জাদুকরী সময়।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে দুরন্ত এক যৌবন
বাঁধভাঙ্গা উচ্ছাস
সামনে এগিয়ে চলার সাহস।

তুমি বলো আমার কিছু নাই
আর আমি বলি আমার আছে
একটা উষ্ণ হৃদয়
তোমার দিকে অপলক চেয়ে থাকার
একজোড়া শীতল চোখ।

Address

Dhaka

Telephone

+8801852778748

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Delwar Hossain Mollah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Delwar Hossain Mollah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram